ওয়্যারহাউসে মালামাল ওঠানামার জন্য পরীক্ষামূলকভাবে রোবট ব্যবহার করছে অ্যামাজন। এর ফলে কর্মীদের মধ্যে চাকরি হারানোর আশঙ্কা দেখা দিয়েছে। দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে এসব তথ্য জানায়।
অ্যামাজন ডিজিট নামের হিউম্যানোয়েড রোবট (মানবিক রোবট) ব্যবহার করছে। দুপেয়ে রোবটটি বিভিন্ন বস্তু ধরতে ও ওঠাতে পারে। এটিকে দিয়ে খালি প্লাস্টিকের বাক্স সরানোর কাজ করছে অ্যামাজন।
বিভিন্ন কাজে রোবটকে যুক্ত করার পরিকল্পনা কোম্পানির ১৫ লাখ কর্মীর ওপর প্রভাব ফেলার সম্ভাবনা তৈরি করছে। কারণ, ওয়ারহাউসগুলো স্বয়ংক্রিয় করতে এই উদ্যোগ নিয়েছে অ্যামাজন।
তবে আমাজন রোবোটিকসের প্রধান প্রযুক্তিবিদ টাই ব্র্যাডি দাবি করছেন, গতানুগতিক, পুনরাবৃত্তিমূলক ও নিম্ন স্তরের কাজকে কোম্পানি বাদ দিতে চায়। এর ফলে কিছু কর্মী চাকরি হারাবে। তবে নতুন চাকরির সুযোগও সৃষ্টি হবে।
কোম্পানির জন্য কর্মীদের চাহিদা ‘অপূরণীয়’। তবে অ্যামাজন একদিন সম্পূর্ণ স্বয়ংক্রিয় ওয়্যারহাউস তৈরি করবে বলে ব্র্যাডি দাবি করেন।
রোবটটি সামনে, পেছনে ও পাশাপাশি চলতে পারে এবং নত হতে পারে। এর উচ্চতা ৫ ফিট ৯ ইঞ্চি (১৭৫ সেমি) ও ওজন ৬৫ কেজির মতো। রোবটটি প্রায় ১৬ কেজি ভারউত্তোলন করতে পারে।
এক ব্লগপোস্টে অ্যামাজন বলে, বিভিন্ন খালি জায়গা ও কোনায় অভিনব উপায়ে ডিজিটকে ব্যবহার করবে। এই প্রযুক্তি কর্মীদের প্লাস্টিক বাক্স রিসাইকেল করতে সাহায্য করবে।
ডিজিট রোবটের প্রথম ক্রেতা গাড়ি নির্মাতা কোম্পানি ফোর্ড। গত বছর অ্যামাজনের ইন্ডাস্ট্রিয়াল ইনোভেশন অ্যাজেলিটি রোবোটিকসের ওপর বিনিয়োগ করে।
এ ছাড়া গত বুধবার আরেকটি ইভেন্টে যুক্তরাষ্ট্রর হিউস্টন ওয়্যারহাউসে সেকোইয়া নামের আরেকটি রোবট সিস্টেমের স্থাপনের ঘোষণা দেয় অ্যামাজন। দ্রুত পণ্য ডেলিভারির জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
ব্র্যাডি বলেন, এই ধরনের সহযোগিতামূলক রোবটের জন্য কর্মীদেরও প্রয়োজন হয়।
‘অ্যাজিলিটি রোবটিক্স’ কোম্পানি রোবটটি তৈরি করেছে। যুক্তরাষ্ট্রের কর্ভাল্লিস ও অরিগন শহরভিত্তিক স্টার্টআপ এই কোম্পানিতে অ্যামাজনের বিনিয়োগ আছে।
ওয়্যারহাউসে মালামাল ওঠানামার জন্য পরীক্ষামূলকভাবে রোবট ব্যবহার করছে অ্যামাজন। এর ফলে কর্মীদের মধ্যে চাকরি হারানোর আশঙ্কা দেখা দিয়েছে। দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে এসব তথ্য জানায়।
অ্যামাজন ডিজিট নামের হিউম্যানোয়েড রোবট (মানবিক রোবট) ব্যবহার করছে। দুপেয়ে রোবটটি বিভিন্ন বস্তু ধরতে ও ওঠাতে পারে। এটিকে দিয়ে খালি প্লাস্টিকের বাক্স সরানোর কাজ করছে অ্যামাজন।
বিভিন্ন কাজে রোবটকে যুক্ত করার পরিকল্পনা কোম্পানির ১৫ লাখ কর্মীর ওপর প্রভাব ফেলার সম্ভাবনা তৈরি করছে। কারণ, ওয়ারহাউসগুলো স্বয়ংক্রিয় করতে এই উদ্যোগ নিয়েছে অ্যামাজন।
তবে আমাজন রোবোটিকসের প্রধান প্রযুক্তিবিদ টাই ব্র্যাডি দাবি করছেন, গতানুগতিক, পুনরাবৃত্তিমূলক ও নিম্ন স্তরের কাজকে কোম্পানি বাদ দিতে চায়। এর ফলে কিছু কর্মী চাকরি হারাবে। তবে নতুন চাকরির সুযোগও সৃষ্টি হবে।
কোম্পানির জন্য কর্মীদের চাহিদা ‘অপূরণীয়’। তবে অ্যামাজন একদিন সম্পূর্ণ স্বয়ংক্রিয় ওয়্যারহাউস তৈরি করবে বলে ব্র্যাডি দাবি করেন।
রোবটটি সামনে, পেছনে ও পাশাপাশি চলতে পারে এবং নত হতে পারে। এর উচ্চতা ৫ ফিট ৯ ইঞ্চি (১৭৫ সেমি) ও ওজন ৬৫ কেজির মতো। রোবটটি প্রায় ১৬ কেজি ভারউত্তোলন করতে পারে।
এক ব্লগপোস্টে অ্যামাজন বলে, বিভিন্ন খালি জায়গা ও কোনায় অভিনব উপায়ে ডিজিটকে ব্যবহার করবে। এই প্রযুক্তি কর্মীদের প্লাস্টিক বাক্স রিসাইকেল করতে সাহায্য করবে।
ডিজিট রোবটের প্রথম ক্রেতা গাড়ি নির্মাতা কোম্পানি ফোর্ড। গত বছর অ্যামাজনের ইন্ডাস্ট্রিয়াল ইনোভেশন অ্যাজেলিটি রোবোটিকসের ওপর বিনিয়োগ করে।
এ ছাড়া গত বুধবার আরেকটি ইভেন্টে যুক্তরাষ্ট্রর হিউস্টন ওয়্যারহাউসে সেকোইয়া নামের আরেকটি রোবট সিস্টেমের স্থাপনের ঘোষণা দেয় অ্যামাজন। দ্রুত পণ্য ডেলিভারির জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
ব্র্যাডি বলেন, এই ধরনের সহযোগিতামূলক রোবটের জন্য কর্মীদেরও প্রয়োজন হয়।
‘অ্যাজিলিটি রোবটিক্স’ কোম্পানি রোবটটি তৈরি করেছে। যুক্তরাষ্ট্রের কর্ভাল্লিস ও অরিগন শহরভিত্তিক স্টার্টআপ এই কোম্পানিতে অ্যামাজনের বিনিয়োগ আছে।
পুরোনো ও কাটডাউট ভার্সন দিয়েই ডিপসিকের মতো এআই অ্যাপ বানিয়েছে চীন। মূলত এরপরই যুক্তরাষ্ট্রের মনে হয়েছে, কমদামি ও কম সক্ষমতার এসব চিপও আর চীনকে দেওয়া যাবে না এবং যথারীতি চীনে দুর্বল চিপ রপ্তানিতেও নিষেধাজ্ঞা দিয়েছে ট্রাম্প প্রশাসন।
৩ দিন আগেঅন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর সম্প্রতি ‘টেলিকম খাতে নেটওয়ার্ক ও ব্যবসা পরিচালনার লাইসেন্স পুনর্বিন্যাসের’ জন্য বাংলাদেশ টেলিযোগাযোগ আইন সংশোধনের যে খসড়া তৈরি করা হয়েছে, তাতে আইসিএক্স বাদ দেওয়ার প্রস্তাব করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এর ফলে বাংলাদেশের ডিজিটাল...
৪ দিন আগেডিজিটাল যুগে যোগাযোগের অন্যতম সহজ ও দ্রুত মাধ্যম হয়ে উঠেছে মেসেঞ্জারের মতো বিভিন্ন মেসেজিং অ্যাপ্লিকেশন। এই অ্যাপের মাধ্যমে মানুষ খুব সহজেই বার্তা আদান-প্রদান করতে পারেন। অনেক সময় বার্তা পাঠানোর পর বানান ভুল, তথ্যগত ত্রুটি বা ভুল বোঝাবুঝির কারণে পাঠানো বার্তাটি সংশোধনের প্রয়োজন হয়। আগে মেসেঞ্জারে
৪ দিন আগেকাজাখস্তানের ২৩ বছর বয়সী তরুণ কেনজেবেক ইসমাইলভ তাঁর মাকে নিয়ে হাসপাতালে যাচ্ছিলেন। পথে একটি গাড়ি কোনো কারণ ছাড়াই থেমে গিয়ে এক লেনের রাস্তায় যানজট সৃষ্টি করে। কিন্তু কেনজেবেকের হাসপাতালে যাওয়ার তাড়া ছিল।
৫ দিন আগে