অনলাইন ডেস্ক
প্রতিনিয়ত নানা ধরনের বার্তা আদান-প্রদান করা হয় হোয়াটসঅ্যাপে। এর ফলে প্ল্যাটফর্মটি ব্যবহারের একঘেয়েমি আসতে পারে। তবে হোয়াটসঅ্যাপের চ্যাট থিম পরিবর্তন করে সেটি আরও আকর্ষণীয় ও বৈচিত্র্যময় করা যায়। থিম পরিবর্তন করে আপনি চ্যাটের ব্যাকগ্রাউন্ড, ফন্টের রং এবং স্টাইল কাস্টমাইজ করতে পারেন, যা আপনার চ্যাটিং অভিজ্ঞতাকে আরও আনন্দময় ও ব্যক্তিগত করে তোলে।
এ ছাড়া, প্রতিটি চ্যাটের থিম আলাদা রাখলে একনজরে ব্যক্তিগত ও পেশাগত মেসেজের মধ্যে পার্থক্য করা যায়। এটি ভুলক্রমে অন্য কাউকে মেসেজ পাঠানোর সম্ভাবনাও কমিয়ে দেয়। ফলে, আপনার চ্যাট প্ল্যাটফর্ম আরও কার্যকর, সুসংগঠিত হয়ে ওঠে।
চ্যাট থিম দুইভাবে পরিবর্তন করা যায়। একটি হলো—একেবারে সবগুলো চ্যাটে একই (ডিফল্ট) থিম (যুক্ত করা। আরেকটি হলো–প্রতিটি চ্যাট থিম আলাদাভাবে পরিবর্তন করা। ফিচারটি ব্যবহারের জন্য হোয়াটসঅ্যাপের সর্বশেষ সংস্করণটি স্মার্টফোনে ইনস্টল থাকতে হবে। নতুন আপডেটে হোয়াটসঅ্যাপে ৩০টি নতুন ওয়ালপেপার যুক্ত হয়েছে।
অ্যান্ড্রয়েডে সবগুলো চ্যাটে একই থিম যুক্ত করবেন যেভাবে
১. হোয়াটসঅ্যাপ চালু করুন।
২. ওপরের দিকে থাকা তিন ডট আইকোনে ট্যাপ করুন। এর ফলে মেনু চালু হবে।
৩. মেনু থেকে ‘সেটিংস’ অপশনে ট্যাপ করুন।
৪. এখন ‘চ্যাটস’ অপশনে ট্যাপ করুন।
৫. এবার ‘ডিফল্ট চ্যাট থিম’ অপশনে ট্যাপ করুন। এখানে চ্যাট থিম কাস্টমাইজ করার জন্য বিভিন্ন অপশন দেখা যাবে—
অ্যান্ড্রয়েডে প্রতিটি চ্যাট থিম আলাদাভাবে পরিবর্তন করবেন যেভাবে
১. হোয়াটসঅ্যাপ চালু করুন।
২. যে চ্যাটের থিম পরিবর্তন করতে চাইছেন তার ওপর ট্যাপ করুন।
৩. এবার ওপরের দিকে থাকা তিন ডট আইকোনে ট্যাপ করুন। এর ফলে মেনু চালু হবে।
৪. মেনু থেকে ‘চ্যাট থিম’ অপশনে ট্যাপ করুন।
৫. চ্যাটের রং পরিবর্তন—এই অপশনে ট্যাপ করে টেক্সটের রং পরিবর্তন করার জন্য বিভিন্ন ধরনের রং দেখতে পারবেন। পছন্দমতো রঙের ওপর ট্যাপ করুন। এখন ডান পাশে থাকা ‘সূর্যের’ মতো আইকোনে ট্যাপ করে রংটি কালচে বা হালকা করতে পারবেন। রং বাছাই হলে ওপরের টিক চিহ্নে ট্যাপ করুন।
৬. চ্যাট ওয়ালপেপার পরিবর্তন করুন—এই অপশনে ট্যাপ করে চ্যাটের ওয়ালপেপার পরিবর্তন করতে পারবেন। হোয়াটসঅ্যাপে কয়েকটি রঙিন ওয়ালপেপার থাকে, সেগুলো থেকে নির্বাচন করতে পারবেন বা ‘সেট এ কালার’ অপশন থেকে এক রঙের কোনো থিম নির্বাচন করতে পারবেন। সেই সঙ্গে ফোনের গ্যালারি থেকে ওয়ালপেপার নির্বাচন করতে পারবেন। এ জন্য ‘চুজ ফ্রম গ্যালারি’ অপশনটি নির্বাচন করুন। এখন বাম পাশে থাকা ‘সূর্যের মতো আইকোনে ট্যাপ করে ওয়ালপেপারের রংটি কালচে বা হালকা করতে পারবেন। এবার কাঙ্ক্ষিত চ্যাট থিম নির্বাচন করে ওপরের দিকে থাকা সবুজ আইকোনে ট্যাপ করুন।
তবে এবার সবগুলো চ্যাটে একই ধরনের টেক্সটের রং ও ওয়ালপেপার পরিবর্তন করলে শুধু একটি চ্যাটেই এসব পরিবর্তন দেখা যাবে।
প্রতিনিয়ত নানা ধরনের বার্তা আদান-প্রদান করা হয় হোয়াটসঅ্যাপে। এর ফলে প্ল্যাটফর্মটি ব্যবহারের একঘেয়েমি আসতে পারে। তবে হোয়াটসঅ্যাপের চ্যাট থিম পরিবর্তন করে সেটি আরও আকর্ষণীয় ও বৈচিত্র্যময় করা যায়। থিম পরিবর্তন করে আপনি চ্যাটের ব্যাকগ্রাউন্ড, ফন্টের রং এবং স্টাইল কাস্টমাইজ করতে পারেন, যা আপনার চ্যাটিং অভিজ্ঞতাকে আরও আনন্দময় ও ব্যক্তিগত করে তোলে।
এ ছাড়া, প্রতিটি চ্যাটের থিম আলাদা রাখলে একনজরে ব্যক্তিগত ও পেশাগত মেসেজের মধ্যে পার্থক্য করা যায়। এটি ভুলক্রমে অন্য কাউকে মেসেজ পাঠানোর সম্ভাবনাও কমিয়ে দেয়। ফলে, আপনার চ্যাট প্ল্যাটফর্ম আরও কার্যকর, সুসংগঠিত হয়ে ওঠে।
চ্যাট থিম দুইভাবে পরিবর্তন করা যায়। একটি হলো—একেবারে সবগুলো চ্যাটে একই (ডিফল্ট) থিম (যুক্ত করা। আরেকটি হলো–প্রতিটি চ্যাট থিম আলাদাভাবে পরিবর্তন করা। ফিচারটি ব্যবহারের জন্য হোয়াটসঅ্যাপের সর্বশেষ সংস্করণটি স্মার্টফোনে ইনস্টল থাকতে হবে। নতুন আপডেটে হোয়াটসঅ্যাপে ৩০টি নতুন ওয়ালপেপার যুক্ত হয়েছে।
অ্যান্ড্রয়েডে সবগুলো চ্যাটে একই থিম যুক্ত করবেন যেভাবে
১. হোয়াটসঅ্যাপ চালু করুন।
২. ওপরের দিকে থাকা তিন ডট আইকোনে ট্যাপ করুন। এর ফলে মেনু চালু হবে।
৩. মেনু থেকে ‘সেটিংস’ অপশনে ট্যাপ করুন।
৪. এখন ‘চ্যাটস’ অপশনে ট্যাপ করুন।
৫. এবার ‘ডিফল্ট চ্যাট থিম’ অপশনে ট্যাপ করুন। এখানে চ্যাট থিম কাস্টমাইজ করার জন্য বিভিন্ন অপশন দেখা যাবে—
অ্যান্ড্রয়েডে প্রতিটি চ্যাট থিম আলাদাভাবে পরিবর্তন করবেন যেভাবে
১. হোয়াটসঅ্যাপ চালু করুন।
২. যে চ্যাটের থিম পরিবর্তন করতে চাইছেন তার ওপর ট্যাপ করুন।
৩. এবার ওপরের দিকে থাকা তিন ডট আইকোনে ট্যাপ করুন। এর ফলে মেনু চালু হবে।
৪. মেনু থেকে ‘চ্যাট থিম’ অপশনে ট্যাপ করুন।
৫. চ্যাটের রং পরিবর্তন—এই অপশনে ট্যাপ করে টেক্সটের রং পরিবর্তন করার জন্য বিভিন্ন ধরনের রং দেখতে পারবেন। পছন্দমতো রঙের ওপর ট্যাপ করুন। এখন ডান পাশে থাকা ‘সূর্যের’ মতো আইকোনে ট্যাপ করে রংটি কালচে বা হালকা করতে পারবেন। রং বাছাই হলে ওপরের টিক চিহ্নে ট্যাপ করুন।
৬. চ্যাট ওয়ালপেপার পরিবর্তন করুন—এই অপশনে ট্যাপ করে চ্যাটের ওয়ালপেপার পরিবর্তন করতে পারবেন। হোয়াটসঅ্যাপে কয়েকটি রঙিন ওয়ালপেপার থাকে, সেগুলো থেকে নির্বাচন করতে পারবেন বা ‘সেট এ কালার’ অপশন থেকে এক রঙের কোনো থিম নির্বাচন করতে পারবেন। সেই সঙ্গে ফোনের গ্যালারি থেকে ওয়ালপেপার নির্বাচন করতে পারবেন। এ জন্য ‘চুজ ফ্রম গ্যালারি’ অপশনটি নির্বাচন করুন। এখন বাম পাশে থাকা ‘সূর্যের মতো আইকোনে ট্যাপ করে ওয়ালপেপারের রংটি কালচে বা হালকা করতে পারবেন। এবার কাঙ্ক্ষিত চ্যাট থিম নির্বাচন করে ওপরের দিকে থাকা সবুজ আইকোনে ট্যাপ করুন।
তবে এবার সবগুলো চ্যাটে একই ধরনের টেক্সটের রং ও ওয়ালপেপার পরিবর্তন করলে শুধু একটি চ্যাটেই এসব পরিবর্তন দেখা যাবে।
ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনের অংশ হিসেবে আজ শুক্রবার দেশের সব মোবাইল ফোন গ্রাহক বিনা মূল্যে ১ জিবি ইন্টারনেট ডেটা পাচ্ছেন। অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) গত বুধবার সব অপারেটরকে এই নির্দেশনা দেয়।
৮ ঘণ্টা আগেমহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠান স্পেসএক্সের সহযোগী প্রতিষ্ঠান স্টারলিংকের ব্যবসা পরিচালনা বিভাগের ভাইস প্রেসিডেন্ট লরেন ড্রেয়ারের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল শুক্রবার ঢাকায় আসছে।
২১ ঘণ্টা আগেতবে সমঝোতার নির্দিষ্ট শর্তাবলি আদালতে প্রকাশ করা হয়নি। বিচারকের সামনে বিবাদীপক্ষের আইনজীবীরাও কোনো বক্তব্য দেননি। বিচারক ম্যাককরমিক যখন মামলার দ্বিতীয় দিনের শুনানির প্রস্তুতি নিচ্ছিলেন, তখনই হঠাৎ তিনি মামলাটি মুলতবি ঘোষণা করেন এবং উভয় পক্ষকে অভিনন্দন জানান।
১ দিন আগেবিশ্বজুড়ে ভাষা ও সংস্কৃতির ওপর বড় ধরনের প্রভাব ফেলছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)। বিশেষ করে চ্যাটজিপিটির মতো বড় ভাষা মডেল (এলএলএম) মানুষের দৈনন্দিন কথাবার্তার ধরন বদলে দিচ্ছে এবং একঘেয়ে করে তুলছে বলে সতর্ক করেছে জার্মানির এক গবেষক দল।
২ দিন আগে