Ajker Patrika

ওয়ান প্লাসের ট্যাব

প্রযুক্তি ডেস্ক, ঢাকা
আপডেট : ১৭ জানুয়ারি ২০২৩, ১২: ৪১
Thumbnail image

সম্প্রতি চীনের বাজারে উন্মোচন হয়েছে ওয়ান প্লাসের নতুন ফোন ‘ওয়ান প্লাস ১১’। বিশ্লেষকদের অনুমান, চলতি বছরেই প্রতিষ্ঠানটি বাজারে আরও কিছু ডিভাইস আনবে। তবে এগুলোর সবই যে স্মার্টফোন হবে তা নয়। জানা গেছে, ডিভাইসগুলোর মধ্যে ট্যাবলেটও রয়েছে। শিগগিরই ভারতের বাজারে আসতে যাচ্ছে ডিভাইসটি।

ট্যাবলেট বাজারজাতের প্রকল্পটিকে ‘অ্যারাইস’ নাম দিয়েছে ওয়ান প্লাস। ধারণা করা হচ্ছে, ডিভাইসটি ‘ওয়ান প্লাস ট্যাব’ বা ‘ওয়ান প্লাস প্যাড’ নামে বাজারে আসবে। তবে যে ডিভাইসটি নিয়ে এত কথা হচ্ছে, ঠিক কবে নাগাদ বাজারে আসবে সে বিষয়ে পরিষ্কার কোনো তথ্য নেই। তবে বিশ্লেষকেরা ধারণা করছেন, আগামী জুনে এটি বাজারে আসবে।

ভারতের বাজারে বাজারজাত করা হবে বলে অনেকে ধারণা করছেন ট্যাবলেটটি সাশ্রয়ী মূল্যেই পাওয়া যাবে। বিভিন্ন প্রতিবেদনের সূত্র অনুযায়ী, বাজারে থাকা অপোর একটি ট্যাবের ডিজাইন থেকে অনুপ্রাণিত হয়েই ওয়ান প্লাসের ট্যাবলেটের এই ডিজাইন করা হয়েছে। তবে দুটি ডিভাইসের মধ্যে অন্য কোনো কিছুর মিল থাকার সম্ভাবনা নেই। ডিভাইসে ১০ দশমিক ৩৬ ইঞ্চির টুকে রেজল্যুশনের আইপিএস এলসিডি ডিসপ্লে থাকবে। প্রসেসর হিসেবে থাকবে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৬৮০। এ ছাড়া ট্যাবটিতে ৭ হাজার ১০০ এমএএইচের ব্যাটারি ও ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং-সুবিধা থাকবে। ওয়ান প্লাস নিজেদের পণ্যে ভালো হার্ডওয়্যারই দিয়ে আসছে। ট্যাবলেটের ক্ষেত্রেও এর কোনো ব্যতিক্রম হবে না বলে আশা করছেন প্রযুক্তিবিদেরা। 

সূত্র: নাইন টু ফাইভ গুগল

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত