Ajker Patrika

ইনস্টাগ্রামে অনলাইন থাকলেও নিজেকে অফলাইন দেখাবেন যেভাবে

অনলাইন ডেস্ক
আপডেট : ০১ জুলাই ২০২৫, ০৮: ১৩
ইনস্টাগ্রামে রয়েছে এমন একটি ফিচার, যার মাধ্যমে আপনি অ্যাপে অনলাইনে থাকলেও অন্যদের কাছে অফলাইন হিসেবে নিজেকে দেখাতে পারবেন। ছবি: সংগৃহীত
ইনস্টাগ্রামে রয়েছে এমন একটি ফিচার, যার মাধ্যমে আপনি অ্যাপে অনলাইনে থাকলেও অন্যদের কাছে অফলাইন হিসেবে নিজেকে দেখাতে পারবেন। ছবি: সংগৃহীত

সোশ্যাল মিডিয়ার দুনিয়ায় আমরা প্রতিনিয়ত সংযুক্ত, সব সময় একে অপরের নাগালে। ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা অনেক সময় খেয়াল করেন, কেউ কখন অ্যাকটিভ বা অনলাইনে আছেন। আর সেই অনলাইন স্ট্যাটাস দেখা যায় ইনবক্সের পাশেই। এটি বন্ধুদের সঙ্গে সহজে যোগাযোগে সাহায্য করলেও অনেক সময় ব্যক্তিগত সময় কাটানোর জন্য, কোনো কিছুতে মনোযোগ দিতে বা অপ্রত্যাশিত বার্তা এড়িয়ে চলতে ব্যবহারকারীদের নিজেদের উপস্থিতি লুকিয়ে রাখার প্রয়োজন হয়।

এই চাহিদাকে মাথায় রেখেই ইনস্টাগ্রামে রয়েছে এমন একটি ফিচার, যার মাধ্যমে আপনি অ্যাপে অনলাইনে থাকলেও অন্যদের কাছে অফলাইন হিসেবে নিজেকে দেখাতে পারবেন। ব্যক্তিগত গোপনীয়তা বজায় রাখতে এই সেটিংস বেশ কার্যকরী।

স্মার্টফোন থেকে

১. প্রথমেই স্মার্টফোনে ইনস্টাগ্রাম অ্যাপ খুলুন।

২. এরপর ডান দিকের নিচের দিকে থাকা প্রোফাইল ছবিতে ট্যাপ করুন।

৩. পরের পেজে ওপরের ডান দিকে থাকা তিনটি অনুভূমিক লাইনে ট্যাপ করুন। এর ফলে একটি মেনু চালু হবে।

৪. মেনুতে নিচের দিকে স্ক্রল করে ‘মেসেজেস অ্যান্ড স্টোরি রিপ্লাইস’ অপশনটি খুঁজে বের করুন এবং এতে ট্যাপ করুন।

৫. এখন ‘হু ক্যান সি দ্যট ইউআর অফলাইন’ সেকশনে নিচের দিকে থাকা ‘শো অ্যাকটিভিটি স্ট্যাটাস’ অপশনে ট্যাপ করুন। এর ফলে একটি পেজ দেখা যাবে।

৬. এবার ‘অ্যাকটিভিটি স্ট্যাটাস’ অপশনের পাশে থাকা টগল বাটনে ট্যাপ করে তা বন্ধ করে দিন। এর ফলে বাটনটি কালো থেকে হালকা ধূসর হয়ে যাবে।

এই বাটনটি বন্ধ হলেই অনলাইনে থাকলেও আপনাকে আর দেখা যাবে না।

কম্পিউটার থেকে

১. কম্পিউটারের ব্রাউজার থেকে ইনস্টাগ্রামের ওয়েবসাইটে প্রবেশ করুন।

২. এরপর নিজের অ্যাকাউন্টে লগইন করুন।

৩. এবার বাঁ পাশের প্যানেলের নিচের দিকে থাকা ‘মোর’ বাটনে ট্যাপ করুন।

৪. এরপর মেনুর ‘সেটিংস’ বাটনে ট্যাপ করুন।

৫. এবার বাঁ পাশের প্যানেলে থেকে ‘মেসেজেস অ্যান্ড স্টোরি রিপ্লাইস’ অপশনটি খুঁজে বের করুন।

৬. এখন ডান দিকে থাকা ‘শো অ্যাকটিভিটি স্ট্যাটাস’ বাটনে ট্যাপ করুন।

৭. পরের পেজে ‘শো অ্যাকটিভিটি স্ট্যাটাস’ বাটনের পাশে থাকা টগল বাটনে ট্যাপ করে তা বন্ধ করে দিন। এর ফলে বাটনটি কালো থেকে হালকা ধূসর হয়ে যাবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শাকিব খানের নামের সঙ্গে ‘মেগাস্টার’ শব্দ নিয়ে জাহিদ হাসানের আপত্তি

হত্যার দায়ে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত রাজশাহীর ৭ বন্দীর সাজা মওকুফ

স্ত্রী-সন্তানসহ প্রবাসীর মৃত্যু ‘বিষক্রিয়ায়’, কেয়ারটেকার চাচাকে সন্দেহ

দুদকের আতশ কাচের নিচে ছয় সাবেক মুখ্য সচিব

ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যানের ব্যাংক হিসাব স্থগিত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত