আজকের পত্রিকা ডেস্ক
আজ মঙ্গলবার থেকে শুরু হচ্ছে গুগলের বহুল প্রতীক্ষিত বার্ষিক ডেভেলপার সম্মেলন ‘গুগল আই/ও ২০২৫’। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মাউন্টেন ভিউ শহরে অবস্থিত শোরলাইন অ্যাম্ফিথিয়েটারে আয়োজিত এই ইভেন্টের সূচনাপর্ব শুরু হবে বাংলাদেশ সময় রাত ১১টায়।
দুই দিনব্যাপী এই সম্মেলনে গুগলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সুন্দর পিচাইসহ প্রতিষ্ঠানের বিভিন্ন শাখার শীর্ষস্থানীয় কর্মকর্তারা অংশ নেবেন। তাঁদের মধ্যে রয়েছেন ডিপমাইন্ডের সহপ্রতিষ্ঠাতা ডেমিস হাসাবিস।
এ বছরের আই/ও সম্মেলনে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিকে ঘিরে নতুন ফিচার ও সেবার ঘোষণা আসবে বলে ধারণা করা হচ্ছে। বিশেষ করে, অ্যান্ড্রয়েড ১৬, ওয়্যার ওএস ৬ ও এক্সআর হেডসেট ডিভাইসের জন্য তৈরি অ্যান্ড্রয়েড এক্সআর অপারেটিং সিস্টেমের দিকেই নজর থাকবে প্রযুক্তি বিশ্লেষকদের।
এবারের সম্মেলনে আলোচনার কেন্দ্রবিন্দু হবে গুগলের নিজস্ব এআই প্রযুক্তিগুলো। বিশেষ করে ‘জেমিনি’ নামের পরিচিত এআই প্ল্যাটফর্মের সর্বশেষ সংস্করণ তুলে ধরা হতে পারে অনুষ্ঠানে। গুগলের এআইভিত্তিক অন্যান্য প্রকল্প, যেমন ডিপমাইন্ডের ‘প্রজেক্ট অ্যাস্ট্রা’ ও ভাষাভিত্তিক মডেল ‘লার্নএলএম’ নিয়েও থাকতে পারে বিস্তারিত আলোচনা।
এ ছাড়া ভার্চুয়াল ও অগমেন্টেড রিয়েলিটি প্রযুক্তিকে সামনে রেখে তৈরি এক্সআর হেডসেট নিয়ে নতুন চমক দেখাতে পারে গুগল। গুঞ্জন রয়েছে, স্যামসাংয়ের সহযোগিতায় তৈরি এই হেডসেটের একটি প্রাথমিক সংস্করণ উন্মুক্ত করা হতে পারে সম্মেলনে।
এই সম্মলেন সরাসরি দেখা যাবে গুগলের ইউটিউব চ্যানেলে। মূল বক্তব্যের পর রাত ২টায় এআই প্রযুক্তি নিয়ে আলোচনা করবেন ডিপমাইন্ডের সহপ্রতিষ্ঠাতা ডেমিস হাসাবিস । সম্মেলনের প্রতিটি সেশন সরাসরি সম্প্রচার করা হবে এবং পরে আবার দেখার সুযোগও থাকবে।
তথ্যসূত্র: ইএনগ্যাজেট
আজ মঙ্গলবার থেকে শুরু হচ্ছে গুগলের বহুল প্রতীক্ষিত বার্ষিক ডেভেলপার সম্মেলন ‘গুগল আই/ও ২০২৫’। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মাউন্টেন ভিউ শহরে অবস্থিত শোরলাইন অ্যাম্ফিথিয়েটারে আয়োজিত এই ইভেন্টের সূচনাপর্ব শুরু হবে বাংলাদেশ সময় রাত ১১টায়।
দুই দিনব্যাপী এই সম্মেলনে গুগলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সুন্দর পিচাইসহ প্রতিষ্ঠানের বিভিন্ন শাখার শীর্ষস্থানীয় কর্মকর্তারা অংশ নেবেন। তাঁদের মধ্যে রয়েছেন ডিপমাইন্ডের সহপ্রতিষ্ঠাতা ডেমিস হাসাবিস।
এ বছরের আই/ও সম্মেলনে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিকে ঘিরে নতুন ফিচার ও সেবার ঘোষণা আসবে বলে ধারণা করা হচ্ছে। বিশেষ করে, অ্যান্ড্রয়েড ১৬, ওয়্যার ওএস ৬ ও এক্সআর হেডসেট ডিভাইসের জন্য তৈরি অ্যান্ড্রয়েড এক্সআর অপারেটিং সিস্টেমের দিকেই নজর থাকবে প্রযুক্তি বিশ্লেষকদের।
এবারের সম্মেলনে আলোচনার কেন্দ্রবিন্দু হবে গুগলের নিজস্ব এআই প্রযুক্তিগুলো। বিশেষ করে ‘জেমিনি’ নামের পরিচিত এআই প্ল্যাটফর্মের সর্বশেষ সংস্করণ তুলে ধরা হতে পারে অনুষ্ঠানে। গুগলের এআইভিত্তিক অন্যান্য প্রকল্প, যেমন ডিপমাইন্ডের ‘প্রজেক্ট অ্যাস্ট্রা’ ও ভাষাভিত্তিক মডেল ‘লার্নএলএম’ নিয়েও থাকতে পারে বিস্তারিত আলোচনা।
এ ছাড়া ভার্চুয়াল ও অগমেন্টেড রিয়েলিটি প্রযুক্তিকে সামনে রেখে তৈরি এক্সআর হেডসেট নিয়ে নতুন চমক দেখাতে পারে গুগল। গুঞ্জন রয়েছে, স্যামসাংয়ের সহযোগিতায় তৈরি এই হেডসেটের একটি প্রাথমিক সংস্করণ উন্মুক্ত করা হতে পারে সম্মেলনে।
এই সম্মলেন সরাসরি দেখা যাবে গুগলের ইউটিউব চ্যানেলে। মূল বক্তব্যের পর রাত ২টায় এআই প্রযুক্তি নিয়ে আলোচনা করবেন ডিপমাইন্ডের সহপ্রতিষ্ঠাতা ডেমিস হাসাবিস । সম্মেলনের প্রতিটি সেশন সরাসরি সম্প্রচার করা হবে এবং পরে আবার দেখার সুযোগও থাকবে।
তথ্যসূত্র: ইএনগ্যাজেট
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় জানিয়েছে, আগামীকাল ১৯ অক্টোবর থেকে যদি কোনো সংবাদপত্র (অনলাইন ভার্সনসহ), নিউজ পোর্টাল, ইলেকট্রনিক মিডিয়া বা ওয়েবসাইটে জুয়া, বেটিং বা পর্নোগ্রাফি সম্পর্কিত কনটেন্ট প্রচারিত হয় তবে বিনা নোটিশে সেই সাইট ব্লক করে দেওয়া হবে।
২ দিন আগেপ্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব জানিয়েছেন, ক্রিকেট খেলা বিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো জুয়ার বিজ্ঞাপন সাময়িকভাবে বন্ধ করেছে। গতকাল বুধবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে এ কথা বলেন তিনি।
৪ দিন আগেজনপ্রিয় ভিডিও প্ল্যাটফর্ম ইউটিউবের স্ট্রিমিং প্রায় এক ঘণ্টা বন্ধ ছিল। বিশ্বের বিভিন্ন প্রান্তের শত শত ব্যবহারকারী এই বিষয়ে অভিযোগ জানানোর পর ইউটিউব কর্তৃপক্ষ বিষয়টি সমাধান করে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৪ দিন আগেএআই চ্যাটবট চ্যাটজিপিটিতে এবার প্রাপ্তবয়স্ক কনটেন্ট রাখার পরিকল্পনা করছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সংস্থা ওপেনএআই। সংস্থার প্রধান স্যাম অল্টম্যান বলেছেন, প্রাপ্তবয়স্ক ব্যবহারকারীরা প্রাপ্তবয়স্কদের মতোই আচরণ করতে চান, তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
৫ দিন আগে