নতুন আইপ্যাড উন্মোচন না করে একটি বছর পার করল অ্যাপল। তাই ২০২৪ সালের আইপ্যাড এয়ারে কোন কোন নতুন ফিচার যুক্ত হবে, তা নিয়ে প্রযুক্তিপ্রেমীদের মধ্যে ব্যাপক আগ্রহ আছে। বেশ কয়েকটি প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট মডেলটির সম্ভাব্য ফিচার ও দাম নিয়ে বিভিন্ন তথ্য তুলে ধরেছে।
গত ২৩ এপ্রিল অ্যাপল ঘোষণা করেছে, আগামী ৭ মে একটি বিশেষ অনলাইন ইভেন্টের আয়োজন করবে কোম্পানিটি। আর এই লাইভইস্ট্রিমেই অ্যাপল আইপ্যাড এয়ার ও আইপ্যাড উন্মোচন করবে বলে প্রযুক্তি বিশ্লেষকেরা আশা করছেন।
আইপ্যাড এয়ার ও প্রো মডেল গত মার্চে উন্মোচন হবে বলে জানিয়েছিল ডিজিটাইমস। তবে সেই ভবিষ্যৎবাণী সঠিক হয়নি।
আইপ্যাড এয়ারের দাম
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাকওয়ার্ল্ড ও ম্যাশাবলের মতে, ২০২৩ সালের আইপ্যাড এয়ারের ১০ দশমিক ৯ ইঞ্চি সংস্করণের দাম আগের মডেলের মতোই ৫৯৯ ডলার হবে।
তবে নতুন ১২ দশমিক ৯ ইঞ্চি সংস্করণের দামটি নিয়ে ভবিষ্যদ্বাণী করা কিছুটা জটিল। ম্যাকরিউমারের মতে, এই মডেলর দাম ৭৯৯ ডলার হতে পারে।
আবার ম্যাকওয়ার্ল্ডের মতে, এই সংস্করণের দাম ৬৯৯ ডলার হবে।
নতুন আইপ্যাড এয়ার মডেলটি ষষ্ঠ প্রজন্মের হবে বলে আশা করা হচ্ছে। এই মডেলে সম্ভাব্য চারটি ফিচার হলো—
১. আইপ্যাড এয়ারের দুটি সংস্করণ
ব্লুমবার্গের মতে, আইপ্যাড এয়ার মডেলে দুটি ডিসপ্লে সংস্করণে পাওয়া যাবে। একটি হলো ১০ দশমিক ৯ ইঞ্চি, আরেকটি ১২ দশমিক ৯ ইঞ্চির সংস্করণ। অর্থাৎ, আইপ্যাড প্রোর মতো আইপ্যাড এয়ার ৬-এর দুটি সংস্করণ থাকবে।
২. মিনিএলইডি ডিসপ্লে
আইপ্যাড এয়ারের মিনিএলইডি ডিসপ্লে প্রযুক্তি যুক্ত করা হবে। এটি ১২ দশমিক ৯ ইঞ্চির সংস্করণে থাকতে পারে।
৩. সামনের ক্যামেরার অবস্থান পরিবর্তন
এক্স (সাবেক টুইটার) প্ল্যাটফর্মের প্রযুক্তিবিষয়ক অ্যাকাউন্ট শ্রিম্পঅ্যাপলপ্রো বলে, নতুন মডেলগুলোর ক্যামেরা একদম ওপরে থাকার পরিবর্তে একটি সাইডে থাকবে। ল্যান্ডস্কেপ ওরিয়েন্টেশনে আর ভিডিও কল করার জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
৪. নতুন এম২ চিপের ব্যবহার
ব্লুমবার্গের মতে, আইপ্যাড এয়ারে এম২ চিপ ব্যবহার করা হবে। ২০২২ সালের আইপ্যাড এয়ারে এম১ চিপ ব্যবহার করা হয়েছিল।
তবে নতুন অ্যাইপ্যাড এয়ার মডেলটিতে এম৩ চিপ ব্যবহার করা হতে পারে বলে জানিয়েছে ম্যাকরিউমার। আইপ্যাড প্রো থেকে আলাদা করতেই আইপ্যাড এয়ারে এম২ চিপ যুক্ত করার সম্ভাবনা বেশি।
আইপ্যাড এয়ারের নকশায় বিশেষ কোনো পরিবর্তন আসবে না। আইপ্যাড প্রোর তুলনায় আইপ্যাড এয়ার কিছুটা মোটা হয়। এবারও এর ব্যতিক্রম হবে না বলে আশা করা যাচ্ছে।
এ ছাড়া নতুন ম্যাজিক কিবোর্ড ও পেন্সিলও উন্মোচন করতে পারে অ্যাপল।
নতুন আইপ্যাড উন্মোচন না করে একটি বছর পার করল অ্যাপল। তাই ২০২৪ সালের আইপ্যাড এয়ারে কোন কোন নতুন ফিচার যুক্ত হবে, তা নিয়ে প্রযুক্তিপ্রেমীদের মধ্যে ব্যাপক আগ্রহ আছে। বেশ কয়েকটি প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট মডেলটির সম্ভাব্য ফিচার ও দাম নিয়ে বিভিন্ন তথ্য তুলে ধরেছে।
গত ২৩ এপ্রিল অ্যাপল ঘোষণা করেছে, আগামী ৭ মে একটি বিশেষ অনলাইন ইভেন্টের আয়োজন করবে কোম্পানিটি। আর এই লাইভইস্ট্রিমেই অ্যাপল আইপ্যাড এয়ার ও আইপ্যাড উন্মোচন করবে বলে প্রযুক্তি বিশ্লেষকেরা আশা করছেন।
আইপ্যাড এয়ার ও প্রো মডেল গত মার্চে উন্মোচন হবে বলে জানিয়েছিল ডিজিটাইমস। তবে সেই ভবিষ্যৎবাণী সঠিক হয়নি।
আইপ্যাড এয়ারের দাম
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাকওয়ার্ল্ড ও ম্যাশাবলের মতে, ২০২৩ সালের আইপ্যাড এয়ারের ১০ দশমিক ৯ ইঞ্চি সংস্করণের দাম আগের মডেলের মতোই ৫৯৯ ডলার হবে।
তবে নতুন ১২ দশমিক ৯ ইঞ্চি সংস্করণের দামটি নিয়ে ভবিষ্যদ্বাণী করা কিছুটা জটিল। ম্যাকরিউমারের মতে, এই মডেলর দাম ৭৯৯ ডলার হতে পারে।
আবার ম্যাকওয়ার্ল্ডের মতে, এই সংস্করণের দাম ৬৯৯ ডলার হবে।
নতুন আইপ্যাড এয়ার মডেলটি ষষ্ঠ প্রজন্মের হবে বলে আশা করা হচ্ছে। এই মডেলে সম্ভাব্য চারটি ফিচার হলো—
১. আইপ্যাড এয়ারের দুটি সংস্করণ
ব্লুমবার্গের মতে, আইপ্যাড এয়ার মডেলে দুটি ডিসপ্লে সংস্করণে পাওয়া যাবে। একটি হলো ১০ দশমিক ৯ ইঞ্চি, আরেকটি ১২ দশমিক ৯ ইঞ্চির সংস্করণ। অর্থাৎ, আইপ্যাড প্রোর মতো আইপ্যাড এয়ার ৬-এর দুটি সংস্করণ থাকবে।
২. মিনিএলইডি ডিসপ্লে
আইপ্যাড এয়ারের মিনিএলইডি ডিসপ্লে প্রযুক্তি যুক্ত করা হবে। এটি ১২ দশমিক ৯ ইঞ্চির সংস্করণে থাকতে পারে।
৩. সামনের ক্যামেরার অবস্থান পরিবর্তন
এক্স (সাবেক টুইটার) প্ল্যাটফর্মের প্রযুক্তিবিষয়ক অ্যাকাউন্ট শ্রিম্পঅ্যাপলপ্রো বলে, নতুন মডেলগুলোর ক্যামেরা একদম ওপরে থাকার পরিবর্তে একটি সাইডে থাকবে। ল্যান্ডস্কেপ ওরিয়েন্টেশনে আর ভিডিও কল করার জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
৪. নতুন এম২ চিপের ব্যবহার
ব্লুমবার্গের মতে, আইপ্যাড এয়ারে এম২ চিপ ব্যবহার করা হবে। ২০২২ সালের আইপ্যাড এয়ারে এম১ চিপ ব্যবহার করা হয়েছিল।
তবে নতুন অ্যাইপ্যাড এয়ার মডেলটিতে এম৩ চিপ ব্যবহার করা হতে পারে বলে জানিয়েছে ম্যাকরিউমার। আইপ্যাড প্রো থেকে আলাদা করতেই আইপ্যাড এয়ারে এম২ চিপ যুক্ত করার সম্ভাবনা বেশি।
আইপ্যাড এয়ারের নকশায় বিশেষ কোনো পরিবর্তন আসবে না। আইপ্যাড প্রোর তুলনায় আইপ্যাড এয়ার কিছুটা মোটা হয়। এবারও এর ব্যতিক্রম হবে না বলে আশা করা যাচ্ছে।
এ ছাড়া নতুন ম্যাজিক কিবোর্ড ও পেন্সিলও উন্মোচন করতে পারে অ্যাপল।
ইউটিউব বর্তমানে এমন একটি প্ল্যাটফর্ম, যেখানে একজন ব্যক্তি ঘরে বসেই নিজের প্রতিভা, জ্ঞান বা সৃজনশীল চিন্তাগুলো বিশ্বের কোটি কোটি দর্শকের সামনে উপস্থাপন করতে পারেন। তবে শুধু ভালো ভিডিও তৈরি করলেই হয় না; সেটিকে আরও বেশি কার্যকর ও গ্রহণযোগ্য করতে হলে কিছু গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখা দরকার।
২ ঘণ্টা আগে৮০ হাজার ৯০০ টাকা মূল্যের এই হেডফোনের স্পেশাল প্রাইস নির্ধারণ করা হয়েছে মাত্র ৫৯ হাজার ৯০০ টাকা। তবে যেসব গ্রাহক প্রি-অর্ডার করেছিলেন, তাঁরা মাত্র ৫৪ হাজার ৯০০ টাকায় পেয়েছেন ইন্ডাস্ট্রি লিডিং সুপার নয়েজ ক্যানসেলিং টেকনোলজির এই হেডফোন। এ ছাড়া প্রি-অর্ডার করায় প্রতিটি হেডফোনের সঙ্গে স্মার্ট...
১০ ঘণ্টা আগেইউটিউব শর্টস ব্যবহারকারীদের জন্য আসছে নতুন জেনারেটিভ এআই ফিচার। গতকাল বুধবার (২৩ জুলাই) ইউটিউব ঘোষণা দিয়েছে, এখন থেকে ছবি থেকে ভিডিও তৈরির কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক টুল এবং নতুন এআই ইফেক্ট ব্যবহার করতে পারবেন শর্টস নির্মাতারা।
১৮ ঘণ্টা আগেগুগল বলেছে, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এখন তাদের ব্যবসার প্রতিটি ক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলছে। ২০২৫ সালের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদনে কোম্পানিটি জানায়, এআই এখন গুগলের প্রবৃদ্ধির কৌশলের মূল চালিকা শক্তি হয়ে উঠেছে।
২০ ঘণ্টা আগে