Ajker Patrika

হুয়াওয়ের নতুন ল্যাপটপ নিয়ে সোশ্যাল মিডিয়ায় ঝড়, কী আছে এতে

অনলাইন ডেস্ক
আপডেট : ২০ মে ২০২৫, ১৮: ৪৬
পুরোপুরি ভাঁজ খুললে, এটি ১৮ ইঞ্চির উল্লম্ব বা অনুভূমিক ডিসপ্লে হিসেবে কাজ করতে পারে। ছবি: হুয়াওয়ে
পুরোপুরি ভাঁজ খুললে, এটি ১৮ ইঞ্চির উল্লম্ব বা অনুভূমিক ডিসপ্লে হিসেবে কাজ করতে পারে। ছবি: হুয়াওয়ে

চীনের প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ে তাদের নতুন ফোল্ডেবল ল্যাপটপ ‘মেটবুক ফোল্ড’ উন্মোচনের পর থেকেই প্রযুক্তিপ্রেমীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। অভিনব ডিজাইন, পাতলা গঠন আর হারমনি ওএস ব্যবহারের কারণে ডিভাইসটি নিয়ে সোশ্যাল মিডিয়ায়ও বেশ আলোচনা হচ্ছে। প্রথম নজরে এটিকে বড় স্ক্রিনের ট্যাবলেট বলে মনে হলেও এটি আসলে একটি ফোল্ডেবল বা ভাঁজযোগ্য ল্যাপটপ। এই ডিভাইসের স্ক্রিনেই ভেসে ওঠে ভার্চুয়াল কিবোর্ড ও টাচপ্যাড, যা ব্যবহারকারীদের পূর্ণাঙ্গ ল্যাপটপের অভিজ্ঞতা দেয়। আর এতে ব্যবহৃত হয়েছে হুয়াওয়ের নিজস্ব অপারেটিং সিস্টেম হারমনি ওএস ৫। উইন্ডোজের বিকল্প হিসেবে এবং ফোল্ডেবল স্ক্রিনে কাজের জন্য বিশেষভাবে এই অপারেটিং সিস্টেম তৈরি করা হয়েছে।

হুয়াওয়ের ডিভাইসটি এখন পর্যন্ত সবচেয়ে পাতলা ফোল্ডেবল ল্যাপটপ। অ্যান্ড্রয়েড হেডলাইনসের তথ্যানুযায়ী, এই ল্যাপটপ ভাঁজ খুললে এর পুরুত্ব হয় মাত্র ৭ দশমিক ৩ মিলিমিটার (প্রায় শূন্য দশমিক ৩ ইঞ্চি) এবং ভাঁজ করা অবস্থায় ১৪ দশমিক ৯ মিলিমিটার (প্রায় শূন্য দশমিক ৬ ইঞ্চি) পুরু।

তুলনামূলকভাবে ভাঁজ খোলা অবস্থায় লেনোভো থিংকপ্যাড এক্স ১ ফোল্ড ল্যাপটপটির পুরুত্ব ৮ দশমিক ৬ মিলিমিটার (প্রায় শূন্য দশমিক ৩৪ ইঞ্চি) এবং ভাঁজ অবস্থায় ১৭ দশমিক ৪ মিলিমিটার (প্রায় শূন্য দশমিক ৬৮ ইঞ্চি)। বে লেনোভোর এই ডিভাইস বিশ্বব্যাপী বাজারে থাকলেও, হুয়াওয়ের মেটবুক ফোল্ড আপাতত কেবল চীনে বিক্রির জন্য উন্মুক্ত হয়েছে। এর দাম প্রায় ৩ হাজার ৩০০ ডলার (প্রায় ৪ লাখ ২ হাজার ৬৭৫ টাকা)।

ল্যাপটপটি ৯০ ডিগ্রি কোণে ভাঁজ করলে ডিজিটাল কীবোর্ড দেখা যায়, যা সাধারণ ল্যাপটপের ব্যবহারের মতো অনুভূতি দেয়। পুরোপুরি ভাঁজ খুললে, এটি ১৮ ইঞ্চির উল্লম্ব বা অনুভূমিক ডিসপ্লে হিসেবে কাজ করতে পারে। এ ছাড়া এতে বিল্ট-ইন কিকস্ট্যান্ড রয়েছে, যা ডিসপ্লেটিকে দাঁড় করিয়ে রাখতে সাহায্য করে। হুয়াওয়ে এতে আল্ট্রা-থিন পিসিবি এবং থ্রি-লেয়ার অ্যালুমিনিয়াম স্ট্রাকচার ব্যবহার করেছে, যা ল্যাপটপটিকে শক্তিশালী এবং এর ওজন মাত্র ১ দশমিক ১৬ কেজি (প্রায় ২ দশমিক ৬ পাউন্ড)।

ল্যাপটপটি ৯০ ডিগ্রি কোণে ভাঁজ করলে ডিজিটাল কীবোর্ড দেখা যায়। ছবি: হুয়াওয়ে
ল্যাপটপটি ৯০ ডিগ্রি কোণে ভাঁজ করলে ডিজিটাল কীবোর্ড দেখা যায়। ছবি: হুয়াওয়ে

ল্যাপটপটির ট্যান্ডেম ওএলইডি ডিসপ্লের রেজল্যুশন ৩ দশমিক ৩কে (৩২৯৬ x ২৪৭২) এবং সর্বোচ্চ উজ্জ্বলতা ১৬০০ নিটস পর্যন্ত। ডিসপ্লেটির রিফ্রেশ রেট ১ হাজার ৪৪০ হার্টজ। এতে সর্বোচ্চ ৩২ গিগাবাইট র‍্যাম ও ২ টেরাবাইট স্টোরেজ সুবিধা রয়েছে।

হুয়াওয়ে মেটবুক ফোল্ড আলটিমেটের জন্য হালকা-পাতলা ৫ মিলিমিটারের ওয়্যারলেস কিবোর্ডও তৈরি করেছে এবং এর ওজন ২৯০ গ্রাম। এই কিবোর্ড সহজেই ল্যাপটপের সঙ্গে যুক্ত হয়ে যায়। স্ক্রিনের এক অংশের ওপর কিবোর্ডটি বসিয়েই সাধারণ ল্যাপটপের মতো এটি ব্যবহার করা যায়।

ল্যাপটপটি ৭৪ দশমিক ৬৯ ওয়াট আওয়ার ব্যাটারি ধারণ করে। এর ওয়াইফাই-৬ এবং ব্লুটুথ ৫ দশমিক ২ কানেকটিভিটি রয়েছে।

এই ল্যাপটপের মাধ্যমে পিসি প্ল্যাটফর্মে হুয়াওয়ের নিজস্ব অপারেটিং সিস্টেম হারমনি ওএস ৫-এর আত্মপ্রকাশ ঘটেছে। স্মার্টফোনে প্রথম হারমনি ওএস চালু করা হয়। তবে ২০২৫ সালের মার্চে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার ফলে মাইক্রোসফট উইন্ডোজে প্রবেশাধিকার হারানোর পর হুয়াওয়ে ল্যাপটপের জন্য নিজস্ব ওএস চালু করে। মেটবুক ফোল্ড ছাড়াও হুয়াওয়ের নতুন মেটবুক প্রো ল্যাপটপেও এই হারমনি ওএস ৫ ব্যবহার করা হয়েছে।

হুয়াওয়ে মেটবুক ফোল্ড আলটিমেটের সঙ্গে কিবোর্ড, ক্যারি কেস এবং একটি ১৪০ ওয়াট ইউএসবি-সি চার্জার ও কেব্‌ল যুক্ত থাকবে।

তথ্যসূত্র: দ্য ভার্জ, জিএসএমঅ্যারিনা

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এক ভিসায় ছয় দেশ

এর জবাব দেশে দিইনি, জাপানে দিলে বিপদ হবে: পদত্যাগ প্রশ্নে ড. ইউনূস

চারটি গুলির পর নিরস্ত্র মেজর সিনহার গলায় পাড়া দিয়ে মৃত্যু নিশ্চিত করা হয়: অ্যাটর্নি জেনারেল

‘বাংলাদেশের বিপক্ষে জিতলেও পাকিস্তানের কোনো লাভ হবে না’

বাজে হারের পরও পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত