Ajker Patrika

ইউটিউবে অবমাননাকর কনটেন্ট, গুগলকে ৫ লাখ ডলার জরিমানা 

আপডেট : ০৬ জুন ২০২২, ১৯: ১০
ইউটিউবে অবমাননাকর কনটেন্ট, গুগলকে ৫ লাখ ডলার জরিমানা 

এক অস্ট্রেলীয় রাজনীতিবিদের বিরুদ্ধে ইউটিউবে প্রচারিত মানহানিকর কনটেন্ট অপসারণে ব্যর্থ হওয়ায় গুগলকে জরিমানা করেছে অস্ট্রেলিয়ার আদালত। স্থানীয় সময় সোমবার দেশটির একটি আদালত এক রায়ে গুগলকে অস্ট্রেলীয় রাজনীতিবিদকে ৫ লাখ ডলার জরিমানা দেওয়ার নির্দেশ দিয়েছে। সোমবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

আদালত জানিয়েছে, তাঁরা দেখতে পেয়েছেন—গুগলের মাতৃপ্রতিষ্ঠান অ্যালফাবেটের নিয়ন্ত্রণাধীন ইউটিউবে নিউ সাউথ ওয়েলসের সাবেক উপপ্রধানমন্ত্রীর বিরুদ্ধে অনবরত বর্ণবাদী, নিন্দনীয়, অপমানজনক এবং মানহানিকর প্রচারণা চালানো হয়েছে। যা সরিয়ে ফেলতে ব্যর্থ হয়েছে অ্যালফাবেট। আর এ কারণে ওই ব্যক্তির রাজনৈতিক ক্যারিয়ারই শেষ হয়ে গিয়েছে।

আদালত আরও জেনেছে, জর্ডান শ্যাঙ্কস নামে এক অস্ট্রেলীয় কনটেন্ট ক্রিয়েটর নিউ সাউথ ওয়েলসের তৎকালীন উপপ্রধানমন্ত্রী জন বারিলারোর বিরুদ্ধে ভিডিও আপলোড করেন। ভিডিওতে শ্যাঙ্কস বারিলারোকে ক্রমাগত ‘দুর্নীতিবাজ’ আখ্যা দেন। তবে শ্যাঙ্কস তাঁর দাবির সপক্ষে কোনো প্রমাণ দিতে পারেননি। আদালত, জন বারিলারোর বিরুদ্ধে শ্যাঙ্কসের এসব কার্যক্রম ‘কোনোভাবেই ঘৃণাত্মক বক্তব্যের চেয়ে কম নয়’ বলে আখ্যা দিয়েছেন।

আদালত আরও জানিয়েছে, ২০২০ সালের শেষ দিকে ইউটিউবে আপলোড করা ওই ভিডিওটি ৮ লাখ বারেরও বেশি বার দেখা হয়েছে। এবং এ কারণে, আদালত গুগলের মাতৃপ্রতিষ্ঠান অ্যালফাবেটকে অস্ট্রেলিয়ার মুদ্রায় ৭ লাখ ১৫ হাজার ডলার জরিমানা করেছে।

তবে, এই বিষয়ে গুগল এখনো আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি।

এর আগেও, গুগল একাধিকবারে এমন অভিযোগে অভিযুক্ত হয়েছে। সেসময় অভিযোগগুলো গুগলের সরবরাহ করা লিংক এবং সার্চের ফলাফলের দিকে ছিল। এবার অভিযোগ উঠল ইউটিউবের দিকে।

প্রযুক্তি সম্পর্কিত খবর পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ডিএনসিসির পদ ছাড়লেন এস্তোনিয়ার নাগরিক আমিনুল ইসলাম

ট্রান্সশিপমেন্ট বাতিল নিয়ে ভারতের সঙ্গে উত্তেজনা, চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

এনআইডির নাম ও জন্মতারিখ সংশোধনের দায়িত্বে জেলা নির্বাচন কর্মকর্তারা

কাশ্মীরে পর্যটকদের ওপর অতর্কিত গুলি, নিহত ২৬

পদত্যাগ করব না, আলোচনা করে সমাধান করব: কুয়েট উপাচার্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত