আন্ডারওয়াটার ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফির দুর্দান্ত প্রযুক্তি নিয়ে গত রোববার (৯ ফেব্রুয়ারি) বাংলাদেশে উন্মোচিত হয়েছে ‘অপো রেনো ১৩ সিরিজ’। বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড অপো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এই সিরিজের দুটি মডেল—অপো রেনো ১৩ ৫জি এবং অপো রেনো ১৩ এফ—প্রথমবারের মতো স্মার্টফোন ব্যবহারকারীদের পানির নিচেও উচ্চমানের ছবি ও ভিডিও ধারণের সুযোগ দেবে।
অপোর বিজ্ঞপ্তিতে জানানো হয়, আইপি ৬৯–রেটেড ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্ট্যান্স প্রযুক্তির ফলে পানির দুই মিটার গভীরেও ৩০ মিনিট পর্যন্ত স্পষ্ট ছবি ও ভিডিও ধারণ করা সম্ভব। এ ছাড়া, পানির নিচে পর্যাপ্ত আলো ও রঙের ভারসাম্য নিশ্চিত করতে অপোর এআই কালার ক্যালিব্রেশন অ্যালগরিদম কার্যকরভাবে ফোকাস, রং ও কনট্রাস্ট উন্নত করবে।
‘রেনো ১৩ সিরিজ’-এ নতুন ‘এআই লাইভ ফটো’ ফিচার সংযোজিত হয়েছে, যা শাটার প্রেসের আগে–পরে ১.৫ সেকেন্ডের টাইম ক্যাপসুল রেকর্ড করে। এআই ডি–ব্লারিং, ইআইএস ও ভিজ্যুয়াল রিকগনিশন অ্যালগরিদম যে কোনো শট স্থিতিশীল রাখতে সাহায্য করে।
এ ছাড়া, এআই এডিটর স্যুট–এর মাধ্যমে ‘এআই ক্লিয়ারিটি এনহেন্সার’ ঝাপসা ছবির রেজ্যুলেশন বাড়ায়, ‘এআই আনব্লার’ মোশন–ব্লার শট শার্প করে, ‘এআই রিফ্লেকশন রিমুভার’ অযাচিত রিফ্লেকশন মুছে ফেলে এবং ‘এআই ইরেজার ২.০’ অপ্রয়োজনীয় বিষয় সরিয়ে নিখুঁত ছবি তৈরি করে।
গেমার ও স্ট্রিমারদের জন্য এতে রয়েছে এআই লিংকবুস্ট ২.০ প্রযুক্তি। দুর্বল সিগন্যাল এবং জনসমাবেশ স্থলেও নেটওয়ার্ক থাকে শক্তিশালী।
এর ও+ কানেক্ট অ্যাপের মাধ্যমে অপো ও আইওএস ডিভাইসের মধ্যে নির্বিঘ্নে ফাইল শেয়ারিং সম্ভব।
অপো সাউথ এশিয়ার মার্কেটিং ডিরেক্টর ইয়াং গু বলেন, ‘মেক ইউর মোমেন্ট প্রতিপাদ্যকে সামনে রেখে আমরা বর্তমান সময়কে ধারণ ও ভালো লাগার মুহূর্তকে গ্রহণের জন্য একটি নতুন প্রজন্মকে ক্ষমতায়িত করছি। তরুণদের অসাধারণ সব গল্প তৈরিতে অনুপ্রাণিত করার কথা ভেবেই অপো রেনো ১৩ সিরিজ টি ডিজাইন করা হয়েছে।’
ফোনের কনফিগারেশন
অপো রেনো ১৩ সিরিজ
১২০ হার্টজ রিফ্রেশ রেট–এর ৬.৫৯ ইঞ্চি ডিসপ্লে
৫৬০০ এমএএইচ ব্যাটারি
৮০ ওয়াট সুপারভোগ চার্জিং
১২ জিবি র্যাম (১২ জিবি এক্সটেন্ডেড) এবং ২৫৬ জিবি রম।
স্মার্টফোনটি পাওয়া যাবে ‘পাম হোয়াইট’ এবং ‘লুমিনাস ব্লু’ রঙে ৬৯ হাজার ৯৯০ টাকায়।
রেনো ১৩ এফ
১২০ হার্টজ রিফ্রেশ রেট–এর ৬.৬৭ ইঞ্চি ওলেড ডিসপ্লে
৫৮০০ এমএএইচ ব্যাটারি
৪৫ ওয়াট সুপারভোগ চার্জিং
৮ জিবি র্যাম (৮ জিবি এক্সটেন্ডেড) এবং ২৫৬ জিবি রম।
এ স্মার্টফোনটি পাওয়া যাবে পাম পার্পল এবং গ্রাফাইট গ্রে রঙে ৩৪ হাজার ৯৯০ টাকায়।
আন্ডারওয়াটার ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফির দুর্দান্ত প্রযুক্তি নিয়ে গত রোববার (৯ ফেব্রুয়ারি) বাংলাদেশে উন্মোচিত হয়েছে ‘অপো রেনো ১৩ সিরিজ’। বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড অপো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এই সিরিজের দুটি মডেল—অপো রেনো ১৩ ৫জি এবং অপো রেনো ১৩ এফ—প্রথমবারের মতো স্মার্টফোন ব্যবহারকারীদের পানির নিচেও উচ্চমানের ছবি ও ভিডিও ধারণের সুযোগ দেবে।
অপোর বিজ্ঞপ্তিতে জানানো হয়, আইপি ৬৯–রেটেড ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্ট্যান্স প্রযুক্তির ফলে পানির দুই মিটার গভীরেও ৩০ মিনিট পর্যন্ত স্পষ্ট ছবি ও ভিডিও ধারণ করা সম্ভব। এ ছাড়া, পানির নিচে পর্যাপ্ত আলো ও রঙের ভারসাম্য নিশ্চিত করতে অপোর এআই কালার ক্যালিব্রেশন অ্যালগরিদম কার্যকরভাবে ফোকাস, রং ও কনট্রাস্ট উন্নত করবে।
‘রেনো ১৩ সিরিজ’-এ নতুন ‘এআই লাইভ ফটো’ ফিচার সংযোজিত হয়েছে, যা শাটার প্রেসের আগে–পরে ১.৫ সেকেন্ডের টাইম ক্যাপসুল রেকর্ড করে। এআই ডি–ব্লারিং, ইআইএস ও ভিজ্যুয়াল রিকগনিশন অ্যালগরিদম যে কোনো শট স্থিতিশীল রাখতে সাহায্য করে।
এ ছাড়া, এআই এডিটর স্যুট–এর মাধ্যমে ‘এআই ক্লিয়ারিটি এনহেন্সার’ ঝাপসা ছবির রেজ্যুলেশন বাড়ায়, ‘এআই আনব্লার’ মোশন–ব্লার শট শার্প করে, ‘এআই রিফ্লেকশন রিমুভার’ অযাচিত রিফ্লেকশন মুছে ফেলে এবং ‘এআই ইরেজার ২.০’ অপ্রয়োজনীয় বিষয় সরিয়ে নিখুঁত ছবি তৈরি করে।
গেমার ও স্ট্রিমারদের জন্য এতে রয়েছে এআই লিংকবুস্ট ২.০ প্রযুক্তি। দুর্বল সিগন্যাল এবং জনসমাবেশ স্থলেও নেটওয়ার্ক থাকে শক্তিশালী।
এর ও+ কানেক্ট অ্যাপের মাধ্যমে অপো ও আইওএস ডিভাইসের মধ্যে নির্বিঘ্নে ফাইল শেয়ারিং সম্ভব।
অপো সাউথ এশিয়ার মার্কেটিং ডিরেক্টর ইয়াং গু বলেন, ‘মেক ইউর মোমেন্ট প্রতিপাদ্যকে সামনে রেখে আমরা বর্তমান সময়কে ধারণ ও ভালো লাগার মুহূর্তকে গ্রহণের জন্য একটি নতুন প্রজন্মকে ক্ষমতায়িত করছি। তরুণদের অসাধারণ সব গল্প তৈরিতে অনুপ্রাণিত করার কথা ভেবেই অপো রেনো ১৩ সিরিজ টি ডিজাইন করা হয়েছে।’
ফোনের কনফিগারেশন
অপো রেনো ১৩ সিরিজ
১২০ হার্টজ রিফ্রেশ রেট–এর ৬.৫৯ ইঞ্চি ডিসপ্লে
৫৬০০ এমএএইচ ব্যাটারি
৮০ ওয়াট সুপারভোগ চার্জিং
১২ জিবি র্যাম (১২ জিবি এক্সটেন্ডেড) এবং ২৫৬ জিবি রম।
স্মার্টফোনটি পাওয়া যাবে ‘পাম হোয়াইট’ এবং ‘লুমিনাস ব্লু’ রঙে ৬৯ হাজার ৯৯০ টাকায়।
রেনো ১৩ এফ
১২০ হার্টজ রিফ্রেশ রেট–এর ৬.৬৭ ইঞ্চি ওলেড ডিসপ্লে
৫৮০০ এমএএইচ ব্যাটারি
৪৫ ওয়াট সুপারভোগ চার্জিং
৮ জিবি র্যাম (৮ জিবি এক্সটেন্ডেড) এবং ২৫৬ জিবি রম।
এ স্মার্টফোনটি পাওয়া যাবে পাম পার্পল এবং গ্রাফাইট গ্রে রঙে ৩৪ হাজার ৯৯০ টাকায়।
বিশ্বজুড়ে ভাষা ও সংস্কৃতির ওপর বড় ধরনের প্রভাব ফেলছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)। বিশেষ করে চ্যাটজিপিটির মতো বড় ভাষা মডেল (এলএলএম) মানুষের দৈনন্দিন কথাবার্তার ধরন বদলে দিচ্ছে এবং একঘেয়ে করে তুলছে বলে সতর্ক করেছে জার্মানির এক গবেষক দল।
২৭ মিনিট আগেবিশ্বের ইন্টারনেট গতির নতুন রেকর্ড গড়েছে জাপান। দেশটির ন্যাশনাল ইনস্টিটিউট অব ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশনস টেকনোলজির (এনআইসিটি) গবেষকেরা দাবি করেছে, তাঁরা প্রতি সেকেন্ডে ১ লাখ ২৫ হাজার গিগাবাইট ডেটা স্থানান্তর করতে সক্ষম হয়েছেন, যা প্রায় ১ হাজার ১২০ মাইল (১ হাজার ৮০২ কিলোমিটার) দূরত্ব অতিক্রম...
৪ ঘণ্টা আগেমাইক্রোসফট তাদের কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক সহকারী কোপাইলট ভিশনের নতুন আপডেট চালু করেছে, যা এখন ব্যবহারকারীর কম্পিউটারের পুরো স্ক্রিন বা পর্দা স্ক্যান করতে পারবে। আগে এই টুলটি একসঙ্গে দুইটি অ্যাপ দেখতে পারত এবং সে অনুযায়ী বিশ্লেষণ করত। তবে নতুন আপডেটের ফলে এটি এখন সম্পূর্ণ ডেস্কটপ কিংবা নির্দিষ্ট
৬ ঘণ্টা আগেডিজিটাল কনটেন্টের যুগে ইউটিউব কেবল একটি ভিডিও প্ল্যাটফর্ম নয়—এটি এখন এক বড় ক্যারিয়ার অপশন, ব্র্যান্ড তৈরির মাধ্যম, এমনকি অনেকের স্বপ্নপূরণের জায়গা। আপনি যদি ইউটিউবে চ্যানেল খোলার কথা ভাবেন, তবে নিশ্চয়ই অনেক ধরনের আইডিয়া মাথায় ঘুরছে। তবে এতগুলো আইডিয়ার ভিড়ে কোনটা দিয়ে শুরু করবেন, সেটাই সবচেয়ে কঠিন
৮ ঘণ্টা আগে