বেশির ভাগ মেসেজিং অ্যাপ শুধু সাধারণভাবে টেক্সট পাঠানোর সুযোগ দেয়। তবে এ ক্ষেত্রে ব্যতিক্রম হোয়াটসঅ্যাপ। এতে মেসেজে পাঠানোর আগে টেক্সট ফরম্যাট বা নিজের মতো সাজানো যায়। এই প্ল্যাটফর্মে বোল্ড, ইটালিক, স্ট্রাইকথ্রু, এবং মোনোস্পেস—এই চারটি টেক্সট ফরম্যাটিং সমর্থন করে। এগুলোর মাধ্যমে লেখার সৌন্দর্য বাড়ানোর পাশাপাশি মেসেজের গুরুত্বপূর্ণ অংশ হাইলাইট করা যাবে।
ফরম্যাট করার দুটি উপায় রয়েছে। সেগুলো দেওয়া হলো—
১. ভিজ্যুয়াল এডিটর ব্যবহার করা
এটি খুব সহজ। এখানে কোনো ‘চিট কোড’ মনে রাখার প্রয়োজন নেই!
অ্যান্ড্রয়েডে: কোনো মেসেজ লেখার সময় একটি শব্দের ওপর চাপ দিয়ে ধরে রাখলে বা বহু শব্দ নির্বাচন করার পর ওপরে ছোট মেনু দেখা যাবে। এই মেনুর তিন ডট আইকোনে ট্যাপ করুন। মেনু থেকে পছন্দ মতো বোল্ড, ইটালিক, স্ট্রাইকথ্রু, এবং মোনোস্পেস অপশন নির্বাচন করুন।
আইওএস বা আইপ্যাডওএস: একটি শব্দ বা একাধিক শব্দ চাপ দিয়ে ধরে নির্বাচন করুন। এরপর ওপরের বিআইইউ অপশনে ট্যাপ করুন। তারপর বোল্ড, ইটালিক, স্ট্রাইকথ্রু, এবং মোনোসপেস অপশনগুলো পাবেন। সেগুলো নির্বাচন করুন।
২. ফরম্যাটিং শর্টকাট ব্যবহার করা
যদি আপনি দ্রুত টাইপ করতে পছন্দ করেন অথবা একসঙ্গে একাধিক শব্দ ফরম্যাট করতে চান, তাহলে এটি আরও কার্যকর হতে পারে। তবে এতে আপনাকে ফরম্যাটিং নিয়মগুলো মনে রাখতে হবে।
এখানে টেক্সট ফরম্যাটিংয়ের জন্য কিছু বিশেষ চিহ্ন ব্যবহার করতে হবে।
ইটালিক–এর জন্য আন্ডারস্কোর (_) ব্যবহার করতে হবে। যেমন: _টেক্সট_
বোল্ড–এর জন্য স্টার চিহ্ন (*) ব্যবহার করতে হবে। যেমন: *টেক্সট*
স্ট্রাইকথ্রু–এর জন্য টিল্ড চিহ্ন (~) ব্যবহার করুন। যেমন: ~টেক্সট~
মোনোস্পেস–এর ব্যাকটিক (```) ব্যবহার করুন। যেমন: ```টেক্সট```
এভাবে হোয়াটসঅ্যাপ–এ টেক্সট ফরম্যাট করতে পারেন। ডেস্কটপ সংস্করণের ক্ষেত্রে কিবোর্ড দিয়ে কোনো শব্দ নির্বাচন করার পরই ওপরে ফরম্যাটিং অপশনগুলো দেখা যাবে।
আরও পড়ুন:–
বেশির ভাগ মেসেজিং অ্যাপ শুধু সাধারণভাবে টেক্সট পাঠানোর সুযোগ দেয়। তবে এ ক্ষেত্রে ব্যতিক্রম হোয়াটসঅ্যাপ। এতে মেসেজে পাঠানোর আগে টেক্সট ফরম্যাট বা নিজের মতো সাজানো যায়। এই প্ল্যাটফর্মে বোল্ড, ইটালিক, স্ট্রাইকথ্রু, এবং মোনোস্পেস—এই চারটি টেক্সট ফরম্যাটিং সমর্থন করে। এগুলোর মাধ্যমে লেখার সৌন্দর্য বাড়ানোর পাশাপাশি মেসেজের গুরুত্বপূর্ণ অংশ হাইলাইট করা যাবে।
ফরম্যাট করার দুটি উপায় রয়েছে। সেগুলো দেওয়া হলো—
১. ভিজ্যুয়াল এডিটর ব্যবহার করা
এটি খুব সহজ। এখানে কোনো ‘চিট কোড’ মনে রাখার প্রয়োজন নেই!
