অনলাইন ডেস্ক
চীনের এসএমআইসি কোম্পানির চিপসেট দিয়ে হুয়াওয়ের ৫জি ফোন মেট ৬০ প্রো তৈরি হয়েছে বলে কানাডার প্রযুক্তি বিশ্লেষক কোম্পানি টেকইনসাইট জানিয়েছে।
চিপ তৈরির কাঁচামাল রপ্তানিতে নিষেধাজ্ঞা দিয়ে চীনকে আটকাতে চেয়েছিল যুক্তরাষ্ট্র। কিন্তু চোখে ধুলা দিয়ে উন্নত চিপ ব্যবহার করে ৫জি স্মার্টফোন তৈরি করে তাক লাগিয়ে দিয়েছে চীনা কোম্পানি হুয়াওয়ে। চীন ফাঁকি দিয়ে কোনোভাবে যুক্তরাষ্ট্রের চিপ ব্যবহার করছে কিনা তা তদন্ত করছে যুক্তরাষ্ট্র।
টেকইনসাইট বলছে, হুয়াওয়ের ৫জি ফোন মেট ৬০ প্রোতে এসএমআইসির এন + ২ ৭ ন্যানোমিটার প্রসেস নোড (সিপিউ তৈরির প্রক্রিয়া ও নকশা) ব্যবহার করা হয়েছে।
সেমিকন্ডাক্টর প্রস্তুতকারক মিনারভা কোম্পানি বিটকয়েনের চিপের জন্য এন + ১ (ছদ্ম) ৭ ন্যানোমিটার প্রসেস নোড তৈরি করে। ফোনটিতে ব্যবহার করা চিপটি এন + ১ এরই উত্তরসূরি।
চীনের প্রযুক্তি বিষয়ক সংবাদমাধ্যম প্যাসিফিক প্রযুক্তি বলছে, মেট ৬০ প্রো ফোনটির ৯০ শতাংশ উপাদান ও যন্ত্রাংশ অন্তত ৪৬টি চীনের উৎপাদকেরা তৈরি করেন।
টেকইনসাইট আরও বলেছে, চীনের সেমিকন্ডাক্টর শিল্পের জন্য বড় মাইলফলক ও অগ্রগতিকে চিহ্নিত করে এই এসএমআইসির এন + ২,৭ ন্যানোমিটার রোড ও ৫জি আর এফ (রেডিও ফ্রিকুয়েন্স) ফ্রন্ট–এন্ড চিপসেট।
এসএমআইসি চিপের বিশাল পরিমাণের উৎপাদনের জন্য সমস্যা কাটিয়ে উঠেছে ও হুয়াওয়ে ফোনের জন্য সন্তোষজনক সরবরাহ নিশ্চিত করতে পেরেছে। তবে বিশাল পরিমাণে ফোন তৈরির প্রতিযোগিতায় হুয়াওয়ে কতগুলো সাপ্লাই চেইন অপারেটরের সঙ্গে অংশীদারত্ব করবে সেই বিষয়টি এখন প্রশ্নবিদ্ধ।
চীনের এসএমআইসি কোম্পানির চিপসেট দিয়ে হুয়াওয়ের ৫জি ফোন মেট ৬০ প্রো তৈরি হয়েছে বলে কানাডার প্রযুক্তি বিশ্লেষক কোম্পানি টেকইনসাইট জানিয়েছে।
চিপ তৈরির কাঁচামাল রপ্তানিতে নিষেধাজ্ঞা দিয়ে চীনকে আটকাতে চেয়েছিল যুক্তরাষ্ট্র। কিন্তু চোখে ধুলা দিয়ে উন্নত চিপ ব্যবহার করে ৫জি স্মার্টফোন তৈরি করে তাক লাগিয়ে দিয়েছে চীনা কোম্পানি হুয়াওয়ে। চীন ফাঁকি দিয়ে কোনোভাবে যুক্তরাষ্ট্রের চিপ ব্যবহার করছে কিনা তা তদন্ত করছে যুক্তরাষ্ট্র।
টেকইনসাইট বলছে, হুয়াওয়ের ৫জি ফোন মেট ৬০ প্রোতে এসএমআইসির এন + ২ ৭ ন্যানোমিটার প্রসেস নোড (সিপিউ তৈরির প্রক্রিয়া ও নকশা) ব্যবহার করা হয়েছে।
সেমিকন্ডাক্টর প্রস্তুতকারক মিনারভা কোম্পানি বিটকয়েনের চিপের জন্য এন + ১ (ছদ্ম) ৭ ন্যানোমিটার প্রসেস নোড তৈরি করে। ফোনটিতে ব্যবহার করা চিপটি এন + ১ এরই উত্তরসূরি।
চীনের প্রযুক্তি বিষয়ক সংবাদমাধ্যম প্যাসিফিক প্রযুক্তি বলছে, মেট ৬০ প্রো ফোনটির ৯০ শতাংশ উপাদান ও যন্ত্রাংশ অন্তত ৪৬টি চীনের উৎপাদকেরা তৈরি করেন।
টেকইনসাইট আরও বলেছে, চীনের সেমিকন্ডাক্টর শিল্পের জন্য বড় মাইলফলক ও অগ্রগতিকে চিহ্নিত করে এই এসএমআইসির এন + ২,৭ ন্যানোমিটার রোড ও ৫জি আর এফ (রেডিও ফ্রিকুয়েন্স) ফ্রন্ট–এন্ড চিপসেট।
এসএমআইসি চিপের বিশাল পরিমাণের উৎপাদনের জন্য সমস্যা কাটিয়ে উঠেছে ও হুয়াওয়ে ফোনের জন্য সন্তোষজনক সরবরাহ নিশ্চিত করতে পেরেছে। তবে বিশাল পরিমাণে ফোন তৈরির প্রতিযোগিতায় হুয়াওয়ে কতগুলো সাপ্লাই চেইন অপারেটরের সঙ্গে অংশীদারত্ব করবে সেই বিষয়টি এখন প্রশ্নবিদ্ধ।
ইন্টারনেটে ব্রাউজিংয়ের জন্য অন্যতম জনপ্রিয় ব্রাউজার হলো গুগল ক্রোম। তাই সাইবার অপরাধীদের কাছে হ্যাকিংয়ের একটি প্রধান লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে এটি। ব্রাউজারটির বিভিন্ন দুর্বলতা ব্যবহার করে ব্যবহারকারীর ডেটা ‘হাইজ্যাক’ করার চেষ্টা করে হ্যাকাররা। সম্প্রতি এমন একটি সাইবার হামলা ক্রোমে ঘটতে দেখা যাচ্ছে। এর ফ
৫ ঘণ্টা আগেমার্কিন নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প বিজয়ী হওয়ার পর মেটার বিভিন্ন নীতিতে পরিবর্তন নিয়ে এসেছেন সিইও মার্ক জাকারবার্গ। তবে সাম্প্রতিক পরিবর্তনগুলো নিয়ে কোম্পানিটির কর্মীদের মধ্যে অস্বস্তি দেখা গেছে। বিশেষ করে মেটার ফ্যাক্ট চেকিং ফিচার ও ডাইভারসিটি প্রোগ্রাম বন্ধের সিদ্ধান্তের জন্য। অবশেষে, গত বৃহস্পতিবার
৬ ঘণ্টা আগেসারা বিশ্বের প্রযুক্তি বাজারকে কাঁপিয়ে দিয়েছে চীনের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) গবেষণা প্রতিষ্ঠান ডিপসিকের তৈরি করা নতুন এআই ভাষা মডেল ‘ডিপসিক আর১ ’। তাই এই প্রতিযোগিতায় নিজেদের আধিপত্য বজায় রাখতে রিজনিং মডেল ‘ও ৩ মিনি’ বিনা মূল্যে ব্যবহারে সুযোগ দিচ্ছে ওপেনএআই।
৬ ঘণ্টা আগেব্যবসায়িক প্রতিষ্ঠানের কার্যক্রমে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই অন্তভুক্ত করলে বিভিন্ন কাজ দ্রুত ও সহজভাবে করা যায়। তাই এআই নিয়ে অতী উৎসাহী ব্যবসায়ীরা। তবে এই প্রযুক্তি ব্যবহার নিয়ে সংশয়ে রয়েছেন প্রতিষ্ঠানের কর্মীরা। বিশেষ করে নেতৃত্ব পর্যায়ে এই প্রযুক্তি সম্পর্কে ধারণার অভাব থাকায় সংস্থাগুলোর মধ্যে...
৯ ঘণ্টা আগে