Ajker Patrika

প্রথমবারের মতো স্মার্টফোন গেম আনল নেটফ্লিক্স 

অনলাইন ডেস্ক
আপডেট : ০৩ নভেম্বর ২০২১, ১০: ৩৬
Thumbnail image

প্রথমবারের মতো স্মার্টফোন গেম আনল মার্কিন বিনোদনধর্মী প্রতিষ্ঠান নেটফ্লিক্স। গতকাল মঙ্গলবার  অ্যান্ড্রয়েড স্মার্টফোনে নেটফ্লিক্স তাদের অ্যাপ আপডেট শুরু করেছে। সেখান থেকেই গেমটি ডাউনলোড করা যাবে। 

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, শুরুতে নেটফ্লিক্স গ্রাহকদের জন্য পাঁচটি মোবাইল গেম অন্তর্ভুক্ত করেছে।

নেটফ্লিস্ক বলছে, তাদের গেমগুলোতে কোনো বিজ্ঞাপন থাকবে না এবং অন্যান্য মোবাইল গেমের মতো গেমের জন্য কেনাকাটাও করতে হবে না।

নেটফ্লিক্সের পাঁচটি স্মার্টফোন গেমের সঙ্গে দুটি জনপ্রিয় স্ট্রেঞ্জার থিংস সিরিজের গেমের সঙ্গে সম্পর্কিত। গেমগুলো হলো:

স্ট্রেঞ্জার থিংস: ১৯৮৪ 

স্ট্রেঞ্জার থিংস ৩: দ্য গেম 

কার্ড ব্লাস্ট 

টিটার আপ

শ্যুটিং হুপস

নেটফ্লিক্সের পক্ষ থেকে একটি বিবৃতিতে বলা হয়, `যদিও এটি দীর্ঘ যাত্রার সূচনামাত্র। আমরা একটি গেমিং অভিজ্ঞতা প্রদান করতে আগ্রহী, যা এই সময়ে পাওয়া গেম থেকে আলাদা। এই গেম কোনো বিজ্ঞাপন ছাড়াই চলবে। এর মধ্যে কোনো কিছু কিনতে হবে না। নেটফ্লিক্স সদস্যপদ দিয়ে এই গেম খেলা যাবে।'

নেটফ্লিক্সের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, চলতি সপ্তাহে শুধু অ্যান্ড্রয়েড ও ট্যাবলেটের জন্য গেমগুলো আনা হয়েছে। কয়েক মাসের মধ্যে এগুলো অ্যাপলের আইওএস ডিভাইসেও পাওয়া যাবে। এর আগে অ্যাপল অন্যান্য কোম্পানিকে তাঁদের স্টোর ব্যবহার করতে দিত না। বিশেষ করে গেমিং অ্যাপগুলো জন্য।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত