অনলাইন ডেস্ক
অ্যাপল খুব শিগগিরই বাজারে আনছে অপেক্ষাকৃত সস্তা ম্যাকবুক এয়ার। তবে চমকপ্রদ বিষয়টি হলো—এই ম্যাকবুকে আইফোনের চিপ ব্যবহার করা হবে। এমনই দাবি করেছেন তাইওয়ানের প্রযুক্তি বিশ্লেষক মিং-চি কুও।
গতকাল সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ কুও জানান, নতুন এই ম্যাকবুকটির উৎপাদন শুরু হবে ২০২৫ সালের শেষ দিকে অথবা ২০২৬ সালের শুরুর দিকে।
১৩ ইঞ্চি মাপের হালকা এই ল্যাপটপে থাকবে আইফোন ১৬ প্রো-তে ব্যবহৃত এ১৮ প্রো চিপ। ম্যাকের এম-সিরিজ চিপের তুলনায় এটি তুলনামূলক কম শক্তিশালী হলেও এটি ২০২০ সালের ম্যাকের এম ১ চিপের সমতুল্য। ফলে দৈনন্দিন কাজের জন্য এটি যথেষ্ট হবে বলেই ধারণা বিশ্লেষকদের।
কুও এর মতে, ২০২৬ সালে অ্যাপল এই ডিভাইসের ৫০ থেকে ৭০ লাখ ইউনিট উৎপাদন করবে। ডিভাইসটি গোলাপি ও হলুদ রঙে আসতে পারে। এর সঙ্গে থাকবে প্রচলিত সিলভার (ধূসর) রঙও।
বর্তমানে ম্যাকবুক এয়ারের দাম শুরু হয় ৯৯৯ ডলার থেকে। তাই এ১৮ প্রো চিপযুক্ত সস্তা ম্যাকবুক এয়ার বাজারে এলে কম বাজেটের ব্যবহারকারীদের মধ্যে ম্যাকবুকের চাহিদা আরও বাড়তে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা।
উল্লেখ্য, ২০২৪ সালে অ্যাপলের মোট ম্যাক বিক্রির মধ্যে ম্যাকবুক এয়ারের অংশ ছিল ৩৩ শতাংশ। তবুও বিশ্ববাজারে অ্যাপল মাত্র ৯ দশমিক ২ শতাংশ কম্পিউটার বাজার দখল করে। ডেল, এইচপি ও লেনোভোর মতো ব্র্যান্ডগুলো অ্যাপলের চেয়ে অনেক বড় বাজার দখল করে আছে।
এ ১৮ প্রো চিপে অ্যাপলের কৃত্রিম বুদ্ধিমত্তা সুবিধা ‘অ্যাপল ইন্টেলিজেন্স’ থাকায়, এই সস্তা ল্যাপটপ নতুন করে অনেক ব্যবহারকারীর কাছে এআইভিত্তিক ফিচারগুলো পৌঁছে দিতে পারবে বলেও মনে করা হচ্ছে।
তবে এই বিষয়ে অ্যাপলের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি।
তথ্যসূত্র: সিনেট
অ্যাপল খুব শিগগিরই বাজারে আনছে অপেক্ষাকৃত সস্তা ম্যাকবুক এয়ার। তবে চমকপ্রদ বিষয়টি হলো—এই ম্যাকবুকে আইফোনের চিপ ব্যবহার করা হবে। এমনই দাবি করেছেন তাইওয়ানের প্রযুক্তি বিশ্লেষক মিং-চি কুও।
গতকাল সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ কুও জানান, নতুন এই ম্যাকবুকটির উৎপাদন শুরু হবে ২০২৫ সালের শেষ দিকে অথবা ২০২৬ সালের শুরুর দিকে।
১৩ ইঞ্চি মাপের হালকা এই ল্যাপটপে থাকবে আইফোন ১৬ প্রো-তে ব্যবহৃত এ১৮ প্রো চিপ। ম্যাকের এম-সিরিজ চিপের তুলনায় এটি তুলনামূলক কম শক্তিশালী হলেও এটি ২০২০ সালের ম্যাকের এম ১ চিপের সমতুল্য। ফলে দৈনন্দিন কাজের জন্য এটি যথেষ্ট হবে বলেই ধারণা বিশ্লেষকদের।
কুও এর মতে, ২০২৬ সালে অ্যাপল এই ডিভাইসের ৫০ থেকে ৭০ লাখ ইউনিট উৎপাদন করবে। ডিভাইসটি গোলাপি ও হলুদ রঙে আসতে পারে। এর সঙ্গে থাকবে প্রচলিত সিলভার (ধূসর) রঙও।
বর্তমানে ম্যাকবুক এয়ারের দাম শুরু হয় ৯৯৯ ডলার থেকে। তাই এ১৮ প্রো চিপযুক্ত সস্তা ম্যাকবুক এয়ার বাজারে এলে কম বাজেটের ব্যবহারকারীদের মধ্যে ম্যাকবুকের চাহিদা আরও বাড়তে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা।
উল্লেখ্য, ২০২৪ সালে অ্যাপলের মোট ম্যাক বিক্রির মধ্যে ম্যাকবুক এয়ারের অংশ ছিল ৩৩ শতাংশ। তবুও বিশ্ববাজারে অ্যাপল মাত্র ৯ দশমিক ২ শতাংশ কম্পিউটার বাজার দখল করে। ডেল, এইচপি ও লেনোভোর মতো ব্র্যান্ডগুলো অ্যাপলের চেয়ে অনেক বড় বাজার দখল করে আছে।
এ ১৮ প্রো চিপে অ্যাপলের কৃত্রিম বুদ্ধিমত্তা সুবিধা ‘অ্যাপল ইন্টেলিজেন্স’ থাকায়, এই সস্তা ল্যাপটপ নতুন করে অনেক ব্যবহারকারীর কাছে এআইভিত্তিক ফিচারগুলো পৌঁছে দিতে পারবে বলেও মনে করা হচ্ছে।
তবে এই বিষয়ে অ্যাপলের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি।
তথ্যসূত্র: সিনেট
বিশ্বজুড়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রতিযোগিতায় এগিয়ে যেতে বড় ধরনের পরিবর্তনের ঘোষণা দিল মেটা। প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ গতকাল সোমবার এক অভ্যন্তরীণ নথিতে জানান, এআই খাতকে পুনর্গঠন করে ‘মেটা সুপারইন্টিলিজেন্স ল্যাব’ (এমএসএল) নামে একটি নতুন ইউনিট গঠন করা হয়েছে।
৫ ঘণ্টা আগেচীনের নর্থওয়েস্টার্ন পপলিটেকনিক্যাল ইউনিভার্সিটি সম্প্রতি একটি হাইপারসনিক এয়ারক্র্যাফটের সফল পরীক্ষামূলক ফ্লাইট সম্পন্ন করেছে। ‘ফেইতিয়ান-২’ নামের এই এয়ারক্র্যাফটের গতি মাক ১২-এ পৌঁছেছে বলে চীনা সংবাদমাধ্যম দাবি করেছে।
৯ ঘণ্টা আগেইনস্টাগ্রাম ব্যবহারকারীরা এখন থেকে স্টোরিতে শেয়ার করা স্পটিফাই গানের প্রিভিউ শুনতে পারবেন। এত দিন পর্যন্ত ইনস্টাগ্রাম স্টোরিতে গান শেয়ার করলে শুধু গানটির লিংক দেখা যেত, তবে গান শোনা যেত না। এখন থেকে স্টোরিতে শেয়ার করা গানের একটি অংশ সরাসরি ইনস্টাগ্রামের ভেতরেই শোনা যাবে।
১১ ঘণ্টা আগেঅ্যাপল তাদের ডিজিটাল সহকারী ‘সিরি’তে নিজস্ব কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি বাদ দিয়ে ওপেনএআই বা অ্যানথ্রপিকের-এর লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল (এলএলএম) ব্যবহারের কথা ভাবছে। গত সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্লুমবার্গ নিউজ।
১২ ঘণ্টা আগে