অনলাইন ডেস্ক
প্রতিনিয়ত নানা ধরনের বার্তা আদান-প্রদান করা হয় হোয়াটসঅ্যাপে। এর ফলে প্ল্যাটফর্মটি ব্যবহারের একঘেয়েমি আসতে পারে। তবে হোয়াটসঅ্যাপের চ্যাট থিম পরিবর্তন করে সেটি আরও আকর্ষণীয় ও বৈচিত্র্যময় করা যায়। থিম পরিবর্তন করে আপনি চ্যাটের ব্যাকগ্রাউন্ড, ফন্টের রং এবং স্টাইল কাস্টমাইজ করতে পারেন, যা আপনার চ্যাটিং অভিজ্ঞতাকে আরও আনন্দময় ও ব্যক্তিগত করে তোলে।
এ ছাড়া, প্রতিটি চ্যাটের থিম আলাদা রাখলে একনজরে ব্যক্তিগত ও পেশাগত মেসেজের মধ্যে পার্থক্য করা যায়। এটি ভুলক্রমে অন্য কাউকে মেসেজ পাঠানোর সম্ভাবনাও কমিয়ে দেয়। ফলে, আপনার চ্যাট প্ল্যাটফর্ম আরও কার্যকর, সুসংগঠিত হয়ে ওঠে।
চ্যাট থিম দুইভাবে পরিবর্তন করা যায়। একটি হলো—একেবারে সবগুলো চ্যাটে একই (ডিফল্ট) থিম (যুক্ত করা। আরেকটি হলো–প্রতিটি চ্যাট থিম আলাদাভাবে পরিবর্তন করা। ফিচারটি ব্যবহারের জন্য হোয়াটসঅ্যাপের সর্বশেষ সংস্করণটি স্মার্টফোনে ইনস্টল থাকতে হবে। নতুন আপডেটে হোয়াটসঅ্যাপে ৩০টি নতুন ওয়ালপেপার যুক্ত হয়েছে।
অ্যান্ড্রয়েডে সবগুলো চ্যাটে একই থিম যুক্ত করবেন যেভাবে
১. হোয়াটসঅ্যাপ চালু করুন।
২. ওপরের দিকে থাকা তিন ডট আইকোনে ট্যাপ করুন। এর ফলে মেনু চালু হবে।
৩. মেনু থেকে ‘সেটিংস’ অপশনে ট্যাপ করুন।
৪. এখন ‘চ্যাটস’ অপশনে ট্যাপ করুন।
৫. এবার ‘ডিফল্ট চ্যাট থিম’ অপশনে ট্যাপ করুন। এখানে চ্যাট থিম কাস্টমাইজ করার জন্য বিভিন্ন অপশন দেখা যাবে—
অ্যান্ড্রয়েডে প্রতিটি চ্যাট থিম আলাদাভাবে পরিবর্তন করবেন যেভাবে
১. হোয়াটসঅ্যাপ চালু করুন।
২. যে চ্যাটের থিম পরিবর্তন করতে চাইছেন তার ওপর ট্যাপ করুন।
৩. এবার ওপরের দিকে থাকা তিন ডট আইকোনে ট্যাপ করুন। এর ফলে মেনু চালু হবে।
৪. মেনু থেকে ‘চ্যাট থিম’ অপশনে ট্যাপ করুন।
৫. চ্যাটের রং পরিবর্তন—এই অপশনে ট্যাপ করে টেক্সটের রং পরিবর্তন করার জন্য বিভিন্ন ধরনের রং দেখতে পারবেন। পছন্দমতো রঙের ওপর ট্যাপ করুন। এখন ডান পাশে থাকা ‘সূর্যের’ মতো আইকোনে ট্যাপ করে রংটি কালচে বা হালকা করতে পারবেন। রং বাছাই হলে ওপরের টিক চিহ্নে ট্যাপ করুন।
৬. চ্যাট ওয়ালপেপার পরিবর্তন করুন—এই অপশনে ট্যাপ করে চ্যাটের ওয়ালপেপার পরিবর্তন করতে পারবেন। হোয়াটসঅ্যাপে কয়েকটি রঙিন ওয়ালপেপার থাকে, সেগুলো থেকে নির্বাচন করতে পারবেন বা ‘সেট এ কালার’ অপশন থেকে এক রঙের কোনো থিম নির্বাচন করতে পারবেন। সেই সঙ্গে ফোনের গ্যালারি থেকে ওয়ালপেপার নির্বাচন করতে পারবেন। এ জন্য ‘চুজ ফ্রম গ্যালারি’ অপশনটি নির্বাচন করুন। এখন বাম পাশে থাকা ‘সূর্যের মতো আইকোনে ট্যাপ করে ওয়ালপেপারের রংটি কালচে বা হালকা করতে পারবেন। এবার কাঙ্ক্ষিত চ্যাট থিম নির্বাচন করে ওপরের দিকে থাকা সবুজ আইকোনে ট্যাপ করুন।
তবে এবার সবগুলো চ্যাটে একই ধরনের টেক্সটের রং ও ওয়ালপেপার পরিবর্তন করলে শুধু একটি চ্যাটেই এসব পরিবর্তন দেখা যাবে।
প্রতিনিয়ত নানা ধরনের বার্তা আদান-প্রদান করা হয় হোয়াটসঅ্যাপে। এর ফলে প্ল্যাটফর্মটি ব্যবহারের একঘেয়েমি আসতে পারে। তবে হোয়াটসঅ্যাপের চ্যাট থিম পরিবর্তন করে সেটি আরও আকর্ষণীয় ও বৈচিত্র্যময় করা যায়। থিম পরিবর্তন করে আপনি চ্যাটের ব্যাকগ্রাউন্ড, ফন্টের রং এবং স্টাইল কাস্টমাইজ করতে পারেন, যা আপনার চ্যাটিং অভিজ্ঞতাকে আরও আনন্দময় ও ব্যক্তিগত করে তোলে।
এ ছাড়া, প্রতিটি চ্যাটের থিম আলাদা রাখলে একনজরে ব্যক্তিগত ও পেশাগত মেসেজের মধ্যে পার্থক্য করা যায়। এটি ভুলক্রমে অন্য কাউকে মেসেজ পাঠানোর সম্ভাবনাও কমিয়ে দেয়। ফলে, আপনার চ্যাট প্ল্যাটফর্ম আরও কার্যকর, সুসংগঠিত হয়ে ওঠে।
চ্যাট থিম দুইভাবে পরিবর্তন করা যায়। একটি হলো—একেবারে সবগুলো চ্যাটে একই (ডিফল্ট) থিম (যুক্ত করা। আরেকটি হলো–প্রতিটি চ্যাট থিম আলাদাভাবে পরিবর্তন করা। ফিচারটি ব্যবহারের জন্য হোয়াটসঅ্যাপের সর্বশেষ সংস্করণটি স্মার্টফোনে ইনস্টল থাকতে হবে। নতুন আপডেটে হোয়াটসঅ্যাপে ৩০টি নতুন ওয়ালপেপার যুক্ত হয়েছে।
অ্যান্ড্রয়েডে সবগুলো চ্যাটে একই থিম যুক্ত করবেন যেভাবে
১. হোয়াটসঅ্যাপ চালু করুন।
২. ওপরের দিকে থাকা তিন ডট আইকোনে ট্যাপ করুন। এর ফলে মেনু চালু হবে।
৩. মেনু থেকে ‘সেটিংস’ অপশনে ট্যাপ করুন।
৪. এখন ‘চ্যাটস’ অপশনে ট্যাপ করুন।
৫. এবার ‘ডিফল্ট চ্যাট থিম’ অপশনে ট্যাপ করুন। এখানে চ্যাট থিম কাস্টমাইজ করার জন্য বিভিন্ন অপশন দেখা যাবে—
অ্যান্ড্রয়েডে প্রতিটি চ্যাট থিম আলাদাভাবে পরিবর্তন করবেন যেভাবে
১. হোয়াটসঅ্যাপ চালু করুন।
২. যে চ্যাটের থিম পরিবর্তন করতে চাইছেন তার ওপর ট্যাপ করুন।
৩. এবার ওপরের দিকে থাকা তিন ডট আইকোনে ট্যাপ করুন। এর ফলে মেনু চালু হবে।
৪. মেনু থেকে ‘চ্যাট থিম’ অপশনে ট্যাপ করুন।