অ্যান্ড্রয়েডে: কোনো মেসেজ লেখার সময় একটি শব্দের ওপর চাপ দিয়ে ধরে রাখলে বা বহু শব্দ নির্বাচন করার পর ওপরে ছোট মেনু দেখা যাবে। এই মেনুর তিন ডট আইকোনে ট্যাপ করুন। মেনু থেকে পছন্দ মতো বোল্ড, ইটালিক, স্ট্রাইকথ্রু, এবং মোনোস্পেস অপশন নির্বাচন করুন।
আইওএস বা আইপ্যাডওএস: একটি শব্দ বা একাধিক শব্দ চাপ দিয়ে ধরে নির্বাচন করুন। এরপর ওপরের বিআইইউ অপশনে ট্যাপ করুন। তারপর বোল্ড, ইটালিক, স্ট্রাইকথ্রু, এবং মোনোসপেস অপশনগুলো পাবেন। সেগুলো নির্বাচন করুন।
২. ফরম্যাটিং শর্টকাট ব্যবহার করা
যদি আপনি দ্রুত টাইপ করতে পছন্দ করেন অথবা একসঙ্গে একাধিক শব্দ ফরম্যাট করতে চান, তাহলে এটি আরও কার্যকর হতে পারে। তবে এতে আপনাকে ফরম্যাটিং নিয়মগুলো মনে রাখতে হবে।
এখানে টেক্সট ফরম্যাটিংয়ের জন্য কিছু বিশেষ চিহ্ন ব্যবহার করতে হবে।
ইটালিক–এর জন্য আন্ডারস্কোর (_) ব্যবহার করতে হবে। যেমন: _টেক্সট_
বোল্ড–এর জন্য স্টার চিহ্ন (*) ব্যবহার করতে হবে। যেমন: *টেক্সট*
স্ট্রাইকথ্রু–এর জন্য টিল্ড চিহ্ন (~) ব্যবহার করুন। যেমন: ~টেক্সট~
মোনোস্পেস–এর ব্যাকটিক (```) ব্যবহার করুন। যেমন: ```টেক্সট```
এভাবে হোয়াটসঅ্যাপ–এ টেক্সট ফরম্যাট করতে পারেন। ডেস্কটপ সংস্করণের ক্ষেত্রে কিবোর্ড দিয়ে কোনো শব্দ নির্বাচন করার পরই ওপরে ফরম্যাটিং অপশনগুলো দেখা যাবে।
আরও পড়ুন:–
বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড অপো বাংলা নববর্ষ উপলক্ষে স্মার্টফোন অপো এ৫ প্রোর একটি নতুন ভ্যারিয়েন্ট বাজারে এনেছে। এই নতুন সংস্করণে রয়েছে উল্লেখযোগ্য আপগ্রেড, যার মধ্যে রয়েছে ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি রম। স্মার্টফোনটি এখন সারা দেশে পাওয়া যাচ্ছে মাত্র ২৬ হাজার ৯৯০ টাকায়।
১৬ ঘণ্টা আগেফেসবুক গ্রুপ চালানোর জন্য প্রয়োজন হয় দক্ষ অ্যাডমিনের। তাঁরা গ্রুপের সদস্যদের জন্য নিরাপদ ও উপযোগী পরিবেশে তৈরি করতে পারেন। তবে গ্রুপ বড় হয়ে গেলে বা এনগেজমেন্ট বেশি হলে গ্রুপটি একজন অ্যাডমিনের পক্ষে দেখভাল করা কঠিন হয়ে দাঁড়ায়। এমন অবস্থায় গ্রুপের বিশ্বস্ত কোনো সদস্যকে অ্যাডমিন বানানোর প্রয়োজনীয়তা দেখ
১ দিন আগেগুগল অনলাইন বিজ্ঞাপন প্রযুক্তির মূল ক্ষেত্রগুলোতে অবৈধভাবে একচেটিয়া আধিপত্য বিস্তার করেছে বলে রায় দিয়েছেন একজন মার্কিন ফেডারেল বিচারক। এই মামলায় মূলত তিনটি ক্ষেত্রে গুগলের আধিপত্যের বিষয়টি তুলে ধরা হয়— ডিসপ্লে বিজ্ঞাপন নেটওয়ার্ক, পাবলিশার টুলস এবং অ্যাড এক্সচেঞ্জ।
১ দিন আগেবিশ্বের অন্যতম প্রযুক্তি জায়ান্ট গুগলের বিরুদ্ধে ৫ বিলিয়ন পাউন্ড বা ৬৬০ কোটি ডলারের মামলা করেছে যুক্তরাজ্য। অনলাইন সার্চ বাজারে নিজেদের আধিপত্যের অপব্যবহার করে বিজ্ঞাপনদাতাদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগে এই মামলা করা হয়।
২ দিন আগে