স্যামসাংয়ের মুনাফা কমে তলানিতে, চিপ উৎপাদন কমানোর ঘোষণা

প্রযুক্তি ডেস্ক
আপডেট : ০৮ এপ্রিল ২০২৩, ১৭: ৫২
Thumbnail image

গত ১৪ বছরের মধ্যে সবচেয়ে বেশি মুনাফা কমেছে দক্ষিণ কোরিয়াভিত্তিক প্রযুক্তি জায়ান্ট স্যামসাংয়ের। চলতি বছরের প্রথম প্রান্তিকে মুনাফার পরিমাণ আগের বছরের চেয়ে ৯৬ শতাংশ কমেছে। এবছরের জানুয়ারি-মার্চ সময়ে মুনাফা হয়েছে মাত্র ৪৬ কোটি ডলারে কাছাকাছি। অথচ গত বছর এই মুনাফা ছিল প্রায় ১০৭৩ কোটি ডলার। আর তাই লোকসান ঠেকাতে ‘মেমোরি চিপ’ উৎপাদন কমানোর সিদ্ধান্ত নিয়েছে এই কোম্পানি।

স্যামসাংয়ের বিবৃতি উদ্ধৃত করে বিবিসি বলছে, করোনা মহামারীর পর থেকেই মেমোরি চিপের চাহিদা কমতে শুরু করেছে। অর্থনৈতিক মন্দার ফলে এ খাতে আরও বড় ধরনের ধাক্কা লেগেছে। লোকসান ছাড়াও অন্যান্য কিছু কারণ আমলে নিয়ে মোবাইলের মেমোরি চিপ উৎপাদন কমানোর সিদ্ধান্ত নিয়েছে স্যামসাং। তবে আগের অর্ডারগুলো সরবরাহ করার পরই এই সিদ্ধান্ত কার্যকর করা হবে।

এর আগে, দক্ষিণ কোরিয়ার বৃহৎ চিপ তৈরির প্রকল্পে বিনিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছিল স্যামসাং। ২০ বছরে প্রায় ২ লাখ ৩০ হাজার ৮০০ কোটি ডলার বিনিয়োগের পরিকল্পনা করেছিল প্রতিষ্ঠানটি। বিনিয়োগের অর্থ দিয়ে মোট পাঁচটি চিপ তৈরির কারখানা নির্মাণ করা হবে।

বিবিসির প্রতিবেদন অনুযায়ী, স্যামসাংয়ের বিনিয়োগ পরিকল্পনা নিয়ে সম্প্রতি কোরিয়ার সরকারি দপ্তর বেশ কিছু তথ্য প্রকাশ করেছে। এসব তথ্যমতে, স্যামসাং প্রায় ৩০০ ট্রিলিয়ন কোরীয় ওন বিনিয়োগ করার পরিকল্পনা করেছে। বেসরকারি খাত থেকে সরকারের ৫৫০ ট্রিলিয়ন ওন বিনিয়োগ আকর্ষণের অংশ হিসেবে স্যামসাং এ ঘোষণা দেয়।

চিপ, ডিসপ্লে এবং ব্যাটারিসহ উন্নত প্রযুক্তির খাতগুলোর প্রতিযোগিতা বাড়াতে কর মওকুফ এবং ভর্তুকি সহায়তা বাড়িয়েছে কোরীয় সরকার। বিশ্লেষকেরা বলছেন, দেশীয় চিপ খাতকে শক্তিশালী করার ক্ষেত্রে অন্যান্য দেশের নেওয়া বিভিন্ন উদ্যোগে প্রভাবিত হয়েছে দেশটি। বিশ্বের বিভিন্ন দেশ অভ্যন্তরীণ চিপ কারখানা উন্নয়নের দিকে মনোযোগ দিয়েছে। দক্ষিণ কোরিয়াও এখন সেই পথেই হাঁটছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত