Ajker Patrika

গুনগুন করেও ইউটিউবে যেভাবে গান সার্চ করবেন 

আপডেট : ০৪ নভেম্বর ২০২৩, ১৪: ৩৮
গুনগুন করেও ইউটিউবে যেভাবে গান সার্চ করবেন 

অনেক সময় আমাদের সবার মাথায়ই কিছু না কিছু গান ঘুরপাক খায়। কিন্তু অনলাইন সেই গান খুঁজতে গেলে দেখা যায়, গানের নাম বা লিরিক আর মনে পড়ছে না। সেই বিড়ম্বনা থেকে মুক্তি দিতে এখন ইউটিউবে সুর গুনগুন করেও গান সার্চ করা সম্ভব হবে। এমনকি গানের কিছু অংশ গাইলে বা শিষ বাজালেও তা খুঁজে দেবে ইউটিউব। 

ইউটিউবের বেটা ভার্সনে দারুণ ফিচারটি পাওয়া যাবে। তবে ওয়েব ভার্সনে এখনো ফিচারটি যুক্ত করা হয়নি। গুন গুন করে গান সার্চ করার নতুন ফিচারটি কীভাবে ব্যবহার করবেন তা তুলে ধরেছে প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট গ্যাজেটস নাউ। 

সার্চ অপশনের মাইক্রোফোন আইকোনটি ব্যবহার করে নতুন ফিচারটি ব্যবহার করতে পারবেন। ছবি: টেকওয়াইজারপ্রথমে আপনার হাতে থাকা স্মার্টফোনটিতে ইউটিউব অ্যাপটি খুলুন। এরপর অ্যাপটির সার্চ বাটন আইকনটি খুঁজে বের করুন। সেখানে থাকা মাইক্রোফোন আইকনটি ব্যবহার করে নতুন ফিচারটি ব্যবহার করতে পারবেন। এ জন্য অবশ্য আপনার ফোনে ইউটিউব অ্যাপে মাইক্রোফোনের ব্যবহারের অনুমতি দিতে হবে। 

যা হোক, এরপর ইউটিউবের মাইক্রোফোনে গুনগুন করে বা গানের কিছু অংশ গেয়ে কিংবা শিস বাজিয়ে পছন্দের গানটি সার্চ করতে পারবেন। আপনার গুনগুন বা শিস কিংবা কয়েক লাইনের ভয়েস ইনপুট থেকে গান অনুসন্ধানের কাজে লেগে যাবে ইউটিউব এবং আপনার সুর বা শিসের সঙ্গে মেলে এমন সম্ভাব্য সব গানের তালিকা আপনার সামনে উপস্থাপন করবে প্ল্যাটফর্মটি। 

ইউটিউবের মাইক্রোফোনে গুনগুন করে, গেয়ে বা শিষ বাজিয়ে পছন্দের গানটি সার্চ করতে পারবেন। ছবি: টেকওয়াইজারবেশির ভাগ ক্ষেত্রেই গান শনাক্ত করতে পারে এই ফিচারটি। তবে সার্চে ঠিক গানটি খুঁজে না পেলে আবার মাইক্রোফোনে আইকোনে চাপুন ও সুরটি আবার গুনগুন করুন। তবে ফিচারটি এখনই সব গ্রাহকেরা পাবেন না। প্রাথমিকভাবে অ্যান্ড্রয়েডের বেটা ভার্সনে এই ফিচারটি পাওয়া যাচ্ছে। শিগগিরই অ্যান্ড্রয়েডের সকল গ্রাহক এই ফিচারটি ব্যবহার করতে পারবে। তবে ফিচারটি কবে নাগাদ আইওএস ব্যবহারকারীদের জন্য ছাড়া হবে তা স্পষ্ট নয়। 

নতুন এই ফিচারের ফলে গ্রাহকদের গান খুঁজে পেতে ভিন্ন কোনো অ্যাপ ব্যবহারের প্রয়োজন হবে না।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

ঘন ঘন নাক খুঁটিয়ে স্মৃতিভ্রংশ ডেকে আনছেন না তো!

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত