ব্যবহারকারীদের জন্য সুবিধা দিতে প্রতিনিয়ত নতুন ফিচার আনছে হোয়াটসঅ্যাপ। এই মেসেজিং প্ল্যাটফর্মে পছন্দমতো চ্যাটথ্রেড পিন করার বা সবার উপরে রাখার সুবিধা আগে থেকেই ছিল। এবার কোনো থ্রেডের ভেতর থেকে নির্দিষ্ট কোনো মেসেজও পিন করা যাবে। শিগগিরই হোয়াটসঅ্যাপে এই সুবিধা যোগ হচ্ছে বলে প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট অ্যান্ড্রয়েড পুলিশ এক প্রতিবেদনে জানিয়েছে।
হোয়াটসঅ্যাপের তথ্য প্রকাশকারী ওয়েবসাইট ডব্লিউএবেটাইনফো বলছে, গুগল প্লে বেটা প্রোগ্রামে হোয়াটসঅ্যাপের ২.২৩. ২১.৪ ভার্সনে বিভিন্ন কথোপকথনের মেসেজ পিন করার সুবিধা দেখা গেছে। যেকোনো মেসেজ নজরে রাখতে চ্যাটের মধ্যেই পিন করে রাখা যাবে। এর ফলে পুরনো হলেও গুরুত্বপূর্ণ মেসেজ দেখা সহজ হবে।
এই নতুন ফিচারসহ হোয়াটসঅ্যাপে চ্যাট শেয়ার মেনুরও নতুন নকশা দেখা যাবে। চ্যাট শেয়ার মেনুকে আরও ব্যবহারবান্ধব করা হয়েছে। এই আপডেটে কনটেন্ট শেয়ারের কোনো অপশন বাদ যায়নি।
সেপ্টেম্বরের শেষের দিকে হোয়াটসঅ্যাপের ২.২৩. ২০.১০ বেটা ভার্সনে আরও নতুন ফিচার যুক্ত করা হয়। এর মধ্যে আছে হোম স্ক্রিনের রঙহীন টপবার ও হালকা ধূসর বটম বার। ডার্ক মোডের সঙ্গে সামঞ্জস্য রাখতে এই আপডেট আনা হয়েছে। আবার নতুনরূপে চ্যাট বাবল ও ফ্লোটিং অ্যাকশন বাটনও নিয়ে এসেছে হোয়াটসঅ্যাপ। এসব আপডেট এখনও বেটা ভার্সনেই এসেছে। ভবিষ্যতে এক এক করে ফিচারগুলো ছাড়া হবে বলে ধারণা করা হচ্ছে।
হোয়াটসঅ্যাপের প্রতিদ্বন্দ্বী গুগলের টেক্সট ফরম্যাটের সঙ্গে পাল্লা দিতে বেটা ভার্সন ২.২৩. ২১.৩ এ উদ্ধৃতি ব্লক ফিচার, টেক্সট ফরমেটিং ও চ্যাট কনটেন্ট লিস্ট সাজানোর সুবিধা এনেছে। আপডেটগুলো ছোট বলে মনে হলেও হোয়াটসঅ্যাপের টেক্সট মেসেজিংয়ের ক্ষেত্রে এগুলো বড় পরিবর্তন নিয়ে আসবে।
হোয়াটসঅ্যাপের এন্ড টু এন্ড ফিচারটিরও অনেক সুবিধা। এর মাধ্যমে নিরাপত্তা নিয়ে চিন্তিত না হয়ে ব্যবহারকারী নিশ্চিন্তে মেসেজিং করতে পারবে।
ব্যবহারকারীদের জন্য সুবিধা দিতে প্রতিনিয়ত নতুন ফিচার আনছে হোয়াটসঅ্যাপ। এই মেসেজিং প্ল্যাটফর্মে পছন্দমতো চ্যাটথ্রেড পিন করার বা সবার উপরে রাখার সুবিধা আগে থেকেই ছিল। এবার কোনো থ্রেডের ভেতর থেকে নির্দিষ্ট কোনো মেসেজও পিন করা যাবে। শিগগিরই হোয়াটসঅ্যাপে এই সুবিধা যোগ হচ্ছে বলে প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট অ্যান্ড্রয়েড পুলিশ এক প্রতিবেদনে জানিয়েছে।
হোয়াটসঅ্যাপের তথ্য প্রকাশকারী ওয়েবসাইট ডব্লিউএবেটাইনফো বলছে, গুগল প্লে বেটা প্রোগ্রামে হোয়াটসঅ্যাপের ২.২৩. ২১.৪ ভার্সনে বিভিন্ন কথোপকথনের মেসেজ পিন করার সুবিধা দেখা গেছে। যেকোনো মেসেজ নজরে রাখতে চ্যাটের মধ্যেই পিন করে রাখা যাবে। এর ফলে পুরনো হলেও গুরুত্বপূর্ণ মেসেজ দেখা সহজ হবে।
এই নতুন ফিচারসহ হোয়াটসঅ্যাপে চ্যাট শেয়ার মেনুরও নতুন নকশা দেখা যাবে। চ্যাট শেয়ার মেনুকে আরও ব্যবহারবান্ধব করা হয়েছে। এই আপডেটে কনটেন্ট শেয়ারের কোনো অপশন বাদ যায়নি।
সেপ্টেম্বরের শেষের দিকে হোয়াটসঅ্যাপের ২.২৩. ২০.১০ বেটা ভার্সনে আরও নতুন ফিচার যুক্ত করা হয়। এর মধ্যে আছে হোম স্ক্রিনের রঙহীন টপবার ও হালকা ধূসর বটম বার। ডার্ক মোডের সঙ্গে সামঞ্জস্য রাখতে এই আপডেট আনা হয়েছে। আবার নতুনরূপে চ্যাট বাবল ও ফ্লোটিং অ্যাকশন বাটনও নিয়ে এসেছে হোয়াটসঅ্যাপ। এসব আপডেট এখনও বেটা ভার্সনেই এসেছে। ভবিষ্যতে এক এক করে ফিচারগুলো ছাড়া হবে বলে ধারণা করা হচ্ছে।
হোয়াটসঅ্যাপের প্রতিদ্বন্দ্বী গুগলের টেক্সট ফরম্যাটের সঙ্গে পাল্লা দিতে বেটা ভার্সন ২.২৩. ২১.৩ এ উদ্ধৃতি ব্লক ফিচার, টেক্সট ফরমেটিং ও চ্যাট কনটেন্ট লিস্ট সাজানোর সুবিধা এনেছে। আপডেটগুলো ছোট বলে মনে হলেও হোয়াটসঅ্যাপের টেক্সট মেসেজিংয়ের ক্ষেত্রে এগুলো বড় পরিবর্তন নিয়ে আসবে।
হোয়াটসঅ্যাপের এন্ড টু এন্ড ফিচারটিরও অনেক সুবিধা। এর মাধ্যমে নিরাপত্তা নিয়ে চিন্তিত না হয়ে ব্যবহারকারী নিশ্চিন্তে মেসেজিং করতে পারবে।
বিশ্বজুড়েই ম্যারাথনে মানুষই দৌড়ায়। তবে চীনে দেখা গেল ভিন্ন দৃশ্য। সেখানে হাফ ম্যারাথনে দৌড়াল রোবট। একটি কিংবা দুটি নয়, ২০টি রোবট দৌড়াল সেই ম্যারাথনে।
৭ ঘণ্টা আগেবর্তমান ডিজিটাল যুগে ব্যবসার প্রসারে সোশ্যাল মিডিয়ার গুরুত্ব দিন দিন বেড়েই চলেছে। এর মধ্যে অন্যতম শক্তিশালী ও জনপ্রিয় একটি প্ল্যাটফর্ম ফেসবুক, যেখানে প্রতিদিন কোটি কোটি মানুষ সক্রিয় থাকেন। ব্যবসাকে আরও বেশি মানুষের কাছে পৌঁছে দিতে ও পণ্য বা সেবার ব্যাপারে বিশ্বাস তৈরি করতে ফেসবুক বিজনেস পেজ তৈরি করা
১৭ ঘণ্টা আগেআগাগোড়াই স্মার্টফোনের সঙ্গে বড় হওয়া প্রথম প্রজন্ম জেনারেশন জেড বা জেন-জি। যাদের জন্ম ১৯৯৭ থেকে ২০১২ সালের মধ্যে। নতুন এক গবেষণা বলছে, ভুল তথ্যে বিশ্বাস করার ক্ষেত্রে যেসব শ্রেণি বা গোষ্ঠীর মানুষেরা বেশি ঝুঁকিপূর্ণ তাদের মধ্যে প্রযুক্তির আশীর্বাদ নিয়ে জন্ম নেওয়া জেন-জি প্রজন্ম অন্যতম। সম্প্রতি কানাডা
১৭ ঘণ্টা আগেচাকরির বাজারে এক নতুন হুমকির নাম—কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)। এই প্রযুক্তির সুযোগ নিয়ে প্রতারকেরা এখন তৈরি করছে ভুয়া প্রোফাইল। এসব ভুয়া প্রোফাইল দিয়ে অনলাইন ইন্টারভিউয়ের মাধ্যমে দূর থেকে কাজ করার সুযোগ পেতে চায় প্রতারকেরা।
১৭ ঘণ্টা আগে