নাহিয়ান ইসলাম
আগামী সেপ্টেম্বরে বাজারে আসছে আইফোন ১৫ সিরিজ। এ নিয়ে চলছে মোবাইল ফোনপ্রেমীদের নানান জল্পনা। গত বছর অ্যাপল আইফোন-১৪ সিরিজের মাধ্যমে তাদের ডিসপ্লে ডিজাইনে বেশ পরিবর্তন এনেছিল। ফলে সিরিজ ১৫-তে কী থাকবে কিংবা কী ঘটাতে চলেছে প্রতিষ্ঠানটি, এ নিয়ে উন্মুখ হয়ে আছে পুরো টেক দুনিয়া। বিভিন্ন টেক মিডিয়ার রিপোর্ট থেকে ধারণা করা হচ্ছে, এই সিরিজেও আগের মতো আইফোন ১৫, ১৫ প্লাস, ১৫ প্রো এবং আইফোন প্রো ম্যাক্স—এই চার মডেল আনা হবে।
তবে বিশেষজ্ঞরা জানাচ্ছেন, শিডিউলড আইফোন আপগ্রেডের ফলে ব্যবহারকারীরা একাধিক সমস্যার সম্মুখীন হতে চলেছেন। তাই যত দ্রুত সম্ভব আইফোন ব্যবহারকারীদের তাঁদের ফোনটি সাম্প্রতিকতম আইওএস ভার্সনে আপডেট করে নিতে হবে।
অ্যাপল খুব কম সময়ই তাদের কোনো ফোন তিন বছরের বেশি সময় বাজারে রাখে। কিন্তু আইফোন-১৫ সিরিজ লঞ্চের পর খুব দ্রুত আইফোন-১২, আইফোন-১৪ প্রো, আইফোন-১৪ প্রো ম্যাক্স এবং আইফোন-১৩ মিনি বন্ধ হয়ে যেতে পারে।
কী হবে আপডেট না করলে
যদি আপনার পুরোনো আইফোনটি আপডেট না করেন, তাহলে ভবিষ্যতে ফোনের অ্যাকসেস পাবেন না। ম্যাপ নেভিগেট করা, ফোনে সিরি ভয়েস কন্ট্রোল, জরুরি অ্যাপের জন্য অ্যাপ স্টোর—এসবের কিছুই আপডেট করতে পারবেন না। ফলে আইওএসের পুরোনো সংস্করণের একাধিক জরুরি ফাংশন ব্যবহার করা যাবে না। এ ছাড়া মে মাসের প্রথম দিকে অ্যাপল পরিষেবাগুলোর অ্যাকসেস হারাতে পারেন। আই ক্লাউড বাদে আইওএস ১১-১১.২.৬ সফটওয়্যারের ডিভাইসগুলোতে কাজ করা বন্ধ হয়ে যাবে। নতুন সিকিউরিটি ফিচার এবং আপগ্রেডগুলো ব্যবহার করতে আইফোন ৫, ৬, ৭ মডেলটি আইওএস ১৫-এ আপডেট করে নিতে হবে। যদিও আইফোন ৫, ৬, ৭ কখনো আইওএস ১৬ সাপোর্ট করবে না। ফলে ধরেই নেওয়া যায় আইফোন ৫, ৬, ৭-এর মতো অনেক আইফোনের মডেল বন্ধ করে দেওয়া হতে পারে।
সূত্র: মিন্ট, গিজমোচায়না
আগামী সেপ্টেম্বরে বাজারে আসছে আইফোন ১৫ সিরিজ। এ নিয়ে চলছে মোবাইল ফোনপ্রেমীদের নানান জল্পনা। গত বছর অ্যাপল আইফোন-১৪ সিরিজের মাধ্যমে তাদের ডিসপ্লে ডিজাইনে বেশ পরিবর্তন এনেছিল। ফলে সিরিজ ১৫-তে কী থাকবে কিংবা কী ঘটাতে চলেছে প্রতিষ্ঠানটি, এ নিয়ে উন্মুখ হয়ে আছে পুরো টেক দুনিয়া। বিভিন্ন টেক মিডিয়ার রিপোর্ট থেকে ধারণা করা হচ্ছে, এই সিরিজেও আগের মতো আইফোন ১৫, ১৫ প্লাস, ১৫ প্রো এবং আইফোন প্রো ম্যাক্স—এই চার মডেল আনা হবে।
তবে বিশেষজ্ঞরা জানাচ্ছেন, শিডিউলড আইফোন আপগ্রেডের ফলে ব্যবহারকারীরা একাধিক সমস্যার সম্মুখীন হতে চলেছেন। তাই যত দ্রুত সম্ভব আইফোন ব্যবহারকারীদের তাঁদের ফোনটি সাম্প্রতিকতম আইওএস ভার্সনে আপডেট করে নিতে হবে।
অ্যাপল খুব কম সময়ই তাদের কোনো ফোন তিন বছরের বেশি সময় বাজারে রাখে। কিন্তু আইফোন-১৫ সিরিজ লঞ্চের পর খুব দ্রুত আইফোন-১২, আইফোন-১৪ প্রো, আইফোন-১৪ প্রো ম্যাক্স এবং আইফোন-১৩ মিনি বন্ধ হয়ে যেতে পারে।
কী হবে আপডেট না করলে
যদি আপনার পুরোনো আইফোনটি আপডেট না করেন, তাহলে ভবিষ্যতে ফোনের অ্যাকসেস পাবেন না। ম্যাপ নেভিগেট করা, ফোনে সিরি ভয়েস কন্ট্রোল, জরুরি অ্যাপের জন্য অ্যাপ স্টোর—এসবের কিছুই আপডেট করতে পারবেন না। ফলে আইওএসের পুরোনো সংস্করণের একাধিক জরুরি ফাংশন ব্যবহার করা যাবে না। এ ছাড়া মে মাসের প্রথম দিকে অ্যাপল পরিষেবাগুলোর অ্যাকসেস হারাতে পারেন। আই ক্লাউড বাদে আইওএস ১১-১১.২.৬ সফটওয়্যারের ডিভাইসগুলোতে কাজ করা বন্ধ হয়ে যাবে। নতুন সিকিউরিটি ফিচার এবং আপগ্রেডগুলো ব্যবহার করতে আইফোন ৫, ৬, ৭ মডেলটি আইওএস ১৫-এ আপডেট করে নিতে হবে। যদিও আইফোন ৫, ৬, ৭ কখনো আইওএস ১৬ সাপোর্ট করবে না। ফলে ধরেই নেওয়া যায় আইফোন ৫, ৬, ৭-এর মতো অনেক আইফোনের মডেল বন্ধ করে দেওয়া হতে পারে।
সূত্র: মিন্ট, গিজমোচায়না
গতানুগতিক চাকরি কখনো আমাকে টানেনি। ছোটবেলায় জাপানে থাকার সময় কমিকসের প্রতি আগ্রহ তৈরি হয়। এরপর যখন দেখলাম কার্টুন ও কমিকস থেকে ইনকাম করতে পারি, তখন মনে হলো, এটি আমার জায়গা। সিদ্ধান্ত নিলাম এ পথে এগিয়ে যাব। আর পেছনে তাকাতে হয়নি।
১৮ ঘণ্টা আগেবিশ্বজুড়ে লাখ লাখ কনটেন্ট ক্রিয়েটর ইউটিউবকে কেন্দ্র করেই গড়ে তুলেছেন নিজেদের ক্যারিয়ার। অনেকে ইউটিউব থেকে আয় করে কোটি কোটি ডলারের সাম্রাজ্যও গড়ে তুলেছেন। তবে আশ্চর্যের বিষয় হলো, বাংলাদেশের কনটেন্ট নির্মাতারা ভালো মানের ভিডিও তৈরি করলেও, একই পরিমাণ ভিউ পেয়ে ইউরোপ, যুক্তরাষ্ট্র বা মধ্যপ্রাচ্যের
১৮ ঘণ্টা আগেবিশ্বজুড়ে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। চিকিৎসা, শিক্ষা, শিল্প ও সেবা খাতের পর এবার খাদ্যশিল্পেও যুক্ত হচ্ছে এ প্রযুক্তি। আগামী সেপ্টেম্বরে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী দুবাইয়ে চালু হতে যাচ্ছে বিশ্বের প্রথম সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা পরিচালিত রেস্তোরাঁ ‘উহু’। সেখানে
১৮ ঘণ্টা আগেযদি ১ বিলিয়ন ডলার বা প্রায় ১১ হাজার কোটি টাকা চুক্তির কোনো চাকরির প্রস্তাব পান, কী করবেন? বেশির ভাগ মানুষ মুহূর্তে সেই সুযোগ লুফে নেবেন। আর সেটি যদি হয় টেক জায়ান্ট প্রতিষ্ঠান মেটা, তাহলে এ নিয়ে দ্বিতীয়বার ভাবার হয়তো কোনো কারণ নেই।
১৮ ঘণ্টা আগে