চীনের বাজারে ভিভো ওয়াইসিরিজের নতুন মডেল ওয়াই ৩০০ ছাড়া হয়েছে। ডিভাইসটি ওয়াই ২০০ প্রো–এর উত্তরসূরি হিসেবে বাজারে এসেছে, যা এই বছরের শুরুতে বাজারে এসেছিলো। নতুন স্মার্টফোনটিতে বিশাল ব্যাটারি, উন্নত প্রসেসর ও নতুন ডিজাইনসহ উল্লেখযোগ্য পরিবর্তন নিয়ে আসা হয়েছে।
ফোনটিতে ৬ হাজার ৫০০ এমএইচের ব্যাটারিসহ ৮০ ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধাও রয়েছে। এর ফলে ফোনটিতে একবার চার্জ দিলে ২৩ ঘণ্টা ভিডিও দেখা যাবে। সেই সঙ্গে একবার সম্পূর্ণ চার্জে ফোনটি প্রায় ৩১ ঘণ্টা চালানো যাবে বলে দাবি করেছে ভিভো।
ভিভো ওয়াই ৩০০ প্রো এর দাম
ভিভো ওয়াই ৩০০ প্রো এর ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ সংস্করণের দাম ১ হাজার ৭৯৯ চীনা ইউয়ান বা প্রায় ৩০ হাজার ২৯৮ টাকা।
ভিভো ওয়াই ৩০০ প্রো এর ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ সংস্করণের দাম ১ হাজার ৯৯৯ চীনা ইউয়ান বা প্রায় ৩৩ হাজার ৬৬৬ টাকা।
ভিভো ওয়াই ৩০০ প্রো এর ১২ জিবি র্যাম ও ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ সংস্করণের দাম ২ হাজার ১৯৯ চীনা ইউয়ান বা প্রায় ৩৭ হাজার ৩৪ টাকা।
ভিভো ওয়াই ৩০০ প্রো এর ১২ জিবি র্যাম ও ৫১২ জিবি ইন্টারনাল স্টোরেজ সংস্করণের দাম ২ হাজার ৪৯৯ চীনা ইউয়ান বা প্রায় ৪২ হাজার ৮৭ টাকা।
ফোনটি চারটি রঙে পাওয়া যাবে। সেগুলো হলো—জেড, হোয়াইট (সাদা), গোল্ড (সোনালি) ও টাইটানিয়াম। চীনে আগামী ১৪ সেপ্টেম্বর থেকে ফোনটি পাওয়া যাবে।
ফোনটির স্পেসিফিকেশন
পেছনের ক্যামেরা: ডুয়েল ক্যামেরা—প্রধান সেন্সর হিসেবে ৫০ মেগাপিক্সেল সনি এলওয়াইটি–৬০০ এবং ২ মেগাপিক্সেল ডেপথ লেন্স থাকবে।
সেলফি ক্যামেরা: ৩২ মেগাপিক্সেল
আয়তন: ৬৩.৪ x৭৬.৪ x৭.৬৯ এমএম
ওজন: ১৯৪ গ্রাম
ডিসপ্লে: ৬ দশমিক ৭৭ ইঞ্চি ফুল এইচডি অ্যামলেড ডিসপ্লে।
রিফ্রেশ রেট: ৬০ হাটর্জ, ৯০ হার্টজ ও ১২০ হার্টজ
রেজল্যুশন: ১,০৮০ x ২,৩৯২ পেক্সেলস
ব্রাইটনেস: ৫০০০ নিটস
অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক ওরিজিনওএস ৪
চিপসেট: ৪ এনএম স্ন্যাপড্রাগন ৬ জেন ১
জিপিইউ: অ্যাড্রিনো ৭১০
র্যাম: ৮ জিবি ও ১২ জিবি
ইন্টারনাল স্টোরেজ: ১২৮ জিবি, ২৫৬ জিবি ও ৫১২ জিবি
ব্লুটুথ: ৫.১
আইপি রেটিং: আইপি ৬৫
ব্যাটারি: ৬,৫০০ এমএএইচ
চার্জিং: ৮০ ওয়াট
তথ্যসূত্র: গ্যাজেটস ৩৬০
চীনের বাজারে ভিভো ওয়াইসিরিজের নতুন মডেল ওয়াই ৩০০ ছাড়া হয়েছে। ডিভাইসটি ওয়াই ২০০ প্রো–এর উত্তরসূরি হিসেবে বাজারে এসেছে, যা এই বছরের শুরুতে বাজারে এসেছিলো। নতুন স্মার্টফোনটিতে বিশাল ব্যাটারি, উন্নত প্রসেসর ও নতুন ডিজাইনসহ উল্লেখযোগ্য পরিবর্তন নিয়ে আসা হয়েছে।
ফোনটিতে ৬ হাজার ৫০০ এমএইচের ব্যাটারিসহ ৮০ ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধাও রয়েছে। এর ফলে ফোনটিতে একবার চার্জ দিলে ২৩ ঘণ্টা ভিডিও দেখা যাবে। সেই সঙ্গে একবার সম্পূর্ণ চার্জে ফোনটি প্রায় ৩১ ঘণ্টা চালানো যাবে বলে দাবি করেছে ভিভো।
ভিভো ওয়াই ৩০০ প্রো এর দাম
ভিভো ওয়াই ৩০০ প্রো এর ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ সংস্করণের দাম ১ হাজার ৭৯৯ চীনা ইউয়ান বা প্রায় ৩০ হাজার ২৯৮ টাকা।
ভিভো ওয়াই ৩০০ প্রো এর ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ সংস্করণের দাম ১ হাজার ৯৯৯ চীনা ইউয়ান বা প্রায় ৩৩ হাজার ৬৬৬ টাকা।
ভিভো ওয়াই ৩০০ প্রো এর ১২ জিবি র্যাম ও ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ সংস্করণের দাম ২ হাজার ১৯৯ চীনা ইউয়ান বা প্রায় ৩৭ হাজার ৩৪ টাকা।
ভিভো ওয়াই ৩০০ প্রো এর ১২ জিবি র্যাম ও ৫১২ জিবি ইন্টারনাল স্টোরেজ সংস্করণের দাম ২ হাজার ৪৯৯ চীনা ইউয়ান বা প্রায় ৪২ হাজার ৮৭ টাকা।
ফোনটি চারটি রঙে পাওয়া যাবে। সেগুলো হলো—জেড, হোয়াইট (সাদা), গোল্ড (সোনালি) ও টাইটানিয়াম। চীনে আগামী ১৪ সেপ্টেম্বর থেকে ফোনটি পাওয়া যাবে।
ফোনটির স্পেসিফিকেশন
পেছনের ক্যামেরা: ডুয়েল ক্যামেরা—প্রধান সেন্সর হিসেবে ৫০ মেগাপিক্সেল সনি এলওয়াইটি–৬০০ এবং ২ মেগাপিক্সেল ডেপথ লেন্স থাকবে।
সেলফি ক্যামেরা: ৩২ মেগাপিক্সেল
আয়তন: ৬৩.৪ x৭৬.৪ x৭.৬৯ এমএম
ওজন: ১৯৪ গ্রাম
ডিসপ্লে: ৬ দশমিক ৭৭ ইঞ্চি ফুল এইচডি অ্যামলেড ডিসপ্লে।
রিফ্রেশ রেট: ৬০ হাটর্জ, ৯০ হার্টজ ও ১২০ হার্টজ
রেজল্যুশন: ১,০৮০ x ২,৩৯২ পেক্সেলস
ব্রাইটনেস: ৫০০০ নিটস
অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক ওরিজিনওএস ৪
চিপসেট: ৪ এনএম স্ন্যাপড্রাগন ৬ জেন ১
জিপিইউ: অ্যাড্রিনো ৭১০
র্যাম: ৮ জিবি ও ১২ জিবি
ইন্টারনাল স্টোরেজ: ১২৮ জিবি, ২৫৬ জিবি ও ৫১২ জিবি
ব্লুটুথ: ৫.১
আইপি রেটিং: আইপি ৬৫
ব্যাটারি: ৬,৫০০ এমএএইচ
চার্জিং: ৮০ ওয়াট
তথ্যসূত্র: গ্যাজেটস ৩৬০
বিশ্বজুড়েই ম্যারাথনে মানুষই দৌড়ায়। তবে চীনে দেখা গেল ভিন্ন দৃশ্য। সেখানে হাফ ম্যারাথনে দৌড়াল রোবট। একটি কিংবা দুটি নয়, ২০টি রোবট দৌড়াল সেই ম্যারাথনে।
৩ ঘণ্টা আগেআগাগোড়াই স্মার্টফোনের সঙ্গে বড় হওয়া প্রথম প্রজন্ম জেনারেশন জেড বা জেন-জি। যাদের জন্ম ১৯৯৭ থেকে ২০১২ সালের মধ্যে। নতুন এক গবেষণা বলছে, ভুল তথ্যে বিশ্বাস করার ক্ষেত্রে যেসব শ্রেণি বা গোষ্ঠীর মানুষেরা বেশি ঝুঁকিপূর্ণ তাদের মধ্যে প্রযুক্তির আশীর্বাদ নিয়ে জন্ম নেওয়া জেন-জি প্রজন্ম অন্যতম। সম্প্রতি কানাডা
১২ ঘণ্টা আগেচাকরির বাজারে এক নতুন হুমকির নাম—কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)। এই প্রযুক্তির সুযোগ নিয়ে প্রতারকেরা এখন তৈরি করছে ভুয়া প্রোফাইল। এসব ভুয়া প্রোফাইল দিয়ে অনলাইন ইন্টারভিউয়ের মাধ্যমে দূর থেকে কাজ করার সুযোগ পেতে চায় প্রতারকেরা।
১৩ ঘণ্টা আগেপ্রকৃতির মাঝে ঘুরে বেড়ানো অনেকেরই প্রিয় অভ্যাস। তবে যতই দিকনির্দেশনার দক্ষতা থাকুক না কেন, প্রকৃতির গভীরে প্রবেশ করলে নির্ভরযোগ্য একটি জিপিএস ট্র্যাকারই হয় সবচেয়ে বড় সহায়। এ জন্য এমন এক উদ্ভাবনী ডিভাইস নিয়ে এসেছে গারমিন, যার রয়েছে যেকোনো পরিবেশে টিকে থাকার মতো স্থায়িত্ব, শক্তিশালী সিগন্যাল গ্রহণক্ষম
১৪ ঘণ্টা আগে