Ajker Patrika

২০২৪ সালের আইপ্যাড এয়ারের সম্ভাব্য ৪টি ফিচার ও দাম

আপডেট : ২৪ এপ্রিল ২০২৪, ১২: ৪২
২০২৪ সালের আইপ্যাড এয়ারের সম্ভাব্য ৪টি ফিচার ও দাম

নতুন আইপ্যাড উন্মোচন না করে একটি বছর পার করল অ্যাপল। তাই ২০২৪ সালের আইপ্যাড এয়ারে কোন কোন নতুন ফিচার যুক্ত হবে, তা নিয়ে প্রযুক্তিপ্রেমীদের মধ্যে ব্যাপক আগ্রহ আছে। বেশ কয়েকটি প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট মডেলটির সম্ভাব্য ফিচার ও দাম নিয়ে বিভিন্ন তথ্য তুলে ধরেছে। 

গত ২৩ এপ্রিল অ্যাপল ঘোষণা করেছে, আগামী ৭ মে একটি বিশেষ অনলাইন ইভেন্টের আয়োজন করবে কোম্পানিটি। আর এই লাইভইস্ট্রিমেই অ্যাপল  আইপ্যাড এয়ার ও আইপ্যাড উন্মোচন করবে বলে প্রযুক্তি বিশ্লেষকেরা আশা করছেন। 

আইপ্যাড এয়ার ও প্রো মডেল গত মার্চে উন্মোচন হবে বলে জানিয়েছিল ডিজিটাইমস। তবে সেই ভবিষ্যৎবাণী সঠিক হয়নি। 

আইপ্যাড এয়ারের দাম

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাকওয়ার্ল্ড ও ম্যাশাবলের মতে, ২০২৩ সালের আইপ্যাড এয়ারের ১০ দশমিক ৯ ইঞ্চি সংস্করণের দাম আগের মডেলের মতোই ৫৯৯ ডলার হবে। 

তবে নতুন ১২ দশমিক ৯ ইঞ্চি সংস্করণের দামটি নিয়ে ভবিষ্যদ্বাণী করা কিছুটা জটিল। ম্যাকরিউমারের মতে, এই মডেলর দাম ৭৯৯ ডলার হতে পারে। 

আবার ম্যাকওয়ার্ল্ডের মতে, এই সংস্করণের দাম ৬৯৯ ডলার হবে। 

নতুন আইপ্যাড এয়ার মডেলটি ষষ্ঠ প্রজন্মের হবে বলে আশা করা হচ্ছে। এই মডেলে সম্ভাব্য চারটি ফিচার হলো—

১. আইপ্যাড এয়ারের দুটি সংস্করণ 
ব্লুমবার্গের মতে, আইপ্যাড এয়ার মডেলে দুটি ডিসপ্লে সংস্করণে পাওয়া যাবে। একটি হলো ১০ দশমিক ৯ ইঞ্চি, আরেকটি ১২ দশমিক ৯ ইঞ্চির সংস্করণ। অর্থাৎ, আইপ্যাড প্রোর মতো আইপ্যাড এয়ার ৬-এর দুটি সংস্করণ থাকবে। 

২. মিনিএলইডি ডিসপ্লে 
আইপ্যাড এয়ারের মিনিএলইডি ডিসপ্লে প্রযুক্তি যুক্ত করা হবে। এটি ১২ দশমিক ৯ ইঞ্চির সংস্করণে থাকতে পারে। 

৩. সামনের ক্যামেরার অবস্থান পরিবর্তন
এক্স (সাবেক টুইটার) প্ল্যাটফর্মের প্রযুক্তিবিষয়ক অ্যাকাউন্ট শ্রিম্পঅ্যাপলপ্রো বলে, নতুন মডেলগুলোর ক্যামেরা একদম ওপরে থাকার পরিবর্তে একটি সাইডে থাকবে। ল্যান্ডস্কেপ ওরিয়েন্টেশনে আর ভিডিও কল করার জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। 

৪. নতুন এম২ চিপের ব্যবহার 
ব্লুমবার্গের মতে, আইপ্যাড এয়ারে এম২ চিপ ব্যবহার করা হবে। ২০২২ সালের আইপ্যাড এয়ারে এম১ চিপ ব্যবহার করা হয়েছিল। 

তবে নতুন অ্যাইপ্যাড এয়ার মডেলটিতে এম৩ চিপ ব্যবহার করা হতে পারে বলে জানিয়েছে ম্যাকরিউমার। আইপ্যাড প্রো থেকে আলাদা করতেই আইপ্যাড এয়ারে এম২ চিপ যুক্ত করার সম্ভাবনা বেশি। 

আইপ্যাড এয়ারের নকশায় বিশেষ কোনো পরিবর্তন আসবে না। আইপ্যাড প্রোর তুলনায় আইপ্যাড এয়ার কিছুটা মোটা হয়। এবারও এর ব্যতিক্রম হবে না বলে আশা করা যাচ্ছে। 

এ ছাড়া নতুন ম্যাজিক কিবোর্ড ও পেন্সিলও উন্মোচন করতে পারে অ্যাপল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের সংখ্যালঘু ইস্যুতে বাংলাদেশের মন্তব্যের প্রতিক্রিয়া জানাল দিল্লি

‘ক্রিকেটাররা আমাকে ন্যুড পাঠাত’, বিস্ফোরক ভারতের সাবেক কোচের সন্তান

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

পরপর সংঘর্ষে উড়ে গেল বাসের ছাদ, যাত্রীসহ ৫ কিমি নিয়ে গেলেন চালক

ইটনায় এবার ডিলার নিয়োগে ঘুষ চাওয়ার কল রেকর্ড ফাঁস

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত