Ajker Patrika

থ্রেডস আনছে নতুন বাটন, ৫ মিনিটের মধ্যে পোস্ট এডিট করা যাবে

আপডেট : ১৩ অক্টোবর ২০২৩, ১৮: ৩১
থ্রেডস আনছে নতুন বাটন, ৫ মিনিটের মধ্যে পোস্ট এডিট করা যাবে

এক্সের (টুইটার) প্রতিযোগী প্ল্যাটফর্ম থ্রেডসে এডিট বাটন আনার ঘোষণা দিল মার্ক জাকারবার্গ। এই বাটনের মাধ্যমে পোস্ট শেয়ার করার পাঁচ মিনিটের মধ্যে বিনামূল্যে পোস্ট এডিট করা যাবে। ফিচারটি আসার আগে কোনো পরিবর্তন করতে চাইলে পুরো পোস্টটি ডিলিট করে পুনরায় পোস্ট (রিপোস্ট) করতে হতো। টেকক্রাঞ্চের এক প্রতিবেদনে এসব তথ্য জানা যায়। 

গত বছর এডিট বাটনটি এক্স প্ল্যাটফর্মে যুক্ত করা হয়। এটি ব্যবহার করার জন্য প্ল্যাটফর্মটিকে সাবস্ক্রিপশন ফি দিতে হয়। তবে থ্রেডসে  ফিচারটি ব্যবহারের জন্য গ্রাহককে কোনো খরচ করতে হবে না। এডিট বাটনটি মোবাইল ও ওয়েব দুই ভার্সনেই পাওয়া যাবে। 

পোস্ট এডিট করার হিস্ট্রি থ্রেডস দেখাবে না। এদিকে  স্বচ্ছতা বজায় রাখতে ও ভুল তথ্য ছড়ানো বন্ধে এক্সে পোস্ট এডিট করার হিস্ট্রি দেখা যায়। এ ক্ষেত্রে অসুবিধা হল,  থ্রেডসে কোনো কিছু পোস্ট করে অনেক লাইক ও রিপোস্ট পাওয়ার পর  ব্যবহারকারীরা এডিট করে পোস্টটির বার্তা পরিবর্তন করতে পারবে। তাই এডিট বাটনটি বিদ্বেষ ছড়ানো কাজে ব্যবহার হওয়ার সম্ভাবনা থেকে যায়। 

ক্যাপ‘ভয়েস থ্রেডস’ নামের আরেক নতুন ফিচার আনার ঘোষণা দিয়েছে জাকারবার্গ। ছবি:মেটা ‘ভয়েস থ্রেডস’ নামের আরেক নতুন ফিচার থ্রেডসে যুক্ত করার ঘোষণা দিয়েছে জাকারবার্গ। ফিচারটি ব্যবহার করে প্ল্যাটফর্মটিতে ভয়েস পোস্ট করা যাবে। যারা টেক্সটের চেয়ে ভয়েস অপশন ব্যবহার করতে চায়, মূলত তাদের জন্য ফিচারটি আনা হয়েছে। নতুন থ্রেডস পোস্ট বা রিপ্লাইতে ভয়েস অপশনটি ব্যবহার করা যাবে। মাইক্রোফোন আইকনটিতে চাপ দিলে এই ভয়েস রেকর্ড হবে। ব্যবহারকারীর অডিও ক্লিপটির ক্যাপশন স্বয়ংক্রিয়ভাবে তৈরি হবে। পরবর্তীতে এই ক্যাপশন এডিটও করা যাবে। 

এক্স প্ল্যাটফর্মের সঙ্গে প্রতিযোগিতায় এগিয়ে থাকতে মার্ক জাকারবার্গ নতুন ফিচারগুলোর উন্মোচন করে। থ্রেডেসের একজন কর্মীর ভুল করে এ বিষয়ে স্ক্রিনশট প্রকাশ করে। স্ক্রিনশটটি প্ল্যাটফর্মের ব্যবহারকারীরা দেখার পর জাকারবার্গ নতুন ফিচারগুলো ঘোষণা দেয়। ট্রেন্ডিং টপিকের তালিকা ও বিভিন্ন বিষয়ে কতগুলো ‘থ্রেডস’ সক্রিয় তা স্ক্রিনশটে  দেখা যায়।
 
এক্সের মত থ্রেডসের ট্রেন্ডের তালিকা টপিক অনুযায়ী (যেমন–নিউজ, স্পোর্টস) দেখা যায় না। থ্রেডসে পারসোনালাইজড ‘ফর ইউ’ পেজটিও নেই। তবে ট্রেন্ড পেজটি এই প্ল্যাটফর্মে যুক্ত হলে এক্সের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকবে থ্রেডস।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত