অনলাইন ডেস্ক
নতুন যুগের দ্বারপ্রান্তে কম্পিউটার প্রযুক্তি। যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা দাবি করছেন, তাঁরা এমন এক ট্রানজিস্টর তৈরি করেছেন, যা পেটাহার্টজ (১ পেটাহার্টজ = ১০ ^ ১৫ হার্টজ) গতিতে কাজ করতে সক্ষম। এই সাফল্যের ফলে ভবিষ্যতের কম্পিউটারগুলো আলোর গতিতে কাজ করতে পারবে, যা বর্তমান প্রযুক্তির তুলনায় লাখ গুণ দ্রুত।
সম্প্রতি নেচার কমিউনিকেশন সাময়িকীতে প্রকাশিত এক গবেষণাপত্রে জানানো হয়েছে, এই আবিষ্কারের কেন্দ্রে রয়েছে গ্রাফিন নামের এক অণু-স্তর বিশিষ্ট পদার্থ। আলট্রাফাস্ট লেজার পালস বা অতি দ্রুত আলোক স্পন্দনের মাধ্যমে বিজ্ঞানীরা গ্রাফিনের ভেতর ইলেকট্রনের চলাচল নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছেন। একে বলা হয় কোয়ান্টাম টানেলিং—যেখানে ইলেকট্রন কোনো প্রতিবন্ধকতা অতিক্রম করে প্রায় তাৎক্ষণিকভাবে একপাশ থেকে আরেক পাশে পৌঁছে যায়।
গবেষণা দলের নেতৃত্ব দেন অ্যারিজোনা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যা ও অপটিক্যাল সায়েন্সেস বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ হাসান। তিনি এর আগে বিশ্বের দ্রুততম ইলেকট্রন মাইক্রোস্কোপ উদ্ভাবনের জন্য আলোচিত হন। এই প্রকল্পে তাঁর সঙ্গে কাজ করেন ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজির জেট প্রপালশন ল্যাবরেটরি ও জার্মানির লুডভিগ ম্যাক্সিমিলিয়ান ইউনিভার্সিটি অব মিউনিখের গবেষকেরা।
গবেষণার প্রাথমিক পর্যায়ে বিজ্ঞানীরা লক্ষ্য করেন, গ্রাফিনে লেজার আলো প্রয়োগ করলে উভয় পাশে যে বিদ্যুৎ চালনা হয়, তা একে অপরকে বাতিল করে দেয়। ফলে কোনো নিট বৈদ্যুতিক প্রবাহ তৈরি হয় না। তবে গ্রাফিনে সামান্য পরিবর্তন আনার পর এক বিস্ময়কর ঘটনা ঘটে—একটি ইলেকট্রন গ্রাফিনের ভেতর দিয়ে ‘টানেলিং’ করে পার হতে পারে এবং এই মুহূর্তটি বাস্তব সময়ে ধরা যায়।
এই আবিষ্কারের ভিত্তিতে তৈরি করা হয়েছে বিশ্বের প্রথম পেটাহার্টজ কোয়ান্টাম ট্রানজিস্টর। এ জন্য তারা একটি বাজারজাত গ্রাফিন ফোটো ট্রানজিস্টরের সঙ্গে বিশেষ সিলিকন স্তর যুক্ত করে এবং প্রতি ৬৩৮ অ্যাটোসেকেন্ড (এক অ্যাটোসেকেন্ড = এক কুইন্টিলিয়ন ভাগের এক ভাগ সেকেন্ড) অন্তর লেজার আলো প্রয়োগ করে। এভাবে একটি ট্রানজিস্টর, যা পেটাহার্টজ গতিতে কাজ করতে সক্ষম।
সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো—এই ট্রানজিস্টরটি অত্যন্ত নিয়ন্ত্রিত ল্যাবরেটরির বাইরে, সাধারণ পরিবেশেও কাজ করে। এর ফলে প্রযুক্তিটি বাণিজ্যিকভাবে ব্যবহারের সম্ভাবনা অনেক বেড়ে গেছে।
