প্রথমবারের মতো স্মার্টফোন গেম আনল মার্কিন বিনোদনধর্মী প্রতিষ্ঠান নেটফ্লিক্স। গতকাল মঙ্গলবার অ্যান্ড্রয়েড স্মার্টফোনে নেটফ্লিক্স তাদের অ্যাপ আপডেট শুরু করেছে। সেখান থেকেই গেমটি ডাউনলোড করা যাবে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, শুরুতে নেটফ্লিক্স গ্রাহকদের জন্য পাঁচটি মোবাইল গেম অন্তর্ভুক্ত করেছে।
নেটফ্লিস্ক বলছে, তাদের গেমগুলোতে কোনো বিজ্ঞাপন থাকবে না এবং অন্যান্য মোবাইল গেমের মতো গেমের জন্য কেনাকাটাও করতে হবে না।
নেটফ্লিক্সের পাঁচটি স্মার্টফোন গেমের সঙ্গে দুটি জনপ্রিয় স্ট্রেঞ্জার থিংস সিরিজের গেমের সঙ্গে সম্পর্কিত। গেমগুলো হলো:
স্ট্রেঞ্জার থিংস: ১৯৮৪
স্ট্রেঞ্জার থিংস ৩: দ্য গেম
কার্ড ব্লাস্ট
টিটার আপ
শ্যুটিং হুপস
নেটফ্লিক্সের পক্ষ থেকে একটি বিবৃতিতে বলা হয়, `যদিও এটি দীর্ঘ যাত্রার সূচনামাত্র। আমরা একটি গেমিং অভিজ্ঞতা প্রদান করতে আগ্রহী, যা এই সময়ে পাওয়া গেম থেকে আলাদা। এই গেম কোনো বিজ্ঞাপন ছাড়াই চলবে। এর মধ্যে কোনো কিছু কিনতে হবে না। নেটফ্লিক্স সদস্যপদ দিয়ে এই গেম খেলা যাবে।'
নেটফ্লিক্সের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, চলতি সপ্তাহে শুধু অ্যান্ড্রয়েড ও ট্যাবলেটের জন্য গেমগুলো আনা হয়েছে। কয়েক মাসের মধ্যে এগুলো অ্যাপলের আইওএস ডিভাইসেও পাওয়া যাবে। এর আগে অ্যাপল অন্যান্য কোম্পানিকে তাঁদের স্টোর ব্যবহার করতে দিত না। বিশেষ করে গেমিং অ্যাপগুলো জন্য।
প্রথমবারের মতো স্মার্টফোন গেম আনল মার্কিন বিনোদনধর্মী প্রতিষ্ঠান নেটফ্লিক্স। গতকাল মঙ্গলবার অ্যান্ড্রয়েড স্মার্টফোনে নেটফ্লিক্স তাদের অ্যাপ আপডেট শুরু করেছে। সেখান থেকেই গেমটি ডাউনলোড করা যাবে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, শুরুতে নেটফ্লিক্স গ্রাহকদের জন্য পাঁচটি মোবাইল গেম অন্তর্ভুক্ত করেছে।
নেটফ্লিস্ক বলছে, তাদের গেমগুলোতে কোনো বিজ্ঞাপন থাকবে না এবং অন্যান্য মোবাইল গেমের মতো গেমের জন্য কেনাকাটাও করতে হবে না।
নেটফ্লিক্সের পাঁচটি স্মার্টফোন গেমের সঙ্গে দুটি জনপ্রিয় স্ট্রেঞ্জার থিংস সিরিজের গেমের সঙ্গে সম্পর্কিত। গেমগুলো হলো:
স্ট্রেঞ্জার থিংস: ১৯৮৪
স্ট্রেঞ্জার থিংস ৩: দ্য গেম
কার্ড ব্লাস্ট
টিটার আপ
শ্যুটিং হুপস
নেটফ্লিক্সের পক্ষ থেকে একটি বিবৃতিতে বলা হয়, `যদিও এটি দীর্ঘ যাত্রার সূচনামাত্র। আমরা একটি গেমিং অভিজ্ঞতা প্রদান করতে আগ্রহী, যা এই সময়ে পাওয়া গেম থেকে আলাদা। এই গেম কোনো বিজ্ঞাপন ছাড়াই চলবে। এর মধ্যে কোনো কিছু কিনতে হবে না। নেটফ্লিক্স সদস্যপদ দিয়ে এই গেম খেলা যাবে।'
নেটফ্লিক্সের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, চলতি সপ্তাহে শুধু অ্যান্ড্রয়েড ও ট্যাবলেটের জন্য গেমগুলো আনা হয়েছে। কয়েক মাসের মধ্যে এগুলো অ্যাপলের আইওএস ডিভাইসেও পাওয়া যাবে। এর আগে অ্যাপল অন্যান্য কোম্পানিকে তাঁদের স্টোর ব্যবহার করতে দিত না। বিশেষ করে গেমিং অ্যাপগুলো জন্য।
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) এর নতুন প্রশাসক হিসেবে যোগদান করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের যুগ্মসচিব আবুল খায়ের মোহাম্মদ হাফিজুল্লাহ্ খান। বুধবার দুপুরে নবনিযুক্ত প্রশাসক বেসিস কার্যালয়ে দায়িত্ব গ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন বেস
৫ ঘণ্টা আগেপ্রযুক্তি বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান অ্যাপল তাদের নতুন ও সবচেয়ে পাতলা স্মার্টফোন, আইফোন এয়ার, উন্মোচন করেছে। এই নতুন ডিভাইসটিকে ‘ভবিষ্যতের একটি টুকরো’ হিসেবে বর্ণনা করেছেন এর প্রধান শিল্প ডিজাইনার আবিদুর চৌধুরী। সম্পূর্ণ টাইটানিয়াম ধাতুতে মোড়া এই স্মার্টফোনের ২৫৬ জিবি মডেলের দাম নির্ধারণ
১০ ঘণ্টা আগেনতুন প্রজন্মের আইফোন সিরিজ উন্মোচনের পরপরই অ্যাপলকে নিয়ে ব্যঙ্গ করল প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান স্যামসাং। গতকাল মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) আয়োজিত অ্যাপলের পণ্য উন্মোচন অনুষ্ঠানে ‘আইফোন ১৭ এয়ার’ মডেল প্রকাশের পর স্যামসাং তাদের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে এসব ব্যঙ্গাত্মক পোস্ট করে।
১১ ঘণ্টা আগেআগামী কয়েক দিনের মধ্যেই আইফোন প্রেমীদের হাতে পৌঁছাবে অ্যাপলের নতুন ফোন আইফোন এয়ার। গতকাল রাতে আইফোন ১৭ এবং আইফোন ১৭ প্রো’র সঙ্গে একসঙ্গে উন্মোচিত হয়েছে ফোনটি। এটি অ্যাপলের তৈরি এখন পর্যন্ত সবচেয়ে পাতলা আইফোন। দেখতে অপূর্ব, এক কথায় মন কাড়া। তবে শুধুই সৌন্দর্য নয়, আইফোন এয়ার নিয়ে বিতর্কও চলবে জোরেশোরে
১২ ঘণ্টা আগে