Ajker Patrika

নিরাপত্তাহীনতায় আইফোন ব্যবহারকারীরা 

প্রযুক্তি ডেস্ক
আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২২, ১৯: ৫৫
নিরাপত্তাহীনতায় আইফোন ব্যবহারকারীরা 

আইফোনের ইতিহাসে সবচেয়ে বড় হ্যাকিংয়ের ঘটনার খবর এবার চাউর হলো। কারণ সম্প্রতি এ সংক্রান্ত একটি প্রতিবেদন বার্তা সংস্থা রয়টার্সে প্রকাশিত হয়েছে। সেখানে বলা হয়েছে, অ্যাপলের আইফোন ব্যবহারকারী ছাড়াও বেশ কিছু প্রতিষ্ঠানও এই একই ধরনের হ্যাকিংয়ের আওতায় ছিল। 

রয়টার্সের এই প্রতিবেদনে বলা হয়েছে, কোয়াড্রিম নামের এক ইসরায়েলি সংস্থা পাঁচ বছরেরও বেশি সময় ধরে আইফোন হ্যাক করে আসছে। এ ক্ষেত্রে তারা আইফোনের মাইক্রোফোন, ক্যামেরার মাধ্যমে ব্যবহারকারীদের রিয়েল টাইমে কলগুলো পর্যবেক্ষণ করে। 

কোয়াড্রিমের এই ফ্ল্যাগশিপ পণ্যটির নাম ছিল রেইজিন। এই রেইজিন ব্যবহারকারীদের অজান্তেই যেকোনো আইফোনের নিয়ন্ত্রণ নিতে পারে। এরপর আইফোনে থাকা ইমেইল, ফটো ছাড়াও হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম এবং সিগন্যালের মতো অ্যান্ড-টু-এন্ড এনক্রিপ্ট করা পরিষেবাগুলোর নিয়ন্ত্রণ নিতে পারে রেইজিন। 

এর আগে ২০১৬ সাল থেকে আরেক ইসরায়েলি সাইবার আর্মস ফার্ম এনএসও গ্রুপের পেগাসাস আইফোন হ্যাক করার খবর বিশ্বজুড়ে আলোড়ন তুলেছিল। 

এনএসও এবং কোয়াড্রিম এই দুই ইসরায়েলি একই রকম হ্যাকিং পদ্ধতি ফোর্সড এন্ট্রি ব্যবহার করেছে বলে ধারণা করা হয়। আর পদ্ধতিকে বলা হয় জিরো ক্লিক হ্যাক। এর মানে হলো, এসএমএস বা ইমেইলে একটি লিংক পাঠানোর মাধ্যমে ব্যবহারকারীর ফোনের নিয়ন্ত্রণ নেওয়া হয় এবং লিংকে ক্লিক না করলেও। যা ওই ব্যবহারকারীর এড়ানোর কোন সুযোগ নেই। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত