আজকের পত্রিকা ডেস্ক
যুক্তরাষ্ট্রের ফ্যান্টাসি ও রোমান্স ঘরানার লেখিকা লেনা ম্যাকডোনাল্ড সম্প্রতি নিজের প্রকাশিত বইয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে তীব্র সমালোচনার মুখে পড়েছেন। তাঁর নতুন উপন্যাস ‘ডার্কহলো অ্যাকাডেমি: ইয়ার ২’ বইয়ের একটি অধ্যায়ে এআই-জেনারেটেড একটি প্রম্পট ভুলবশত ছাপা হয়ে যাওয়ায় পাঠকেরা বিষয়টি ধরে ফেলেন। এর পরই সামাজিক মাধ্যমে শুরু হয় কটাক্ষ আর বিতর্ক।
রোমান্স ঘরানার এই বইয়ের তৃতীয় অধ্যায়ে পাঠকেরা দেখতে পান, লেখিকা অন্য একজন জনপ্রিয় লেখিকার লেখনীর অনুকরণে একটি অংশ পরিবর্তন করতে গিয়ে এআইয়ের সাহায্য নিয়েছেন। সেখানে স্পষ্টভাবে লেখা ছিল—
‘আমি এই অংশ নতুন করে লিখেছি, যাতে জে. ব্রি-র লেখার ধরনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়—যেখানে থাকবে আরও টান টান উত্তেজনা, রুক্ষ আবহ এবং অতিপ্রাকৃত উপাদানের নিচে লুকিয়ে থাকা গভীর আবেগের প্রকাশ।’
এই অংশ থেকেই ধরা পড়ে লেখিকা এআই ব্যবহার করেছেন । উল্লেখ্য, জে. ব্রি একজন আন্তর্জাতিকভাবে খ্যাতনামা লেখিকা, যিনি ফ্যান্টাসি-রোমান্স সিরিজে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন। ম্যাকডোনাল্ডের এই অনুকরণ ও এআই-নির্ভরতা পাঠকদের কাছে নেতিবাচকভাবে ধরা পড়ে।
যদিও বইটি আমাজনে আপডেট করে বিতর্কিত অংশটি সরিয়ে ফেলা হয়েছে, তবে সোশ্যাল মিডিয়ায় স্ক্রিনশট ঘুরে বেড়াচ্ছে এবং ঘটনাটিকে অনেকে বলছেন ‘একেবারে লজ্জাজনক’।
একজন ব্যবহারকারী মন্তব্য করেন, ‘এটা আমার কাছে একেবারে ব্যানযোগ্য অপরাধ।’ আরেকজন লেখেন, ‘নিজেই যদি না লিখে থাকেন, তবে বই লেখার মানে কী? লেখার আনন্দটাই তো আসল!’
আরেক পাঠকের মন্তব্য, ‘এটি একমাত্র ঘটনা নয়। অনেক লেখকের বই মাঝপথে লেখার ধরন বদলে যাচ্ছে। এটা পরিষ্কারভাবে বোঝা যায় কেউ কেউ এআই ব্যবহার করছেন।’
এ ঘটনা ছাড়াও সাম্প্রতিক সময়ে পেশাদার খাতে এআই ব্যবহারের কারণে বিতর্কের সৃষ্টি হয়েছে। গত মাসে মাইক লিন্ডেল নামক মার্কিন ব্যবসায়ীর বিরুদ্ধে চলমান মানহানির মামলায় তাঁর আইনজীবীরা এআই ব্যবহার করে আদালতে ভুলভাল তথ্যে ভরা এক দলিল জমা দেন।
জেলা বিচারক নিনা ওয়াং জানান, সেই আইনি নথিতে ৩০টির মতো ভুল সাইটেশন ছিল, যার মধ্যে কিছু ছিল ভুয়া মামলার রেফারেন্স। এ কারণে সংশ্লিষ্ট আইনজীবী এবং আইন প্রতিষ্ঠানকে কারণ দর্শানোর নোটিশ দেন আদালত।
লেনা ম্যাকডোনাল্ডের ঘটনাটি লেখালেখির জগতে এআই ব্যবহারের নৈতিকতা ও সততা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। পাঠকেরা বলছেন, প্রযুক্তি সহায়ক হতে পারে, তবে সাহিত্যিক সৃষ্টিশীলতার বিকল্প হতে পারে না।
যুক্তরাষ্ট্রের ফ্যান্টাসি ও রোমান্স ঘরানার লেখিকা লেনা ম্যাকডোনাল্ড সম্প্রতি নিজের প্রকাশিত বইয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে তীব্র সমালোচনার মুখে পড়েছেন। তাঁর নতুন উপন্যাস ‘ডার্কহলো অ্যাকাডেমি: ইয়ার ২’ বইয়ের একটি অধ্যায়ে এআই-জেনারেটেড একটি প্রম্পট ভুলবশত ছাপা হয়ে যাওয়ায় পাঠকেরা বিষয়টি ধরে ফেলেন। এর পরই সামাজিক মাধ্যমে শুরু হয় কটাক্ষ আর বিতর্ক।
রোমান্স ঘরানার এই বইয়ের তৃতীয় অধ্যায়ে পাঠকেরা দেখতে পান, লেখিকা অন্য একজন জনপ্রিয় লেখিকার লেখনীর অনুকরণে একটি অংশ পরিবর্তন করতে গিয়ে এআইয়ের সাহায্য নিয়েছেন। সেখানে স্পষ্টভাবে লেখা ছিল—
‘আমি এই অংশ নতুন করে লিখেছি, যাতে জে. ব্রি-র লেখার ধরনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়—যেখানে থাকবে আরও টান টান উত্তেজনা, রুক্ষ আবহ এবং অতিপ্রাকৃত উপাদানের নিচে লুকিয়ে থাকা গভীর আবেগের প্রকাশ।’
এই অংশ থেকেই ধরা পড়ে লেখিকা এআই ব্যবহার করেছেন । উল্লেখ্য, জে. ব্রি একজন আন্তর্জাতিকভাবে খ্যাতনামা লেখিকা, যিনি ফ্যান্টাসি-রোমান্স সিরিজে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন। ম্যাকডোনাল্ডের এই অনুকরণ ও এআই-নির্ভরতা পাঠকদের কাছে নেতিবাচকভাবে ধরা পড়ে।
যদিও বইটি আমাজনে আপডেট করে বিতর্কিত অংশটি সরিয়ে ফেলা হয়েছে, তবে সোশ্যাল মিডিয়ায় স্ক্রিনশট ঘুরে বেড়াচ্ছে এবং ঘটনাটিকে অনেকে বলছেন ‘একেবারে লজ্জাজনক’।
একজন ব্যবহারকারী মন্তব্য করেন, ‘এটা আমার কাছে একেবারে ব্যানযোগ্য অপরাধ।’ আরেকজন লেখেন, ‘নিজেই যদি না লিখে থাকেন, তবে বই লেখার মানে কী? লেখার আনন্দটাই তো আসল!’
আরেক পাঠকের মন্তব্য, ‘এটি একমাত্র ঘটনা নয়। অনেক লেখকের বই মাঝপথে লেখার ধরন বদলে যাচ্ছে। এটা পরিষ্কারভাবে বোঝা যায় কেউ কেউ এআই ব্যবহার করছেন।’
এ ঘটনা ছাড়াও সাম্প্রতিক সময়ে পেশাদার খাতে এআই ব্যবহারের কারণে বিতর্কের সৃষ্টি হয়েছে। গত মাসে মাইক লিন্ডেল নামক মার্কিন ব্যবসায়ীর বিরুদ্ধে চলমান মানহানির মামলায় তাঁর আইনজীবীরা এআই ব্যবহার করে আদালতে ভুলভাল তথ্যে ভরা এক দলিল জমা দেন।
জেলা বিচারক নিনা ওয়াং জানান, সেই আইনি নথিতে ৩০টির মতো ভুল সাইটেশন ছিল, যার মধ্যে কিছু ছিল ভুয়া মামলার রেফারেন্স। এ কারণে সংশ্লিষ্ট আইনজীবী এবং আইন প্রতিষ্ঠানকে কারণ দর্শানোর নোটিশ দেন আদালত।
লেনা ম্যাকডোনাল্ডের ঘটনাটি লেখালেখির জগতে এআই ব্যবহারের নৈতিকতা ও সততা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। পাঠকেরা বলছেন, প্রযুক্তি সহায়ক হতে পারে, তবে সাহিত্যিক সৃষ্টিশীলতার বিকল্প হতে পারে না।
বিশ্বব্যাপী মোবাইল ফোনে ব্রডব্যান্ড গতির ইন্টারনেট সেবা পৌঁছে দিতে আরও এক ধাপ এগোল ইলন মাস্কের স্পেসএক্স। স্টারলিংকের স্যাটেলাইট নেটওয়ার্কের মাধ্যমে সরাসরি মোবাইলে ইন্টারনেট পরিষেবা (ডাইরেক্ট টু সেল) চালুর জন্য স্পেসএক্স ৫০ মেগাহার্টজ স্পেকট্রাম কিনতে একোস্টারের সঙ্গে ১৭ বিলিয়ন বা ১ হাজার ৭০০ কোটি ড
৯ ঘণ্টা আগেমানুষ এখন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-এর ভাষার ধাঁচ রপ্ত করে ফেলেছে এবং সোশ্যাল মিডিয়ায় অনেকেই বড় ভাষা মডেল (এলএলএম)-এর মতো কথা বলছে বলে দাবি করেন ওপেনএআই-এর সিইও স্যাম অল্টম্যান। গত সোমবার এক্সের (সাবেক টুইটার) এক পোস্টে তিনি এই কথা বলেন।
১০ ঘণ্টা আগেনতুন আইফোন ১৭ সিরিজ উন্মোচনের সঙ্গে সঙ্গে অ্যাপল ৮টি পুরোনো ডিভাইস বিক্রি বন্ধের করবে। প্রতি বছরের মতো এবারও নতুন পণ্য আসার পর অ্যাপল তাদের স্টোর থেকে কিছু আইফোনে পুরোনো মডেল সরিয়ে নিচ্ছে। সেই সঙ্গে কয়েকটি অ্যাপল ওয়াচ ও এয়ারপডস মডেলের বিক্রিও বন্ধ করবে।
১০ ঘণ্টা আগেহোয়াটসঅ্যাপ ওয়েব ব্যবহারকারীরা সম্প্রতি একটি বড় ধরনের সমস্যার মুখোমুখি হচ্ছেন। অনেকেই জানিয়েছেন, হোয়াটসঅ্যাপ ওয়েবের চ্যাট ঠিকমতো স্ক্রল করা যাচ্ছে না। ফলে চ্যাটের কথোপকথন খুঁজে পাওয়া বা পুরোনো মেসেজে দেখা কষ্টসাধ্য হয়ে পড়েছে। আজ সকাল থেকেই এই সমস্যা দেখা গিয়েছে।
১২ ঘণ্টা আগে