কম্পিউটারের অপারেটিং সিস্টেম চালানোর জন্য পর্যাপ্ত পরিমাণ র্যামের প্রয়োজন হয়। কম্পিউটারের গতি কতটুকু হবে সেটিও নির্ভর করে র্যামের ওপর। তবে নিজের উইন্ডোজ বা ম্যাক কম্পিটারে কত জিবি র্যাম রয়েছে তা অনেকের জানা নেই। নতুন ডিভাইস কেনার প্রয়োজনীয়তা রয়েছে নাকি বা অতিরিক্ত র্যাম যুক্ত করতে হবে নাকি তা বোঝার জন্য এই তথ্য জানা দরকার।
উইন্ডোজ ও ম্যাকে কত জিবি র্যাম আছে তা মাত্র কয়েক মিনিটের মধ্যেই জানা যায়।
উইন্ডোজ র্যামের তথ্য বের করবেন যেভাবে
উইন্ডোজ ১০ ও ১১ সমর্থিত কম্পিউটারে র্যামের তথ্য দুই উপায়ে বের করার যায়। উপায় দুটি তুলে ধরা হলো—
প্রথম পদ্ধতি
১. প্রথমে কম্পিউটারের স্টার্ট আইকনের সার্চ বারে ‘সেটিংস’ শব্দটি টাইপ করতে হবে।
২. সেটিংস অপশনটি পেয়ে গেলে এতে ক্লিক করতে হবে। ৩. এরপর ডান দিকের প্যানেল থেকে ‘সিস্টেম’ অপশনটি খুঁজে বের করতে হবে ও এতে ক্লিক করতে হবে।
৪. এবার স্ক্রিনের বাম দিকে স্ক্রল করে ‘অ্যাবাউট’ অপশনে ক্লিক করতে হবে। ৫. অ্যাবাউট পেজ কম্পিউটারের বিভিন্ন তথ্যের পাশাপাশি র্যামের তথ্যও দেখানো হবে।
দ্বিতীয় পদ্ধতি
১. কম্পিউটারের ডেস্কটপ থেকে ‘দিস পিসি’ বা ‘মাই কম্পিউটার’ আইকোনে ক্লিক করুন।
২. নতুন উইন্ডোজ খোলার পর বাম পাশের বাম পাশের প্যানেল থেকে আবার ‘দিস পিসি’ বা ‘মাই কম্পিউটার’ খুঁজে বরে করুন ও এরপর এতে রাইট ক্লিক করুন।
৩. রাইট ক্লিক করা ফলে একটি টুলবার মেনু চালু হবে।
৪. মেনু থেকে ‘প্রোপার্টিজ’ অপশনে ক্লিক করুন।
৫. ‘অ্যাবাউট’ পেজ চালু হবে। এই পেজে কম্পিউটারের বিভিন্ন তথ্যের পাশাপাশি র্যামের তথ্যও দেখানো হবে।
ম্যাকওএসে র্যামের তথ্য বের করবেন যেভাবে
১. অ্যাপল মেনুতে ক্লিক করুন ও ‘অ্যাবাউট দিস ম্যাক’ অপশনটি নির্বাচন করুন। ২. ডিফল্টভাবে ওভারভিউ ট্যাব চালু হবে। মেমোরির পাশে ম্যাকে কতটুকু র্যাম আছে তা দেখানো হবে।
তথ্যসূত্র: ডিজিটাল ট্রেন্ডস
কম্পিউটারের অপারেটিং সিস্টেম চালানোর জন্য পর্যাপ্ত পরিমাণ র্যামের প্রয়োজন হয়। কম্পিউটারের গতি কতটুকু হবে সেটিও নির্ভর করে র্যামের ওপর। তবে নিজের উইন্ডোজ বা ম্যাক কম্পিটারে কত জিবি র্যাম রয়েছে তা অনেকের জানা নেই। নতুন ডিভাইস কেনার প্রয়োজনীয়তা রয়েছে নাকি বা অতিরিক্ত র্যাম যুক্ত করতে হবে নাকি তা বোঝার জন্য এই তথ্য জানা দরকার।
উইন্ডোজ ও ম্যাকে কত জিবি র্যাম আছে তা মাত্র কয়েক মিনিটের মধ্যেই জানা যায়।
উইন্ডোজ র্যামের তথ্য বের করবেন যেভাবে
উইন্ডোজ ১০ ও ১১ সমর্থিত কম্পিউটারে র্যামের তথ্য দুই উপায়ে বের করার যায়। উপায় দুটি তুলে ধরা হলো—
প্রথম পদ্ধতি
১. প্রথমে কম্পিউটারের স্টার্ট আইকনের সার্চ বারে ‘সেটিংস’ শব্দটি টাইপ করতে হবে।
২. সেটিংস অপশনটি পেয়ে গেলে এতে ক্লিক করতে হবে। ৩. এরপর ডান দিকের প্যানেল থেকে ‘সিস্টেম’ অপশনটি খুঁজে বের করতে হবে ও এতে ক্লিক করতে হবে।
৪. এবার স্ক্রিনের বাম দিকে স্ক্রল করে ‘অ্যাবাউট’ অপশনে ক্লিক করতে হবে। ৫. অ্যাবাউট পেজ কম্পিউটারের বিভিন্ন তথ্যের পাশাপাশি র্যামের তথ্যও দেখানো হবে।
দ্বিতীয় পদ্ধতি
১. কম্পিউটারের ডেস্কটপ থেকে ‘দিস পিসি’ বা ‘মাই কম্পিউটার’ আইকোনে ক্লিক করুন।
২. নতুন উইন্ডোজ খোলার পর বাম পাশের বাম পাশের প্যানেল থেকে আবার ‘দিস পিসি’ বা ‘মাই কম্পিউটার’ খুঁজে বরে করুন ও এরপর এতে রাইট ক্লিক করুন।
৩. রাইট ক্লিক করা ফলে একটি টুলবার মেনু চালু হবে।
৪. মেনু থেকে ‘প্রোপার্টিজ’ অপশনে ক্লিক করুন।
৫. ‘অ্যাবাউট’ পেজ চালু হবে। এই পেজে কম্পিউটারের বিভিন্ন তথ্যের পাশাপাশি র্যামের তথ্যও দেখানো হবে।
ম্যাকওএসে র্যামের তথ্য বের করবেন যেভাবে
১. অ্যাপল মেনুতে ক্লিক করুন ও ‘অ্যাবাউট দিস ম্যাক’ অপশনটি নির্বাচন করুন। ২. ডিফল্টভাবে ওভারভিউ ট্যাব চালু হবে। মেমোরির পাশে ম্যাকে কতটুকু র্যাম আছে তা দেখানো হবে।
তথ্যসূত্র: ডিজিটাল ট্রেন্ডস
নতুন প্রজন্মের আইফোন সিরিজ উন্মোচনের পরপরই অ্যাপলকে নিয়ে ব্যঙ্গ করল প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান স্যামসাং। গতকাল মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) আয়োজিত অ্যাপলের পণ্য উন্মোচন অনুষ্ঠানে ‘আইফোন ১৭ এয়ার’ মডেল প্রকাশের পর স্যামসাং তাদের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে এসব ব্যঙ্গাত্মক পোস্ট করে।
২২ মিনিট আগেআগামী কয়েক দিনের মধ্যেই আইফোন প্রেমীদের হাতে পৌঁছাবে অ্যাপলের নতুন ফোন আইফোন এয়ার। গতকাল রাতে আইফোন ১৭ এবং আইফোন ১৭ প্রো’র সঙ্গে একসঙ্গে উন্মোচিত হয়েছে ফোনটি। এটি অ্যাপলের তৈরি এখন পর্যন্ত সবচেয়ে পাতলা আইফোন। দেখতে অপূর্ব, এক কথায় মন কাড়া। তবে শুধুই সৌন্দর্য নয়, আইফোন এয়ার নিয়ে বিতর্কও চলবে জোরেশোরে
১ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফট তাদের জনপ্রিয় অফিস ৩৬৫ অ্যাপগুলোতে (যেমন ওয়ার্ড, এক্সেল, আউটলুক ও পাওয়ার পয়েন্ট) এআই চালিত নতুন ফিচার আনতে ওপেনএআই-এর পাশাপাশি এবার প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান অ্যানথ্রপিক-এর এআই প্রযুক্তি ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে।
৩ ঘণ্টা আগেবিশ্বখ্যাত চিপ ডিজাইন প্রতিষ্ঠান আর্ম হোল্ডিংস গতকাল মঙ্গলবার তাদের পরবর্তী প্রজন্মের মোবাইল চিপ ডিজাইনের সিরিজ উন্মোচন করেছে। ‘লুমেক্স’ নামের এই নতুন ডিজাইন সেট কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিকে সামনে রেখেই তৈরি, যা স্মার্টফোন ও স্মার্টওয়াচের মতো মোবাইল ডিভাইসে ইন্টারনেট ছাড়াই কাজ করতে পারবে।
৫ ঘণ্টা আগে