Ajker Patrika

গুগল পিক্সেল ৮ থেকে সস্তা, আকর্ষণীয় ফোন মটোরোলা এজ

গুগল পিক্সেল ৮ থেকে সস্তা, আকর্ষণীয় ফোন মটোরোলা এজ

গুগল পিক্সেল ৮ থেকে আরও সাশ্রয়ী ফোন মটোরোলা এজ (২০২৩) বাজারে এল। শুধুমাত্র দামের দিক দিয়েই ফোনটি আকর্ষণীয় নয় এতে ব্যবহারকারীদের জন্য নতুন সব সুবিধা আনা হয়েছে। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ডিজিটাল ট্রেন্ডের এক প্রতিবেদন এসব তথ্য জানানো হয়। 

মটোরোলা এজ ফোনটির স্ক্রিনের গ্লাসটি কার্ভ করা  ও বাইরের অংশে ভিগান লেদারের (চামড়ার) আবরণ রয়েছে। যুক্তরাষ্ট্রে মডেলটির দাম ৫৯৯ ডলার থেকে শুরু হয়েছে। ফোনটি কালো রঙে পাওয়া যাবে। 

বাইরের অংশে ভিগান লেদারের (চামড়ার) আবরণ রয়েছে।   ছবি: মটোরোলাফোনটিতে চিপসেট হিসেবে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০৩০ ব্যবহার করা হয়েছে। এতে ৮ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি ইন্টারন্যাল স্টোরেজ রয়েছে। অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে অ্যান্ড্রয়েড ১৩। তবে ফোনটি কতদিন পর্যন্ত সফটওয়্যার আপডেট পাবে এ বিষয়ে কোম্পানি কোনো সুস্পষ্ট তথ্য দেয়নি। ফোনটির সঙ্গে কোনো চার্জিং অ্যাডাপ্টর থাকবে না।
 
ফোনটির ডিসপ্লে হলো–৬ দশমিক ৬ ইঞ্চি এইচডিআর, রেডি এফএইচডি+ (২৪০০ x ১০৮০ পিক্সেলস) ওলেড। রিফ্রেশ রেট ১৪৪ হার্টজ ও ব্রাইটনেস লেভেল ১২০০ নিটস রয়েছে। মটোরোলা কোম্পানি দাবি করেছে, ফোনটি  আইপি৬৮ সার্টিফায়েড অর্থ্যাৎ অল্প পানির ঝাপটায় ফোনের সার্কিট বোর্ড পুড়ে যাবে না। 

ফোনটিতে প্রধান ক্যামেরা হিসেবে ৫০ মেগাপিক্সেল লেন্স রয়েছে। ছবি: মটোরোলাফোনটির সবচেয়ে বড় আকর্ষণ হল  ৬৮ ওয়াট ফাস্ট চার্জিং সমর্থনসহ ৪৪০০ এমএএইচ ব্যাটারি । পিক্সেল ৮ ফোন থেকে যা দ্বিগুণ। মটোরোলা বলছে ১০ মিনিটের চার্জে ফোনটি সারাদিন ব্যবহার করা যাবে। এ ছাড়া ফোনটি ১৫ ওয়াট ওয়্যারলেস চার্জিংও সমর্থন করে। 

ফোনটিতে প্রধান ক্যামেরা হিসেবে ৫০ মেগাপিক্সেল লেন্স রয়েছে। ক্যামেরায় অ্যাকটিভ ফটো, নাইট ভিশন ও ৩০ এফটিএসে ৪কে ভিডিও ধারণের ক্ষমতা রয়েছে। ক্যামেরায় আরও আলো প্রবেশের সুযোগ রয়েছে যার ফলে আরও ভালো ও বিস্তারিত ছবি তোলা যাবে। আলট্রা ওয়াইড ক্যামেরাতে ১৩ মেগাপিক্সেল সেন্সর রয়েছে। এর মাধ্যমে ডিজিটালি ক্রপ করা মাইক্রো ছবি তোলা যায়। সেলফি তোলার জন্য ৩২ মেগাপিক্সেল সেন্সরযুক্ত ক্যামেরা রয়েছে। 

ফোনটি মটোরোলার নিজস্ব ওয়েবসাইট, অ্যামাজন ও বেস্ট বাই এ পাওয়া যাচ্ছে। 

মটোরোলা এজ ফোনটির স্ক্রিনের গ্লাসটি কার্ভ করা। ছবি: ডিজিটাল ট্রেন্ডএই দামে এত ফিচারসহ মটোরোলা ফোনটি অনেক আকর্ষণীয় বলে  মনে হতে পারে।  তবে মোবাইলের বাজারে প্রতিযোগিতা বৃদ্ধি পাচ্ছে। গুগল পিক্সেল ৮ অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের সাত বছরের আপডেট দেবে বলে ঘোষণা দিয়েছে। গুগলের সফটওয়্যারের সঙ্গে ক্যামেরা যুক্ত হয়ে উন্নত ছবি তুলতে সক্ষম পিক্সেলের ফোনগুলি। এই দামে স্যামসাংয়ের এস ২৩ এফই ও বাজারে পাওয়া যায়। এছাড়া আইফোনের আগের মডেল বা পুরোনো আইফোনও এই দামে পাওয়া যাবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

পারভেজ হত্যায় অংশ নেয় ছাত্র, অছাত্র ও কিশোর গ্যাং সদস্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত