প্রযুক্তি ডেস্ক
শীত চলে এসেছে। কনকনে শীতে প্রাত্যহিক কাজকর্ম; যেমন গোসল, খাওয়া, রান্নাবান্না, কাপড় ধোয়া ইত্যাদি সম্পন্ন করা বেশ কঠিন হয়ে পড়ে। কারণ, এসব কাজে পানির ব্যবহার করতে হয়। আর তাতেই যত বিপত্তি। ঠান্ডা পানি যেন হাড় পর্যন্ত কাঁপিয়ে দেয়! তবে এ থেকে স্বস্তি মিলবে, যদি বাসায় ব্যবহার করা হয় গিজার বা ওয়াটার হিটার।
কেনার আগে
গিজার বা ওয়াটার হিটার কেনার আগে বেশ কিছু বিষয় বিবেচনায় রাখতে হয়। কারণ, গিজার এমন একটি হোম অ্যাপ্লায়েন্স, যা বারবার পরিবর্তন করা সম্ভব নয়। আবার সবার বাথরুমের আকার-আয়তন কিংবা ডিজাইন এক রকম নয়। অন্যদিকে সব গিজারে সমান বিদ্যুৎ খরচ হয় না—কোনোটায় কম আবার কোনোটায় বেশি। ফলে এটি কেনার জন্য সাধ ও সাধ্যের মেলবন্ধন চাই।
দাম, ব্র্যান্ড, আকার, বাসার সদস্য সংখ্যা—এ রকম আরও অনেক বিষয় ভাবনায় রেখে নির্বাচন করতে হবে বাড়ির জন্য উপযুক্ত গিজার। জানা থাকতে হবে অটো কাট-অফ, থার্মাল কাট আউট, কপার হিটিং এলিমেন্ট, টু ইন ওয়ান প্রেশার কাম রিলিজ ভালভ ইত্যাদি ফিচার একটি আদর্শ গিজারের নিরাপত্তা নিশ্চিত করে। ব্র্যান্ডেড গিজারগুলোতে এসব ফিচার থাকে।
লবণাক্ত পানির ক্ষেত্রে কেমন গিজার
ফ্ল্যাট বাড়ির কলের পানি, শহরের আশপাশে থাকলে ক্ষার পানি এবং উপকূলবর্তী জায়গায় থাকলে লবণাক্ত পানি—মূলত এ তিন ধরনের পানি আমরা ব্যবহার করি। লবণাক্ত পানির ক্ষেত্রে এমন গিজার কিনতে হবে, যার ট্যাংকের বাইরেরটা ফাইবার আর ভেতরের আবরণ হতে হবে সম্পূর্ণ তামার তৈরি। তামার বিশেষ ক্ষয় প্রতিরোধক্ষমতা আছে, যা গিজারের আয়ু বাড়াতে সাহায্য করে। তামা তাপপ্রবাহে সাহায্য করে বলে বিদ্যুৎ সাশ্রয় হয়।
ব্যবহার
গিজারের ব্যবহার খুবই সহজ। গোসলের আগে ১০ মিনিট এটি চালু করে রাখলে গরম পানি তৈরি হয়ে যাবে। পানি বেশি গরম হয়ে গেলে তা স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে। এতে দুর্ঘটনার আশঙ্কা থাকবে না।
কেনাকাটা
দেশীয় বাজারে গিজারের চাহিদা ডিসেম্বর থেকে জানুয়ারি মাসে বেড়ে যায়। এ সময় তাই নানান চটকদার বিজ্ঞাপনের মাধ্যমে ক্রেতাদের আকর্ষণের চেষ্টা করা হয়। এ কারণে জেনে-বুঝে বিশ্বস্ত জায়গা থেকে গিজার কেনা উচিত। যেহেতু এটি অনেক দিন ব্যবহার করা হবে, তাই কেনার আগে উচিত গুণগত মান কিংবা বিক্রয়োত্তর সেবার দিকগুলো বিবেচনা করা। বাজারে বিভিন্ন ব্র্যান্ডের গিজার রয়েছে। এ
ছাড়া বিভিন্ন অনলাইন শপ, যেমন বিডি স্টল, দারাজ, স্টারটেক’ও পাওয়া যাবে আরএফএল গিজার, ভিশন গিজার, ওয়ালটন গিজারসহ বিভিন্ন নামী ব্র্যান্ডের বিভিন্ন মডেলের গিজার।
শীত চলে এসেছে। কনকনে শীতে প্রাত্যহিক কাজকর্ম; যেমন গোসল, খাওয়া, রান্নাবান্না, কাপড় ধোয়া ইত্যাদি সম্পন্ন করা বেশ কঠিন হয়ে পড়ে। কারণ, এসব কাজে পানির ব্যবহার করতে হয়। আর তাতেই যত বিপত্তি। ঠান্ডা পানি যেন হাড় পর্যন্ত কাঁপিয়ে দেয়! তবে এ থেকে স্বস্তি মিলবে, যদি বাসায় ব্যবহার করা হয় গিজার বা ওয়াটার হিটার।
কেনার আগে
গিজার বা ওয়াটার হিটার কেনার আগে বেশ কিছু বিষয় বিবেচনায় রাখতে হয়। কারণ, গিজার এমন একটি হোম অ্যাপ্লায়েন্স, যা বারবার পরিবর্তন করা সম্ভব নয়। আবার সবার বাথরুমের আকার-আয়তন কিংবা ডিজাইন এক রকম নয়। অন্যদিকে সব গিজারে সমান বিদ্যুৎ খরচ হয় না—কোনোটায় কম আবার কোনোটায় বেশি। ফলে এটি কেনার জন্য সাধ ও সাধ্যের মেলবন্ধন চাই।
দাম, ব্র্যান্ড, আকার, বাসার সদস্য সংখ্যা—এ রকম আরও অনেক বিষয় ভাবনায় রেখে নির্বাচন করতে হবে বাড়ির জন্য উপযুক্ত গিজার। জানা থাকতে হবে অটো কাট-অফ, থার্মাল কাট আউট, কপার হিটিং এলিমেন্ট, টু ইন ওয়ান প্রেশার কাম রিলিজ ভালভ ইত্যাদি ফিচার একটি আদর্শ গিজারের নিরাপত্তা নিশ্চিত করে। ব্র্যান্ডেড গিজারগুলোতে এসব ফিচার থাকে।
লবণাক্ত পানির ক্ষেত্রে কেমন গিজার
ফ্ল্যাট বাড়ির কলের পানি, শহরের আশপাশে থাকলে ক্ষার পানি এবং উপকূলবর্তী জায়গায় থাকলে লবণাক্ত পানি—মূলত এ তিন ধরনের পানি আমরা ব্যবহার করি। লবণাক্ত পানির ক্ষেত্রে এমন গিজার কিনতে হবে, যার ট্যাংকের বাইরেরটা ফাইবার আর ভেতরের আবরণ হতে হবে সম্পূর্ণ তামার তৈরি। তামার বিশেষ ক্ষয় প্রতিরোধক্ষমতা আছে, যা গিজারের আয়ু বাড়াতে সাহায্য করে। তামা তাপপ্রবাহে সাহায্য করে বলে বিদ্যুৎ সাশ্রয় হয়।
ব্যবহার
গিজারের ব্যবহার খুবই সহজ। গোসলের আগে ১০ মিনিট এটি চালু করে রাখলে গরম পানি তৈরি হয়ে যাবে। পানি বেশি গরম হয়ে গেলে তা স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে। এতে দুর্ঘটনার আশঙ্কা থাকবে না।
কেনাকাটা
দেশীয় বাজারে গিজারের চাহিদা ডিসেম্বর থেকে জানুয়ারি মাসে বেড়ে যায়। এ সময় তাই নানান চটকদার বিজ্ঞাপনের মাধ্যমে ক্রেতাদের আকর্ষণের চেষ্টা করা হয়। এ কারণে জেনে-বুঝে বিশ্বস্ত জায়গা থেকে গিজার কেনা উচিত। যেহেতু এটি অনেক দিন ব্যবহার করা হবে, তাই কেনার আগে উচিত গুণগত মান কিংবা বিক্রয়োত্তর সেবার দিকগুলো বিবেচনা করা। বাজারে বিভিন্ন ব্র্যান্ডের গিজার রয়েছে। এ
ছাড়া বিভিন্ন অনলাইন শপ, যেমন বিডি স্টল, দারাজ, স্টারটেক’ও পাওয়া যাবে আরএফএল গিজার, ভিশন গিজার, ওয়ালটন গিজারসহ বিভিন্ন নামী ব্র্যান্ডের বিভিন্ন মডেলের গিজার।
বন্ধুদের সঙ্গে রিলস ভাগাভাগির প্রক্রিয়া আরও সহজ করতে ‘ব্লেন্ড’ নামের নতুন ফিচার নিয়ে হাজির হলো ইনস্টাগ্রাম। এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা এখন তাঁদের বন্ধু বা গ্রুপ চ্যাটের সদস্যদের সঙ্গে একটি ব্যক্তিগত ও কাস্টমাইজড রিলস ফিড শেয়ার করতে পারবেন। তবে এই ফিচার ব্যবহার করতে হলে বন্ধুদের আমন্ত্রণ...
৮ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার ওয়েবসাইটে গুরুত্বপূর্ণ নিরাপত্তা ত্রুটি ধরিয়ে দিয়ে আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছেন ইরাকি কিশোর মুনতাধার মোহাম্মদ আহমেদ সালেহ। বাগদাদের আল-তারমিয়া জেলার আল-বায়ারিক উচ্চ বিদ্যালয়ের এই মেধাবী শিক্ষার্থী নিজের অসাধারণ প্রযুক্তি দক্ষতা দিয়ে নাসার বিশেষ প্রশংসা
১০ ঘণ্টা আগেমানুষের কাজের জগতে এক যুগান্তকারী পরিবর্তনের ইঙ্গিত নিয়ে বিশ্বের প্রযুক্তিকেন্দ্র সিলিকন ভ্যালিতে আত্মপ্রকাশ করল বিতর্কিত স্টার্টআপ ‘মেকানাইজ’। বিখ্যাত এআই গবেষক ও প্রতিষ্ঠাতা তামায় বেসিরোগ্লু ঘোষণা দিয়েছেন, এই স্টার্টআপের লক্ষ্য হলো—‘সব ধরনের কাজের পূর্ণ স্বয়ংক্রিয়করণ’ এবং ‘সম্পূর্ণ অর্থনীতির...
১১ ঘণ্টা আগেফোল্ডেবল ফোনের দৌড়ে যখন স্যামসাং, হুয়াওয়ে বা অপো একে অপরকে টপকে যাওয়ার প্রতিযোগিতায় ব্যস্ত, প্রযুক্তির বাজারে ঠিক তখন এক অপ্রত্যাশিত প্রতিদ্বন্দ্বী মাঠে নেমেছে। সেটি হলো—ভাঁজযোগ্য ইবুক রিডার। ই-ইংক প্রযুক্তির উন্নতির ফলে ই-রিডারে বই পড়ার অভিজ্ঞতা এখন অনেকটাই কাগজের বইয়ের মতো।
১৩ ঘণ্টা আগে