ফোল্ডেবল ডিসপ্লেকে আরও একধাপ এগিয়ে নিতে নতুন স্মার্টফোনের ধারণা দিল মটোরোলা। ঘড়ির মত হাতের কবজিতে মুড়িয়েও ফোনটি ব্যবহার করা যাবে। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট গিজমোচায়নার প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।
ফোনটি এখনো পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। এটির একটি নমুনা লেনেভো টেক ওয়ার্ল্ড ২০২৩ এর ইভেন্টে উন্মোচন লেনেভো (মটোরোলার মূল কোম্পানি) উন্মোচন করে। ফোনটিতে ৬ দশমিক ৯ ইঞ্চির ফুল এইচডি ও পোলেড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে।
নমুনা ফোনটিতে অনন্য কিছু ফিচার যুক্ত করা হয়েছে। দাঁড়া করিয়ে রাখলে ফোনটি ব্যবহারকারীর জামা শনাক্ত করে এবং ম্যাচিং ওয়ালপেপার তৈরি করে। এর ফলে ফোনটিকে স্মার্টওয়াচের মত দেখা যায়। ভিডিও কলের জন্য ফোনটি চোখের সঙ্গে সংগতি রেখে সেট আপ করা যাবে।
এই ইভেন্টে এআইভিত্তিক বিভিন্ন নতুন ফিচারের ধারণা দেয় মটোরোলা। ব্যবহারকারীরা নিজেদের ছবি ফোনে আপলোড করেও এআইভিত্তিক ডিভাইস ওয়ালপেপার তৈরি করতে পারবে। কোম্পানিটি ফোন ও পিসির জন্য ‘মটোএআই’ নামের নতুন ভয়েস বা টেক্স অ্যাসিসটেন্স তৈরি করছে। এতে ব্যবহারকারীর প্রাইভেসির (গোপনীয়তা) লঙ্ঘন হবে না বলে কোম্পানিটি দাবি করছে। এ ছাড়া ভাঁজ ও ছায়া কমিয়ে আরও পরিষ্কার ছবির জন্য মটোরোলা স্মার্টফোনের ডকুমেন্ট স্ক্যানিং ফিচার উন্নয়নেও কাজ করছে।
আকৃতি পরিবর্তনকারী এই ফোন চমকপ্রদ হলেও বাণিজ্যিকভাবে কতটুকু সফলতা পাবে তা ভবিষ্যতে জানা যাবে। ফোনটির স্থায়িত্ব, আরাম এবং কেসিংয়ের মত বিষয়গুলো নিয়ে অনেক সমালোচকেরা উদ্বিগ্ন প্রকাশ করেছে। এই ফোনের সাহায্যে উদ্ভাবক হিসেবে জোরালো অবস্থান অর্জন করেছে মটোরোলা। মটোরোলা ফোল্ডিং ফোনে দিকে ঝুঁকছে। এআইয়ের ব্যবহারে গ্রাহকের অভিজ্ঞতাকে পুনরায় সংজ্ঞায়িত করতে চাইছে।
ফোল্ডেবল ডিসপ্লেকে আরও একধাপ এগিয়ে নিতে নতুন স্মার্টফোনের ধারণা দিল মটোরোলা। ঘড়ির মত হাতের কবজিতে মুড়িয়েও ফোনটি ব্যবহার করা যাবে। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট গিজমোচায়নার প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।
ফোনটি এখনো পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। এটির একটি নমুনা লেনেভো টেক ওয়ার্ল্ড ২০২৩ এর ইভেন্টে উন্মোচন লেনেভো (মটোরোলার মূল কোম্পানি) উন্মোচন করে। ফোনটিতে ৬ দশমিক ৯ ইঞ্চির ফুল এইচডি ও পোলেড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে।
নমুনা ফোনটিতে অনন্য কিছু ফিচার যুক্ত করা হয়েছে। দাঁড়া করিয়ে রাখলে ফোনটি ব্যবহারকারীর জামা শনাক্ত করে এবং ম্যাচিং ওয়ালপেপার তৈরি করে। এর ফলে ফোনটিকে স্মার্টওয়াচের মত দেখা যায়। ভিডিও কলের জন্য ফোনটি চোখের সঙ্গে সংগতি রেখে সেট আপ করা যাবে।
এই ইভেন্টে এআইভিত্তিক বিভিন্ন নতুন ফিচারের ধারণা দেয় মটোরোলা। ব্যবহারকারীরা নিজেদের ছবি ফোনে আপলোড করেও এআইভিত্তিক ডিভাইস ওয়ালপেপার তৈরি করতে পারবে। কোম্পানিটি ফোন ও পিসির জন্য ‘মটোএআই’ নামের নতুন ভয়েস বা টেক্স অ্যাসিসটেন্স তৈরি করছে। এতে ব্যবহারকারীর প্রাইভেসির (গোপনীয়তা) লঙ্ঘন হবে না বলে কোম্পানিটি দাবি করছে। এ ছাড়া ভাঁজ ও ছায়া কমিয়ে আরও পরিষ্কার ছবির জন্য মটোরোলা স্মার্টফোনের ডকুমেন্ট স্ক্যানিং ফিচার উন্নয়নেও কাজ করছে।
আকৃতি পরিবর্তনকারী এই ফোন চমকপ্রদ হলেও বাণিজ্যিকভাবে কতটুকু সফলতা পাবে তা ভবিষ্যতে জানা যাবে। ফোনটির স্থায়িত্ব, আরাম এবং কেসিংয়ের মত বিষয়গুলো নিয়ে অনেক সমালোচকেরা উদ্বিগ্ন প্রকাশ করেছে। এই ফোনের সাহায্যে উদ্ভাবক হিসেবে জোরালো অবস্থান অর্জন করেছে মটোরোলা। মটোরোলা ফোল্ডিং ফোনে দিকে ঝুঁকছে। এআইয়ের ব্যবহারে গ্রাহকের অভিজ্ঞতাকে পুনরায় সংজ্ঞায়িত করতে চাইছে।
যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এনভিডিয়ার শক্তিশালী এআই চিপের ওপর নতুন করে রপ্তানি নিষেধাজ্ঞা জারির পরপরই হুয়াওয়ের এই ঘোষণা চীনের এআই কোম্পানিগুলোর জন্য অত্যন্ত সময়োপযোগী। এত দিন পর্যন্ত এনভিডিয়ার এইচ২০ চিপটি চীনা বাজারে অবাধে বিক্রি করার অনুমতি ছিল, যা ছিল চীনের এআই কোম্পানিগুলোর জন্য প্রধান চিপ।
৪ ঘণ্টা আগেপ্রযুক্তি খাতে নিজেদের অবস্থান আরও জোরালো করতে এবার ল্যাপটপ নিয়ে এল মটোরোলা। ভারতের বাজারের জন্য উন্মোচন করা হয়েছে তাদের প্রথম ল্যাপটপ মটো বুক ৬০। পেশাজীবী, শিক্ষার্থী ও কনটেন্ট ক্রিয়েটরদের লক্ষ্য করে তৈরি করা হয়েছে এই ডিভাইস। একই সঙ্গে মটোরোলা চালু করেছে মটো প্যাড ৬০ প্রো ট্যাবলেট।
৯ ঘণ্টা আগেমিথ্যা বা বিভ্রান্তিকর তথ্য রুখতে ‘ফুটনোটস’ নামের নতুন ফিচার নিয়ে এসেছে টিকটক। ফিচারটি পরীক্ষামূলকভাবে চালু হয়েছে যুক্তরাষ্ট্রে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের (সাবেক টুইটার) ‘কমিউনিটি নোটস’-এর মতোই কাজ করবে ফিচারটি।
১০ ঘণ্টা আগেদৃষ্টিপ্রতিবন্ধী ও স্বল্পদৃষ্টিসম্পন্ন ব্যক্তিদের জন্য নিরাপদে চলাফেরার পথ সহজ করতে এক নতুন ধরনের পরিধানযোগ্য ডিভাইস তৈরি করেছেন চীনের বিজ্ঞানীরা। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর ডিভাইসটি ব্যবহারকারীদের চারপাশের প্রতিবন্ধকতা শনাক্ত করে এবং চলার জন্য নিরাপদ পথের নির্দেশনা দেয়।
১৩ ঘণ্টা আগে