Ajker Patrika

আর এসএসডি বিক্রি করবে না ওয়েস্টার্ন ডিজিটাল

আর এসএসডি বিক্রি করবে না ওয়েস্টার্ন ডিজিটাল

নিজস্ব ব্র্যান্ড নামে এসএসডি বিক্রি থেকে সরে আসছে ওয়েস্টার্ন ডিজিটাল। হার্ড ডিস্কের অন্যতম বড় উৎপাদক এই কোম্পানি। ২০১৬ সালে ন্যানড মেমোরি স্টোরেজ উৎপাদন প্রতিষ্ঠান স্যানডিস্ক অধিগ্রহণের পর ওয়েস্টার্ন ডিজিটাল আধুনিক এসএসডি তৈরি শুরু করে। এখন কোম্পানিটি দুটি অংশে বিভক্ত হবে। তাই এর পণ্যগুলোর মধ্যে পরিবর্তন আসবে বলে ধারণা করা হচ্ছে। 
 
সম্প্রতি ওয়েস্টার্ন ডিজিটালের পরিচালনা পর্ষদ সর্বসম্মতিক্রমে কোম্পানির হার্ড ড্রাইভ ও ফ্ল্যাশ ড্রাইভ (এসএসডি/মেমোরি কার্ড) অংশকে দুই ভাগ করার সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে দুটি স্বাধীন নতুন কোম্পানি তৈরি হবে।  

কোম্পানিটি বলেছে, কৌশলগত ফোকাস বাড়ানো এই পদক্ষেপের একটি লক্ষ্য। এর মাধ্যমে কোম্পানির প্রতিটি অংশ আরও নতুন নতুন উদ্ভাবন করতে পারবে। 

ওয়েস্টার্ন ডিজিটালের সিইও ডেভিড গোয়েকলার বলছেন, ডেটা স্টোরেজ শিল্পের বাজারে কোম্পানির হার্ড ড্রাইভ ও ফ্ল্যাশ ড্রাইভ ব্যবসা উভয়ই ভালো অবস্থানে রয়েছে। এর ফলে পৃথক কোম্পানি হিসেবে নিজ নিজ বাজারের সুযোগগুলো অনুসরণ করে কৌশলগত পদক্ষেপ নিতে পারবে। 

ওয়েস্টার্ন ডিজিটাল ফ্ল্যাশ ড্রাইভ বাজারে সেরা এসএসডির মধ্য অন্যতম। এই প্রতিষ্ঠান তুলনামূলক কম দামে ভালো পণ্য বিক্রি করে। তবে এই বাজার অত্যন্ত প্রতিযোগিতামূলক। কিওক্সিয়া এবং এসকে হাইনিক্স ব্র্যান্ড নামে বাজার এসএসডি বিক্রি করে, আবার তারা বিভিন্ন কোম্পানিকেও এসএসডি সরবরাহ করে। 

ওয়েস্টার্ন ডিজিটাল দুই ভাগ হওয়ার সিদ্ধান্ত এমন সময় এলো—যখন তাদের ২০২৪ অর্থ বছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদনে মিশ্র অবস্থা দেখানো হয়েছে। গত বছরের তুলনায় রাজস্ব ১১ থেকে ১৪ শতাংশ বেড়েছে। তবে ক্লাউড বিভাগের রাজস্ব ১৪ শতাংশ কমেছে। 

রাজস্ব কিছুটা বাড়লেও সার্বিক নিট আয় খুব একটা ভালো নয়। যেখানে দুই গ্রাহক ও পণ্য বিভাগে লোকসান হয়েছে যথাক্রমে ৬৮৫ মিলিয়ন ডলার এবং ৭১৫ মিলিয়ন ডলার। 

 ২০২৪ সালের দ্বিতীয়ার্ধে কোম্পানিটি দুই ভাগ হওয়ার পরিকল্পনা করেছে। এসএসডির ক্রমবর্ধমান বাজারে প্রতিযোগিতায় এগিয়ে থাকতে ২০১৬ সালে ১ হাজার ৯০০ কোটি ডলারে স্যানডিস্ক অধিগ্রহণ করে ওয়েস্টার্ন ডিজিটাল। বর্তমানে এসএসডিতে ওয়েস্টার্ন ডিজিটালের ব্র্যান্ডিং থাকলেও এগুলো মূলত তৈরি করে স্যানডিস্ক। 

নতুন এই পদক্ষেপের ফলে স্যানডিস্ক কোম্পানি আগের পর্যায়ে ফিরে যাবে। এসএসডি স্যানডিস্ক ব্র্যান্ডিংয়ে বিক্রি হবে। আর ওয়েস্টার্ন ডিজিটাল শুধু হার্ড ড্রাইভ বিক্রি করবে। 

এর আগে সিঙ্গাপুর ভিত্তিক ফ্ল্যাশ ড্রাইভ প্রস্তুতকারক কোম্পানি কিওক্সিয়ার সঙ্গে অংশীদারত্বের ভিত্তিতে ব্যবসা করার চেষ্টা করেছিল ওয়েস্টার্ন ডিজিটাল। তবে শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছে। মূলত এ কারণেই কোম্পানিটি বিভক্ত হওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত