এক্সের (টুইটার) প্রতিযোগী প্ল্যাটফর্ম থ্রেডসে এডিট বাটন আনার ঘোষণা দিল মার্ক জাকারবার্গ। এই বাটনের মাধ্যমে পোস্ট শেয়ার করার পাঁচ মিনিটের মধ্যে বিনামূল্যে পোস্ট এডিট করা যাবে। ফিচারটি আসার আগে কোনো পরিবর্তন করতে চাইলে পুরো পোস্টটি ডিলিট করে পুনরায় পোস্ট (রিপোস্ট) করতে হতো। টেকক্রাঞ্চের এক প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।
গত বছর এডিট বাটনটি এক্স প্ল্যাটফর্মে যুক্ত করা হয়। এটি ব্যবহার করার জন্য প্ল্যাটফর্মটিকে সাবস্ক্রিপশন ফি দিতে হয়। তবে থ্রেডসে ফিচারটি ব্যবহারের জন্য গ্রাহককে কোনো খরচ করতে হবে না। এডিট বাটনটি মোবাইল ও ওয়েব দুই ভার্সনেই পাওয়া যাবে।
পোস্ট এডিট করার হিস্ট্রি থ্রেডস দেখাবে না। এদিকে স্বচ্ছতা বজায় রাখতে ও ভুল তথ্য ছড়ানো বন্ধে এক্সে পোস্ট এডিট করার হিস্ট্রি দেখা যায়। এ ক্ষেত্রে অসুবিধা হল, থ্রেডসে কোনো কিছু পোস্ট করে অনেক লাইক ও রিপোস্ট পাওয়ার পর ব্যবহারকারীরা এডিট করে পোস্টটির বার্তা পরিবর্তন করতে পারবে। তাই এডিট বাটনটি বিদ্বেষ ছড়ানো কাজে ব্যবহার হওয়ার সম্ভাবনা থেকে যায়।
‘ভয়েস থ্রেডস’ নামের আরেক নতুন ফিচার থ্রেডসে যুক্ত করার ঘোষণা দিয়েছে জাকারবার্গ। ফিচারটি ব্যবহার করে প্ল্যাটফর্মটিতে ভয়েস পোস্ট করা যাবে। যারা টেক্সটের চেয়ে ভয়েস অপশন ব্যবহার করতে চায়, মূলত তাদের জন্য ফিচারটি আনা হয়েছে। নতুন থ্রেডস পোস্ট বা রিপ্লাইতে ভয়েস অপশনটি ব্যবহার করা যাবে। মাইক্রোফোন আইকনটিতে চাপ দিলে এই ভয়েস রেকর্ড হবে। ব্যবহারকারীর অডিও ক্লিপটির ক্যাপশন স্বয়ংক্রিয়ভাবে তৈরি হবে। পরবর্তীতে এই ক্যাপশন এডিটও করা যাবে।
এক্স প্ল্যাটফর্মের সঙ্গে প্রতিযোগিতায় এগিয়ে থাকতে মার্ক জাকারবার্গ নতুন ফিচারগুলোর উন্মোচন করে। থ্রেডেসের একজন কর্মীর ভুল করে এ বিষয়ে স্ক্রিনশট প্রকাশ করে। স্ক্রিনশটটি প্ল্যাটফর্মের ব্যবহারকারীরা দেখার পর জাকারবার্গ নতুন ফিচারগুলো ঘোষণা দেয়। ট্রেন্ডিং টপিকের তালিকা ও বিভিন্ন বিষয়ে কতগুলো ‘থ্রেডস’ সক্রিয় তা স্ক্রিনশটে দেখা যায়।
এক্সের মত থ্রেডসের ট্রেন্ডের তালিকা টপিক অনুযায়ী (যেমন–নিউজ, স্পোর্টস) দেখা যায় না। থ্রেডসে পারসোনালাইজড ‘ফর ইউ’ পেজটিও নেই। তবে ট্রেন্ড পেজটি এই প্ল্যাটফর্মে যুক্ত হলে এক্সের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকবে থ্রেডস।
এক্সের (টুইটার) প্রতিযোগী প্ল্যাটফর্ম থ্রেডসে এডিট বাটন আনার ঘোষণা দিল মার্ক জাকারবার্গ। এই বাটনের মাধ্যমে পোস্ট শেয়ার করার পাঁচ মিনিটের মধ্যে বিনামূল্যে পোস্ট এডিট করা যাবে। ফিচারটি আসার আগে কোনো পরিবর্তন করতে চাইলে পুরো পোস্টটি ডিলিট করে পুনরায় পোস্ট (রিপোস্ট) করতে হতো। টেকক্রাঞ্চের এক প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।
গত বছর এডিট বাটনটি এক্স প্ল্যাটফর্মে যুক্ত করা হয়। এটি ব্যবহার করার জন্য প্ল্যাটফর্মটিকে সাবস্ক্রিপশন ফি দিতে হয়। তবে থ্রেডসে ফিচারটি ব্যবহারের জন্য গ্রাহককে কোনো খরচ করতে হবে না। এডিট বাটনটি মোবাইল ও ওয়েব দুই ভার্সনেই পাওয়া যাবে।
পোস্ট এডিট করার হিস্ট্রি থ্রেডস দেখাবে না। এদিকে স্বচ্ছতা বজায় রাখতে ও ভুল তথ্য ছড়ানো বন্ধে এক্সে পোস্ট এডিট করার হিস্ট্রি দেখা যায়। এ ক্ষেত্রে অসুবিধা হল, থ্রেডসে কোনো কিছু পোস্ট করে অনেক লাইক ও রিপোস্ট পাওয়ার পর ব্যবহারকারীরা এডিট করে পোস্টটির বার্তা পরিবর্তন করতে পারবে। তাই এডিট বাটনটি বিদ্বেষ ছড়ানো কাজে ব্যবহার হওয়ার সম্ভাবনা থেকে যায়।
‘ভয়েস থ্রেডস’ নামের আরেক নতুন ফিচার থ্রেডসে যুক্ত করার ঘোষণা দিয়েছে জাকারবার্গ। ফিচারটি ব্যবহার করে প্ল্যাটফর্মটিতে ভয়েস পোস্ট করা যাবে। যারা টেক্সটের চেয়ে ভয়েস অপশন ব্যবহার করতে চায়, মূলত তাদের জন্য ফিচারটি আনা হয়েছে। নতুন থ্রেডস পোস্ট বা রিপ্লাইতে ভয়েস অপশনটি ব্যবহার করা যাবে। মাইক্রোফোন আইকনটিতে চাপ দিলে এই ভয়েস রেকর্ড হবে। ব্যবহারকারীর অডিও ক্লিপটির ক্যাপশন স্বয়ংক্রিয়ভাবে তৈরি হবে। পরবর্তীতে এই ক্যাপশন এডিটও করা যাবে।
এক্স প্ল্যাটফর্মের সঙ্গে প্রতিযোগিতায় এগিয়ে থাকতে মার্ক জাকারবার্গ নতুন ফিচারগুলোর উন্মোচন করে। থ্রেডেসের একজন কর্মীর ভুল করে এ বিষয়ে স্ক্রিনশট প্রকাশ করে। স্ক্রিনশটটি প্ল্যাটফর্মের ব্যবহারকারীরা দেখার পর জাকারবার্গ নতুন ফিচারগুলো ঘোষণা দেয়। ট্রেন্ডিং টপিকের তালিকা ও বিভিন্ন বিষয়ে কতগুলো ‘থ্রেডস’ সক্রিয় তা স্ক্রিনশটে দেখা যায়।
এক্সের মত থ্রেডসের ট্রেন্ডের তালিকা টপিক অনুযায়ী (যেমন–নিউজ, স্পোর্টস) দেখা যায় না। থ্রেডসে পারসোনালাইজড ‘ফর ইউ’ পেজটিও নেই। তবে ট্রেন্ড পেজটি এই প্ল্যাটফর্মে যুক্ত হলে এক্সের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকবে থ্রেডস।
অ্যাপলের আইফোন ১৭ মডেলের আত্মপ্রকাশের আর মাত্র দুই মাস বাকি। এর মধ্যেই নতুন আইফোন নিয়ে গুঞ্জন ও জল্পনা-কল্পনা তুঙ্গে উঠেছে। সম্প্রতি ফাঁস হওয়া বিভিন্ন তথ্য বিশ্লেষণ করে ম্যাকরিউমরস আইফোন ১৭ সিরিজের সবচেয়ে আকর্ষণীয় ফিচারগুলো এবং কিছু সম্ভাব্য নেতিবাচক পরিবর্তন তুলে ধরেছে।
২ ঘণ্টা আগেঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনের অংশ হিসেবে আজ শুক্রবার দেশের সব মোবাইল ফোন গ্রাহক বিনা মূল্যে ১ জিবি ইন্টারনেট ডেটা পাচ্ছেন। অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) গত বুধবার সব অপারেটরকে এই নির্দেশনা দেয়।
২ দিন আগেমহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠান স্পেসএক্সের সহযোগী প্রতিষ্ঠান স্টারলিংকের ব্যবসা পরিচালনা বিভাগের ভাইস প্রেসিডেন্ট লরেন ড্রেয়ারের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল শুক্রবার ঢাকায় আসছে।
৩ দিন আগেতবে সমঝোতার নির্দিষ্ট শর্তাবলি আদালতে প্রকাশ করা হয়নি। বিচারকের সামনে বিবাদীপক্ষের আইনজীবীরাও কোনো বক্তব্য দেননি। বিচারক ম্যাককরমিক যখন মামলার দ্বিতীয় দিনের শুনানির প্রস্তুতি নিচ্ছিলেন, তখনই হঠাৎ তিনি মামলাটি মুলতবি ঘোষণা করেন এবং উভয় পক্ষকে অভিনন্দন জানান।
৩ দিন আগে