অনলাইন ডেস্ক
ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা এখন থেকে স্টোরিতে শেয়ার করা স্পটিফাই গানের প্রিভিউ শুনতে পারবেন। এত দিন পর্যন্ত ইনস্টাগ্রাম স্টোরিতে গান শেয়ার করলে শুধু গানটির লিংক দেখা যেত, কিন্তু গান শোনা যেত না। এখন থেকে স্টোরিতে শেয়ার করা গানের একটি অংশ সরাসরি ইনস্টাগ্রামের ভেতরেই শোনা যাবে।
গতকাল সোমবার এই নতুন ফিচার চালুর ঘোষণা দিয়েছে ইনস্টাগ্রাম। এতে করে ব্যবহারকারীরা এখন ইনস্টাগ্রামে নতুন গান খুঁজে পাবেন এবং পছন্দের গান বন্ধুদের সঙ্গে আরও সহজে শেয়ার করতে পারবেন। এভাবে অ্যাপটিতে আরও সময় থাকবেন ব্যবহারকারীরা।
এর আগে ইনস্টাগ্রাম ‘নোটস’ ফিচারেও স্পটিফাই গান যুক্ত করার সুবিধা চালু করেছিল। এখন ব্যবহারকারীরা তাঁদের ইনস্টাগ্রাম নোটসে সরাসরি স্পটিফাই থেকে গান স্ট্রিম করতে পারবেন, যা তাঁদের অনুসারীদের জন্য বাস্তব সময়ে পছন্দের গানগুলো জানার একটি মাধ্যম তৈরি করেছে।
ইনস্টাগ্রাম বলছে, এ ধরনের সংগীতনির্ভর ফিচারগুলো ব্যবহারকারীদের বেশি সময় ধরে অ্যাপে রাখতে সাহায্য করবে এবং প্ল্যাটফর্মটিকে সংগীত আবিষ্কারের একটি কেন্দ্র হিসেবে গড়ে তুলবে। এর মাধ্যমে ইনস্টাগ্রাম টিকটকের সঙ্গে প্রতিযোগিতায় আরও এক ধাপ এগিয়ে যেতে চায়, কারণ টিকটক ইতিমধ্যে বৈশ্বিক সংগীত চার্টে প্রভাব ফেলছে।
এ ছাড়া সোমবার ইনস্টাগ্রাম আরও জানায়, তারা স্টোরি ও রিলের জন্য নতুন কিছু ফন্ট চালু করছে। এর মধ্যে স্প্যানিশ সংগীতশিল্পী রোসালিয়ার হাতের লেখা থেকে অনুপ্রাণিত একটি সীমিত সংস্করণের ফন্টও রয়েছে। এই ফন্ট ব্যবহার করে যখন কেউ ‘:-) ’ বা ‘<3’ এর মতো চিহ্ন লিখবেন, তখন তা রোসালিয়ার হাতে আঁকা বিশেষ প্রতীকে রূপ নেবে বলে জানিয়েছে ইনস্টাগ্রাম।
তথ্যসূত্র: টেকক্রাঞ্চ
ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা এখন থেকে স্টোরিতে শেয়ার করা স্পটিফাই গানের প্রিভিউ শুনতে পারবেন। এত দিন পর্যন্ত ইনস্টাগ্রাম স্টোরিতে গান শেয়ার করলে শুধু গানটির লিংক দেখা যেত, কিন্তু গান শোনা যেত না। এখন থেকে স্টোরিতে শেয়ার করা গানের একটি অংশ সরাসরি ইনস্টাগ্রামের ভেতরেই শোনা যাবে।
গতকাল সোমবার এই নতুন ফিচার চালুর ঘোষণা দিয়েছে ইনস্টাগ্রাম। এতে করে ব্যবহারকারীরা এখন ইনস্টাগ্রামে নতুন গান খুঁজে পাবেন এবং পছন্দের গান বন্ধুদের সঙ্গে আরও সহজে শেয়ার করতে পারবেন। এভাবে অ্যাপটিতে আরও সময় থাকবেন ব্যবহারকারীরা।
