Ajker Patrika

ফেসবুক মার্কেটপ্লেসে পছন্দের পণ্য খুঁজবেন ও কিনবেন যেভাবে

অনলাইন ডেস্ক
আপডেট : ২৫ এপ্রিল ২০২৫, ০৮: ২৮
ফেসবুক মার্কেটপ্লেস হলো একটি অনলাইন ক্রয়-বিক্রয় প্ল্যাটফর্ম। ছবি: সংগৃহীত
ফেসবুক মার্কেটপ্লেস হলো একটি অনলাইন ক্রয়-বিক্রয় প্ল্যাটফর্ম। ছবি: সংগৃহীত

বর্তমান ডিজিটাল যুগে অনলাইন শপিং হয়ে উঠেছে আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। এই ক্ষেত্রে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক তার ব্যবহারকারীদের জন্য এনেছে একটি সুবিধাজনক প্ল্যাটফর্ম—ফেসবুক মার্কেটপ্লেস। এটি এমন এক ডিজিটাল বাজার, যেখানে আপনি নানান ধরনের পণ্য সহজেই খুঁজে কিনতে পারেন, আবার নিজের ব্যবহৃত বা নতুন পণ্য বিক্রিও করতে পারেন।

ফেসবুক মার্কেটপ্লেস কী

ফেসবুক মার্কেটপ্লেস হলো একটি অনলাইন ক্রয়-বিক্রয় প্ল্যাটফর্ম, যা সরাসরি ফেসবুক অ্যাপে পাওয়া যায়। এখানে ব্যবহারকারীরা বিভিন্ন ক্যাটাগরির পণ্য, যেমন—ইলেকট্রনিকস, গৃহস্থালি জিনিসপত্র, পোশাক, গাড়ি, জমি, এমনকি চাকরির বিজ্ঞাপনও দিয়ে থাকে। এটি ব্যবহার করা একেবারে সহজ এবং ফেসবুক প্রোফাইলের মাধ্যমেই পরিচালিত হয়, যার ফলে বিক্রেতা বা ক্রেতার পরিচয় সম্পর্কে একটি প্রাথমিক ধারণা পাওয়া যায়।

ফেসবুক মার্কেটপ্লেসে পণ্য খুঁজবেন ও কিনবেন যেভাবে

১. স্মার্টফোন থেকে ফেসবুকে লগইন করুন।

২. এখন ডান পাশের ওপরের দিকে থাকা প্রোফাইল ছবিতে বা তিন ডট মেনুতে ট্যাপ করুন। এই অপশনটি আইফোনের নিচের ডান দিকে থাকবে।

৩. এখন মেনু থেকে ‘মার্কেটপ্লেস’ অপশন খুঁজে বের করুন এবং এতে ট্যাপ করুন।

৪. এবার পণ্য খোঁজার জন্য ওপরের দিকে থাকা সার্চ আইকোনে ট্যাপ করুন এবং পছন্দ অনুযায়ী পণ্যের নাম টাইপ করুন।

৫. এ ছাড়া ক্যাটাগরি অনুযায়ী পণ্য দেখতে পারেন। এ জন্য ওপরের দিকে থাকা ক্যাটাগরি অপশনে ট্যাপ করুন।

৬. স্ক্রল করে পছন্দের ক্যাটাগরি খুঁজে (যেমন—‘গাড়ি, ইলেকট্রনিকস, হোম অ্যান্ড গার্ডেন) বের করুন এবং এতে ট্যাপ করুন।

৭. এখন পণ্যের বিবরণ, ছবি, মূল্য এবং বিক্রেতার প্রোফাইল খুঁটিয়ে দেখুন।

৮. পণ্য সম্পর্কে আরও কিছু জানতে চাইলে ‘সেন্ড সেলার অ্যা মেসেজ’-এর নিচের থাকা টেক্সট বক্সে প্রশ্ন করুন। এরপর সেন্ড বাটনে ট্যাপ করুন।

৯. এর পর থেকে মেসেঞ্জারেই বিক্রেতার সঙ্গে চ্যাট করতে পারবেন।

১০. এ ছাড়া পণ্যটি সেভ করে রাখতে পারবেন। এ জন্য ‘সেভ’ বাটনে ট্যাপ করতে হবে।

সতর্কতা ও পরামর্শ

  • কখনোই অগ্রিম টাকা পাঠাবেন না।
  • পণ্য সরাসরি দেখা ও যাচাই করার পরেই লেনদেন করুন।
  • বিশ্বস্ত স্থান বা পাবলিক জায়গায় দেখা করার চেষ্টা করুন।
  • বিক্রেতার রিভিউ বা অতীত পোস্ট ঘেঁটে তার বিশ্বাসযোগ্যতা যাচাই করুন।
Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঢাবির সিন্ডিকেটে সাত কলেজের অধিভুক্তি বাতিলের চূড়ান্ত অনুমোদন

শ্বশুরকে জামাতার ফোন: ‘আপনার মেয়েকে মাইরা ফেলছি, লাশ নিয়ে যান’

স্ত্রীকে হত্যার পর লাশ সেপটিক ট্যাংকে ফেলে গেলেন ইমামতি করতে

ঐতিহাসিক শিমলা চুক্তি বাতিল করল পাকিস্তান, এর প্রভাব কী

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের জামাতাকে অবসরে পাঠিয়েছে সরকার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত