ডিজাইন বা নকশা ও ক্যামেরার জন্য স্যামসাং গ্যালাক্সি এস সিরিজের ফোনগুলো গ্রাহকদের কাছে ব্যাপক জনপ্রিয়। এই সিরিজের পরের মডেল কেমন হবে, তা নিয়ে আগ্রহী ক্রেতাদের ব্যাপক কৌতুহল আছে। এর মধ্যেই স্যামসাং গ্যালাক্সি এস ২৪ সিরিজের ডিসপ্লে কেমন হবে, তা ফাঁস হয়ে গেছে।
সামনের বছরে ফেব্রুয়ারিতে স্যামসাং গ্যালাক্সি এস ২৪, গ্যালাক্সি এস ২৪ প্লাস ও গ্যালাক্সি এস ২৪ আলট্রা মডেলের ফোনগুলি বাজারে আসতে পারে বলে জানিয়েছে ভারতের প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট গ্যাজেট ৩৬০।
এ বিষয়ে দক্ষিণ কোরিয়ার টেক জায়ান্ট স্যামসাং কোনো তথ্য প্রকাশ না করলেও ধারণা করা হচ্ছে, স্যামসাং গ্যালাক্সি আল্ট্রা সিরিজে যেই ডিসপ্লে ব্যবহার হয়েছে তাই গ্যালাক্সি এস ২৪ এবং গ্যালাক্সি এস ২৪ প্লাস মডেলে ব্যবহার করবে।
এক্স প্লাটফর্মে (টুইটার) প্রযুক্তি বিষয়ক অ্যাকাউন্ট আইস ইউনিভার্স (@UniverseIce) থেকে দাবি করা হয়, গ্যালাক্সি এস ২৪ ও গ্যালাক্সি এস ২৪ প্লাস মডেলে এলটিপিও ডিসপ্লে ব্যবহার করা হবে। এই তথ্য সঠিক হলে গ্যালাক্সি এস ২৩ ও গ্যালাক্সি এস ২৩ প্লাস মডেলে ব্যবহৃত নিম্ন-তাপমাত্রার পলিক্রিস্টালাইন সিলিকন (এলটিপিএস) প্যানেলের চেয়ে এবারের ডিসপ্লে প্যানেলেটি আরো ভালো হবে।
এ বছর প্রিমিয়াম গ্যালাক্সি এস ২৩ আলট্রাতে এলটিপি ডিসপ্লে লাগানো হয়েছে। তবে গ্যালাক্সি এস ২৩ ও গ্যালাক্সি এস ২৩ প্লাসে সাশ্রয়ী মূল্যের স্বাভাবিক ডিসপ্লে দেয়া হয়েছে।
২০২১ সালে প্রথম গ্যালাক্সি এস ২১ আলট্রা মডেলে এলটিপিও ডিসপ্লে ব্যবহার করে স্যামসাং। এই প্রযুক্তি কোম্পানি সবসময় ফ্লাগশিপ মডেল গ্যালাক্সি এস আলট্রাতে এলটিপিও ডিসপ্লে ব্যবহার করে থাকে। গ্যালাক্সি এস ২২ আলট্রা ও এ বছরে বাজারে আসা গ্যালাক্সি এস ২৩ আলট্রাতেও এলটিপিও ডিসপ্লে ব্যবহার করা হয়েছে।
গ্যালাক্সি এস ২৪ ও গ্যালাক্সি এস ২৪ প্লাস আগের মডেলের চেয়ে আরো পাতলা বেজেল পেতে পারে। কিন্তু গ্যালাক্সি এস ২৪ আলট্রা মডেলটির ফ্রেমের ডিজাইন গ্যালাক্সি এস ২৩ আলট্রার ফ্রেম ডিজাইনের মতোই থাকবে।
অ্যালুমিনিয়ামের পরিবর্তে নতুন শক্তিশালী টাইটানিয়াম ফ্রেম স্যামসাং গ্যালাক্সি এস ২৪ সিরিজে ব্যবহার করবে বলে ধারণা করা হচ্ছে। সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদন অনুসারে, গ্যালাক্সি এস ২৪, গ্যালাক্সি এস ২৪ প্লাস ও গ্যালাক্সি এস ২৪ আলট্রা মডেলের কোডনেম হবে যথাক্রমে মিউজ ১, মিউজ ২ ও মিউজ ৩। গ্যালাক্সি এস ২৪ প্লাসে ৬.৬৫ ইঞ্চি ডিসপ্লে দেয়া হতে পারে, যা আগের গ্যালাক্সি এস ২৩ প্লাস থেকে বড়।
এই বছরের ফেব্রুয়ারিতে গ্যালাক্সি এস ২৩, গ্যালাক্সি এস ২৩ প্লাস ও গ্যালাক্সি এস ২৩ আলট্রা মডেলগুলো বাজারে আসে। ভারতে গ্যালাক্সি এস ২৩ চুয়াত্তর হাজার ৯৯৯ রুপি, গ্যালাক্সি এস ২৩ প্লাস চুরানব্বই হাজার ৯৯৯ রুপি ও গ্যালাক্সি এস ২৩ আলট্রা ১ লাখ চৌত্রিশ হাজার ৯৯৯ রুপিতে পাওয়া যাচ্ছে।
ডিজাইন বা নকশা ও ক্যামেরার জন্য স্যামসাং গ্যালাক্সি এস সিরিজের ফোনগুলো গ্রাহকদের কাছে ব্যাপক জনপ্রিয়। এই সিরিজের পরের মডেল কেমন হবে, তা নিয়ে আগ্রহী ক্রেতাদের ব্যাপক কৌতুহল আছে। এর মধ্যেই স্যামসাং গ্যালাক্সি এস ২৪ সিরিজের ডিসপ্লে কেমন হবে, তা ফাঁস হয়ে গেছে।
সামনের বছরে ফেব্রুয়ারিতে স্যামসাং গ্যালাক্সি এস ২৪, গ্যালাক্সি এস ২৪ প্লাস ও গ্যালাক্সি এস ২৪ আলট্রা মডেলের ফোনগুলি বাজারে আসতে পারে বলে জানিয়েছে ভারতের প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট গ্যাজেট ৩৬০।
এ বিষয়ে দক্ষিণ কোরিয়ার টেক জায়ান্ট স্যামসাং কোনো তথ্য প্রকাশ না করলেও ধারণা করা হচ্ছে, স্যামসাং গ্যালাক্সি আল্ট্রা সিরিজে যেই ডিসপ্লে ব্যবহার হয়েছে তাই গ্যালাক্সি এস ২৪ এবং গ্যালাক্সি এস ২৪ প্লাস মডেলে ব্যবহার করবে।
এক্স প্লাটফর্মে (টুইটার) প্রযুক্তি বিষয়ক অ্যাকাউন্ট আইস ইউনিভার্স (@UniverseIce) থেকে দাবি করা হয়, গ্যালাক্সি এস ২৪ ও গ্যালাক্সি এস ২৪ প্লাস মডেলে এলটিপিও ডিসপ্লে ব্যবহার করা হবে। এই তথ্য সঠিক হলে গ্যালাক্সি এস ২৩ ও গ্যালাক্সি এস ২৩ প্লাস মডেলে ব্যবহৃত নিম্ন-তাপমাত্রার পলিক্রিস্টালাইন সিলিকন (এলটিপিএস) প্যানেলের চেয়ে এবারের ডিসপ্লে প্যানেলেটি আরো ভালো হবে।
এ বছর প্রিমিয়াম গ্যালাক্সি এস ২৩ আলট্রাতে এলটিপি ডিসপ্লে লাগানো হয়েছে। তবে গ্যালাক্সি এস ২৩ ও গ্যালাক্সি এস ২৩ প্লাসে সাশ্রয়ী মূল্যের স্বাভাবিক ডিসপ্লে দেয়া হয়েছে।
২০২১ সালে প্রথম গ্যালাক্সি এস ২১ আলট্রা মডেলে এলটিপিও ডিসপ্লে ব্যবহার করে স্যামসাং। এই প্রযুক্তি কোম্পানি সবসময় ফ্লাগশিপ মডেল গ্যালাক্সি এস আলট্রাতে এলটিপিও ডিসপ্লে ব্যবহার করে থাকে। গ্যালাক্সি এস ২২ আলট্রা ও এ বছরে বাজারে আসা গ্যালাক্সি এস ২৩ আলট্রাতেও এলটিপিও ডিসপ্লে ব্যবহার করা হয়েছে।
গ্যালাক্সি এস ২৪ ও গ্যালাক্সি এস ২৪ প্লাস আগের মডেলের চেয়ে আরো পাতলা বেজেল পেতে পারে। কিন্তু গ্যালাক্সি এস ২৪ আলট্রা মডেলটির ফ্রেমের ডিজাইন গ্যালাক্সি এস ২৩ আলট্রার ফ্রেম ডিজাইনের মতোই থাকবে।
অ্যালুমিনিয়ামের পরিবর্তে নতুন শক্তিশালী টাইটানিয়াম ফ্রেম স্যামসাং গ্যালাক্সি এস ২৪ সিরিজে ব্যবহার করবে বলে ধারণা করা হচ্ছে। সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদন অনুসারে, গ্যালাক্সি এস ২৪, গ্যালাক্সি এস ২৪ প্লাস ও গ্যালাক্সি এস ২৪ আলট্রা মডেলের কোডনেম হবে যথাক্রমে মিউজ ১, মিউজ ২ ও মিউজ ৩। গ্যালাক্সি এস ২৪ প্লাসে ৬.৬৫ ইঞ্চি ডিসপ্লে দেয়া হতে পারে, যা আগের গ্যালাক্সি এস ২৩ প্লাস থেকে বড়।
এই বছরের ফেব্রুয়ারিতে গ্যালাক্সি এস ২৩, গ্যালাক্সি এস ২৩ প্লাস ও গ্যালাক্সি এস ২৩ আলট্রা মডেলগুলো বাজারে আসে। ভারতে গ্যালাক্সি এস ২৩ চুয়াত্তর হাজার ৯৯৯ রুপি, গ্যালাক্সি এস ২৩ প্লাস চুরানব্বই হাজার ৯৯৯ রুপি ও গ্যালাক্সি এস ২৩ আলট্রা ১ লাখ চৌত্রিশ হাজার ৯৯৯ রুপিতে পাওয়া যাচ্ছে।
বন্ধুদের সঙ্গে রিলস ভাগাভাগির প্রক্রিয়া আরও সহজ করতে ‘ব্লেন্ড’ নামের নতুন ফিচার নিয়ে হাজির হলো ইনস্টাগ্রাম। এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা এখন তাঁদের বন্ধু বা গ্রুপ চ্যাটের সদস্যদের সঙ্গে একটি ব্যক্তিগত ও কাস্টমাইজড রিলস ফিড শেয়ার করতে পারবেন। তবে এই ফিচার ব্যবহার করতে হলে বন্ধুদের আমন্ত্রণ...
১১ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার ওয়েবসাইটে গুরুত্বপূর্ণ নিরাপত্তা ত্রুটি ধরিয়ে দিয়ে আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছেন ইরাকি কিশোর মুনতাধার মোহাম্মদ আহমেদ সালেহ। বাগদাদের আল-তারমিয়া জেলার আল-বায়ারিক উচ্চ বিদ্যালয়ের এই মেধাবী শিক্ষার্থী নিজের অসাধারণ প্রযুক্তি দক্ষতা দিয়ে নাসার বিশেষ প্রশংসা
১২ ঘণ্টা আগেমানুষের কাজের জগতে এক যুগান্তকারী পরিবর্তনের ইঙ্গিত নিয়ে বিশ্বের প্রযুক্তিকেন্দ্র সিলিকন ভ্যালিতে আত্মপ্রকাশ করল বিতর্কিত স্টার্টআপ ‘মেকানাইজ’। বিখ্যাত এআই গবেষক ও প্রতিষ্ঠাতা তামায় বেসিরোগ্লু ঘোষণা দিয়েছেন, এই স্টার্টআপের লক্ষ্য হলো—‘সব ধরনের কাজের পূর্ণ স্বয়ংক্রিয়করণ’ এবং ‘সম্পূর্ণ অর্থনীতির...
১৩ ঘণ্টা আগেফোল্ডেবল ফোনের দৌড়ে যখন স্যামসাং, হুয়াওয়ে বা অপো একে অপরকে টপকে যাওয়ার প্রতিযোগিতায় ব্যস্ত, প্রযুক্তির বাজারে ঠিক তখন এক অপ্রত্যাশিত প্রতিদ্বন্দ্বী মাঠে নেমেছে। সেটি হলো—ভাঁজযোগ্য ইবুক রিডার। ই-ইংক প্রযুক্তির উন্নতির ফলে ই-রিডারে বই পড়ার অভিজ্ঞতা এখন অনেকটাই কাগজের বইয়ের মতো।
১৫ ঘণ্টা আগে