এর আগে ইনস্টাগ্রাম ‘নোটস’ ফিচারেও স্পটিফাই গান যুক্ত করার সুবিধা চালু করেছিল। এখন ব্যবহারকারীরা তাঁদের ইনস্টাগ্রাম নোটসে সরাসরি স্পটিফাই থেকে গান স্ট্রিম করতে পারবেন, যা তাঁদের অনুসারীদের জন্য বাস্তব সময়ে পছন্দের গানগুলো জানার একটি মাধ্যম তৈরি করেছে।
ইনস্টাগ্রাম বলছে, এ ধরনের সংগীতনির্ভর ফিচারগুলো ব্যবহারকারীদের বেশি সময় ধরে অ্যাপে রাখতে সাহায্য করবে এবং প্ল্যাটফর্মটিকে সংগীত আবিষ্কারের একটি কেন্দ্র হিসেবে গড়ে তুলবে। এর মাধ্যমে ইনস্টাগ্রাম টিকটকের সঙ্গে প্রতিযোগিতায় আরও এক ধাপ এগিয়ে যেতে চায়, কারণ টিকটক ইতিমধ্যে বৈশ্বিক সংগীত চার্টে প্রভাব ফেলছে।
এ ছাড়া সোমবার ইনস্টাগ্রাম আরও জানায়, তারা স্টোরি ও রিলের জন্য নতুন কিছু ফন্ট চালু করছে। এর মধ্যে স্প্যানিশ সংগীতশিল্পী রোসালিয়ার হাতের লেখা থেকে অনুপ্রাণিত একটি সীমিত সংস্করণের ফন্টও রয়েছে। এই ফন্ট ব্যবহার করে যখন কেউ ‘:-) ’ বা ‘<3’ এর মতো চিহ্ন লিখবেন, তখন তা রোসালিয়ার হাতে আঁকা বিশেষ প্রতীকে রূপ নেবে বলে জানিয়েছে ইনস্টাগ্রাম।
তথ্যসূত্র: টেকক্রাঞ্চ
বিশ্বজুড়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রতিযোগিতায় এগিয়ে যেতে বড় ধরনের পরিবর্তনের ঘোষণা দিল মেটা। প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ গতকাল সোমবার এক অভ্যন্তরীণ নথিতে জানান, এআই খাতকে পুনর্গঠন করে ‘মেটা সুপারইন্টিলিজেন্স ল্যাব’ (এমএসএল) নামে একটি নতুন ইউনিট গঠন করা হয়েছে।
৫ ঘণ্টা আগেঅ্যাপল খুব শিগগিরই বাজারে আনছে অপেক্ষাকৃত সস্তা ম্যাকবুক এয়ার। তবে চমকপ্রদ বিষয়টি হলো—এই ম্যাকবুকে আইফোনের চিপ ব্যবহার করা হবে। এমনই দাবি করেছেন তাইওয়ানের প্রযুক্তি বিশ্লেষক মিং-চি কুও।
৮ ঘণ্টা আগেচীনের নর্থওয়েস্টার্ন পপলিটেকনিক্যাল ইউনিভার্সিটি সম্প্রতি একটি হাইপারসনিক এয়ারক্র্যাফটের সফল পরীক্ষামূলক ফ্লাইট সম্পন্ন করেছে। ‘ফেইতিয়ান-২’ নামের এই এয়ারক্র্যাফটের গতি মাক ১২-এ পৌঁছেছে বলে চীনা সংবাদমাধ্যম দাবি করেছে।
৮ ঘণ্টা আগেঅ্যাপল তাদের ডিজিটাল সহকারী ‘সিরি’তে নিজস্ব কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি বাদ দিয়ে ওপেনএআই বা অ্যানথ্রপিকের-এর লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল (এলএলএম) ব্যবহারের কথা ভাবছে। গত সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্লুমবার্গ নিউজ।
১২ ঘণ্টা আগে