প্রযুক্তি ডেস্ক
নব্বইয়ের দশকে যাঁরা বেড়ে উঠেছেন, তাঁদের কাছে ফুজি নামটা খুব পরিচিত। ‘ফুজি’র ফটোগ্রাফিক ফিল্ম সময়ের সঙ্গে হারিয়ে গেছে। সেই সঙ্গে হারিয়ে গেছে সাদাকালো ছবির দুনিয়া আর তার সঙ্গে জড়ানো ইতিহাস। বাজার দখল করেছে উন্নতমানের ডিএসএলআর আর স্মার্টফোনের ক্যামেরা এবং ফটো-এডিটিং অ্যাপ।
তবে ফুজি ফিল্মের ইনস্ট্যাক্স ক্যামেরা হালে কয়েক বছর ধরে জনপ্রিয় হয়েছে। সম্প্রতি বাজারে এসেছে ইনস্ট্যাক্স সিরিজের নতুন ইনস্ট্যাক্স মিনি ১২। ইনস্ট্যাক্স মিনি ১১-এর সফলতার হাত ধরেই বাজারে এসেছে পকেটবান্ধব ইনস্ট্যাক্স মিনি ১২। ইনস্ট্যাক্সের এ মডেলটি ডিজাইন করা হয়েছে সেলফি ও ক্লোজ-আপ শটসের জনপ্রিয়তার কথা বিবেচনা করে। বেলুনের মতো দেখতে এই ক্যামেরাগুলো পাওয়া যাবে বেগুনি, নীল, গোলাপি, মিন্ট ও সাদা রঙে। ক্যামেরাটি আকারে বেশ ছোট।
ইনস্ট্যাক্স মিনি ১২ বিভিন্ন পরিস্থিতিতে, বিশেষ করে সাবজেক্ট ও ব্যাকগ্রাউন্ড, আউটডোর ও আলোর তারতম্যের ওপর নির্ভর করে পরিবর্তিত হতে থাকে। যখন শাটার প্রেস করা হয়, তখন অটোমেটিক এক্সপোজার ফাংশনের কারণে স্বয়ংক্রিয়ভাবে আলোর পরিমাণ নির্ণয় করতে পারে এই ক্যামেরা। পাশাপাশি এই প্রযুক্তি শাটার স্পিড ও ফ্ল্যাশ লেভেল অপটিমাইজ় করতে পারে। এতে রয়েছে একটি বিশেষ ‘ক্লোজড-আপ মুড’, যা অ্যাকটিভেট করা যেতে পারে লেন্সটাকে একবার রোটেট করে। নাম শুনেই বোঝা যাচ্ছে, এই মুডটি ক্লোজ-আপ শটস এবং সেলফি তোলার জন্য আদর্শ।
আপনি যদি খুব বেশি পরিমাণে সেলফি তোলেন, তাহলে লেন্সের ঠিক পাশেই ক্যামেরার ‘সেলফি মিরর’টি ব্যবহার করতে পারেন। এই সেলফি মিররে ছবি তোলার আগে ছবির কম্পোজিশন ঠিক আছে কি না, তা দেখা যাবে।
শাটার বাটন প্রেস করার পর বিষয়টি প্রিন্টেড ছবিতে সম্পূর্ণভাবে ফুটে উঠতে সময় নেয় মাত্র ৯০ সেকেন্ড। এই ক্যামেরা পাওয়া যাচ্ছে ফ্লিপকার্ট, আমাজন, নেয়ক্কা এবং ফুজির ইনস্ট্যাক্স ওয়েবসাইটগুলোতে। এর দাম প্রায় ১৩ হাজার টাকা।
সূত্র: গিজমো চায়না, ইন্ডিয়ান এক্সপ্রেস
নব্বইয়ের দশকে যাঁরা বেড়ে উঠেছেন, তাঁদের কাছে ফুজি নামটা খুব পরিচিত। ‘ফুজি’র ফটোগ্রাফিক ফিল্ম সময়ের সঙ্গে হারিয়ে গেছে। সেই সঙ্গে হারিয়ে গেছে সাদাকালো ছবির দুনিয়া আর তার সঙ্গে জড়ানো ইতিহাস। বাজার দখল করেছে উন্নতমানের ডিএসএলআর আর স্মার্টফোনের ক্যামেরা এবং ফটো-এডিটিং অ্যাপ।
তবে ফুজি ফিল্মের ইনস্ট্যাক্স ক্যামেরা হালে কয়েক বছর ধরে জনপ্রিয় হয়েছে। সম্প্রতি বাজারে এসেছে ইনস্ট্যাক্স সিরিজের নতুন ইনস্ট্যাক্স মিনি ১২। ইনস্ট্যাক্স মিনি ১১-এর সফলতার হাত ধরেই বাজারে এসেছে পকেটবান্ধব ইনস্ট্যাক্স মিনি ১২। ইনস্ট্যাক্সের এ মডেলটি ডিজাইন করা হয়েছে সেলফি ও ক্লোজ-আপ শটসের জনপ্রিয়তার কথা বিবেচনা করে। বেলুনের মতো দেখতে এই ক্যামেরাগুলো পাওয়া যাবে বেগুনি, নীল, গোলাপি, মিন্ট ও সাদা রঙে। ক্যামেরাটি আকারে বেশ ছোট।
ইনস্ট্যাক্স মিনি ১২ বিভিন্ন পরিস্থিতিতে, বিশেষ করে সাবজেক্ট ও ব্যাকগ্রাউন্ড, আউটডোর ও আলোর তারতম্যের ওপর নির্ভর করে পরিবর্তিত হতে থাকে। যখন শাটার প্রেস করা হয়, তখন অটোমেটিক এক্সপোজার ফাংশনের কারণে স্বয়ংক্রিয়ভাবে আলোর পরিমাণ নির্ণয় করতে পারে এই ক্যামেরা। পাশাপাশি এই প্রযুক্তি শাটার স্পিড ও ফ্ল্যাশ লেভেল অপটিমাইজ় করতে পারে। এতে রয়েছে একটি বিশেষ ‘ক্লোজড-আপ মুড’, যা অ্যাকটিভেট করা যেতে পারে লেন্সটাকে একবার রোটেট করে। নাম শুনেই বোঝা যাচ্ছে, এই মুডটি ক্লোজ-আপ শটস এবং সেলফি তোলার জন্য আদর্শ।
আপনি যদি খুব বেশি পরিমাণে সেলফি তোলেন, তাহলে লেন্সের ঠিক পাশেই ক্যামেরার ‘সেলফি মিরর’টি ব্যবহার করতে পারেন। এই সেলফি মিররে ছবি তোলার আগে ছবির কম্পোজিশন ঠিক আছে কি না, তা দেখা যাবে।
শাটার বাটন প্রেস করার পর বিষয়টি প্রিন্টেড ছবিতে সম্পূর্ণভাবে ফুটে উঠতে সময় নেয় মাত্র ৯০ সেকেন্ড। এই ক্যামেরা পাওয়া যাচ্ছে ফ্লিপকার্ট, আমাজন, নেয়ক্কা এবং ফুজির ইনস্ট্যাক্স ওয়েবসাইটগুলোতে। এর দাম প্রায় ১৩ হাজার টাকা।
সূত্র: গিজমো চায়না, ইন্ডিয়ান এক্সপ্রেস
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) এর নতুন প্রশাসক হিসেবে যোগদান করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের যুগ্মসচিব আবুল খায়ের মোহাম্মদ হাফিজুল্লাহ্ খান। বুধবার দুপুরে নবনিযুক্ত প্রশাসক বেসিস কার্যালয়ে দায়িত্ব গ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন বেস
১০ মিনিট আগেপ্রযুক্তি বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান অ্যাপল তাদের নতুন ও সবচেয়ে পাতলা স্মার্টফোন, আইফোন এয়ার, উন্মোচন করেছে। এই নতুন ডিভাইসটিকে ‘ভবিষ্যতের একটি টুকরো’ হিসেবে বর্ণনা করেছেন এর প্রধান শিল্প ডিজাইনার আবিদুর চৌধুরী। সম্পূর্ণ টাইটানিয়াম ধাতুতে মোড়া এই স্মার্টফোনের ২৫৬ জিবি মডেলের দাম নির্ধারণ
৫ ঘণ্টা আগেনতুন প্রজন্মের আইফোন সিরিজ উন্মোচনের পরপরই অ্যাপলকে নিয়ে ব্যঙ্গ করল প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান স্যামসাং। গতকাল মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) আয়োজিত অ্যাপলের পণ্য উন্মোচন অনুষ্ঠানে ‘আইফোন ১৭ এয়ার’ মডেল প্রকাশের পর স্যামসাং তাদের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে এসব ব্যঙ্গাত্মক পোস্ট করে।
৬ ঘণ্টা আগেআগামী কয়েক দিনের মধ্যেই আইফোন প্রেমীদের হাতে পৌঁছাবে অ্যাপলের নতুন ফোন আইফোন এয়ার। গতকাল রাতে আইফোন ১৭ এবং আইফোন ১৭ প্রো’র সঙ্গে একসঙ্গে উন্মোচিত হয়েছে ফোনটি। এটি অ্যাপলের তৈরি এখন পর্যন্ত সবচেয়ে পাতলা আইফোন। দেখতে অপূর্ব, এক কথায় মন কাড়া। তবে শুধুই সৌন্দর্য নয়, আইফোন এয়ার নিয়ে বিতর্কও চলবে জোরেশোরে
৭ ঘণ্টা আগে