Ajker Patrika

চ্যাটজিপিটির দুনিয়ায় স্বাগত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
চ্যাটজিপিটির দুনিয়ায় স্বাগত

চ্যাটজিপিটি হলো একটি কৃত্রিম বুদ্ধিমত্তাচালিত চ্যাটবট। চ্যাটজিপিটির পূর্ণ রূপ চ্যাট জেনারেটিভ প্রি-টেইন্ড ট্রান্সফরমার। আপনি যখন গুগলে কিছু খোঁজেন, তখন গুগল আপনাকে সেই বিষয়টি সম্পর্কিত অনেক ওয়েবসাইট দেখায়। তবে চ্যাটজিপিটি সম্পূর্ণ ভিন্ন উপায়ে কাজ করে। এই চ্যাটবটে আপনি যখন কোনো প্রশ্ন লেখেন, চ্যাটজিপিটি আপনাকে সেই প্রশ্নের উত্তর সরাসরি দেখাবে। চ্যাটজিপিটির মাধ্যমে আপনি প্রবন্ধ, কভার লেটার, ছুটির আবেদন এমনকি ইউটিউব ভিডিও স্ক্রিপ্টও লিখিয়ে নিতে পারবেন।

যেভাবে ব্যবহার করবেন চ্যাটজিপিটি

  • প্রথমে এর অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে। গুগলে চ্যাটজিপিটি লিখে খুঁজলে প্রথম লিংকটিতে প্রবেশ করতে হবে অথবা সরাসরি ব্রাউজারে টাইপ করেও চ্যাটজিপিটির ওয়েবসাইটে প্রবেশ করা যাবে।
  • ওয়েবসাইটটিতে আপনাকে বিনা মূল্যে একটি অ্যাকাউন্ট খুলতে হবে। অ্যাকাউন্ট তৈরি করা ছাড়া এই চ্যাটবট ব্যবহার করা যাবে না। ওয়েবসাইটের হোম পেজ খোলার পর আপনি ‘লগইন’ ও ‘সাইন আপ’ দুটি অপশন দেখতে পাবেন। প্রথমবার ব্যবহারকারীকে সাইন আপ অপশনে ক্লিক করে অ্যাকাউন্ট তৈরি করতে হবে।
  • চ্যাটজিপিটিতে অ্যাকাউন্ট খোলার জন্য আলাদা করে ই-মেইল ইনপুট দিতে পারবেন। অথবা, ‘কনটিনিউ উইদ গুগল’ বা ‘কনটিনিউ উইদ মাইক্রোসফট অ্যাকাউন্ট’-এ ক্লিক করে সহজেই আপনার সংশ্লিষ্ট ই-মেইল আইডি সংযুক্ত একটি অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন।
  • ‘কনটিনিউ উইদ গুগল’-এ ক্লিক করলে আপনার ব্রাউজারে যে জিমেইল আইডিগুলো লগইন করা আছে, সেগুলো দেখতে পাবেন। আপনি যে জিমেইল আইডি ব্যবহার করে চ্যাটজিপিটিতে প্রবেশ করতে চান, তার ওপর ক্লিক করুন।
  • এরপর আপনি প্রথম যে বক্সটি দেখতে পাবেন, সেখানে আপনার নাম এবং পরের বক্সে আপনার ফোন নম্বর লিখতে হবে। এরপর কনটিনিউ বাটনে ক্লিক করতে হবে। যে ফোন নম্বর দিয়েছেন, তাতে একটি ওটিপি বা ওয়ান টাইম পাসওয়ার্ড পাঠানো হবে। পাসওয়ার্ডটি এবার স্ক্রিনে প্রদর্শিত বক্সে লিখে ভ্যারিফাই বাটনে ক্লিক করুন।
  • ফোন নম্বর যাচাই করার পরে চ্যাটজিপিটিতে আপনার অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে। এবার চ্যাটজিপিটির উইন্ডোতে প্রবেশের পর আপনি যা জানতে চান, তা চ্যাটবক্সে লিখে ফেলুন!

চালু হয়েছে সাবস্ক্রিপশন সেবা
সম্প্রতি সাবস্ক্রিপশন সেবা চালু হয়েছে চ্যাটজিপিটিতে। ব্যবহারকারীদের তীব্র চাপের সময় প্ল্যাটফর্মটিতে প্রবেশ করতে সাধারণত অপেক্ষা করতে হয় নতুন ব্যবহারকারীকে। তবে সাবস্ক্রিপশনের আওতায় থাকা গ্রাহকেরা এ সময় চ্যাটজিপিটিতে প্রবেশের ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন। চ্যাটজিপিটির মাসিক সাবস্ক্রিপশন ফি নির্ধারণ করা হয়েছে ২০ ডলার। 

শনাক্ত করা যাবে চ্যাটজিপিটির লেখা 
চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই একটি ওয়েব টুল চালু করেছে। এই টুলের মাধ্যমে কোনো লেখা মানুষ নাকি কৃত্রিম বুদ্ধিমত্তা লিখেছে, তা সহজেই শনাক্ত করা যাবে। ফলে চ্যাটজিপিটি বা অন্যান্য কৃত্রিম বুদ্ধিমত্তা টুল ব্যবহার করে কেউ কোনো অ্যাসাইনমেন্ট বা গবেষণার কাজ করলে ধরা পড়বে সহজেই।
‘এআই টেক্সট ক্লাসিফায়ার’ নামের ওয়েব টুলটিতে কমপক্ষে ১ হাজার ক্যারেকটারের লেখা ইনপুট দিতে হবে। এরপর ‘সাবমিট’ বাটনে ক্লিক করলে লেখাটি পর্যালোচনা করে টুলটি জানাবে লেখাটি কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে লেখা হয়েছে কি না।

সার্চ ইঞ্জিনে ‘চ্যাটজিপিটি’
সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট নিজেদের সার্চ ইঞ্জিন বিং-এ যুক্ত করেছে ‘চ্যাটজিপিটি’র প্রযুক্তি। বিং সার্চ ইঞ্জিনের নতুন সংস্করণে উন্নত সার্চ ফলাফলের পাশাপাশি চ্যাটজিপিটির কৃত্রিম বুদ্ধিমত্তাচালিত চ্যাটবট ব্যবহারের সুবিধা থাকবে। এতে প্রশ্ন লিখলে সেগুলোর উত্তর দেখাবে কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটবটটি। এটি নির্দিষ্ট বিষয়ে নিবন্ধ বা ই-মেইল লিখে দেওয়ার পাশাপাশি ওয়েবপেজে থাকা তথ্যের বিষয়বস্তু সংক্ষেপে উপস্থাপন করে দেবে। ব্যবহারকারী চাইলে বিভিন্ন তথ্য এক ভাষা থেকে অন্য ভাষায় অনুবাদও করে দেবে চ্যাটবট। 

সূত্র: বিবিসি, ভার্জ, এনগ্যাজেট, উইকিপিডিয়া

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত