বাস্তবতা হলো, স্টারলিংকের প্রযুক্তিগত কাঠামো মূলত শহরকেন্দ্রিক জীবনধারার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
ফিচার ডেস্ক
২০১৫ সালের জানুয়ারিতে ইলন মাস্ক স্যাটেলাইট ইন্টারনেট সেবা শুরুর ঘোষণা দেন। এর নাম দেওয়া হয় স্টারলিংক। পৃথিবীর যেকোনো কোণে, এমনকি দুর্গম ও পাহাড়ি অঞ্চলেও উচ্চগতির ইন্টারনেট সেবা পৌঁছানোর লক্ষ্য নিয়ে শুরু হয় এই প্রকল্প। প্রথমে স্যাটেলাইট উৎক্ষেপণের জন্য যুক্তরাষ্ট্রের ফেডারেল কমিউনিকেশন কমিশন এবং অন্যান্য নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন নেওয়া হয়। এরপর ২০১৮ সালের ফেব্রুয়ারিতে দুটি পরীক্ষামূলক স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয় এবং ২০১৯ সালের মে মাসে ৬০টি স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়। এখন স্টারলিংকের স্যাটেলাইটের সংখ্যা প্রায় ৭ হাজার। ভবিষ্যতে এই সংখ্যা বাড়িয়ে ৪২ হাজারে পৌঁছানোর পরিকল্পনা করেছে প্রতিষ্ঠানটি।
স্টারলিংক কীভাবে কাজ করে
স্টারলিংক ইন্টারনেট সরাসরি স্যাটেলাইটের মাধ্যমে ডিভাইসে পৌঁছায়। এটি ডাইরেক্ট-টু-হোম সেবার মতো। একটি স্যাটেলাইট ডিশ বাড়ির ছাদে স্থাপন করতে হয়। সেই ডিভাইস স্মার্টফোন, ট্যাবলেট বা কম্পিউটারে ইন্টারনেট সরবরাহ করে। স্টারলিংকের ডাউনলোড গতি ২৫ থেকে ২২০ এমবিপিএস এবং আপলোড গতি ৫ থেকে ২০ এমবিপিএস। ভবিষ্যতে স্টারলিংক ১ জিবিপিএস স্পিড পর্যন্ত সরবরাহের পরিকল্পনা করেছে। স্টারলিংক অন্যান্য স্যাটেলাইট নেটওয়ার্কের তুলনায় অনেক দ্রুত কাজ করতে সক্ষম। কারণ, এটি লো-অরবিট স্যাটেলাইট ব্যবহার করে। এর ফলে সিগন্যালে ল্যাটেন্সি বা দেরি কম থাকে এবং ইন্টারনেটের গতি অনেক বেশি।
স্টারলিংকের ব্যবহার
বাংলাদেশে স্টারলিংকের থাকছে দুটি প্যাকেজ
প্রাথমিকভাবে দুটি ভিন্ন প্যাকেজ নিয়ে বাংলাদেশে স্যাটেলাইট ইন্টারনেট সেবা চালু করছে স্টারলিংক। এই প্যাকেজ দুটি হলো, স্টারলিংক রেসিডেন্স এবং স্টারলিংক রেসিডেন্স লাইট। স্টারলিংক রেসিডেন্স প্যাকেজের জন্য মাসিক খরচ নির্ধারণ করা হয়েছে ৬ হাজার
টাকা এবং রেসিডেন্স লাইট প্যাকেজ যাঁরা ব্যবহার করবেন, তাঁদের প্রতি মাসে গুনতে হবে ৪ হাজার ২০০ টাকা। উভয় প্যাকেজেই ব্যবহারকারীদের ৪৭ হাজার টাকার এককালীন যন্ত্রপাতি ক্রয়মূল্য পরিশোধ করতে হবে, যা ডিশ, রাউটার ও প্রয়োজনীয় কেব্ল সংযোগের খরচ হিসেবে
ধরা হয়েছে। সেবাদাতারা জানিয়েছেন, এই প্যাকেজে কোনো ধরনের স্পিড ক্যাপ বা ডেটা লিমিট নেই। গ্রাহকেরা সর্বোচ্চ ৩০০ এমবিপিএস পর্যন্ত গতি এবং আনলিমিটেড
ডেটা উপভোগ করতে পারবেন। বাংলাদেশে স্টারলিংক প্যাকেজ নিতে আগ্রহী গ্রাহকেরা স্টারলিংকের ওয়েবসাইটে গিয়ে কিংবা নির্ধারিত প্ল্যাটফর্মের মাধ্যমে সংযোগের জন্য অর্ডার দিতে পারবেন।
স্টারলিংক ব্যবহারে বিভিন্ন সমস্যা
স্টারলিংক কি দুর্ঘটনা ঘটাতে পারে
স্টারলিংকের স্যাটেলাইটগুলোর কার্যকাল ধরা হয়েছে ৫ থেকে ৭ বছর। এগুলো বিশেষ প্রযুক্তি ব্যবহার করে ডিজাইন করা হয়েছে। যদি কোনো স্যাটেলাইট অন্য কারও সঙ্গে সংঘর্ষের আশঙ্কা তৈরি করে, তবে তা স্বয়ংক্রিয়ভাবে নিরাপদে স্থান পরিবর্তন করতে পারে। এ ছাড়া স্যাটেলাইটগুলো পৃথিবীর বায়ুমণ্ডলে ফিরে আসার সময় সম্পূর্ণরূপে পুড়ে যায়। এর কোনো ক্ষতিকর অংশ পৃথিবীতে পড়ে না।
স্টারলিংক শুধু একটি প্রযুক্তিগত উদ্ভাবন
নয়; এটি পৃথিবীজুড়ে ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে এক বিপ্লব। বাংলাদেশের জন্য এটি বড় সুযোগ হতে পারে। কারণ, গ্রামীণ ও উপকূলীয় অঞ্চলে দ্রুতগতির ইন্টারনেটের চাহিদা দিন দিন বাড়ছে। স্টারলিংকের মাধ্যমে সেখানে সবাই দ্রুত, সহজ এবং নির্ভরযোগ্য ইন্টারনেট সেবা পাবে। এতে শিক্ষা, ব্যবসা এবং সরকারের ডিজিটাল বিভিন্ন কার্যক্রমের আরও উন্নয়ন হবে।
সূত্র: ডেকান হেরাল্ড
আরও খবর পড়ুন:
২০১৫ সালের জানুয়ারিতে ইলন মাস্ক স্যাটেলাইট ইন্টারনেট সেবা শুরুর ঘোষণা দেন। এর নাম দেওয়া হয় স্টারলিংক। পৃথিবীর যেকোনো কোণে, এমনকি দুর্গম ও পাহাড়ি অঞ্চলেও উচ্চগতির ইন্টারনেট সেবা পৌঁছানোর লক্ষ্য নিয়ে শুরু হয় এই প্রকল্প। প্রথমে স্যাটেলাইট উৎক্ষেপণের জন্য যুক্তরাষ্ট্রের ফেডারেল কমিউনিকেশন কমিশন এবং অন্যান্য নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন নেওয়া হয়। এরপর ২০১৮ সালের ফেব্রুয়ারিতে দুটি পরীক্ষামূলক স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয় এবং ২০১৯ সালের মে মাসে ৬০টি স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়। এখন স্টারলিংকের স্যাটেলাইটের সংখ্যা প্রায় ৭ হাজার। ভবিষ্যতে এই সংখ্যা বাড়িয়ে ৪২ হাজারে পৌঁছানোর পরিকল্পনা করেছে প্রতিষ্ঠানটি।
স্টারলিংক কীভাবে কাজ করে
স্টারলিংক ইন্টারনেট সরাসরি স্যাটেলাইটের মাধ্যমে ডিভাইসে পৌঁছায়। এটি ডাইরেক্ট-টু-হোম সেবার মতো। একটি স্যাটেলাইট ডিশ বাড়ির ছাদে স্থাপন করতে হয়। সেই ডিভাইস স্মার্টফোন, ট্যাবলেট বা কম্পিউটারে ইন্টারনেট সরবরাহ করে। স্টারলিংকের ডাউনলোড গতি ২৫ থেকে ২২০ এমবিপিএস এবং আপলোড গতি ৫ থেকে ২০ এমবিপিএস। ভবিষ্যতে স্টারলিংক ১ জিবিপিএস স্পিড পর্যন্ত সরবরাহের পরিকল্পনা করেছে। স্টারলিংক অন্যান্য স্যাটেলাইট নেটওয়ার্কের তুলনায় অনেক দ্রুত কাজ করতে সক্ষম। কারণ, এটি লো-অরবিট স্যাটেলাইট ব্যবহার করে। এর ফলে সিগন্যালে ল্যাটেন্সি বা দেরি কম থাকে এবং ইন্টারনেটের গতি অনেক বেশি।
স্টারলিংকের ব্যবহার
বাংলাদেশে স্টারলিংকের থাকছে দুটি প্যাকেজ
প্রাথমিকভাবে দুটি ভিন্ন প্যাকেজ নিয়ে বাংলাদেশে স্যাটেলাইট ইন্টারনেট সেবা চালু করছে স্টারলিংক। এই প্যাকেজ দুটি হলো, স্টারলিংক রেসিডেন্স এবং স্টারলিংক রেসিডেন্স লাইট। স্টারলিংক রেসিডেন্স প্যাকেজের জন্য মাসিক খরচ নির্ধারণ করা হয়েছে ৬ হাজার
টাকা এবং রেসিডেন্স লাইট প্যাকেজ যাঁরা ব্যবহার করবেন, তাঁদের প্রতি মাসে গুনতে হবে ৪ হাজার ২০০ টাকা। উভয় প্যাকেজেই ব্যবহারকারীদের ৪৭ হাজার টাকার এককালীন যন্ত্রপাতি ক্রয়মূল্য পরিশোধ করতে হবে, যা ডিশ, রাউটার ও প্রয়োজনীয় কেব্ল সংযোগের খরচ হিসেবে
ধরা হয়েছে। সেবাদাতারা জানিয়েছেন, এই প্যাকেজে কোনো ধরনের স্পিড ক্যাপ বা ডেটা লিমিট নেই। গ্রাহকেরা সর্বোচ্চ ৩০০ এমবিপিএস পর্যন্ত গতি এবং আনলিমিটেড
ডেটা উপভোগ করতে পারবেন। বাংলাদেশে স্টারলিংক প্যাকেজ নিতে আগ্রহী গ্রাহকেরা স্টারলিংকের ওয়েবসাইটে গিয়ে কিংবা নির্ধারিত প্ল্যাটফর্মের মাধ্যমে সংযোগের জন্য অর্ডার দিতে পারবেন।
স্টারলিংক ব্যবহারে বিভিন্ন সমস্যা
স্টারলিংক কি দুর্ঘটনা ঘটাতে পারে
স্টারলিংকের স্যাটেলাইটগুলোর কার্যকাল ধরা হয়েছে ৫ থেকে ৭ বছর। এগুলো বিশেষ প্রযুক্তি ব্যবহার করে ডিজাইন করা হয়েছে। যদি কোনো স্যাটেলাইট অন্য কারও সঙ্গে সংঘর্ষের আশঙ্কা তৈরি করে, তবে তা স্বয়ংক্রিয়ভাবে নিরাপদে স্থান পরিবর্তন করতে পারে। এ ছাড়া স্যাটেলাইটগুলো পৃথিবীর বায়ুমণ্ডলে ফিরে আসার সময় সম্পূর্ণরূপে পুড়ে যায়। এর কোনো ক্ষতিকর অংশ পৃথিবীতে পড়ে না।
স্টারলিংক শুধু একটি প্রযুক্তিগত উদ্ভাবন
নয়; এটি পৃথিবীজুড়ে ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে এক বিপ্লব। বাংলাদেশের জন্য এটি বড় সুযোগ হতে পারে। কারণ, গ্রামীণ ও উপকূলীয় অঞ্চলে দ্রুতগতির ইন্টারনেটের চাহিদা দিন দিন বাড়ছে। স্টারলিংকের মাধ্যমে সেখানে সবাই দ্রুত, সহজ এবং নির্ভরযোগ্য ইন্টারনেট সেবা পাবে। এতে শিক্ষা, ব্যবসা এবং সরকারের ডিজিটাল বিভিন্ন কার্যক্রমের আরও উন্নয়ন হবে।
সূত্র: ডেকান হেরাল্ড
আরও খবর পড়ুন:
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিতে নেতৃত্ব দিতে শত শত বিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেটা। সোমবার (১৪ জুলাই) এক ফেসবুক পোস্টে মেটার সিইও মার্ক জাকারবার্গ বলেন, ২০২৬ সালে মেটার প্রথম এআই সুপারক্লাস্টার ‘প্রোমিথিয়াস’ চালু হবে।
১১ ঘণ্টা আগেশিশুতোষ টেলিভিশন অনুষ্ঠান সেসেমি স্ট্রিট-এর জনপ্রিয় পাপেট চরিত্র ‘এলমোর’ এক্স অ্যাকাউন্ট হ্যাক করে উসকানিমূলক পোস্ট দেওয়ার ঘটনা ঘটেছে। হ্যাকিংয়ের পর অ্যাকাউন্টটি থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ‘পাপেট’ (হাতের পুতুল) বলাসহ ইহুদি নিধনের ডাক ও জে
১১ ঘণ্টা আগেগত মাসের (জুনে) শুরুতে ‘দ্য ভেলভেট সানডাউন’ নামের একটি ব্যান্ড জনপ্রিয় মিউজিক স্ট্রিমিং প্ল্যাটফর্ম স্পটিফাইয়ে প্রোফাইল তৈরি করে। দ্রুতই জনপ্রিয় হয়ে ওঠে তাদের গান। তবে পরে জানা যায়, এই ব্যান্ডটি পুরোপুরি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-নির্ভর। গান, প্রচারণার ছবি ও ব্যাকস্টোরি-সহ সবকিছুই তৈরি হয়েছে...
১৩ ঘণ্টা আগেইলন মাস্কের কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান এক্সএআই-এর সঙ্গে সর্বোচ্চ ২০০ মিলিয়ন বা ২০ কোটি ডলারের একটি চুক্তি করেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়। মন্ত্রাণালয়টিকে আধুনিকীকরণের লক্ষ্যে এই চুক্তি করা হয়েছে। কোম্পানিটির গ্রোক চ্যাটবটটি সম্প্রতি নিজেকে ‘মেকাহিটলার’ বলে পরিচয় দেওয়ার পর এবং এক্সের
১৭ ঘণ্টা আগে