৫. চ্যাটের রং পরিবর্তন—এই অপশনে ট্যাপ করে টেক্সটের রং পরিবর্তন করার জন্য বিভিন্ন ধরনের রং দেখতে পারবেন। পছন্দমতো রঙের ওপর ট্যাপ করুন। এখন ডান পাশে থাকা ‘সূর্যের’ মতো আইকোনে ট্যাপ করে রংটি কালচে বা হালকা করতে পারবেন। রং বাছাই হলে ওপরের টিক চিহ্নে ট্যাপ করুন।
৬. চ্যাট ওয়ালপেপার পরিবর্তন করুন—এই অপশনে ট্যাপ করে চ্যাটের ওয়ালপেপার পরিবর্তন করতে পারবেন। হোয়াটসঅ্যাপে কয়েকটি রঙিন ওয়ালপেপার থাকে, সেগুলো থেকে নির্বাচন করতে পারবেন বা ‘সেট এ কালার’ অপশন থেকে এক রঙের কোনো থিম নির্বাচন করতে পারবেন। সেই সঙ্গে ফোনের গ্যালারি থেকে ওয়ালপেপার নির্বাচন করতে পারবেন। এ জন্য ‘চুজ ফ্রম গ্যালারি’ অপশনটি নির্বাচন করুন। এখন বাম পাশে থাকা ‘সূর্যের মতো আইকোনে ট্যাপ করে ওয়ালপেপারের রংটি কালচে বা হালকা করতে পারবেন। এবার কাঙ্ক্ষিত চ্যাট থিম নির্বাচন করে ওপরের দিকে থাকা সবুজ আইকোনে ট্যাপ করুন।
তবে এবার সবগুলো চ্যাটে একই ধরনের টেক্সটের রং ও ওয়ালপেপার পরিবর্তন করলে শুধু একটি চ্যাটেই এসব পরিবর্তন দেখা যাবে।
পুরোনো ও কাটডাউট ভার্সন দিয়েই ডিপসিকের মতো এআই অ্যাপ বানিয়েছে চীন। মূলত এরপরই যুক্তরাষ্ট্রের মনে হয়েছে, কমদামি ও কম সক্ষমতার এসব চিপও আর চীনকে দেওয়া যাবে না এবং যথারীতি চীনে দুর্বল চিপ রপ্তানিতেও নিষেধাজ্ঞা দিয়েছে ট্রাম্প প্রশাসন।
৪ ঘণ্টা আগেঅন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর সম্প্রতি ‘টেলিকম খাতে নেটওয়ার্ক ও ব্যবসা পরিচালনার লাইসেন্স পুনর্বিন্যাসের’ জন্য বাংলাদেশ টেলিযোগাযোগ আইন সংশোধনের যে খসড়া তৈরি করা হয়েছে, তাতে আইসিএক্স বাদ দেওয়ার প্রস্তাব করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এর ফলে বাংলাদেশের ডিজিটাল...
২১ ঘণ্টা আগেডিজিটাল যুগে যোগাযোগের অন্যতম সহজ ও দ্রুত মাধ্যম হয়ে উঠেছে মেসেঞ্জারের মতো বিভিন্ন মেসেজিং অ্যাপ্লিকেশন। এই অ্যাপের মাধ্যমে মানুষ খুব সহজেই বার্তা আদান-প্রদান করতে পারেন। অনেক সময় বার্তা পাঠানোর পর বানান ভুল, তথ্যগত ত্রুটি বা ভুল বোঝাবুঝির কারণে পাঠানো বার্তাটি সংশোধনের প্রয়োজন হয়। আগে মেসেঞ্জারে
১ দিন আগেকাজাখস্তানের ২৩ বছর বয়সী তরুণ কেনজেবেক ইসমাইলভ তাঁর মাকে নিয়ে হাসপাতালে যাচ্ছিলেন। পথে একটি গাড়ি কোনো কারণ ছাড়াই থেমে গিয়ে এক লেনের রাস্তায় যানজট সৃষ্টি করে। কিন্তু কেনজেবেকের হাসপাতালে যাওয়ার তাড়া ছিল।
২ দিন আগে