পূর্ব-আফ্রিকার দেশ মালাবির নিয়ন্ত্রকেরা ভারতী এয়ারটেলের স্থানীয় ইউনিট এয়ারটেল মালাবিকে প্রায় ২৬ মিলিয়ন ডলার বা বাংলাদেশি প্রায় ২২ কোটি ২৭ লাখ ৮৫ হাজার টাকা জরিমানা করেছে। বিশ্বের অন্যতম দরিদ্র এই দেশের গ্রাহকদের এয়ারটাইম নিয়ে প্রতারণা করায় এই জরিমানা করা হয়। আজ বুধবার বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।
মালাবির দ্য কম্পিটিশন অ্যান্ড ফেয়ার ট্রেড কমিশন মোবাইল অপারেটর এয়ারটেল মালাবিকে ২ দশমিক ১ বিলিয়ন ওয়াচা (স্থানীয় মুদ্রা) জরিমানা করেছে।
ভারতী এয়ারটেল লিমিটেডের স্থানীয় ব্যবসায়িক ইউনিট হলো এয়ারটেল মালাবি। আফ্রিকা এবং এশিয়ার কমপক্ষে ১৮টি দেশে ব্যবসা করছে ভারতী এয়ারটেল। কোম্পানিটি নিজেদেরকে আফ্রিকা মহাদেশের বৃহত্তম মোবাইল অপারেটর হিসেবে দাবি করে থাকে।
দ্য কম্পিটিশন অ্যান্ড ফেয়ার ট্রেড কমিশনের ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক অ্যাপোচি ইতিমু এক সংবাদ সম্মেলনে বলেছেন, গ্রাহকদের বিভিন্ন অভিযোগের পর গত ১৬ সেপ্টেম্বর এয়ারটেল মালাবির বিরুদ্ধে তদন্ত শুরু হয়। তিনি বলেন, এয়ারটেল মালাবি স্বয়ংক্রিয়ভাবে গ্রাহকদের অ্যাকাউন্টে মাসিক বোনাস বন্ধ করে দিয়েছে বলে অভিযোগ উঠেছে।
গ্রাহকদের বলা হয়েছিল, প্রতি মাসের ১৪ তারিখে বিনা মূল্যের এয়ারটাইমের জন্য অনুরোধ করতে। যারা এটি করতে ব্যর্থ হয়েছেন, তারা বোনাস পাননি। এর মাধ্যমে এয়ারটেল মালাবি পণ্য এবং বাণিজ্য সেবার শর্ত লঙ্ঘন করে ২ দশমিক ১ বিলিয়ন ওয়াচা মুনাফা অর্জন করেছে। দ্য কম্পিটিশন অ্যান্ড ফেয়ার ট্রেড কমিশন এয়ারটেল মালাবিকে একই পরিমাণ জরিমানা করেছে।
ভারতী এয়ারটেলের বার্ষিক রাজস্ব আয়ের পরিমাণ ১৪ বিলিয়ন মার্কিন ডলার। এটি যা মালাবির মোট অর্থনীতির প্রায় দ্বিগুণ। এ বিষয়ে দ্য কম্পিটিশন অ্যান্ড ফেয়ার ট্রেড কমিশন এয়ারটেল মালাবির মন্তব্য পাওয়া যায়নি বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
পূর্ব-আফ্রিকার দেশ মালাবির নিয়ন্ত্রকেরা ভারতী এয়ারটেলের স্থানীয় ইউনিট এয়ারটেল মালাবিকে প্রায় ২৬ মিলিয়ন ডলার বা বাংলাদেশি প্রায় ২২ কোটি ২৭ লাখ ৮৫ হাজার টাকা জরিমানা করেছে। বিশ্বের অন্যতম দরিদ্র এই দেশের গ্রাহকদের এয়ারটাইম নিয়ে প্রতারণা করায় এই জরিমানা করা হয়। আজ বুধবার বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।
মালাবির দ্য কম্পিটিশন অ্যান্ড ফেয়ার ট্রেড কমিশন মোবাইল অপারেটর এয়ারটেল মালাবিকে ২ দশমিক ১ বিলিয়ন ওয়াচা (স্থানীয় মুদ্রা) জরিমানা করেছে।
ভারতী এয়ারটেল লিমিটেডের স্থানীয় ব্যবসায়িক ইউনিট হলো এয়ারটেল মালাবি। আফ্রিকা এবং এশিয়ার কমপক্ষে ১৮টি দেশে ব্যবসা করছে ভারতী এয়ারটেল। কোম্পানিটি নিজেদেরকে আফ্রিকা মহাদেশের বৃহত্তম মোবাইল অপারেটর হিসেবে দাবি করে থাকে।
দ্য কম্পিটিশন অ্যান্ড ফেয়ার ট্রেড কমিশনের ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক অ্যাপোচি ইতিমু এক সংবাদ সম্মেলনে বলেছেন, গ্রাহকদের বিভিন্ন অভিযোগের পর গত ১৬ সেপ্টেম্বর এয়ারটেল মালাবির বিরুদ্ধে তদন্ত শুরু হয়। তিনি বলেন, এয়ারটেল মালাবি স্বয়ংক্রিয়ভাবে গ্রাহকদের অ্যাকাউন্টে মাসিক বোনাস বন্ধ করে দিয়েছে বলে অভিযোগ উঠেছে।
গ্রাহকদের বলা হয়েছিল, প্রতি মাসের ১৪ তারিখে বিনা মূল্যের এয়ারটাইমের জন্য অনুরোধ করতে। যারা এটি করতে ব্যর্থ হয়েছেন, তারা বোনাস পাননি। এর মাধ্যমে এয়ারটেল মালাবি পণ্য এবং বাণিজ্য সেবার শর্ত লঙ্ঘন করে ২ দশমিক ১ বিলিয়ন ওয়াচা মুনাফা অর্জন করেছে। দ্য কম্পিটিশন অ্যান্ড ফেয়ার ট্রেড কমিশন এয়ারটেল মালাবিকে একই পরিমাণ জরিমানা করেছে।
ভারতী এয়ারটেলের বার্ষিক রাজস্ব আয়ের পরিমাণ ১৪ বিলিয়ন মার্কিন ডলার। এটি যা মালাবির মোট অর্থনীতির প্রায় দ্বিগুণ। এ বিষয়ে দ্য কম্পিটিশন অ্যান্ড ফেয়ার ট্রেড কমিশন এয়ারটেল মালাবির মন্তব্য পাওয়া যায়নি বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
ইউটিউব বর্তমানে এমন একটি প্ল্যাটফর্ম, যেখানে একজন ব্যক্তি ঘরে বসেই নিজের প্রতিভা, জ্ঞান বা সৃজনশীল চিন্তাগুলো বিশ্বের কোটি কোটি দর্শকের সামনে উপস্থাপন করতে পারেন। তবে শুধু ভালো ভিডিও তৈরি করলেই হয় না; সেটিকে আরও বেশি কার্যকর ও গ্রহণযোগ্য করতে হলে কিছু গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখা দরকার।
৫ মিনিট আগে৮০ হাজার ৯০০ টাকা মূল্যের এই হেডফোনের স্পেশাল প্রাইস নির্ধারণ করা হয়েছে মাত্র ৫৯ হাজার ৯০০ টাকা। তবে যেসব গ্রাহক প্রি-অর্ডার করেছিলেন, তাঁরা মাত্র ৫৪ হাজার ৯০০ টাকায় পেয়েছেন ইন্ডাস্ট্রি লিডিং সুপার নয়েজ ক্যানসেলিং টেকনোলজির এই হেডফোন। এ ছাড়া প্রি-অর্ডার করায় প্রতিটি হেডফোনের সঙ্গে স্মার্ট...
৮ ঘণ্টা আগেইউটিউব শর্টস ব্যবহারকারীদের জন্য আসছে নতুন জেনারেটিভ এআই ফিচার। গতকাল বুধবার (২৩ জুলাই) ইউটিউব ঘোষণা দিয়েছে, এখন থেকে ছবি থেকে ভিডিও তৈরির কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক টুল এবং নতুন এআই ইফেক্ট ব্যবহার করতে পারবেন শর্টস নির্মাতারা।
১৭ ঘণ্টা আগেগুগল বলেছে, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এখন তাদের ব্যবসার প্রতিটি ক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলছে। ২০২৫ সালের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদনে কোম্পানিটি জানায়, এআই এখন গুগলের প্রবৃদ্ধির কৌশলের মূল চালিকা শক্তি হয়ে উঠেছে।
১৯ ঘণ্টা আগে