Ajker Patrika

কয়েক লাখ ডলার করে নগদ অর্থ পাচ্ছেন ওপেনএআইয়ে বর্তমান ও সাবেক কর্মীরা

আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৪, ১৩: ১৪
প্রথম পর্যায়ে শেয়ার বিক্রির সুযোগ পাবেন ওপেনএআইয়ে বর্তমান কর্মীরা। ছবি: জিটি কনসাল্টিং অ্যান্ড মিডিয়া
প্রথম পর্যায়ে শেয়ার বিক্রির সুযোগ পাবেন ওপেনএআইয়ে বর্তমান কর্মীরা। ছবি: জিটি কনসাল্টিং অ্যান্ড মিডিয়া

জাপানের সফটব্যাংক গ্রুপের সঙ্গে বিশেষ চুক্তিতে পৌঁছেছে চ্যাটজিপিটির নির্মাতা ওপেনএআই। চুক্তি অনুযায়ী, সফটব্যাংকে শেয়ার বিক্রি করে লাখ লাখ ডলার নগদ অর্থে পরিণত করতে পারবেন ওপেনএআইয়ের প্রায় ৪০০ জন বর্তমান ও সাবেক কর্মী।

এই টেন্ডার বা দরপত্রের মাধ্যমে কিছু নির্বাচিত ওপেনএআই কর্মচারী ও সাবেক কর্মচারীরা সফটব্যাংককে শেয়ার বিক্রি করতে পারবেন। প্রতি শেয়ারের মূল্য হবে ২১০ ডলার। কারণ গত এক বছরে কোম্পানির বাজারমূল্য দ্বিগুণ হয়ে ১৫৭ বিলিয়ন ডলারে পৌঁছেছে।

সফটব্যাংক বলছে, তারা যোগ্য শেয়ারহোল্ডারদের থেকে ১ দশমিক ৬ বিলিয়ন ডলার মূল্যে প্রতি শেয়ার ক্রয় করবে। যারা দুই বছরের বেশি সময় আগে রেস্ট্রিক্টেড স্টক ইউনিট পেয়েছেন, তাদের যোগ্য শেয়ারহোল্ডার হিসেবে বিবেচনা করা হবে। তারাই শুধু এই বিক্রয়ে অংশগ্রহণ করতে পারবেন।

আগামী ২৪ ডিসেম্বরের মধ্যে ওপেনএআইয়ের যোগ্য শেয়ারহোল্ডারদের সিদ্ধান্ত নিতে হবে যে, তারা শেয়ার বিক্রি করবেন কিনা এবং কতটুকু বিক্রি করবেন। প্রথম পর্যায়ে শেয়ার বিক্রির সুযোগ পাবেন ওপেনএআইয়ে বর্তমান কর্মীরা এবং তারা সর্বোচ্চ ১০ মিলিয়ন ডলার পর্যন্ত শেয়ার বিক্রি করতে পারবেন।

পুরো ১০ মিলিয়ন বা ১০ লাখ ডলার শেয়ার বিক্রি করার সুযোগ নাও থাকতে পারে সাবেক কর্মীরা। তবে ওপেনএআইয়ের নীতিমালা অনুযায়ী, তারা অন্তত ২ মিলিয়ন বা ২০ লাখ ডলারের শেয়ার বিক্রি করতে পারবেন।

মোট বিক্রির জন্য শেয়ারগুলোর মূল্য ২ বিলিয়ন ডলার, যার মধ্যে সফটব্যাংক ১৬০ কোটি ডলার শেয়ার কিনবে। বাকি ৪০০ মিলিয়ন ডলারের শেয়ার হয়তো বিক্রি হবে না।

সফটব্যাংক প্রতিষ্ঠা করেন বিলিয়নিয়ার মাসায়োশি সন। প্রতিষ্ঠানটি এআই প্রযুক্তিতে বড় বিনিয়োগ করছে। গতকাল সন এবং প্রেসিডেন্ট-নির্বাচিত ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, সফটব্যাংক গ্রুপ আগামী চার বছরে যুক্তরাষ্ট্রে এআই অবকাঠামো প্রকল্পে ১০০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে।

বর্তমান দরপত্রের একটি আকর্ষণীয় দিক হলো—অ্যানথ্রোপিকের সিইও দারিও আমোদেই, প্রেসিডেন্ট দানিয়েলা আমোদেই এবং পলিসি প্রধান জ্যাক ক্লার্ক তাদের কাছে থাকা ওপেনএআই শেয়ার বিক্রি করতে পারবেন। ২০২১ সালে ওপেনএআই ছেড়ে প্রতিদ্বন্দ্বী কোম্পানি অ্যানথ্রোপিক প্রতিষ্ঠা করেছিলেন এই তিনজন। নতুন দরপত্রের মাধ্যমে তারা শেয়ার বিক্রিতে অংশগ্রহণের জন্য প্রয়োজনীয় শর্ত পূরণ করতে পারেন। সম্প্রতি আমাজন থেকে ৪ বিলিয়ন ডলারের অনুদান পেয়েছে অ্যানথ্রোপিক।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত