Ajker Patrika

ক্ষুদ্র পতঙ্গের মতো রোবট, নিজের ২২ গুন বেশি ওজন বহনে সক্ষম

ক্ষুদ্র পতঙ্গের মতো রোবট, নিজের ২২ গুন বেশি ওজন বহনে সক্ষম

পতঙ্গের মতো ছোট রোবট তৈরি করেছেন যুক্তরাষ্ট্রের কর্নেল বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা। আকারে অনেক ছোট হলেও এটি নিজের চেয়ে ২২ গুন বেশি ওজন উত্তোলন করতে পারে।

নিউইয়র্কের কর্নেল ইউনিভার্সিটির ম্যাটেরিয়াল ইঞ্জিনিয়ার রবার্ট শেফার্ড ও তাঁর পিএইচডি ছাত্র ক্যামেরন অবিন এবং অন্য সহকর্মীরা সঙ্গে এই রোবট তৈরি করেন।

এক ইঞ্চির চেয়ে একটু বেশি দৈর্ঘ্যের এই রোবট। এর ওজন দেড়টি পেপার ক্লিপের সমান। এতে আগুন নিরোধক রেজিন ব্যবহার করা হয়েছে। থ্রিডি প্রিন্টারে তৈরি করা হয়েছে রোবটটি।

বিজ্ঞান সাময়িকী নেচারে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, রোবটটির দেহে এক জোড়া পৃথক কম্বাসশন (দহন) চেম্বার রয়েছে, যার সঙ্গে চারটি অ্যাকচুয়েটর বা সঞ্চালক (এক ধরনের কৌশল যা বিভিন্ন শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করে) যুক্ত। এই সঞ্চালকগুলো রোবটের পায়ের কাজ করে। অ্যাকচুয়েটরগুলো ফাঁপা সিলিন্ডারের মতো। প্রতিটি অ্যাকচুয়েটরের নিচের দিক ঢোল বা তবলার চামড়ার মতো সিলিকন রাবার দিয়ে আবৃত। 

বিদ্যুতের সরবরাহ করা হলে কম্বাসশন চেম্বারে স্ফুলিঙ্গ তৈরি হয়। তখন চেম্বারে অক্সিজেন সহযোগে মিথেন জ্বলে ওঠে। এর ফলে তবলার চামড়ার মতো সিলিকনের পর্দাটি ফুলে ওঠে এবং রোবটটি বাতাসে লাফ দেয়। 

ক্যামেরন অবিন বলেন, ‘অন্যান্য রোবটের তুলনায় ছোট হওয়া সত্ত্বেও কম্বাসশন চেম্বার থাকার কারণে এটি অনেক বেশি কাজ করতে পারে।’ 

রোবটটি আকারের তুলনায় অনেক উঁচুতে লাফ দিতে পারে। মাটিতেও দ্রুত চলাচল করতে পারে। জ্বালানি ভিত্তিক অ্যাকচুয়েটরের জন্য রোবটটি এত বল ও শক্তি পায়। 

প্রতিবেদন অনুসারে, উচ্চ পর্যায়ের নিয়ন্ত্রণ সক্ষমতা রেখে এই অ্যাকচুয়েটরের নকশা করা হয়েছে। রোবটের চাবি ঘুরিয়ে এর গতি ও স্ফুলিঙ্গ নিয়ন্ত্রণ করা যায়। সেই সঙ্গে জ্বালানির পরিমাণ নিয়ন্ত্রণ করে রোবটটিকে বিভিন্নভাবে চালানো যায়। 

অবিন বলেন, ‘চার পেয়ে পতঙ্গের মতো রোবটগুলো অনুসন্ধান, উদ্ধার, পরিবেশ পর্যবেক্ষণ, নজরদারি ও বিরূপ পরিবেশে পথ দেখানোর মতো কাজে ব্যবহার করা যেতে পারে।’

তবে, রোবটটি এখনো পুরোপুরিভাবে তৈরি হয়নি বলে গবেষকেরা জানিয়েছেন। এটি এখনো প্রোটোটাইপ পর্যায়ে রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘তুমি ঘুমাও কীভাবে’, সৌদি যুবরাজকে নিয়ে ট্রাম্পের বিস্ময়

ফরিদপুরে পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার, থানার ওসিকে বদলি

বিদায় বিশ্বের দরিদ্রতম প্রেসিডেন্ট

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় ভারতের উদ্বেগ

সৌদি আরবের সঙ্গে ১৪২ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির চুক্তি করে নিজের রেকর্ড ভাঙল যুক্তরাষ্ট্র

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত