মেসেজ লেখার সময় অন্য গুরুত্বপূর্ণ কাজ সামনে এলে সেই বার্তা সম্পূর্ণ করার বিষয়টি ভুলে যান অনেকেই। এই সমস্যা সমাধানে ম্যাসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপে ‘ড্রাফট’ ফিচার চালু করেছে মেটা। ব্যবহারকারীদের অসমাপ্ত মেসেজগুলো পরিচালনা করতে সাহায্য করবে ফিচারটি। এক সংবাদবিজ্ঞপ্তিতে হোয়াটসঅ্যাপ জানিয়েছে, এই ফিচারটি অসম্পূর্ণ মেসেজগুলো খুঁজে বের করে সেগুলো ব্যবহারকারীদের সামনে তুলে ধরবে। ফলে মেসেজগুলো সহজেই সমাপ্ত করে অন্যদের পাঠানোর যাবে।
নতুন আপডেটের মাধ্যমে হোয়াটসঅ্যাপ যে কোনো অসম্পূর্ণ মেসেজের পাশে ‘ড্রাফট’ ইন্ডিকেটর বা নির্দেশক দেখাবে এবং সংশ্লিষ্ট চ্যাট থ্রেডটি ইনবক্সের ওপরের দিকে সরিয়ে রাখবে। কোম্পানির মতে, ব্যবহারকারীরা টাইপ করার সময় বাধা পেলে বা মনোযোগ বিঘ্নিত হলে, অথবা মেসেজ পাঠাতে ভুলে গেলে এই ফিচারটি কাজে দেবে। এর মাধ্যমে অসম্পূর্ণ কথোপকথনগুলো ব্যবহারকারীদের চোখের সামনে পড়বে। যার ফলে গুরুত্বপূর্ণ মেসেজগুলো সময়মতো পাঠানো যাবে।
এর আগে কিছু অসম্পূর্ণ মেসেজ হোয়াটসঅ্যাপের চ্যাটে আংশিকভাবে সংরক্ষিত হতো। তবে এটি অনেকটাই অস্থায়ী ছিল। চ্যাট সেশনটি আবার খোলার পর মেসেজগুলো থাকবে কিনা তা নিশ্চিত ছিল না। বিশেষ করে অ্যাপটি থেকে বের হয়ে গেলে। তাই দীর্ঘ মেসেজ তৈরি করার জন্য তাদের নোটস অ্যাপ বা অন্যান্য স্থানে লিখে রাখতেন অনেকেই এবং পরে মেসেজটি পাঠানোর জন্য প্রস্তুত হলে সেটি হোয়াটসঅ্যাপে কপি-পেস্ট করতেন।
তবে মেসেজ ড্রাফট ফিচারটি এখন স্পষ্টভাবে অসম্পূর্ণ মেসেজের অবস্থা প্রদর্শন করবে এবং এটি চ্যাট সেশনের ওপরের দিকে, অন্য যেকোনো পিন করা চ্যাটের নিচে থাকবে।
হোয়াটসঅ্যাপ চ্যানেলে নতুন ফিচারটির ঘোষণা দেন মার্ক জাকারবার্গ। তিনি বলেন, ‘সবারই এই ফিচারের প্রয়োজনীয়তা রয়েছে।’ বিশ্বজুড়ে হোয়াটসঅ্যাপের অ্যান্ড্রয়েড ও আইওএসের সংস্করণে ড্রাফট ফিচারটি চালু হবে।
এই মাসের শুরুতে মেটা হোয়াটসঅ্যাপের জন্য একটি ‘লিস্টস’ ফিচার চালুর ঘোষণা দিয়েছিল, যা ব্যবহারকারীদের তাদের ইনবক্স গুছিয়ে রাখতে দেয়। এই ফিচারটি ব্যবহারকারীদের জন্য কাস্টম ফিল্টার তৈরি করার সুযোগ দেয়, যার মাধ্যমে চ্যাটগুলো ক্যাটাগরি অনুসারে শ্রেণিবদ্ধ করা যায়। যেমন পরিবার, কাজ বা প্রতিবেশী গ্রুপের জন্য আলাদা লিস্ট বা তালিকা তৈরি করা। একবার কোনো ক্যাটাগরি নির্বাচন করলে, শুধুমাত্র সেই তালিকার মধ্যে থাকা কন্টাক্টগুলো ইনবক্সে দেখানো হবে।
তথ্যসূত্র: এনগেজেট
মেসেজ লেখার সময় অন্য গুরুত্বপূর্ণ কাজ সামনে এলে সেই বার্তা সম্পূর্ণ করার বিষয়টি ভুলে যান অনেকেই। এই সমস্যা সমাধানে ম্যাসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপে ‘ড্রাফট’ ফিচার চালু করেছে মেটা। ব্যবহারকারীদের অসমাপ্ত মেসেজগুলো পরিচালনা করতে সাহায্য করবে ফিচারটি। এক সংবাদবিজ্ঞপ্তিতে হোয়াটসঅ্যাপ জানিয়েছে, এই ফিচারটি অসম্পূর্ণ মেসেজগুলো খুঁজে বের করে সেগুলো ব্যবহারকারীদের সামনে তুলে ধরবে। ফলে মেসেজগুলো সহজেই সমাপ্ত করে অন্যদের পাঠানোর যাবে।
নতুন আপডেটের মাধ্যমে হোয়াটসঅ্যাপ যে কোনো অসম্পূর্ণ মেসেজের পাশে ‘ড্রাফট’ ইন্ডিকেটর বা নির্দেশক দেখাবে এবং সংশ্লিষ্ট চ্যাট থ্রেডটি ইনবক্সের ওপরের দিকে সরিয়ে রাখবে। কোম্পানির মতে, ব্যবহারকারীরা টাইপ করার সময় বাধা পেলে বা মনোযোগ বিঘ্নিত হলে, অথবা মেসেজ পাঠাতে ভুলে গেলে এই ফিচারটি কাজে দেবে। এর মাধ্যমে অসম্পূর্ণ কথোপকথনগুলো ব্যবহারকারীদের চোখের সামনে পড়বে। যার ফলে গুরুত্বপূর্ণ মেসেজগুলো সময়মতো পাঠানো যাবে।
এর আগে কিছু অসম্পূর্ণ মেসেজ হোয়াটসঅ্যাপের চ্যাটে আংশিকভাবে সংরক্ষিত হতো। তবে এটি অনেকটাই অস্থায়ী ছিল। চ্যাট সেশনটি আবার খোলার পর মেসেজগুলো থাকবে কিনা তা নিশ্চিত ছিল না। বিশেষ করে অ্যাপটি থেকে বের হয়ে গেলে। তাই দীর্ঘ মেসেজ তৈরি করার জন্য তাদের নোটস অ্যাপ বা অন্যান্য স্থানে লিখে রাখতেন অনেকেই এবং পরে মেসেজটি পাঠানোর জন্য প্রস্তুত হলে সেটি হোয়াটসঅ্যাপে কপি-পেস্ট করতেন।
তবে মেসেজ ড্রাফট ফিচারটি এখন স্পষ্টভাবে অসম্পূর্ণ মেসেজের অবস্থা প্রদর্শন করবে এবং এটি চ্যাট সেশনের ওপরের দিকে, অন্য যেকোনো পিন করা চ্যাটের নিচে থাকবে।
হোয়াটসঅ্যাপ চ্যানেলে নতুন ফিচারটির ঘোষণা দেন মার্ক জাকারবার্গ। তিনি বলেন, ‘সবারই এই ফিচারের প্রয়োজনীয়তা রয়েছে।’ বিশ্বজুড়ে হোয়াটসঅ্যাপের অ্যান্ড্রয়েড ও আইওএসের সংস্করণে ড্রাফট ফিচারটি চালু হবে।
এই মাসের শুরুতে মেটা হোয়াটসঅ্যাপের জন্য একটি ‘লিস্টস’ ফিচার চালুর ঘোষণা দিয়েছিল, যা ব্যবহারকারীদের তাদের ইনবক্স গুছিয়ে রাখতে দেয়। এই ফিচারটি ব্যবহারকারীদের জন্য কাস্টম ফিল্টার তৈরি করার সুযোগ দেয়, যার মাধ্যমে চ্যাটগুলো ক্যাটাগরি অনুসারে শ্রেণিবদ্ধ করা যায়। যেমন পরিবার, কাজ বা প্রতিবেশী গ্রুপের জন্য আলাদা লিস্ট বা তালিকা তৈরি করা। একবার কোনো ক্যাটাগরি নির্বাচন করলে, শুধুমাত্র সেই তালিকার মধ্যে থাকা কন্টাক্টগুলো ইনবক্সে দেখানো হবে।
তথ্যসূত্র: এনগেজেট
পুরোনো ও কাটডাউট ভার্সন দিয়েই ডিপসিকের মতো এআই অ্যাপ বানিয়েছে চীন। মূলত এরপরই যুক্তরাষ্ট্রের মনে হয়েছে, কমদামি ও কম সক্ষমতার এসব চিপও আর চীনকে দেওয়া যাবে না এবং যথারীতি চীনে দুর্বল চিপ রপ্তানিতেও নিষেধাজ্ঞা দিয়েছে ট্রাম্প প্রশাসন।
৩ দিন আগেঅন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর সম্প্রতি ‘টেলিকম খাতে নেটওয়ার্ক ও ব্যবসা পরিচালনার লাইসেন্স পুনর্বিন্যাসের’ জন্য বাংলাদেশ টেলিযোগাযোগ আইন সংশোধনের যে খসড়া তৈরি করা হয়েছে, তাতে আইসিএক্স বাদ দেওয়ার প্রস্তাব করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এর ফলে বাংলাদেশের ডিজিটাল...
৪ দিন আগেডিজিটাল যুগে যোগাযোগের অন্যতম সহজ ও দ্রুত মাধ্যম হয়ে উঠেছে মেসেঞ্জারের মতো বিভিন্ন মেসেজিং অ্যাপ্লিকেশন। এই অ্যাপের মাধ্যমে মানুষ খুব সহজেই বার্তা আদান-প্রদান করতে পারেন। অনেক সময় বার্তা পাঠানোর পর বানান ভুল, তথ্যগত ত্রুটি বা ভুল বোঝাবুঝির কারণে পাঠানো বার্তাটি সংশোধনের প্রয়োজন হয়। আগে মেসেঞ্জারে
৪ দিন আগেকাজাখস্তানের ২৩ বছর বয়সী তরুণ কেনজেবেক ইসমাইলভ তাঁর মাকে নিয়ে হাসপাতালে যাচ্ছিলেন। পথে একটি গাড়ি কোনো কারণ ছাড়াই থেমে গিয়ে এক লেনের রাস্তায় যানজট সৃষ্টি করে। কিন্তু কেনজেবেকের হাসপাতালে যাওয়ার তাড়া ছিল।
৫ দিন আগে