নাহিয়ান ইসলাম
গুগল এআই বার্ড হলো একধরনের চ্যাটবট, যা গুগলের ডায়ালগ অ্যাপ্লিকেশনের ওপর ভিত্তি করে তৈরি করা। এখানে গুগল তাদের কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি সেট করেছে, যা ইন্টারনেটের সঙ্গে যুক্ত থাকাকালীন ব্যবহারকারীদের নানা প্রশ্নের উত্তর দেবে। আর এই ‘বার্ড’ দুই বছর আগে প্রকাশ করা ল্যাম্বডার আধুনিক সংস্করণ। গুগলের তৈরি ল্যাঙ্গুয়েজ মডেল ফর ডায়ালগ অ্যাপ্লিকেশন (এলএমডিএ) নামের ল্যাঙ্গুয়েজ মডেলকে ভিত্তি করে কাজ করবে এই চ্যাটবট সার্ভিস। গুগল শিগগির সার্চ ইঞ্জিনের হালনাগাদ প্রকাশ করবে। তবে তা কবে প্রকাশ করবে, তার দিনক্ষণ এখনো জানানো হয়নি।
প্রযুক্তি অঙ্গনে বর্তমান সময়ের আলোচিত চ্যাটবট সার্ভিস চ্যাটজিপিটি। এটি বাজারে আসার পরই সার্চ ইঞ্জিন ব্যবসার ভবিষ্যৎ নিয়ে চিন্তায় পড়ে যায় গুগল।অনেকের মতে, এ জাতীয় চ্যাটবটই ভবিষ্যতে সার্চ ইঞ্জিনের জায়গা দখল করবে। এমন পরিস্থিতিতে গুগল কৃত্রিম বুদ্ধিমত্তার নতুন উৎকর্ষের বাজারে সমানভাবে লড়াই করতেই এনেছে গুগল বার্ড। চ্যাটজিপিটি ও গুগল বার্ডের মধ্যে বড় পার্থক্য হলো—চ্যাটজিপিটি জিপিটি ৩.৫ প্রযুক্তি এবং ২০২১ সাল পর্যন্ত ডেটার ওপর ভিত্তি করে প্রশ্নের উত্তর দেবে। তবে গুগল বার্ড টুল মানুষের অভিজ্ঞতা বাড়াবে এবং ওয়েবসাইটে সর্বশেষ তথ্যের ওপর ভিত্তি করে উত্তর দেবে। গুগলের বার্ড এআই চ্যাটবট ল্যাম্বডা দিয়ে তৈরি হতে চলেছে। এর অর্থ হলো, বার্ড মানুষের বেশির ভাগ প্রশ্নের উত্তর সঠিকভাবে দেবে। গুগল বলছে, বার্ড চ্যাটবটটি বুদ্ধিমত্তা ও সৃজনশীলতার সমন্বয়ে তৈরি করা হচ্ছে। এটি সব ধরনের প্রশ্নের যথার্থতা এবং বুদ্ধিমত্তার সঙ্গে উত্তর দেবে।
যদিও গুগল এআই বার্ড এবং চ্যাটজিপিটি—উভয়ই এআই প্রযুক্তিতে কাজ করে। তবে দুটি চ্যাটবট সার্ভিসে অনেক পার্থক্য রয়েছে। যেমন গুগল এআই বার্ড অনেক ভালো কাজ করে চ্যাটজিপিটির চেয়ে। কারণ, চ্যাটজিপিটিতে আপনি একই তথ্য পাবেন, যা এর ডেটায় দেওয়া হবে। কিন্তু বলা হচ্ছে, গুগল এআই বার্ডে এই পরিবর্তনগুলো করা হয়েছে।
সূত্র: ডিজিটাল ট্রেন্ড
গুগল এআই বার্ড হলো একধরনের চ্যাটবট, যা গুগলের ডায়ালগ অ্যাপ্লিকেশনের ওপর ভিত্তি করে তৈরি করা। এখানে গুগল তাদের কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি সেট করেছে, যা ইন্টারনেটের সঙ্গে যুক্ত থাকাকালীন ব্যবহারকারীদের নানা প্রশ্নের উত্তর দেবে। আর এই ‘বার্ড’ দুই বছর আগে প্রকাশ করা ল্যাম্বডার আধুনিক সংস্করণ। গুগলের তৈরি ল্যাঙ্গুয়েজ মডেল ফর ডায়ালগ অ্যাপ্লিকেশন (এলএমডিএ) নামের ল্যাঙ্গুয়েজ মডেলকে ভিত্তি করে কাজ করবে এই চ্যাটবট সার্ভিস। গুগল শিগগির সার্চ ইঞ্জিনের হালনাগাদ প্রকাশ করবে। তবে তা কবে প্রকাশ করবে, তার দিনক্ষণ এখনো জানানো হয়নি।
প্রযুক্তি অঙ্গনে বর্তমান সময়ের আলোচিত চ্যাটবট সার্ভিস চ্যাটজিপিটি। এটি বাজারে আসার পরই সার্চ ইঞ্জিন ব্যবসার ভবিষ্যৎ নিয়ে চিন্তায় পড়ে যায় গুগল।অনেকের মতে, এ জাতীয় চ্যাটবটই ভবিষ্যতে সার্চ ইঞ্জিনের জায়গা দখল করবে। এমন পরিস্থিতিতে গুগল কৃত্রিম বুদ্ধিমত্তার নতুন উৎকর্ষের বাজারে সমানভাবে লড়াই করতেই এনেছে গুগল বার্ড। চ্যাটজিপিটি ও গুগল বার্ডের মধ্যে বড় পার্থক্য হলো—চ্যাটজিপিটি জিপিটি ৩.৫ প্রযুক্তি এবং ২০২১ সাল পর্যন্ত ডেটার ওপর ভিত্তি করে প্রশ্নের উত্তর দেবে। তবে গুগল বার্ড টুল মানুষের অভিজ্ঞতা বাড়াবে এবং ওয়েবসাইটে সর্বশেষ তথ্যের ওপর ভিত্তি করে উত্তর দেবে। গুগলের বার্ড এআই চ্যাটবট ল্যাম্বডা দিয়ে তৈরি হতে চলেছে। এর অর্থ হলো, বার্ড মানুষের বেশির ভাগ প্রশ্নের উত্তর সঠিকভাবে দেবে। গুগল বলছে, বার্ড চ্যাটবটটি বুদ্ধিমত্তা ও সৃজনশীলতার সমন্বয়ে তৈরি করা হচ্ছে। এটি সব ধরনের প্রশ্নের যথার্থতা এবং বুদ্ধিমত্তার সঙ্গে উত্তর দেবে।
যদিও গুগল এআই বার্ড এবং চ্যাটজিপিটি—উভয়ই এআই প্রযুক্তিতে কাজ করে। তবে দুটি চ্যাটবট সার্ভিসে অনেক পার্থক্য রয়েছে। যেমন গুগল এআই বার্ড অনেক ভালো কাজ করে চ্যাটজিপিটির চেয়ে। কারণ, চ্যাটজিপিটিতে আপনি একই তথ্য পাবেন, যা এর ডেটায় দেওয়া হবে। কিন্তু বলা হচ্ছে, গুগল এআই বার্ডে এই পরিবর্তনগুলো করা হয়েছে।
সূত্র: ডিজিটাল ট্রেন্ড
ইন্টারনেটে ব্রাউজিংয়ের জন্য অন্যতম জনপ্রিয় ব্রাউজার হলো গুগল ক্রোম। তাই সাইবার অপরাধীদের কাছে হ্যাকিংয়ের একটি প্রধান লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে এটি। ব্রাউজারটির বিভিন্ন দুর্বলতা ব্যবহার করে ব্যবহারকারীর ডেটা ‘হাইজ্যাক’ করার চেষ্টা করে হ্যাকাররা। সম্প্রতি এমন একটি সাইবার হামলা ক্রোমে ঘটতে দেখা যাচ্ছে। এর ফ
২০ ঘণ্টা আগেমার্কিন নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প বিজয়ী হওয়ার পর মেটার বিভিন্ন নীতিতে পরিবর্তন নিয়ে এসেছেন সিইও মার্ক জাকারবার্গ। তবে সাম্প্রতিক পরিবর্তনগুলো নিয়ে কোম্পানিটির কর্মীদের মধ্যে অস্বস্তি দেখা গেছে। বিশেষ করে মেটার ফ্যাক্ট চেকিং ফিচার ও ডাইভারসিটি প্রোগ্রাম বন্ধের সিদ্ধান্তের জন্য। অবশেষে, গত বৃহস্পতিবার
২১ ঘণ্টা আগেসারা বিশ্বের প্রযুক্তি বাজারকে কাঁপিয়ে দিয়েছে চীনের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) গবেষণা প্রতিষ্ঠান ডিপসিকের তৈরি করা নতুন এআই ভাষা মডেল ‘ডিপসিক আর১ ’। তাই এই প্রতিযোগিতায় নিজেদের আধিপত্য বজায় রাখতে রিজনিং মডেল ‘ও ৩ মিনি’ বিনা মূল্যে ব্যবহারে সুযোগ দিচ্ছে ওপেনএআই।
২১ ঘণ্টা আগেব্যবসায়িক প্রতিষ্ঠানের কার্যক্রমে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই অন্তভুক্ত করলে বিভিন্ন কাজ দ্রুত ও সহজভাবে করা যায়। তাই এআই নিয়ে অতী উৎসাহী ব্যবসায়ীরা। তবে এই প্রযুক্তি ব্যবহার নিয়ে সংশয়ে রয়েছেন প্রতিষ্ঠানের কর্মীরা। বিশেষ করে নেতৃত্ব পর্যায়ে এই প্রযুক্তি সম্পর্কে ধারণার অভাব থাকায় সংস্থাগুলোর মধ্যে...
১ দিন আগে