Ajker Patrika

চীনে আইফোন বিক্রিতে ধস, ঘাড়ে নিশ্বাস ফেলছে হুয়াওয়ে

চীনে আইফোন বিক্রিতে ধস, ঘাড়ে নিশ্বাস ফেলছে হুয়াওয়ে

চলতি বছর প্রথম প্রান্তিকেই চীনে স্মার্টফোন বিক্রিতে বিরাট হোঁচট খেয়েছে অ্যাপল। ২০২০ সালের পর এ–ই প্রথম দেশটিতে আইফোন বিক্রি ১৯ শতাংশ কমেছে। মার্কেট ডেটা অনুসারে, দামি স্মার্টফোনের বাজারে হুয়াওয়ের নতুন ডিভাইস আসায় চাপে পড়েছে অ্যাপল। 

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন অনুযায়ী, বিশ্বে স্মার্টফোনের বৃহত্তম বাজার চীন। গত বছর প্রথম প্রান্তিকে এই বাজারের ১৯ দশমিক ৭ শতাংশ অ্যাপলের দখলে ছিল। এ বছর একই সময়ে তা কমে দাঁড়িয়েছে ১৫ দশমিক ৭ শতাংশে। হুয়াওয়ে ও অ্যাপলের বাজার অংশীদারত্ব এখন সমান। গবেষণা প্রতিষ্ঠান কাউন্টার পয়েন্টের তথ্য অনুসারে, হুয়াওয়ের বিক্রি ৭০ শতাংশ বেড়েছে। 

প্রথম প্রান্তিকে প্রতিদ্বন্দ্বী ভিভোর কাছে চীনের সর্বোচ্চ বিক্রীত স্মার্টফোনের খেতাব হারিয়ে এখন তৃতীয় অবস্থানে আছে অ্যাপল। দ্বিতীয় অবস্থানে আছে হুয়াওয়ের অনার সিরিজের ফোন। গত বছর বাজারের ৯ দশমিক ৩ শতাংশ ছিল হুয়াওয়ের দখলে। এ বছর তা বেড়ে ১৫ দশমিক ৫ শতাংশে দাঁড়িয়েছে। 

এক বিবৃতিতে কাউন্টার পয়েন্টের বিশ্লেষক ইভান লাম বলেন, ‘হুয়াওয়ের প্রত্যাবর্তন প্রিমিয়াম সেগমেন্টে অ্যাপলের বাজারে সরাসরি প্রভাব ফেলেছে। এ ছাড়া অ্যাপলের রিপ্লেসমেন্ট (পুরোনো ক্রেতাদের নতুন ফোন কেনা) চাহিদা আগের বছরগুলোর তুলনায় কিছুটা কমেছে।’ 

সাপ্তাহিক আইফোন বিক্রিতে ধীর গতির হলেও অব্যাহত উন্নতি দেখা যাচ্ছে উল্লেখ করে ইভান লাম বলেন, ‘দ্বিতীয় প্রান্তিকে বিক্রি বাড়ানোর জন্য আগ্রাসী কৌশল ও বিভিন্ন রঙের বিকল্প অ্যাপলকে আবারও সুবিধাজনক অবস্থানে ফিরিয়ে আনতে পারে।’ 

প্রথম প্রান্তিকে কিছু আইফোন মডেলে ১৮০ ডলার পর্যন্ত ভর্তুকিসহ নানা ধরনের ছাড় দিয়ে গ্রাহকদের আকৃষ্ট করার চেষ্টা করেছে অ্যাপল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

ইটনায় এবার ডিলার নিয়োগে ঘুষ চাওয়ার কল রেকর্ড ফাঁস

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

কুষ্টিয়ায় গভীর রাতে বিএনপি নেতার বাড়িতে গুলি, দেখে নেওয়ার হুমকি

মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনে প্রক্রিয়া মানা হয়নি: ইউনেসকো

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত