অনলাইন ডেস্ক
কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রযুক্তিপ্রতিষ্ঠান ওপেনএআই ও যুক্তরাষ্ট্রভিত্তিক সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট তাদের বিলিয়ন ডলারের অংশীদারত্ব চুক্তির শর্ত পুনর্লিখনের আলোচনায় বসেছে। আলোচনার লক্ষ্য হলো ওপেনএআইকে ভবিষ্যতে প্রাথমিক শেয়ারবাজারে (আইপিও) আসার সুযোগ করে দেওয়া এবং মাইক্রোসফটের জন্য আধুনিকতম এআই প্রযুক্তিতে প্রবেশাধিকার নিশ্চিত করা।
ফিন্যান্সিয়াল টাইমস এক প্রতিবেদনে জানায়, মাইক্রোসফট এখন পর্যন্ত ওপেনএআইতে ১৩ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ করেছে। তাই এই আলোচনার মূল বিষয় হলো এই বিনিয়োগের ফলে ওপেনএআইয়ের নতুন লাভজনক কাঠামোর আওতায় মাইক্রোসফট ঠিক কতটুকু শেয়ার পাবে।
প্রতিবেদনে আরও জানানো হয়, ২০৩০ সালের পর নতুন প্রযুক্তিতে প্রবেশাধিকার পাওয়ার শর্তে মাইক্রোসফট তাদের কিছু শেয়ার ছেড়ে দিতেও প্রস্তুত।
২০১৯ সালে ওপেনএআইয়ে প্রাথমিকভাবে এক বিলিয়ন ডলার বিনিয়োগের সময় যেই চুক্তি হয়েছিল তার শর্তগুলোও এখন পুনর্বিবেচনা করা হচ্ছে বলে জানা গেছে।
এদিকে, বিনিয়োগকারীদের ওপেনএআই জানিয়েছে, কোম্পানির কাঠামোগত পরিবর্তনের অংশ হিসেবে মাইক্রোসফটের সঙ্গে আয়ের ভাগ কমানোর পরিকল্পনা করছে তারা।
বর্তমানে নিজেদের আয়ের ২০ শতাংশ মাইক্রোসফটের সঙ্গে শেয়ার করে ওপেনএআই, যা ২০৩০ সাল পর্যন্ত কার্যকর হওয়ার কথা ছিল। তবে কোম্পানিটির নতুন আর্থিক পূর্বাভাস অনুসারে, এই ভাগ কমিয়ে ১০ শতাংশ করা হতে পারে।
অন্যদিকে, চলতি বছরের জানুয়ারিতে ওরাকল ও জাপানের সফটব্যাংক গ্রুপের সঙ্গে যৌথ উদ্যোগে যুক্তরাষ্ট্রে ৫০ হাজার কোটি ডলারের নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ডেটা সেন্টার নির্মাণের পর ওপেনএআইয়ের সঙ্গে চুক্তির কিছু গুরুত্বপূর্ণ শর্তে পরিবর্তন এনেছে মাইক্রোসফট।
উল্লেখ্য, মাইক্রোসফট এই বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি। আর ওপেনএআইয়ের পক্ষ থেকেও তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
২০১৫ সালে স্যাম অল্টম্যান, ইলন মাস্ক এবং আরও নয়জনের উদ্যোগে ওপেনএআই অলাভজনক গবেষণাপ্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত হয়। পরে ২০১৯ সালে প্রতিষ্ঠানটি একটি লাভজনক সহপ্রতিষ্ঠান (সাবসিডিয়ারি) চালু করে, যেখানে বাইরের প্রতিষ্ঠানগুলো ভবিষ্যতের মুনাফার একটি নির্দিষ্ট অংশ পাওয়ার শর্তে বিনিয়োগ করতে পারে।
তখন ওপেনএআই বিনিয়োগকারীদের, বিশেষ করে মাইক্রোসফটকে, এই অর্থায়নকে ‘দানসদৃশ’ মনোভাব থেকে দেখার আহ্বান জানিয়েছিল। সেই সঙ্গে প্রতিষ্ঠানটি আরও জানায়, মুনাফার চেয়েও ওপেনএআইয়ের মূল লক্ষ্যকে অগ্রাধিকার দেওয়া হবে।
তবে সাম্প্রতিক বিনিয়োগকারীরা এই অর্থায়নকে দান হিসেবে দেখেননি।
গত বছরের অক্টোবর মাসে ওপেনএআই সফটব্যাংক, মাইক্রোসফট এবং থ্রাইভ ক্যাপিটাল ও অল্টিমিটার ক্যাপিটালসহ বেশ কয়েকটি ভেঞ্চার ক্যাপিটাল প্রতিষ্ঠানের কাছ থেকে ৬ দশমিক ৬ বিলিয়ন ডলার তহবিল সংগ্রহ করে। এরপর চলতি বছরের মার্চ মাসে সফটব্যাংকের নেতৃত্বে আরও ৪০ বিলিয়ন ডলার বিনিয়োগ সংগ্রহ করে প্রতিষ্ঠানটি।
তথ্যসূত্র: ফিন্যান্সিয়াল টাইমস ও রয়টার্স
কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রযুক্তিপ্রতিষ্ঠান ওপেনএআই ও যুক্তরাষ্ট্রভিত্তিক সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট তাদের বিলিয়ন ডলারের অংশীদারত্ব চুক্তির শর্ত পুনর্লিখনের আলোচনায় বসেছে। আলোচনার লক্ষ্য হলো ওপেনএআইকে ভবিষ্যতে প্রাথমিক শেয়ারবাজারে (আইপিও) আসার সুযোগ করে দেওয়া এবং মাইক্রোসফটের জন্য আধুনিকতম এআই প্রযুক্তিতে প্রবেশাধিকার নিশ্চিত করা।
ফিন্যান্সিয়াল টাইমস এক প্রতিবেদনে জানায়, মাইক্রোসফট এখন পর্যন্ত ওপেনএআইতে ১৩ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ করেছে। তাই এই আলোচনার মূল বিষয় হলো এই বিনিয়োগের ফলে ওপেনএআইয়ের নতুন লাভজনক কাঠামোর আওতায় মাইক্রোসফট ঠিক কতটুকু শেয়ার পাবে।
প্রতিবেদনে আরও জানানো হয়, ২০৩০ সালের পর নতুন প্রযুক্তিতে প্রবেশাধিকার পাওয়ার শর্তে মাইক্রোসফট তাদের কিছু শেয়ার ছেড়ে দিতেও প্রস্তুত।
২০১৯ সালে ওপেনএআইয়ে প্রাথমিকভাবে এক বিলিয়ন ডলার বিনিয়োগের সময় যেই চুক্তি হয়েছিল তার শর্তগুলোও এখন পুনর্বিবেচনা করা হচ্ছে বলে জানা গেছে।
এদিকে, বিনিয়োগকারীদের ওপেনএআই জানিয়েছে, কোম্পানির কাঠামোগত পরিবর্তনের অংশ হিসেবে মাইক্রোসফটের সঙ্গে আয়ের ভাগ কমানোর পরিকল্পনা করছে তারা।
বর্তমানে নিজেদের আয়ের ২০ শতাংশ মাইক্রোসফটের সঙ্গে শেয়ার করে ওপেনএআই, যা ২০৩০ সাল পর্যন্ত কার্যকর হওয়ার কথা ছিল। তবে কোম্পানিটির নতুন আর্থিক পূর্বাভাস অনুসারে, এই ভাগ কমিয়ে ১০ শতাংশ করা হতে পারে।
অন্যদিকে, চলতি বছরের জানুয়ারিতে ওরাকল ও জাপানের সফটব্যাংক গ্রুপের সঙ্গে যৌথ উদ্যোগে যুক্তরাষ্ট্রে ৫০ হাজার কোটি ডলারের নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ডেটা সেন্টার নির্মাণের পর ওপেনএআইয়ের সঙ্গে চুক্তির কিছু গুরুত্বপূর্ণ শর্তে পরিবর্তন এনেছে মাইক্রোসফট।
উল্লেখ্য, মাইক্রোসফট এই বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি। আর ওপেনএআইয়ের পক্ষ থেকেও তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
২০১৫ সালে স্যাম অল্টম্যান, ইলন মাস্ক এবং আরও নয়জনের উদ্যোগে ওপেনএআই অলাভজনক গবেষণাপ্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত হয়। পরে ২০১৯ সালে প্রতিষ্ঠানটি একটি লাভজনক সহপ্রতিষ্ঠান (সাবসিডিয়ারি) চালু করে, যেখানে বাইরের প্রতিষ্ঠানগুলো ভবিষ্যতের মুনাফার একটি নির্দিষ্ট অংশ পাওয়ার শর্তে বিনিয়োগ করতে পারে।
তখন ওপেনএআই বিনিয়োগকারীদের, বিশেষ করে মাইক্রোসফটকে, এই অর্থায়নকে ‘দানসদৃশ’ মনোভাব থেকে দেখার আহ্বান জানিয়েছিল। সেই সঙ্গে প্রতিষ্ঠানটি আরও জানায়, মুনাফার চেয়েও ওপেনএআইয়ের মূল লক্ষ্যকে অগ্রাধিকার দেওয়া হবে।
তবে সাম্প্রতিক বিনিয়োগকারীরা এই অর্থায়নকে দান হিসেবে দেখেননি।
গত বছরের অক্টোবর মাসে ওপেনএআই সফটব্যাংক, মাইক্রোসফট এবং থ্রাইভ ক্যাপিটাল ও অল্টিমিটার ক্যাপিটালসহ বেশ কয়েকটি ভেঞ্চার ক্যাপিটাল প্রতিষ্ঠানের কাছ থেকে ৬ দশমিক ৬ বিলিয়ন ডলার তহবিল সংগ্রহ করে। এরপর চলতি বছরের মার্চ মাসে সফটব্যাংকের নেতৃত্বে আরও ৪০ বিলিয়ন ডলার বিনিয়োগ সংগ্রহ করে প্রতিষ্ঠানটি।
তথ্যসূত্র: ফিন্যান্সিয়াল টাইমস ও রয়টার্স
মাইক্রোসফট তাদের কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক সহকারী কোপাইলট ভিশনের নতুন আপডেট চালু করেছে, যা এখন ব্যবহারকারীর কম্পিউটারের পুরো স্ক্রিন বা পর্দা স্ক্যান করতে পারবে। আগে এই টুলটি একসঙ্গে দুইটি অ্যাপ দেখতে পারত এবং সে অনুযায়ী বিশ্লেষণ করত। তবে নতুন আপডেটের ফলে এটি এখন সম্পূর্ণ ডেস্কটপ কিংবা নির্দিষ্ট
২ ঘণ্টা আগেডিজিটাল কনটেন্টের যুগে ইউটিউব কেবল একটি ভিডিও প্ল্যাটফর্ম নয়—এটি এখন এক বড় ক্যারিয়ার অপশন, ব্র্যান্ড তৈরির মাধ্যম, এমনকি অনেকের স্বপ্নপূরণের জায়গা। আপনি যদি ইউটিউবে চ্যানেল খোলার কথা ভাবেন, তবে নিশ্চয়ই অনেক ধরনের আইডিয়া মাথায় ঘুরছে। তবে এতগুলো আইডিয়ার ভিড়ে কোনটা দিয়ে শুরু করবেন, সেটাই সবচেয়ে কঠিন
৪ ঘণ্টা আগেকৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিতে নেতৃত্ব দিতে শত শত বিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেটা। সোমবার (১৪ জুলাই) এক ফেসবুক পোস্টে মেটার সিইও মার্ক জাকারবার্গ বলেন, ২০২৬ সালে মেটার প্রথম এআই সুপারক্লাস্টার ‘প্রোমিথিয়াস’ চালু হবে।
১৯ ঘণ্টা আগেশিশুতোষ টেলিভিশন অনুষ্ঠান সেসেমি স্ট্রিট-এর জনপ্রিয় পাপেট চরিত্র ‘এলমোর’ এক্স অ্যাকাউন্ট হ্যাক করে উসকানিমূলক পোস্ট দেওয়ার ঘটনা ঘটেছে। হ্যাকিংয়ের পর অ্যাকাউন্টটি থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ‘পাপেট’ (হাতের পুতুল) বলাসহ ইহুদি নিধনের ডাক ও জে
২০ ঘণ্টা আগে