অনলাইন ডেস্ক
ফোল্ডেবল ডিসপ্লেকে আরও একধাপ এগিয়ে নিতে নতুন স্মার্টফোনের ধারণা দিল মটোরোলা। ঘড়ির মত হাতের কবজিতে মুড়িয়েও ফোনটি ব্যবহার করা যাবে। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট গিজমোচায়নার প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।
ফোনটি এখনো পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। এটির একটি নমুনা লেনেভো টেক ওয়ার্ল্ড ২০২৩ এর ইভেন্টে উন্মোচন লেনেভো (মটোরোলার মূল কোম্পানি) উন্মোচন করে। ফোনটিতে ৬ দশমিক ৯ ইঞ্চির ফুল এইচডি ও পোলেড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে।
নমুনা ফোনটিতে অনন্য কিছু ফিচার যুক্ত করা হয়েছে। দাঁড়া করিয়ে রাখলে ফোনটি ব্যবহারকারীর জামা শনাক্ত করে এবং ম্যাচিং ওয়ালপেপার তৈরি করে। এর ফলে ফোনটিকে স্মার্টওয়াচের মত দেখা যায়। ভিডিও কলের জন্য ফোনটি চোখের সঙ্গে সংগতি রেখে সেট আপ করা যাবে।
এই ইভেন্টে এআইভিত্তিক বিভিন্ন নতুন ফিচারের ধারণা দেয় মটোরোলা। ব্যবহারকারীরা নিজেদের ছবি ফোনে আপলোড করেও এআইভিত্তিক ডিভাইস ওয়ালপেপার তৈরি করতে পারবে। কোম্পানিটি ফোন ও পিসির জন্য ‘মটোএআই’ নামের নতুন ভয়েস বা টেক্স অ্যাসিসটেন্স তৈরি করছে। এতে ব্যবহারকারীর প্রাইভেসির (গোপনীয়তা) লঙ্ঘন হবে না বলে কোম্পানিটি দাবি করছে। এ ছাড়া ভাঁজ ও ছায়া কমিয়ে আরও পরিষ্কার ছবির জন্য মটোরোলা স্মার্টফোনের ডকুমেন্ট স্ক্যানিং ফিচার উন্নয়নেও কাজ করছে।
আকৃতি পরিবর্তনকারী এই ফোন চমকপ্রদ হলেও বাণিজ্যিকভাবে কতটুকু সফলতা পাবে তা ভবিষ্যতে জানা যাবে। ফোনটির স্থায়িত্ব, আরাম এবং কেসিংয়ের মত বিষয়গুলো নিয়ে অনেক সমালোচকেরা উদ্বিগ্ন প্রকাশ করেছে। এই ফোনের সাহায্যে উদ্ভাবক হিসেবে জোরালো অবস্থান অর্জন করেছে মটোরোলা। মটোরোলা ফোল্ডিং ফোনে দিকে ঝুঁকছে। এআইয়ের ব্যবহারে গ্রাহকের অভিজ্ঞতাকে পুনরায় সংজ্ঞায়িত করতে চাইছে।
ফোল্ডেবল ডিসপ্লেকে আরও একধাপ এগিয়ে নিতে নতুন স্মার্টফোনের ধারণা দিল মটোরোলা। ঘড়ির মত হাতের কবজিতে মুড়িয়েও ফোনটি ব্যবহার করা যাবে। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট গিজমোচায়নার প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।
ফোনটি এখনো পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। এটির একটি নমুনা লেনেভো টেক ওয়ার্ল্ড ২০২৩ এর ইভেন্টে উন্মোচন লেনেভো (মটোরোলার মূল কোম্পানি) উন্মোচন করে। ফোনটিতে ৬ দশমিক ৯ ইঞ্চির ফুল এইচডি ও পোলেড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে।
নমুনা ফোনটিতে অনন্য কিছু ফিচার যুক্ত করা হয়েছে। দাঁড়া করিয়ে রাখলে ফোনটি ব্যবহারকারীর জামা শনাক্ত করে এবং ম্যাচিং ওয়ালপেপার তৈরি করে। এর ফলে ফোনটিকে স্মার্টওয়াচের মত দেখা যায়। ভিডিও কলের জন্য ফোনটি চোখের সঙ্গে সংগতি রেখে সেট আপ করা যাবে।
এই ইভেন্টে এআইভিত্তিক বিভিন্ন নতুন ফিচারের ধারণা দেয় মটোরোলা। ব্যবহারকারীরা নিজেদের ছবি ফোনে আপলোড করেও এআইভিত্তিক ডিভাইস ওয়ালপেপার তৈরি করতে পারবে। কোম্পানিটি ফোন ও পিসির জন্য ‘মটোএআই’ নামের নতুন ভয়েস বা টেক্স অ্যাসিসটেন্স তৈরি করছে। এতে ব্যবহারকারীর প্রাইভেসির (গোপনীয়তা) লঙ্ঘন হবে না বলে কোম্পানিটি দাবি করছে। এ ছাড়া ভাঁজ ও ছায়া কমিয়ে আরও পরিষ্কার ছবির জন্য মটোরোলা স্মার্টফোনের ডকুমেন্ট স্ক্যানিং ফিচার উন্নয়নেও কাজ করছে।
আকৃতি পরিবর্তনকারী এই ফোন চমকপ্রদ হলেও বাণিজ্যিকভাবে কতটুকু সফলতা পাবে তা ভবিষ্যতে জানা যাবে। ফোনটির স্থায়িত্ব, আরাম এবং কেসিংয়ের মত বিষয়গুলো নিয়ে অনেক সমালোচকেরা উদ্বিগ্ন প্রকাশ করেছে। এই ফোনের সাহায্যে উদ্ভাবক হিসেবে জোরালো অবস্থান অর্জন করেছে মটোরোলা। মটোরোলা ফোল্ডিং ফোনে দিকে ঝুঁকছে। এআইয়ের ব্যবহারে গ্রাহকের অভিজ্ঞতাকে পুনরায় সংজ্ঞায়িত করতে চাইছে।
সারা বিশ্বের প্রযুক্তি বাজারকে কাঁপিয়ে দিয়েছে চীনের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) গবেষণা প্রতিষ্ঠান ডিপসিকের তৈরি করা নতুন এআই ভাষা মডেল ‘ডিপসিক আর১ ’। তাই এই প্রতিযোগিতায় নিজেদের আধিপত্য বজায় রাখতে রিজনিং মডেল ‘ও ৩ মিনি’ বিনা মূল্যে ব্যবহারে সুযোগ দিচ্ছে ওপেনএআই।
৪ মিনিট আগেব্যবসায়িক প্রতিষ্ঠানের কার্যক্রমে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই অন্তভুক্ত করলে বিভিন্ন কাজ দ্রুত ও সহজভাবে করা যায়। তাই এআই নিয়ে অতী উৎসাহী ব্যবসায়ীরা। তবে এই প্রযুক্তি ব্যবহার নিয়ে সংশয়ে রয়েছেন প্রতিষ্ঠানের কর্মীরা। বিশেষ করে নেতৃত্ব পর্যায়ে এই প্রযুক্তি সম্পর্কে ধারণার অভাব থাকায় সংস্থাগুলোর মধ্যে...
৩ ঘণ্টা আগেটেক জায়ান্ট গুগল তার ‘প্ল্যাটফর্মস অ্যান্ড ডিভাইস’ দলে কাজ করা যুক্তরাষ্ট্রভিত্তিক কর্মীদের জন্য একটি ‘ভলিউন্টারি এক্সিট’ প্রোগ্রাম চালু করছে। অর্থাৎ এই বিভাগে কর্মীরা স্বেচ্ছায় পদত্যাগ করতে পারবে। পিক্সেল এবং অ্যান্ড্রয়েড প্রকল্পগুলো একত্রিত করে গত বছর এই ডিভিশন তৈরি করে প্ল্যাটফর্মটি।
৪ ঘণ্টা আগেহোয়াটসঅ্যাপে ১০০ সাংবাদিক ও বিশিষ্ট ব্যক্তির ওপর নজরদারি করেছে ইসরায়েলি সংস্থা প্যারাগন সলিউশনস। মেটা-মালিকানাধীন এই ম্যাসেজিং অ্যাপের এক কর্মী জানিয়েছে, কিছু হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী অ্যাকাউন্ট ‘সম্ভবত আক্রান্ত’ হয়েছে স্পাইওয়্যারের মাধ্যমে। তাদের ডিভাইসের নিরাপত্তা নিয়ে সতর্ক করা হয়েছে।
৬ ঘণ্টা আগে