Ajker Patrika

অফলাইনে গুগল ড্রাইভ ব্যবহারের উপায়

প্রযুক্তি ডেস্ক
আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২১, ১৫: ২৪
অফলাইনে গুগল ড্রাইভ ব্যবহারের উপায়

ডিভাইসে নেট না থাকলেও এখন থেকে ড্রাইভে রাখা পিডিএফ, অফিস ডকুমেন্ট ও ফটো অ্যাকসেস করতে পারবেন গুগল ড্রাইভ ব্যবহারকারীরা। এত দিন অফলাইনে থেকে গুগল ড্রাইভের অ্যাকসেস করা সম্ভব হতো না। এবার সেই সমস্যার সমাধান করেছে গুগল। 

বর্তমানে ইন্টারনেট ব্যবহারকারীর অনেকেই গুরুত্বপূর্ণ তথ্য ও ফাইল সেভ করে রাখেন গুগল ড্রাইভে। কারণ কোনো গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার জন্য কম্পিউটার বা হার্ডডিস্ক বা পেনড্রাইভ ব্যবহার করার প্রয়োজন নেই। যেকোনো ডিভাইস থেকে ড্রাইভের অ্যাকসেস করা সম্ভব হয় বলে তথ্য সেভ করে রাখার জন্য এটাই এখন অনেকের কাছে সবচেয়ে পছন্দের। 

অফলাইনে গুগল ড্রাইভ ব্যবহার করতে হলে গুগল ড্রাইভ ব্যবহারকারী যেসব ফাইল অফলাইনে ব্যবহার করতে ইচ্ছুক, সেই সব ফাইল অফলাইন মোড অন করে রাখতে হবে। গুগল ড্রাইভ অফলাইন মোডের জন্য ম্যাক ও উইন্ডোজের ক্ষেত্রে ডেস্কটপ অ্যাপ ডাউনলোড করতে হবে। তারপর যে ফাইলগুলোর অফলাইন অ্যাকসেস প্রয়োজন, সেগুলোর ক্ষেত্রে অফলাইন অপশন অন রাখতে হবে। 

ডেস্কটপে নেট কানেকশন না থাকলেও ওই নির্দিষ্ট ফাইলগুলো অফলাইন অ্যাকসেস করতে পারবেন ব্যবহারকারীরা। সব গুগল ব্যবহারকারী এই ফিচারের সুবিধা পাবেন। ফিচারটি আপডেট করা হয়েছে ক্লাউড আইডেন্টিটি প্রিমিয়াম, জি সুইট বেসিকে। পার্সোনাল অ্যাকাউন্টেও এই সুবিধা পাওয়া যাবে। 

যেকোনো ব্যবহারকারীকে ১৫ জিবি ফ্রি স্টোরেজ দেয় গুগল। এর চেয়ে অতিরিক্ত প্রয়োজন হলে তা কিনতে হবে ব্যবহারকারীকে। গুগল ড্রাইভ ব্যবহারকারীরা যেকোনো জায়গা ও যেকোনো ডিভাইস থেকে নিজেদের তথ্য অ্যাকসেস করতে পারেন। এখানে গ্রাহকের তথ্য থাকে সুরক্ষিত। গুগল নিজস্ব সিকিউরিটি সিস্টেমের মাধ্যমে ব্যবহারকারীদের যাবতীয় তথ্য সুরক্ষিত রাখে।  

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

বরিশাল বিশ্ববিদ্যালয়: তিন দফা দাবিতে সোমবার মাঠে নামছেন শিক্ষার্থীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত