Ajker Patrika

ফেসবুক মার্কেটপ্লেসে পণ্য বিক্রির বিজ্ঞাপন দেবেন যেভাবে

অনলাইন ডেস্ক
কোন ধরনের পণ্য বিক্রি করবেন, তা নির্বাচন করুন। ছবি: ই কম্পোজার
কোন ধরনের পণ্য বিক্রি করবেন, তা নির্বাচন করুন। ছবি: ই কম্পোজার

বর্তমান ডিজিটাল যুগে ব্যবসা পরিচালনার ধরন দ্রুত বদলে যাচ্ছে। বিশেষ করে সোশ্যাল মিডিয়া এখন শুধু যোগাযোগের মাধ্যম নয়, বরং এক বিশাল বাজারও হয়ে উঠেছে। ফেসবুক মার্কেটপ্লেস হচ্ছে এমনই একটি প্ল্যাটফর্ম, যেখানে যেকোনো ব্যক্তি খুব সহজেই তাদের পণ্য অন্যদের সামনে তুলে ধরতে পারে এবং সরাসরি ক্রেতার সঙ্গে যোগাযোগ স্থাপন করে সেটি বিক্রিও করতে পারে। তাই আগের মতো দোকান ভাড়া নেওয়া বা বড় মাপের পুঁজি বিনিয়োগ না করেও এখন ঘরে বসেই পণ্য বিক্রি করা সম্ভব। প্রতিদিন এখানে কেনাকাটার জন্য ঘোরাঘুরি করেন লাখ লাখ সক্রিয় ব্যবহারকারী, যা একজন বিক্রেতার জন্য বিশাল সুযোগ।

যে কারণে ফেসবুক মার্কেটপ্লেস ব্যবহার করবেন

  • এর মাধ্যমে বিনা মূল্যে পণ্যের বিজ্ঞাপন দেওয়া যায়।
  • স্থানীয় ক্রেতার সঙ্গে সরাসরি যোগাযোগ করা যায়।
  • ফেসবুকের ব্যবহারকারীর সংখ্যা অনেক বেশি হওয়ার কারণে বিক্রির সুযোগও বেশি।
  • চ্যাটের মাধ্যমে দ্রুত আলোচনা ও লেনদেন সম্ভব।

যে কারণে ফেসবুক মার্কেটপ্লেস ব্যবহার করবেন

  • এর মাধ্যমে বিনা মূল্যে পণ্যের বিজ্ঞাপন দেওয়া যায়।
  • স্থানীয় ক্রেতার সঙ্গে সরাসরি যোগাযোগ করা যায়।
  • ফেসবুকের ব্যবহারকারীর সংখ্যা অনেক বেশি হওয়ার কারণে বিক্রির সুযোগও বেশি।
  • চ্যাটের মাধ্যমে দ্রুত আলোচনা ও লেনদেন সম্ভব।

যে কারণে ফেসবুক মার্কেটপ্লেস ব্যবহার করবেন

  • এর মাধ্যমে বিনা মূল্যে পণ্যের বিজ্ঞাপন দেওয়া যায়।
  • স্থানীয় ক্রেতার সঙ্গে সরাসরি যোগাযোগ করা যায়।
  • ফেসবুকের ব্যবহারকারীর সংখ্যা অনেক বেশি হওয়ার কারণে বিক্রির সুযোগও বেশি।
  • চ্যাটের মাধ্যমে দ্রুত আলোচনা ও লেনদেন সম্ভব।

ফেসবুক মার্কেটপ্লেসে পণ্যের বিজ্ঞাপন দেবেন যেভাবে

১. স্মার্টফোন থেকে ফেসবুকে লগইন করুন।

২. এখন ডান পাশের ওপরের দিকে থাকা প্রোফাইল ছবিতে বা তিন ডট মেনুতে ট্যাপ করুন। এই অপশনটি আইফোনের নিচের ডান দিকে থাকবে।

৩. এখন মেনু থেকে ‘মার্কেটপ্লেস’ অপশন খুঁজে বের করুন এবং এতে ট্যাপ করুন।

৪. এবার ওপরের দিকে থাকা ‘সেল’ বাটনে ট্যাপ করুন।

৫. এবার কোন ধরনের পণ্য বিক্রি করবেন তা নির্বাচন করুন। যেকোনো ধরনের পণ্য বিক্রি করতে আইটেমস আইকোনে ট্যাপ করুন। আর গাড়ি বা জায়গা বিক্রির ক্ষেত্রে যথাক্রমে ‘ভিহিকেলস’ বা ‘প্রোপার্টিজ ফর সেল অর রেন্ট’ অপশনে ট্যাপ করুন।

৬. আইটেম অপশনে ট্যাপ করার পর পণ্যের ছবি দিতে হবে। এ জন্য ‘অ্যাড ফটোজ’ অপশনে ট্যাপ করুন। এখন ফোনের গ্যালারি থেকে ছবি নির্বাচন করতে পারেন বা ক্যামেরা দিয়ে ছবি তুলে তা যুক্ত করতে পারেন।

৭. এবার টাইটেল অপশনে ট্যাপ করে পণ্যের নাম যুক্ত করুন।

৮. পণ্যের জন্য যুক্তিসংগত মূল্য নির্ধারণের জন্য ‘প্রাইস’ অপশন ব্যবহার করুন।

৯. এবার ক্যাটাগরি অপশনের ট্যাপ করে তালিকা থেকে উপযুক্ত ক্যাটাগরি নির্বাচন করুন।

১০. এখন কন্ডিশন অপশন থেকে পণ্যটি নতুন পুরোনো নাকি তা নির্বাচন করুন।

১১. এরপর ‘ডেসক্রিপশন’ টেক্সট বক্সে পণ্যের বিস্তারিত লিখুন।

১২. পণ্যটি কোথা থেকে সংগ্রহ করতে হবে বা কোন অঞ্চল থেকে বিক্রি হচ্ছে তা জানানোর জন্য লোকেশন অপশনটি ব্যবহার করতে হবে। ফেসবুক আগে থেকে আপনার লোকেশন সঠিকভাবে নির্বাচন করতে পারলে আলাদাভাবে লোকেশন দিতে হবে না। আর লোকেশন যুক্ত করার জন্য এডিট বাটনে ট্যাপ করুন। এখন ওপরের দিকে থাকা কাগজের প্লেনের মতো আইকোন নির্বাচন করুন। এখন ফেসবুক আপনার লোকেশন শনাক্ত করার জন্য অনুমতি চাইবে। অনুমতি দিতে ‘অ্যালাউ’ বাটনে ট্যাপ করুন। লোকেশন নির্বাচন হলে ‘অ্যাপ্লাই’ বাটনে ট্যাপ করুন।

১৩. ফেসবুক মার্কেটপ্লেসের পণ্য ফেসবুক বন্ধুদের না দেখাতে চাইলে ‘হাইড ফ্রম ফ্রেন্ডস’ বাটনের পাশে টগল বাটনে ট্যাপ করুন।

১৪. এ ছাড়া ‘লিস্ট ইন মোর প্লেসেস’ অপশনে ট্যাপ করে পণ্যটি অন্য গ্রুপের মার্কেটপ্লেসেও দেখাতে পারবেন। তবে গ্রুপের অ্যাডমিন অনুমতি দিলেই কেবল পণ্যটি ওই গ্রুপের পণ্যের তালিকায় প্রকাশ পাবে।

১৫. সব তথ্য দেওয়া শেষ হলে ওপরের ডান পাশে থাকা ‘পাবলিশ’ বাটনে ট্যাপ করুন।

এখন পণ্যটি বিক্রির জন্য আপনাকে অপেক্ষা করতে হবে। ক্রেতা মেসেঞ্জারের মাধ্যমে বিক্রেতার সঙ্গে যোগাযোগ করে।

ফেসবুক মার্কেটপ্লেসে পণ্য বিক্রির জন্য নিচের কিছু বিষয় খেয়াল রাখা ভালো—

ভালো ছবি ব্যবহার করুন: স্পষ্ট যুক্ত ছবি ক্রেতাদের আকৃষ্ট করতে সাহায্য করে।

বিবরণ দিন: আপনার পণ্যের বৈশিষ্ট্য, অবস্থা, মাপসহ যতটা সম্ভব বিস্তারিত তথ্য দিন।

ন্যায্য মূল্য নির্ধারণ করুন: একই ধরনের অন্যান্য পণ্যের দাম যাচাই করে একটি প্রতিযোগিতামূলক মূল্য ঠিক করুন।

ক্রেতাদের সঙ্গে যোগাযোগ রাখুন: আগ্রহী ক্রেতাদের প্রশ্নের উত্তর দিন এবং দ্রুত সাড়া দেওয়ার চেষ্টা করুন।

নিরাপত্তাকে প্রাধান্য দিন: ক্রেতার সঙ্গে দেখা করার সময় জনসমাগমপূর্ণ স্থান বেছে নিন এবং নিরাপদ অর্থ প্রদান পদ্ধতি ব্যবহারের কথা বিবেচনা করুন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত