স্মার্টফোনের বাজার মাতাচ্ছে হুয়াওয়ের সর্বাধুনিক মডেলের অ্যান্ড্রয়েড ফোন মেট ৬০ প্রো। গত ছয় সপ্তাহে ১৬ লাখ ফোন বিক্রি করেছে এই চীনা কোম্পানি। মোবাইল ফোনের বাজারে মন্দাভাবের মধ্যেও চীনা ফোনের চাহিদা বেড়েছে। কাউন্টারপয়েন্টের গবেষণার বরাত দিয়ে সংবাদ সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।
গত দুই সপ্তাহেই ৪ লাখ মেট ৬০ প্রো বিক্রি হয়েছে। একই সময়ে বাজারে আসে অ্যাপলের আইফোন ১৫ প্রো।
প্রথম ১৭ দিনে আইফোন ১৪ মডেলের তুলনায় আইফোন ১৫-এর বিক্রি ৪ দশমিক ৫ শতাংশ কম হয়। তবে এই বিক্রির সুনির্দিষ্ট সংখ্যা গবেষণায় জানানো হয়নি। এ বিষয়ে হুয়াওয়ের মন্তব্য জানা যায়নি।
গত আগস্টে প্রিমিয়াম মেট ৬০ প্রো ফোনটি বাজারে ছেড়ে চমক দেয় হুয়াওয়ে। বিশ্লেষকেরা বলছেন, যুক্তরাষ্ট্রের প্রযুক্তিগত নিষেধাজ্ঞার মধ্যেই চীনে তৈরি চিপ দিয়ে ফোনটি তৈরি করা হয়েছে।
চীনের এসএমআইসি কোম্পানির চিপসেট দিয়ে হুয়াওয়ের ৫জি ফোন মেট ৬০ প্রো তৈরি হয়েছে বলে কানাডার প্রযুক্তি বিশ্লেষক কোম্পানি টেকইনসাইট জানিয়েছে। হুয়াওয়ের ৫জি ফোন মেট ৬০ প্রোতে এসএমআইসির এন + ২ ৭ ন্যানোমিটার প্রসেস নোড (সিপিউ তৈরির প্রক্রিয়া ও নকশা) ব্যবহার করা হয়েছে।
কাউন্টারপয়েন্টের সিনিয়র বিশ্লেষক ইভান ল্যাম বলেন, ফোনগুলোর চাহিদা বেশি থাকায় সেগুলো মজুত করার সঙ্গে সঙ্গেই বিক্রি হয়ে যাচ্ছে।
বিশ্বে স্মার্টফোনের বিক্রি কমে গত ১০ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। চলতি বছরের জুলাই-সেপ্টেম্বর সময়ে স্মার্টফোনের বিক্রি ৮ শতাংশ কমেছে। অ্যাপল ও স্যামসাংয়ের মতো জনপ্রিয় ব্র্যান্ডের ফোনগুলোর চাহিদাও কমেছে।
শুধু হুয়াওয়ের সাব-ব্র্যান্ড অনার এবং চীনের মোবাইল ফোন প্রস্তুতকারক ট্রান্সসিয়ন গ্রুপের বিক্রি এই সময়ের মধ্যে বেড়েছে।
আরও পড়ুন—
স্মার্টফোনের বাজার মাতাচ্ছে হুয়াওয়ের সর্বাধুনিক মডেলের অ্যান্ড্রয়েড ফোন মেট ৬০ প্রো। গত ছয় সপ্তাহে ১৬ লাখ ফোন বিক্রি করেছে এই চীনা কোম্পানি। মোবাইল ফোনের বাজারে মন্দাভাবের মধ্যেও চীনা ফোনের চাহিদা বেড়েছে। কাউন্টারপয়েন্টের গবেষণার বরাত দিয়ে সংবাদ সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।
গত দুই সপ্তাহেই ৪ লাখ মেট ৬০ প্রো বিক্রি হয়েছে। একই সময়ে বাজারে আসে অ্যাপলের আইফোন ১৫ প্রো।
প্রথম ১৭ দিনে আইফোন ১৪ মডেলের তুলনায় আইফোন ১৫-এর বিক্রি ৪ দশমিক ৫ শতাংশ কম হয়। তবে এই বিক্রির সুনির্দিষ্ট সংখ্যা গবেষণায় জানানো হয়নি। এ বিষয়ে হুয়াওয়ের মন্তব্য জানা যায়নি।
গত আগস্টে প্রিমিয়াম মেট ৬০ প্রো ফোনটি বাজারে ছেড়ে চমক দেয় হুয়াওয়ে। বিশ্লেষকেরা বলছেন, যুক্তরাষ্ট্রের প্রযুক্তিগত নিষেধাজ্ঞার মধ্যেই চীনে তৈরি চিপ দিয়ে ফোনটি তৈরি করা হয়েছে।
চীনের এসএমআইসি কোম্পানির চিপসেট দিয়ে হুয়াওয়ের ৫জি ফোন মেট ৬০ প্রো তৈরি হয়েছে বলে কানাডার প্রযুক্তি বিশ্লেষক কোম্পানি টেকইনসাইট জানিয়েছে। হুয়াওয়ের ৫জি ফোন মেট ৬০ প্রোতে এসএমআইসির এন + ২ ৭ ন্যানোমিটার প্রসেস নোড (সিপিউ তৈরির প্রক্রিয়া ও নকশা) ব্যবহার করা হয়েছে।
কাউন্টারপয়েন্টের সিনিয়র বিশ্লেষক ইভান ল্যাম বলেন, ফোনগুলোর চাহিদা বেশি থাকায় সেগুলো মজুত করার সঙ্গে সঙ্গেই বিক্রি হয়ে যাচ্ছে।
বিশ্বে স্মার্টফোনের বিক্রি কমে গত ১০ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। চলতি বছরের জুলাই-সেপ্টেম্বর সময়ে স্মার্টফোনের বিক্রি ৮ শতাংশ কমেছে। অ্যাপল ও স্যামসাংয়ের মতো জনপ্রিয় ব্র্যান্ডের ফোনগুলোর চাহিদাও কমেছে।
শুধু হুয়াওয়ের সাব-ব্র্যান্ড অনার এবং চীনের মোবাইল ফোন প্রস্তুতকারক ট্রান্সসিয়ন গ্রুপের বিক্রি এই সময়ের মধ্যে বেড়েছে।
আরও পড়ুন—
বিশ্বজুড়ে ভাষা ও সংস্কৃতির ওপর বড় ধরনের প্রভাব ফেলছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)। বিশেষ করে চ্যাটজিপিটির মতো বড় ভাষা মডেল (এলএলএম) মানুষের দৈনন্দিন কথাবার্তার ধরন বদলে দিচ্ছে এবং একঘেয়ে করে তুলছে বলে সতর্ক করেছে জার্মানির এক গবেষক দল।
২১ ঘণ্টা আগেবিশ্বের ইন্টারনেট গতির নতুন রেকর্ড গড়েছে জাপান। দেশটির ন্যাশনাল ইনস্টিটিউট অব ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশনস টেকনোলজির (এনআইসিটি) গবেষকেরা দাবি করেছে, তাঁরা প্রতি সেকেন্ডে ১ লাখ ২৫ হাজার গিগাবাইট ডেটা স্থানান্তর করতে সক্ষম হয়েছেন, যা প্রায় ১ হাজার ১২০ মাইল (১ হাজার ৮০২ কিলোমিটার) দূরত্ব অতিক্রম...
১ দিন আগেমাইক্রোসফট তাদের কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক সহকারী কোপাইলট ভিশনের নতুন আপডেট চালু করেছে, যা এখন ব্যবহারকারীর কম্পিউটারের পুরো স্ক্রিন বা পর্দা স্ক্যান করতে পারবে। আগে এই টুলটি একসঙ্গে দুইটি অ্যাপ দেখতে পারত এবং সে অনুযায়ী বিশ্লেষণ করত। তবে নতুন আপডেটের ফলে এটি এখন সম্পূর্ণ ডেস্কটপ কিংবা নির্দিষ্ট
১ দিন আগেডিজিটাল কনটেন্টের যুগে ইউটিউব কেবল একটি ভিডিও প্ল্যাটফর্ম নয়—এটি এখন এক বড় ক্যারিয়ার অপশন, ব্র্যান্ড তৈরির মাধ্যম, এমনকি অনেকের স্বপ্নপূরণের জায়গা। আপনি যদি ইউটিউবে চ্যানেল খোলার কথা ভাবেন, তবে নিশ্চয়ই অনেক ধরনের আইডিয়া মাথায় ঘুরছে। তবে এতগুলো আইডিয়ার ভিড়ে কোনটা দিয়ে শুরু করবেন, সেটাই সবচেয়ে কঠিন
১ দিন আগে