Ajker Patrika

বাজারের নতুন ফোন

নওরোজ চৌধুরী
Thumbnail image

নতুন মোবাইল ফোন সেট বাজারে আসা নিয়ে যাঁদের আগ্রহ, তাঁরা গুনছেন অ্যাপল আইফোন-১৪ বাজারে আসার দিন। বহুদিনের জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে সেপ্টেম্বর মাসেই আসতে চলেছে ৬ জিবি র‍্যাম, অ্যাপল এ ১৪ বিওনিক প্রসেসরসহ ৬ দশমিক ৭ ইঞ্চি ডিসপ্লের এ ফোনটি। এতে আরও আছে ৬১ মেগাপিক্সেল পেছনের ক্যামেরা ও ১৩ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। আইফোন-১৪ ম্যাক্স ও প্রো ম্যাক্সসহ তিনটি মডেলের আমাদের বাজারে দাম আশা করা হচ্ছে প্রায় ১ লাখ ১০ হাজার, ১ লাখ ২৫ হাজার ও ১ লাখ ৬০ হাজার টাকা।

এই মাসের শেষে বা অক্টোবরের প্রথম সপ্তাহে বাজারে আসছে আরেকটি আলোচিত মোবাইল ফোন সেট ভিভো ভি-২৫। ১২৮ জিবি স্টোরেজ, ৪ হাজার ৫০০ এমএএইচ ব্যাটারির এই সেটটিতে থাকছে ৮ জিবি র‍্যাম, ৬ দশমিক ৪৪ ইঞ্চি ডিসপ্লে। আর সামনে থাকছে ৫০ মেগাপিক্সেল এবং পেছনে থাকছে ৭৪ মেগাপিক্সেল ক্যামেরা। বাংলাদেশি টাকায় সেটটির আনুমানিক দাম হতে পারে ৩৫ হাজার টাকা।

ইনফিনিটি নোট-১২ প্রো আসছে এই মাসেই। অনুমান করা হচ্ছে দাম থাকবে ২০ হাজার টাকার মধ্যে। ৫ হাজার এমএএইচ ব্যাটারি ফাস্ট চার্জিংসহ কম বাজেটের একটি ভালো ফোন হতে চলেছে এটি। এতে ৮ জিবি র‍্যামের সঙ্গে একই দামে থাকবে ২৫৬ জিবি স্টোর।

শাওমি বাংলাদেশ আনুমানিক ৩৮ হাজার থেকে ৪০ হাজার টাকার মধ্যে এই মাসের মাঝামাঝি সময়ে বা অক্টোবর মাসে বাজারে আনবে অকটাকোর স্ন্যাপড্রাগন ৭৭৮ জি প্লাস চিপসেট সমৃদ্ধ শাওমি-১২ লাইট মোবাইল ফোন সেট। সেটটিতে থাকবে ৬ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোর ফাস্ট চার্জিং সুবিধাসহ ৪ হাজার ৩০০ এমএএইচ ব্যাটারি। এই সেটটি আলোচনায় আছে ১০৮ মেগাপিক্সেল ও ১০ মেগাপিক্সেল ডুয়েল প্রাইমারি রিয়ার ক্যামেরা এবং ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরার জন্য।

ওয়ান প্লাস নরড ৩ সেটটিও সম্ভবত সেপ্টেম্বরের শেষে বা অক্টোবর মাসে বাজারে আসতে চলেছে। এর যথাযথ স্পেসিফিকেশন এখনো জানা যায়নি। তবে অনেকেই অনুমান করছেন এই সেটটিতে থাকতে পারে মিডিয়াটেকের প্রসেসর। ৬৪ মেগাপিক্সেল ক্যামেরা ও ফাস্ট চার্জিং সুবিধাসহ সেটটির দাম হতে পারে ৪০ থেকে ৪৫ হাজার টাকা।

রিয়েলমিপ্রেমীদের জন্যও এই মাসে আসতে চলেছে নতুন দুটি ফোন। রিয়েলমির যে ফোনটির কথা বেশি আলোচনায় আছে তা হচ্ছে, জিটি নিও ৩টি। শোনা যাচ্ছে, ৬ দশমিক ৬২ ইঞ্চির ই৪ এএমওএলডি ডিসপ্লে থাকতে পারে এই ফোনে, যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ হওয়ার সম্ভাবনা রয়েছে। একটি অকটাকোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৭০ প্রসেসর থাকতে পারে এই ফোনে। অ্যান্ড্রয়েড ১২ এবং রিয়েলমি ইউআই ৩ দশমিক শূন্য-এর সাপোর্টে চলবে এই মোবাইল ফোন। এর দাম হতে পারে ৪৫ থেকে ৫০ হাজার টাকা।

আবার রিয়েলমি জিটি নিও ৪ নিয়েও গুঞ্জন আছে বাজারে। মনে করা হচ্ছে আগে পরে হলেও এই ফোনটি এই মাসে না হলেও অক্টোবর নাগাদ বাজারে আসবে। এই মোবাইল ফোনটির আনুমানিক দাম হতে পারে প্রায় ৪০ হাজার টাকা। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত