পতঙ্গের মতো ছোট রোবট তৈরি করেছেন যুক্তরাষ্ট্রের কর্নেল বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা। আকারে অনেক ছোট হলেও এটি নিজের চেয়ে ২২ গুন বেশি ওজন উত্তোলন করতে পারে।
নিউইয়র্কের কর্নেল ইউনিভার্সিটির ম্যাটেরিয়াল ইঞ্জিনিয়ার রবার্ট শেফার্ড ও তাঁর পিএইচডি ছাত্র ক্যামেরন অবিন এবং অন্য সহকর্মীরা সঙ্গে এই রোবট তৈরি করেন।
এক ইঞ্চির চেয়ে একটু বেশি দৈর্ঘ্যের এই রোবট। এর ওজন দেড়টি পেপার ক্লিপের সমান। এতে আগুন নিরোধক রেজিন ব্যবহার করা হয়েছে। থ্রিডি প্রিন্টারে তৈরি করা হয়েছে রোবটটি।
বিজ্ঞান সাময়িকী নেচারে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, রোবটটির দেহে এক জোড়া পৃথক কম্বাসশন (দহন) চেম্বার রয়েছে, যার সঙ্গে চারটি অ্যাকচুয়েটর বা সঞ্চালক (এক ধরনের কৌশল যা বিভিন্ন শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করে) যুক্ত। এই সঞ্চালকগুলো রোবটের পায়ের কাজ করে। অ্যাকচুয়েটরগুলো ফাঁপা সিলিন্ডারের মতো। প্রতিটি অ্যাকচুয়েটরের নিচের দিক ঢোল বা তবলার চামড়ার মতো সিলিকন রাবার দিয়ে আবৃত।
বিদ্যুতের সরবরাহ করা হলে কম্বাসশন চেম্বারে স্ফুলিঙ্গ তৈরি হয়। তখন চেম্বারে অক্সিজেন সহযোগে মিথেন জ্বলে ওঠে। এর ফলে তবলার চামড়ার মতো সিলিকনের পর্দাটি ফুলে ওঠে এবং রোবটটি বাতাসে লাফ দেয়।
ক্যামেরন অবিন বলেন, ‘অন্যান্য রোবটের তুলনায় ছোট হওয়া সত্ত্বেও কম্বাসশন চেম্বার থাকার কারণে এটি অনেক বেশি কাজ করতে পারে।’
রোবটটি আকারের তুলনায় অনেক উঁচুতে লাফ দিতে পারে। মাটিতেও দ্রুত চলাচল করতে পারে। জ্বালানি ভিত্তিক অ্যাকচুয়েটরের জন্য রোবটটি এত বল ও শক্তি পায়।
প্রতিবেদন অনুসারে, উচ্চ পর্যায়ের নিয়ন্ত্রণ সক্ষমতা রেখে এই অ্যাকচুয়েটরের নকশা করা হয়েছে। রোবটের চাবি ঘুরিয়ে এর গতি ও স্ফুলিঙ্গ নিয়ন্ত্রণ করা যায়। সেই সঙ্গে জ্বালানির পরিমাণ নিয়ন্ত্রণ করে রোবটটিকে বিভিন্নভাবে চালানো যায়।
অবিন বলেন, ‘চার পেয়ে পতঙ্গের মতো রোবটগুলো অনুসন্ধান, উদ্ধার, পরিবেশ পর্যবেক্ষণ, নজরদারি ও বিরূপ পরিবেশে পথ দেখানোর মতো কাজে ব্যবহার করা যেতে পারে।’
তবে, রোবটটি এখনো পুরোপুরিভাবে তৈরি হয়নি বলে গবেষকেরা জানিয়েছেন। এটি এখনো প্রোটোটাইপ পর্যায়ে রয়েছে।
পতঙ্গের মতো ছোট রোবট তৈরি করেছেন যুক্তরাষ্ট্রের কর্নেল বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা। আকারে অনেক ছোট হলেও এটি নিজের চেয়ে ২২ গুন বেশি ওজন উত্তোলন করতে পারে।
নিউইয়র্কের কর্নেল ইউনিভার্সিটির ম্যাটেরিয়াল ইঞ্জিনিয়ার রবার্ট শেফার্ড ও তাঁর পিএইচডি ছাত্র ক্যামেরন অবিন এবং অন্য সহকর্মীরা সঙ্গে এই রোবট তৈরি করেন।
এক ইঞ্চির চেয়ে একটু বেশি দৈর্ঘ্যের এই রোবট। এর ওজন দেড়টি পেপার ক্লিপের সমান। এতে আগুন নিরোধক রেজিন ব্যবহার করা হয়েছে। থ্রিডি প্রিন্টারে তৈরি করা হয়েছে রোবটটি।
বিজ্ঞান সাময়িকী নেচারে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, রোবটটির দেহে এক জোড়া পৃথক কম্বাসশন (দহন) চেম্বার রয়েছে, যার সঙ্গে চারটি অ্যাকচুয়েটর বা সঞ্চালক (এক ধরনের কৌশল যা বিভিন্ন শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করে) যুক্ত। এই সঞ্চালকগুলো রোবটের পায়ের কাজ করে। অ্যাকচুয়েটরগুলো ফাঁপা সিলিন্ডারের মতো। প্রতিটি অ্যাকচুয়েটরের নিচের দিক ঢোল বা তবলার চামড়ার মতো সিলিকন রাবার দিয়ে আবৃত।
বিদ্যুতের সরবরাহ করা হলে কম্বাসশন চেম্বারে স্ফুলিঙ্গ তৈরি হয়। তখন চেম্বারে অক্সিজেন সহযোগে মিথেন জ্বলে ওঠে। এর ফলে তবলার চামড়ার মতো সিলিকনের পর্দাটি ফুলে ওঠে এবং রোবটটি বাতাসে লাফ দেয়।
ক্যামেরন অবিন বলেন, ‘অন্যান্য রোবটের তুলনায় ছোট হওয়া সত্ত্বেও কম্বাসশন চেম্বার থাকার কারণে এটি অনেক বেশি কাজ করতে পারে।’
রোবটটি আকারের তুলনায় অনেক উঁচুতে লাফ দিতে পারে। মাটিতেও দ্রুত চলাচল করতে পারে। জ্বালানি ভিত্তিক অ্যাকচুয়েটরের জন্য রোবটটি এত বল ও শক্তি পায়।
প্রতিবেদন অনুসারে, উচ্চ পর্যায়ের নিয়ন্ত্রণ সক্ষমতা রেখে এই অ্যাকচুয়েটরের নকশা করা হয়েছে। রোবটের চাবি ঘুরিয়ে এর গতি ও স্ফুলিঙ্গ নিয়ন্ত্রণ করা যায়। সেই সঙ্গে জ্বালানির পরিমাণ নিয়ন্ত্রণ করে রোবটটিকে বিভিন্নভাবে চালানো যায়।
অবিন বলেন, ‘চার পেয়ে পতঙ্গের মতো রোবটগুলো অনুসন্ধান, উদ্ধার, পরিবেশ পর্যবেক্ষণ, নজরদারি ও বিরূপ পরিবেশে পথ দেখানোর মতো কাজে ব্যবহার করা যেতে পারে।’
তবে, রোবটটি এখনো পুরোপুরিভাবে তৈরি হয়নি বলে গবেষকেরা জানিয়েছেন। এটি এখনো প্রোটোটাইপ পর্যায়ে রয়েছে।
রসায়ন ও প্রযুক্তির ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ আবিষ্কার ছিল রসায়নবিদ আলেসান্দ্রো ভোল্টার উদ্ভাবিত রাসায়নিক ব্যাটারি। ১৮০০ সালে এ ব্যাটারির আবিষ্কার ছাড়া আধুনিক বৈদ্যুতিক যন্ত্রপাতি ও ইলেকট্রনিকসের অগ্রগতি ভাবা দুষ্কর। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে গবেষণা চলছে নতুন ধরনের ব্যাটারি উদ্ভাবনে। তবে এখন পর্যন্ত সব
৩ ঘণ্টা আগেযদি আপনি ইউটিউবে নিয়মিত ভিডিও দেখেন, তবে আপনার সামনে মুভি বা টিভি সিরিজের ভুয়া ট্রেইলার চোখে পড়ার কথা। এসব ভুয়া ট্রেইলার বানানো হয় আসল সিনেমার কিছু ক্লিপের সঙ্গে এআইভিত্তিক কণ্ঠস্বর ও ভিডিও মিশিয়ে ফলে অনেক দর্শকই বিভ্রান্ত হন, ধরে নেন এটা কোনো আসন্ন সিনেমার অফিশিয়াল ট্রেইলার। সাম্প্রতিক সময়ে এই ধরনে
৪ ঘণ্টা আগেঅ্যাপল তাদের পরবর্তী অপারেটিং সিস্টেম আইওএস ১৯–এ বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে। নতুন এই আপডেটে যুক্ত হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর ব্যাটারি ম্যানেজমেন্ট টুল, যা ব্যবহারকারীর তথ্য ব্যবহার করে আইফোনের ব্যাটারি লাইফ বা আয়ু বাড়াবে। এ ছাড়া নতুন অপারেটিং সিস্টেমে আসছে সম্পূর্ণ নতুন ডিজাইন, যা
৫ ঘণ্টা আগেবিশ্ববিখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফট আবারও বড় পরিসরে কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে। প্রতিষ্ঠানটি তাদের মোট কর্মীর প্রায় ৩ শতাংশ বা প্রায় ৬ হাজার কর্মীকে ছাঁটাই করছে। খরচ নিয়ন্ত্রণের অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে মাইক্রোসফট। আর অন্যদিকে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে বিপুল
৬ ঘণ্টা আগে