বর্তমানে মোহাম্মদ হাসান ও তাঁর দল ‘টেক লঞ্চ অ্যারিজোনা’-এর সঙ্গে কাজ করে উদ্ভাবনটির পেটেন্ট ও বাজারজাতকরণের উদ্যোগ নিচ্ছেন। তাঁদের পরবর্তী লক্ষ্য হচ্ছে, এমন একটি সংস্করণ তৈরি করা যা সাধারণভাবে বাজারে পাওয়া যায় এমন লেজার দিয়েই পরিচালনা করা সম্ভব। এর ফলে শিল্প প্রতিষ্ঠানগুলো সহজেই এটি গ্রহণ করতে পারে।
এই যুগান্তকারী ট্রানজিস্টরের সফল বাস্তবায়ন কম্পিউটিং, কৃত্রিম বুদ্ধিমত্তা, মহাকাশ গবেষণা, রসায়ন, স্বাস্থ্যসেবাসহ অসংখ্য ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন আনতে পারে বলে আশা করা হচ্ছে।
তথ্যসূত্র: টেকস্পট
নতুন যুগের দ্বারপ্রান্তে কম্পিউটার প্রযুক্তি। যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা দাবি করছেন, তাঁরা এমন এক ট্রানজিস্টর তৈরি করেছেন, যা পেটাহার্টজ (১ পেটাহার্টজ = ১০ ^ ১৫ হার্টজ) গতিতে কাজ করতে সক্ষম। এই সাফল্যের ফলে ভবিষ্যতের কম্পিউটারগুলো আলোর গতিতে কাজ করতে পারবে, যা বর্তমান প্রযুক্তির তুলনায় লাখ গুণ দ্রুত।
সম্প্রতি নেচার কমিউনিকেশন সাময়িকীতে প্রকাশিত এক গবেষণাপত্রে জানানো হয়েছে, এই আবিষ্কারের কেন্দ্রে রয়েছে গ্রাফিন নামের এক অণু-স্তর বিশিষ্ট পদার্থ। আলট্রাফাস্ট লেজার পালস বা অতি দ্রুত আলোক স্পন্দনের মাধ্যমে বিজ্ঞানীরা গ্রাফিনের ভেতর ইলেকট্রনের চলাচল নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছেন। একে বলা হয় কোয়ান্টাম টানেলিং—যেখানে ইলেকট্রন কোনো প্রতিবন্ধকতা অতিক্রম করে প্রায় তাৎক্ষণিকভাবে একপাশ থেকে আরেক পাশে পৌঁছে যায়।
গবেষণা দলের নেতৃত্ব দেন অ্যারিজোনা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যা ও অপটিক্যাল সায়েন্সেস বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ হাসান। তিনি এর আগে বিশ্বের দ্রুততম ইলেকট্রন মাইক্রোস্কোপ উদ্ভাবনের জন্য আলোচিত হন। এই প্রকল্পে তাঁর সঙ্গে কাজ করেন ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজির জেট প্রপালশন ল্যাবরেটরি ও জার্মানির লুডভিগ ম্যাক্সিমিলিয়ান ইউনিভার্সিটি অব মিউনিখের গবেষকেরা।
গবেষণার প্রাথমিক পর্যায়ে বিজ্ঞানীরা লক্ষ্য করেন, গ্রাফিনে লেজার আলো প্রয়োগ করলে উভয় পাশে যে বিদ্যুৎ চালনা হয়, তা একে অপরকে বাতিল করে দেয়। ফলে কোনো নিট বৈদ্যুতিক প্রবাহ তৈরি হয় না। তবে গ্রাফিনে সামান্য পরিবর্তন আনার পর এক বিস্ময়কর ঘটনা ঘটে—একটি ইলেকট্রন গ্রাফিনের ভেতর দিয়ে ‘টানেলিং’ করে পার হতে পারে এবং এই মুহূর্তটি বাস্তব সময়ে ধরা যায়।
এই আবিষ্কারের ভিত্তিতে তৈরি করা হয়েছে বিশ্বের প্রথম পেটাহার্টজ কোয়ান্টাম ট্রানজিস্টর। এ জন্য তারা একটি বাজারজাত গ্রাফিন ফোটো ট্রানজিস্টরের সঙ্গে বিশেষ সিলিকন স্তর যুক্ত করে এবং প্রতি ৬৩৮ অ্যাটোসেকেন্ড (এক অ্যাটোসেকেন্ড = এক কুইন্টিলিয়ন ভাগের এক ভাগ সেকেন্ড) অন্তর লেজার আলো প্রয়োগ করে। এভাবে একটি ট্রানজিস্টর, যা পেটাহার্টজ গতিতে কাজ করতে সক্ষম।
সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো—এই ট্রানজিস্টরটি অত্যন্ত নিয়ন্ত্রিত ল্যাবরেটরির বাইরে, সাধারণ পরিবেশেও কাজ করে। এর ফলে প্রযুক্তিটি বাণিজ্যিকভাবে ব্যবহারের সম্ভাবনা অনেক বেড়ে গেছে।
বর্তমানে মোহাম্মদ হাসান ও তাঁর দল ‘টেক লঞ্চ অ্যারিজোনা’-এর সঙ্গে কাজ করে উদ্ভাবনটির পেটেন্ট ও বাজারজাতকরণের উদ্যোগ নিচ্ছেন। তাঁদের পরবর্তী লক্ষ্য হচ্ছে, এমন একটি সংস্করণ তৈরি করা যা সাধারণভাবে বাজারে পাওয়া যায় এমন লেজার দিয়েই পরিচালনা করা সম্ভব। এর ফলে শিল্প প্রতিষ্ঠানগুলো সহজেই এটি গ্রহণ করতে পারে।
এই যুগান্তকারী ট্রানজিস্টরের সফল বাস্তবায়ন কম্পিউটিং, কৃত্রিম বুদ্ধিমত্তা, মহাকাশ গবেষণা, রসায়ন, স্বাস্থ্যসেবাসহ অসংখ্য ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন আনতে পারে বলে আশা করা হচ্ছে।
তথ্যসূত্র: টেকস্পট
বিশ্বজুড়ে ভাষা ও সংস্কৃতির ওপর বড় ধরনের প্রভাব ফেলছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)। বিশেষ করে চ্যাটজিপিটির মতো বড় ভাষা মডেল (এলএলএম) মানুষের দৈনন্দিন কথাবার্তার ধরন বদলে দিচ্ছে এবং একঘেয়ে করে তুলছে বলে সতর্ক করেছে জার্মানির এক গবেষক দল।
১১ ঘণ্টা আগেবিশ্বের ইন্টারনেট গতির নতুন রেকর্ড গড়েছে জাপান। দেশটির ন্যাশনাল ইনস্টিটিউট অব ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশনস টেকনোলজির (এনআইসিটি) গবেষকেরা দাবি করেছে, তাঁরা প্রতি সেকেন্ডে ১ লাখ ২৫ হাজার গিগাবাইট ডেটা স্থানান্তর করতে সক্ষম হয়েছেন, যা প্রায় ১ হাজার ১২০ মাইল (১ হাজার ৮০২ কিলোমিটার) দূরত্ব অতিক্রম...
১৪ ঘণ্টা আগেমাইক্রোসফট তাদের কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক সহকারী কোপাইলট ভিশনের নতুন আপডেট চালু করেছে, যা এখন ব্যবহারকারীর কম্পিউটারের পুরো স্ক্রিন বা পর্দা স্ক্যান করতে পারবে। আগে এই টুলটি একসঙ্গে দুইটি অ্যাপ দেখতে পারত এবং সে অনুযায়ী বিশ্লেষণ করত। তবে নতুন আপডেটের ফলে এটি এখন সম্পূর্ণ ডেস্কটপ কিংবা নির্দিষ্ট
১৭ ঘণ্টা আগেডিজিটাল কনটেন্টের যুগে ইউটিউব কেবল একটি ভিডিও প্ল্যাটফর্ম নয়—এটি এখন এক বড় ক্যারিয়ার অপশন, ব্র্যান্ড তৈরির মাধ্যম, এমনকি অনেকের স্বপ্নপূরণের জায়গা। আপনি যদি ইউটিউবে চ্যানেল খোলার কথা ভাবেন, তবে নিশ্চয়ই অনেক ধরনের আইডিয়া মাথায় ঘুরছে। তবে এতগুলো আইডিয়ার ভিড়ে কোনটা দিয়ে শুরু করবেন, সেটাই সবচেয়ে কঠিন
১৯ ঘণ্টা আগে