চীনের বাজারে ভিভো ওয়াইসিরিজের নতুন মডেল ওয়াই ৩০০ ছাড়া হয়েছে। ডিভাইসটি ওয়াই ২০০ প্রো–এর উত্তরসূরি হিসেবে বাজারে এসেছে, যা এই বছরের শুরুতে বাজারে এসেছিলো। নতুন স্মার্টফোনটিতে বিশাল ব্যাটারি, উন্নত প্রসেসর ও নতুন ডিজাইনসহ উল্লেখযোগ্য পরিবর্তন নিয়ে আসা হয়েছে।
ফোনটিতে ৬ হাজার ৫০০ এমএইচের ব্যাটারিসহ ৮০ ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধাও রয়েছে। এর ফলে ফোনটিতে একবার চার্জ দিলে ২৩ ঘণ্টা ভিডিও দেখা যাবে। সেই সঙ্গে একবার সম্পূর্ণ চার্জে ফোনটি প্রায় ৩১ ঘণ্টা চালানো যাবে বলে দাবি করেছে ভিভো।
ভিভো ওয়াই ৩০০ প্রো এর দাম
ভিভো ওয়াই ৩০০ প্রো এর ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ সংস্করণের দাম ১ হাজার ৭৯৯ চীনা ইউয়ান বা প্রায় ৩০ হাজার ২৯৮ টাকা।
ভিভো ওয়াই ৩০০ প্রো এর ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ সংস্করণের দাম ১ হাজার ৯৯৯ চীনা ইউয়ান বা প্রায় ৩৩ হাজার ৬৬৬ টাকা।
ভিভো ওয়াই ৩০০ প্রো এর ১২ জিবি র্যাম ও ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ সংস্করণের দাম ২ হাজার ১৯৯ চীনা ইউয়ান বা প্রায় ৩৭ হাজার ৩৪ টাকা।
ভিভো ওয়াই ৩০০ প্রো এর ১২ জিবি র্যাম ও ৫১২ জিবি ইন্টারনাল স্টোরেজ সংস্করণের দাম ২ হাজার ৪৯৯ চীনা ইউয়ান বা প্রায় ৪২ হাজার ৮৭ টাকা।
ফোনটি চারটি রঙে পাওয়া যাবে। সেগুলো হলো—জেড, হোয়াইট (সাদা), গোল্ড (সোনালি) ও টাইটানিয়াম। চীনে আগামী ১৪ সেপ্টেম্বর থেকে ফোনটি পাওয়া যাবে।
ফোনটির স্পেসিফিকেশন
পেছনের ক্যামেরা: ডুয়েল ক্যামেরা—প্রধান সেন্সর হিসেবে ৫০ মেগাপিক্সেল সনি এলওয়াইটি–৬০০ এবং ২ মেগাপিক্সেল ডেপথ লেন্স থাকবে।
সেলফি ক্যামেরা: ৩২ মেগাপিক্সেল
আয়তন: ৬৩.৪ x৭৬.৪ x৭.৬৯ এমএম
ওজন: ১৯৪ গ্রাম
ডিসপ্লে: ৬ দশমিক ৭৭ ইঞ্চি ফুল এইচডি অ্যামলেড ডিসপ্লে।
রিফ্রেশ রেট: ৬০ হাটর্জ, ৯০ হার্টজ ও ১২০ হার্টজ
রেজল্যুশন: ১,০৮০ x ২,৩৯২ পেক্সেলস
ব্রাইটনেস: ৫০০০ নিটস
অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক ওরিজিনওএস ৪
চিপসেট: ৪ এনএম স্ন্যাপড্রাগন ৬ জেন ১
জিপিইউ: অ্যাড্রিনো ৭১০
র্যাম: ৮ জিবি ও ১২ জিবি
ইন্টারনাল স্টোরেজ: ১২৮ জিবি, ২৫৬ জিবি ও ৫১২ জিবি
ব্লুটুথ: ৫.১
আইপি রেটিং: আইপি ৬৫
ব্যাটারি: ৬,৫০০ এমএএইচ
চার্জিং: ৮০ ওয়াট
তথ্যসূত্র: গ্যাজেটস ৩৬০
চীনের বাজারে ভিভো ওয়াইসিরিজের নতুন মডেল ওয়াই ৩০০ ছাড়া হয়েছে। ডিভাইসটি ওয়াই ২০০ প্রো–এর উত্তরসূরি হিসেবে বাজারে এসেছে, যা এই বছরের শুরুতে বাজারে এসেছিলো। নতুন স্মার্টফোনটিতে বিশাল ব্যাটারি, উন্নত প্রসেসর ও নতুন ডিজাইনসহ উল্লেখযোগ্য পরিবর্তন নিয়ে আসা হয়েছে।
ফোনটিতে ৬ হাজার ৫০০ এমএইচের ব্যাটারিসহ ৮০ ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধাও রয়েছে। এর ফলে ফোনটিতে একবার চার্জ দিলে ২৩ ঘণ্টা ভিডিও দেখা যাবে। সেই সঙ্গে একবার সম্পূর্ণ চার্জে ফোনটি প্রায় ৩১ ঘণ্টা চালানো যাবে বলে দাবি করেছে ভিভো।
ভিভো ওয়াই ৩০০ প্রো এর দাম
ভিভো ওয়াই ৩০০ প্রো এর ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ সংস্করণের দাম ১ হাজার ৭৯৯ চীনা ইউয়ান বা প্রায় ৩০ হাজার ২৯৮ টাকা।
ভিভো ওয়াই ৩০০ প্রো এর ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ সংস্করণের দাম ১ হাজার ৯৯৯ চীনা ইউয়ান বা প্রায় ৩৩ হাজার ৬৬৬ টাকা।
ভিভো ওয়াই ৩০০ প্রো এর ১২ জিবি র্যাম ও ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ সংস্করণের দাম ২ হাজার ১৯৯ চীনা ইউয়ান বা প্রায় ৩৭ হাজার ৩৪ টাকা।
ভিভো ওয়াই ৩০০ প্রো এর ১২ জিবি র্যাম ও ৫১২ জিবি ইন্টারনাল স্টোরেজ সংস্করণের দাম ২ হাজার ৪৯৯ চীনা ইউয়ান বা প্রায় ৪২ হাজার ৮৭ টাকা।
ফোনটি চারটি রঙে পাওয়া যাবে। সেগুলো হলো—জেড, হোয়াইট (সাদা), গোল্ড (সোনালি) ও টাইটানিয়াম। চীনে আগামী ১৪ সেপ্টেম্বর থেকে ফোনটি পাওয়া যাবে।
ফোনটির স্পেসিফিকেশন
পেছনের ক্যামেরা: ডুয়েল ক্যামেরা—প্রধান সেন্সর হিসেবে ৫০ মেগাপিক্সেল সনি এলওয়াইটি–৬০০ এবং ২ মেগাপিক্সেল ডেপথ লেন্স থাকবে।
সেলফি ক্যামেরা: ৩২ মেগাপিক্সেল
আয়তন: ৬৩.৪ x৭৬.৪ x৭.৬৯ এমএম
ওজন: ১৯৪ গ্রাম
ডিসপ্লে: ৬ দশমিক ৭৭ ইঞ্চি ফুল এইচডি অ্যামলেড ডিসপ্লে।
রিফ্রেশ রেট: ৬০ হাটর্জ, ৯০ হার্টজ ও ১২০ হার্টজ
রেজল্যুশন: ১,০৮০ x ২,৩৯২ পেক্সেলস
ব্রাইটনেস: ৫০০০ নিটস
অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক ওরিজিনওএস ৪
চিপসেট: ৪ এনএম স্ন্যাপড্রাগন ৬ জেন ১
জিপিইউ: অ্যাড্রিনো ৭১০
র্যাম: ৮ জিবি ও ১২ জিবি
ইন্টারনাল স্টোরেজ: ১২৮ জিবি, ২৫৬ জিবি ও ৫১২ জিবি
ব্লুটুথ: ৫.১
আইপি রেটিং: আইপি ৬৫
ব্যাটারি: ৬,৫০০ এমএএইচ
চার্জিং: ৮০ ওয়াট
তথ্যসূত্র: গ্যাজেটস ৩৬০
আগামী কয়েক দিনের মধ্যেই আইফোন প্রেমীদের হাতে পৌঁছাবে অ্যাপলের নতুন ফোন আইফোন এয়ার। গতকাল রাতে আইফোন ১৭ এবং আইফোন ১৭ প্রো’র সঙ্গে একসঙ্গে উন্মোচিত হয়েছে ফোনটি। এটি অ্যাপলের তৈরি এখন পর্যন্ত সবচেয়ে পাতলা আইফোন। দেখতে অপূর্ব, এক কথায় মন কাড়া। তবে শুধুই সৌন্দর্য নয়, আইফোন এয়ার নিয়ে বিতর্কও চলবে জোরেশোরে
৪৪ মিনিট আগেযুক্তরাষ্ট্রভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফট তাদের জনপ্রিয় অফিস ৩৬৫ অ্যাপগুলোতে (যেমন ওয়ার্ড, এক্সেল, আউটলুক ও পাওয়ার পয়েন্ট) এআই চালিত নতুন ফিচার আনতে ওপেনএআই-এর পাশাপাশি এবার প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান অ্যানথ্রপিক-এর এআই প্রযুক্তি ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে।
২ ঘণ্টা আগেবিশ্বখ্যাত চিপ ডিজাইন প্রতিষ্ঠান আর্ম হোল্ডিংস গতকাল মঙ্গলবার তাদের পরবর্তী প্রজন্মের মোবাইল চিপ ডিজাইনের সিরিজ উন্মোচন করেছে। ‘লুমেক্স’ নামের এই নতুন ডিজাইন সেট কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিকে সামনে রেখেই তৈরি, যা স্মার্টফোন ও স্মার্টওয়াচের মতো মোবাইল ডিভাইসে ইন্টারনেট ছাড়াই কাজ করতে পারবে।
৪ ঘণ্টা আগেঅ্যাপলপ্রেমীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটেছে মঙ্গলবার রাতে। নানা জল্পনা-কল্পনা ও গুঞ্জনের অবসান ঘটিয়ে অ্যাপল আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেছে তাদের বহুল আলোচিত, নতুন প্রজন্মের ও এখন পর্যন্ত সবচেয়ে পাতলা স্মার্টফোন—আইফোন ১৭ এয়ার। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ক্যালিফোর্নিয়ার কুপারটিনোতে অ্যাপলের সদর দপ্তরে
৪ ঘণ্টা আগে