Ajker Patrika

বন্ধ হলো রাশিয়ার রাষ্ট্রীয় অর্থায়নে পরিচালিত সব ইউটিউব চ্যানেল

প্রযুক্তি ডেস্ক
আপডেট : ১২ মার্চ ২০২২, ১২: ৩২
বন্ধ হলো রাশিয়ার রাষ্ট্রীয় অর্থায়নে পরিচালিত সব ইউটিউব চ্যানেল

বিশ্বজুড়ে রাশিয়ার রাষ্ট্রীয় অর্থায়নে পরিচালিত চ্যানেলগুলো বন্ধ করে দিয়েছে ইউটিউব। গতকাল শুক্রবার এ কথা জানিয়েছে জনপ্রিয় এই ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা বলা হয়েছে, রাশিয়ার আগ্রাসনে ইউক্রেনে ঘটে যাওয়া সহিংস ঘটনাগুলো এই চ্যানেলগুলোর মাধ্যমে ছড়ানো হচ্ছে, যা নীতি পরিপন্থী হওয়ায় এমন সিদ্ধান্ত নিয়েছে ইউটিউব। 

গুগলের মালিকানাধীন এই ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম বলেছে, ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের সব বিষয়বস্তু তাদের হিংসাত্মক ইভেন্ট নীতির অধীনে পড়ে। এ ধরনের সব উপাদান অবিলম্বে সরিয়ে ফেলা হবে। 

রুশ আউটলেটগুলো ব্লক করা ইউটিউবের নীতির সঙ্গে সংগতিপূর্ণ বলে জানিয়েছেন ইউটিউবের মুখপাত্র ফরশাদ শাদলু। 

এর আগে ইউরোপজুড়ে রুশ রাষ্ট্র-সমর্থিত চ্যানেল আরটি এবং স্পুটনিক চ্যানেল ব্লক করে দিয়েছে ইউটিউব। গতকাল শুক্রবার এক বিবৃতিতে স্পুটনিকের পক্ষ থেকে বলা হয়েছে, ইউটিউবের এ ধরনের আচরণ গণতান্ত্রিক নীতি ও সংবাদপত্রের স্বাধীনতার পরিপন্থী। 

বিশ্বব্যাপী রাশিয়ার কতটি চ্যানেল অবরুদ্ধ করা হয়েছে বা সেগুলো কখনো পুনরুদ্ধার করা হবে কি না, সে বিষয়ে কিছু নিশ্চিত করেনি ইউটিউব। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ডিএনসিসির পদ ছাড়লেন এস্তোনিয়ার নাগরিক আমিনুল ইসলাম

ট্রান্সশিপমেন্ট বাতিল নিয়ে ভারতের সঙ্গে উত্তেজনা, চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

এনআইডির নাম ও জন্মতারিখ সংশোধনের দায়িত্বে জেলা নির্বাচন কর্মকর্তারা

কাশ্মীরে পর্যটকদের ওপর অতর্কিত গুলি, নিহত ২৬

পদত্যাগ করব না, আলোচনা করে সমাধান করব: কুয়েট উপাচার্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত