আইফোন ১৬ সিরিজে কী কী ফিচার আসবে, তা জানার জন্য পুরো বিশ্বের প্রযুক্তিপ্রেমীরা উন্মুখ হয়ে আছে। কিছুদিন পরপরই ফোনটি নিয়ে বিভিন্ন তথ্য ফাঁস হচ্ছে। এখন পর্যন্ত জানা গেছে, আইফোনের ক্যামেরা ও চার্জিংয়ের জন্য ব্যবহৃত ম্যাগসেফ রিং নকশায় কিছুটা পরিবর্তন আনতে পারে অ্যাপল।
আইফোন তৈরির একটি ছাঁচের ছবি প্রকাশ করেছে ফরাসি কেস প্রস্তুতকারক কোম্পানি শপসিস্টেম। ছাঁচের ছবি থেকে বোঝা যায়, আইফোন ১৬ ও আইফোন ১৬ প্লাসের ক্যামেরার লেআউটে পরিবর্তন আসছে এবং আগের মডেলগুলোর তুলনায় এবারের ম্যাগসেফ রিংটি চিকন হবে।
২০২০ সালের আইফোন ১২-এ প্রথম ম্যাগসেফ প্রযুক্তি ব্যবহার করে অ্যাপল। এর মাধ্যমে কোনো কেবলের সাহায্য (ওয়্যারলেস) ছাড়াই আইফোন চার্জ দেওয়া যায়।
ছাঁচের ছবি থেকে আরও বোঝা যায়, আইফোন ১৫-এর তুলনায় আইফোন ১৬-এর ম্যাগসেফ রিংয়ের চুম্বক ও কয়েলগুলো চিকন করা হবে।
শপসিস্টেম বলছে, চিকন ম্যাগসেফের কারণে আইফোন মোটা হবে না এবং একে আরও সহজভাবে চার্জ দেওয়া যাবে। তবে নতুন এই ম্যাগসেফ রিংয়ের কারণে ফোনের ভেতরের যন্ত্রাংশের আকারেও পরিবর্তন আসতে পারে।
এ ছাড়া আইফোন ১৬ ও আইফোন ১৬ প্লাসের ক্যামেরার নকশায় পরিবর্তন আসবে। আইফোনের ১৬ ক্যামেরা আগের মডেলের তুলনায় কিছুটা ছোট হবে এবং লেন্সগুলো ওষুধের খোলসের (পিল শেপড) আকৃতির হবে।
এর আগে আইফোন ১৬-এর বিভিন্ন ছবি ফাঁস হয়েছে। তবে এবারের ছাঁচগুলোর ছবি অন্য ছবির তুলনায় কিছুটা বিশ্বাসযোগ্যই মনে হয়।
আইফোন ১৬ প্রো মডেলের নকশা আইফোন ১৫ প্রো-এর মতো হবে বলে ধারণা করা হচ্ছে। তবে আইফোন ১৬ প্রো-তে আরও উন্নত ও শক্তিশালী লেন্স ব্যবহার করা হতে পারে।
আইফোনে ১৬-এর ক্যামেরায় নতুন নকশার কারণে এতে স্পেশাল ভিডিও ধারণ করার সুবিধা থাকতে পারে।
তথ্যসূত্র: টমস গাইড
আইফোন ১৬ সিরিজে কী কী ফিচার আসবে, তা জানার জন্য পুরো বিশ্বের প্রযুক্তিপ্রেমীরা উন্মুখ হয়ে আছে। কিছুদিন পরপরই ফোনটি নিয়ে বিভিন্ন তথ্য ফাঁস হচ্ছে। এখন পর্যন্ত জানা গেছে, আইফোনের ক্যামেরা ও চার্জিংয়ের জন্য ব্যবহৃত ম্যাগসেফ রিং নকশায় কিছুটা পরিবর্তন আনতে পারে অ্যাপল।
আইফোন তৈরির একটি ছাঁচের ছবি প্রকাশ করেছে ফরাসি কেস প্রস্তুতকারক কোম্পানি শপসিস্টেম। ছাঁচের ছবি থেকে বোঝা যায়, আইফোন ১৬ ও আইফোন ১৬ প্লাসের ক্যামেরার লেআউটে পরিবর্তন আসছে এবং আগের মডেলগুলোর তুলনায় এবারের ম্যাগসেফ রিংটি চিকন হবে।
২০২০ সালের আইফোন ১২-এ প্রথম ম্যাগসেফ প্রযুক্তি ব্যবহার করে অ্যাপল। এর মাধ্যমে কোনো কেবলের সাহায্য (ওয়্যারলেস) ছাড়াই আইফোন চার্জ দেওয়া যায়।
ছাঁচের ছবি থেকে আরও বোঝা যায়, আইফোন ১৫-এর তুলনায় আইফোন ১৬-এর ম্যাগসেফ রিংয়ের চুম্বক ও কয়েলগুলো চিকন করা হবে।
শপসিস্টেম বলছে, চিকন ম্যাগসেফের কারণে আইফোন মোটা হবে না এবং একে আরও সহজভাবে চার্জ দেওয়া যাবে। তবে নতুন এই ম্যাগসেফ রিংয়ের কারণে ফোনের ভেতরের যন্ত্রাংশের আকারেও পরিবর্তন আসতে পারে।
এ ছাড়া আইফোন ১৬ ও আইফোন ১৬ প্লাসের ক্যামেরার নকশায় পরিবর্তন আসবে। আইফোনের ১৬ ক্যামেরা আগের মডেলের তুলনায় কিছুটা ছোট হবে এবং লেন্সগুলো ওষুধের খোলসের (পিল শেপড) আকৃতির হবে।
এর আগে আইফোন ১৬-এর বিভিন্ন ছবি ফাঁস হয়েছে। তবে এবারের ছাঁচগুলোর ছবি অন্য ছবির তুলনায় কিছুটা বিশ্বাসযোগ্যই মনে হয়।
আইফোন ১৬ প্রো মডেলের নকশা আইফোন ১৫ প্রো-এর মতো হবে বলে ধারণা করা হচ্ছে। তবে আইফোন ১৬ প্রো-তে আরও উন্নত ও শক্তিশালী লেন্স ব্যবহার করা হতে পারে।
আইফোনে ১৬-এর ক্যামেরায় নতুন নকশার কারণে এতে স্পেশাল ভিডিও ধারণ করার সুবিধা থাকতে পারে।
তথ্যসূত্র: টমস গাইড
ইউটিউব বর্তমানে এমন একটি প্ল্যাটফর্ম, যেখানে একজন ব্যক্তি ঘরে বসেই নিজের প্রতিভা, জ্ঞান বা সৃজনশীল চিন্তাগুলো বিশ্বের কোটি কোটি দর্শকের সামনে উপস্থাপন করতে পারেন। তবে শুধু ভালো ভিডিও তৈরি করলেই হয় না; সেটিকে আরও বেশি কার্যকর ও গ্রহণযোগ্য করতে হলে কিছু গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখা দরকার।
২ ঘণ্টা আগে৮০ হাজার ৯০০ টাকা মূল্যের এই হেডফোনের স্পেশাল প্রাইস নির্ধারণ করা হয়েছে মাত্র ৫৯ হাজার ৯০০ টাকা। তবে যেসব গ্রাহক প্রি-অর্ডার করেছিলেন, তাঁরা মাত্র ৫৪ হাজার ৯০০ টাকায় পেয়েছেন ইন্ডাস্ট্রি লিডিং সুপার নয়েজ ক্যানসেলিং টেকনোলজির এই হেডফোন। এ ছাড়া প্রি-অর্ডার করায় প্রতিটি হেডফোনের সঙ্গে স্মার্ট...
১০ ঘণ্টা আগেইউটিউব শর্টস ব্যবহারকারীদের জন্য আসছে নতুন জেনারেটিভ এআই ফিচার। গতকাল বুধবার (২৩ জুলাই) ইউটিউব ঘোষণা দিয়েছে, এখন থেকে ছবি থেকে ভিডিও তৈরির কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক টুল এবং নতুন এআই ইফেক্ট ব্যবহার করতে পারবেন শর্টস নির্মাতারা।
১৮ ঘণ্টা আগেগুগল বলেছে, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এখন তাদের ব্যবসার প্রতিটি ক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলছে। ২০২৫ সালের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদনে কোম্পানিটি জানায়, এআই এখন গুগলের প্রবৃদ্ধির কৌশলের মূল চালিকা শক্তি হয়ে উঠেছে।
২০ ঘণ্টা আগে