নাহিয়ান ইসলাম
আগামী সেপ্টেম্বরে বাজারে আসছে আইফোন ১৫ সিরিজ। এ নিয়ে চলছে মোবাইল ফোনপ্রেমীদের নানান জল্পনা। গত বছর অ্যাপল আইফোন-১৪ সিরিজের মাধ্যমে তাদের ডিসপ্লে ডিজাইনে বেশ পরিবর্তন এনেছিল। ফলে সিরিজ ১৫-তে কী থাকবে কিংবা কী ঘটাতে চলেছে প্রতিষ্ঠানটি, এ নিয়ে উন্মুখ হয়ে আছে পুরো টেক দুনিয়া। বিভিন্ন টেক মিডিয়ার রিপোর্ট থেকে ধারণা করা হচ্ছে, এই সিরিজেও আগের মতো আইফোন ১৫, ১৫ প্লাস, ১৫ প্রো এবং আইফোন প্রো ম্যাক্স—এই চার মডেল আনা হবে।
তবে বিশেষজ্ঞরা জানাচ্ছেন, শিডিউলড আইফোন আপগ্রেডের ফলে ব্যবহারকারীরা একাধিক সমস্যার সম্মুখীন হতে চলেছেন। তাই যত দ্রুত সম্ভব আইফোন ব্যবহারকারীদের তাঁদের ফোনটি সাম্প্রতিকতম আইওএস ভার্সনে আপডেট করে নিতে হবে।
অ্যাপল খুব কম সময়ই তাদের কোনো ফোন তিন বছরের বেশি সময় বাজারে রাখে। কিন্তু আইফোন-১৫ সিরিজ লঞ্চের পর খুব দ্রুত আইফোন-১২, আইফোন-১৪ প্রো, আইফোন-১৪ প্রো ম্যাক্স এবং আইফোন-১৩ মিনি বন্ধ হয়ে যেতে পারে।
কী হবে আপডেট না করলে
যদি আপনার পুরোনো আইফোনটি আপডেট না করেন, তাহলে ভবিষ্যতে ফোনের অ্যাকসেস পাবেন না। ম্যাপ নেভিগেট করা, ফোনে সিরি ভয়েস কন্ট্রোল, জরুরি অ্যাপের জন্য অ্যাপ স্টোর—এসবের কিছুই আপডেট করতে পারবেন না। ফলে আইওএসের পুরোনো সংস্করণের একাধিক জরুরি ফাংশন ব্যবহার করা যাবে না। এ ছাড়া মে মাসের প্রথম দিকে অ্যাপল পরিষেবাগুলোর অ্যাকসেস হারাতে পারেন। আই ক্লাউড বাদে আইওএস ১১-১১.২.৬ সফটওয়্যারের ডিভাইসগুলোতে কাজ করা বন্ধ হয়ে যাবে। নতুন সিকিউরিটি ফিচার এবং আপগ্রেডগুলো ব্যবহার করতে আইফোন ৫, ৬, ৭ মডেলটি আইওএস ১৫-এ আপডেট করে নিতে হবে। যদিও আইফোন ৫, ৬, ৭ কখনো আইওএস ১৬ সাপোর্ট করবে না। ফলে ধরেই নেওয়া যায় আইফোন ৫, ৬, ৭-এর মতো অনেক আইফোনের মডেল বন্ধ করে দেওয়া হতে পারে।
সূত্র: মিন্ট, গিজমোচায়না
আগামী সেপ্টেম্বরে বাজারে আসছে আইফোন ১৫ সিরিজ। এ নিয়ে চলছে মোবাইল ফোনপ্রেমীদের নানান জল্পনা। গত বছর অ্যাপল আইফোন-১৪ সিরিজের মাধ্যমে তাদের ডিসপ্লে ডিজাইনে বেশ পরিবর্তন এনেছিল। ফলে সিরিজ ১৫-তে কী থাকবে কিংবা কী ঘটাতে চলেছে প্রতিষ্ঠানটি, এ নিয়ে উন্মুখ হয়ে আছে পুরো টেক দুনিয়া। বিভিন্ন টেক মিডিয়ার রিপোর্ট থেকে ধারণা করা হচ্ছে, এই সিরিজেও আগের মতো আইফোন ১৫, ১৫ প্লাস, ১৫ প্রো এবং আইফোন প্রো ম্যাক্স—এই চার মডেল আনা হবে।
তবে বিশেষজ্ঞরা জানাচ্ছেন, শিডিউলড আইফোন আপগ্রেডের ফলে ব্যবহারকারীরা একাধিক সমস্যার সম্মুখীন হতে চলেছেন। তাই যত দ্রুত সম্ভব আইফোন ব্যবহারকারীদের তাঁদের ফোনটি সাম্প্রতিকতম আইওএস ভার্সনে আপডেট করে নিতে হবে।
অ্যাপল খুব কম সময়ই তাদের কোনো ফোন তিন বছরের বেশি সময় বাজারে রাখে। কিন্তু আইফোন-১৫ সিরিজ লঞ্চের পর খুব দ্রুত আইফোন-১২, আইফোন-১৪ প্রো, আইফোন-১৪ প্রো ম্যাক্স এবং আইফোন-১৩ মিনি বন্ধ হয়ে যেতে পারে।
কী হবে আপডেট না করলে
যদি আপনার পুরোনো আইফোনটি আপডেট না করেন, তাহলে ভবিষ্যতে ফোনের অ্যাকসেস পাবেন না। ম্যাপ নেভিগেট করা, ফোনে সিরি ভয়েস কন্ট্রোল, জরুরি অ্যাপের জন্য অ্যাপ স্টোর—এসবের কিছুই আপডেট করতে পারবেন না। ফলে আইওএসের পুরোনো সংস্করণের একাধিক জরুরি ফাংশন ব্যবহার করা যাবে না। এ ছাড়া মে মাসের প্রথম দিকে অ্যাপল পরিষেবাগুলোর অ্যাকসেস হারাতে পারেন। আই ক্লাউড বাদে আইওএস ১১-১১.২.৬ সফটওয়্যারের ডিভাইসগুলোতে কাজ করা বন্ধ হয়ে যাবে। নতুন সিকিউরিটি ফিচার এবং আপগ্রেডগুলো ব্যবহার করতে আইফোন ৫, ৬, ৭ মডেলটি আইওএস ১৫-এ আপডেট করে নিতে হবে। যদিও আইফোন ৫, ৬, ৭ কখনো আইওএস ১৬ সাপোর্ট করবে না। ফলে ধরেই নেওয়া যায় আইফোন ৫, ৬, ৭-এর মতো অনেক আইফোনের মডেল বন্ধ করে দেওয়া হতে পারে।
সূত্র: মিন্ট, গিজমোচায়না
গ্রোক চ্যাটবটের নতুন ফিচার ‘গ্রোক ভিশন’ উন্মোচন করেছে ইলন মাস্কের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রতিষ্ঠান এক্সএআই। এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা স্মার্টফোনের ক্যামেরা দিয়ে কোনো পণ্য, সাইনবোর্ড বা ডকুমেন্টের দিকে তাক করলেই গ্রোক সেই বস্তু চিহ্নিত করে প্রশ্নের উত্তর দিতে পারবে।
২ ঘণ্টা আগেগুগলের বিরুদ্ধে মার্কিন বিচার বিভাগের দায়ের করা অ্যান্টিট্রাস্ট মামলার চলমান বিচারকার্যে এক চাঞ্চল্যকর তথ্য ফাঁস হয়েছে। গত মঙ্গলবার ওপেনএআই-এর প্রোডাক্ট বিভাগের প্রধান নিক টারলি জানিয়েছেন, মার্কিন সরকার গুগলের মূল কোম্পানি অ্যালফাবেটকে জনপ্রিয় ওয়েব ব্রাউজার ‘ক্রোম’ বিক্রির নির্দেশ দিলে সেটি কিনতে
৪ ঘণ্টা আগেফেসবুক পেজ পরিচালনার অন্যতম বড় চ্যালেঞ্জ হলো নিয়মিতভাবে মানসম্পন্ন কনটেন্ট প্রকাশ করা। কারণ, নিয়মিত ও সময়োপযোগী কনটেন্ট পোস্ট করা এই প্ল্যাটফর্মে সফল হওয়ার মূল চাবিকাঠি। তবে প্রতিদিন নির্দিষ্ট সময়ে পোস্ট দেওয়া সব সময় সম্ভব হয়ে ওঠে না। এই সমস্যার কার্যকর সমাধান হলো পোস্ট শিডিউল করা।
৫ ঘণ্টা আগেচীনের কনটেম্পরারি অ্যাম্পেরেক্স টেকনোলজি কোং লিমিটেড (সিএটিএল) বিশ্বের শীর্ষস্থানীয় বৈদ্যুতিক গাড়ির ব্যাটারি নির্মাতাপ্রতিষ্ঠান। এই কোম্পানি নতুন একটি সুপারচার্জিং ব্যাটারি উন্মোচন করেছে। এই ব্যাটারি মাত্র ৫ মিনিটের চার্জেই ৩২০ মাইল বা ৫৬৩ কিলোমিটার পথ চলতে সক্ষম।
১৮ ঘণ্টা আগে