প্রযুক্তি ডেস্ক
জিমেইলের নিরাপত্তায় ‘ক্লায়েন্ট সাইড’ এনক্রিপশন–সুবিধা চালু করছে জিমেইল ওয়ার্কস্পেস। প্রযুক্তি জায়ান্ট গুগল গত ১৮ ডিসেম্বর জানায়, সুবিধাটি শুধুমাত্র ওয়েবের জন্য পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে।
এ সুবিধা চালু হলে ব্যবহারকারীদের পাঠানো ই-মেইল বার্তা বিশেষ কোডের মাধ্যমে প্রাপকের কাছে পাঠানো হবে। নির্দিষ্ট ই-মেইল এড্রেসে ই-মেইলটি পৌঁছানোর পরই সংকেত বা কোডযুক্ত ই-মেইলগুলো পড়তে পারবেন প্রাপক। ফলে শুধুমাত্র ই-মেইল প্রেরক এবং প্রাপক ছাড়া অন্য কেউ বার্তায় থাকা তথ্য জানতে পারবেন না। এরই মধ্যে নির্দিষ্টসংখ্যক ব্যবহারকারীর ওপর এ সুবিধার কার্যকারিতা পরখ করছে প্রতিষ্ঠানটি।
ফোর্বসের প্রতিবেদনে বলা হয়, এখন জিমেইলে ‘ট্রান্সপোর্ট লেয়ার সিকিউরিটি’ প্রযুক্তির মাধ্যমে এনক্রিপ্ট করে বার্তা চালাচালি করা হয়। এ প্রযুক্তিতে ব্যবহারকারীদের ই-মেইল এনক্রিপ্ট আকারে আদান-প্রদান করা হলেও সেগুলো গুগল স্ক্যান করে থাকে। স্প্যাম বা ভাইরাসযুক্ত ই-মেইল শনাক্তের পাশাপাশি প্রাপককে স্মার্ট রিপ্লাইয়ের সুযোগ দিতেই এমনটি করে থাকে প্রতিষ্ঠানটি।
তবে এনক্রিপশনের সুবিধা চালু হলে নিজেদের সার্ভারে থাকা ই-মেইলগুলোর তথ্য গুগলের পক্ষেও জানা সম্ভব হবে না। ফলে জিমেইলে তথ্য আদান প্রদানের নিরাপত্তা জোরদার পাবে। শিগগিরই এ সুবিধা চালু সবার জন্য চালু করার ঘোষণা দিয়েছে গুগল। নতুন এ সুবিধা প্রাথমিকভাবে গুগল ওয়ার্কস্পেস ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হবে। শুধুমাত্র গুগল ওয়ার্কস্পেস এন্টারপ্রাইজ প্লাস, এডুকেশন প্লাস বা এডুকেশন স্ট্যান্ডার্ড এর ব্যবহারকারীরাই জিমেইলে এনক্রিপশন সুবিধার জন্য আবেদন করতে পারবেন।
এখন গুগল ড্রাইভ, গুগল মিট, গুগল ক্যালেন্ডার, গুগল ডকস, শিটস ও স্লাইডসে ক্লায়েন্ট সাইড এনক্রিপশন–সুবিধার মাধ্যমে তথ্য লেনদেন করতে পারেন ব্যবহারকারীরা।
জিমেইলের নিরাপত্তায় ‘ক্লায়েন্ট সাইড’ এনক্রিপশন–সুবিধা চালু করছে জিমেইল ওয়ার্কস্পেস। প্রযুক্তি জায়ান্ট গুগল গত ১৮ ডিসেম্বর জানায়, সুবিধাটি শুধুমাত্র ওয়েবের জন্য পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে।
এ সুবিধা চালু হলে ব্যবহারকারীদের পাঠানো ই-মেইল বার্তা বিশেষ কোডের মাধ্যমে প্রাপকের কাছে পাঠানো হবে। নির্দিষ্ট ই-মেইল এড্রেসে ই-মেইলটি পৌঁছানোর পরই সংকেত বা কোডযুক্ত ই-মেইলগুলো পড়তে পারবেন প্রাপক। ফলে শুধুমাত্র ই-মেইল প্রেরক এবং প্রাপক ছাড়া অন্য কেউ বার্তায় থাকা তথ্য জানতে পারবেন না। এরই মধ্যে নির্দিষ্টসংখ্যক ব্যবহারকারীর ওপর এ সুবিধার কার্যকারিতা পরখ করছে প্রতিষ্ঠানটি।
ফোর্বসের প্রতিবেদনে বলা হয়, এখন জিমেইলে ‘ট্রান্সপোর্ট লেয়ার সিকিউরিটি’ প্রযুক্তির মাধ্যমে এনক্রিপ্ট করে বার্তা চালাচালি করা হয়। এ প্রযুক্তিতে ব্যবহারকারীদের ই-মেইল এনক্রিপ্ট আকারে আদান-প্রদান করা হলেও সেগুলো গুগল স্ক্যান করে থাকে। স্প্যাম বা ভাইরাসযুক্ত ই-মেইল শনাক্তের পাশাপাশি প্রাপককে স্মার্ট রিপ্লাইয়ের সুযোগ দিতেই এমনটি করে থাকে প্রতিষ্ঠানটি।
তবে এনক্রিপশনের সুবিধা চালু হলে নিজেদের সার্ভারে থাকা ই-মেইলগুলোর তথ্য গুগলের পক্ষেও জানা সম্ভব হবে না। ফলে জিমেইলে তথ্য আদান প্রদানের নিরাপত্তা জোরদার পাবে। শিগগিরই এ সুবিধা চালু সবার জন্য চালু করার ঘোষণা দিয়েছে গুগল। নতুন এ সুবিধা প্রাথমিকভাবে গুগল ওয়ার্কস্পেস ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হবে। শুধুমাত্র গুগল ওয়ার্কস্পেস এন্টারপ্রাইজ প্লাস, এডুকেশন প্লাস বা এডুকেশন স্ট্যান্ডার্ড এর ব্যবহারকারীরাই জিমেইলে এনক্রিপশন সুবিধার জন্য আবেদন করতে পারবেন।
এখন গুগল ড্রাইভ, গুগল মিট, গুগল ক্যালেন্ডার, গুগল ডকস, শিটস ও স্লাইডসে ক্লায়েন্ট সাইড এনক্রিপশন–সুবিধার মাধ্যমে তথ্য লেনদেন করতে পারেন ব্যবহারকারীরা।
যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার ওয়েবসাইটে গুরুত্বপূর্ণ নিরাপত্তা ত্রুটি আবিষ্কার করে আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছেন ইরাকি কিশোর মুনতাধার মোহাম্মদ আহমেদ সালেহ। বাগদাদের আল-তারমিয়া জেলার আল-বায়ারিক উচ্চ বিদ্যালয়ের এই মেধাবী শিক্ষার্থী নিজের অসাধারণ প্রযুক্তি দক্ষতা দিয়ে নাসার বিশেষ...
১ ঘণ্টা আগেমানুষের কাজের জগতে এক যুগান্তকারী পরিবর্তনের ইঙ্গিত নিয়ে বিশ্বের প্রযুক্তিকেন্দ্র সিলিকন ভ্যালিতে আত্মপ্রকাশ করল বিতর্কিত স্টার্টআপ ‘মেকানাইজ’। বিখ্যাত এআই গবেষক ও প্রতিষ্ঠাতা তামায় বেসিরোগ্লু ঘোষণা দিয়েছেন, এই স্টার্টআপের লক্ষ্য হলো—‘সব ধরনের কাজের পূর্ণ স্বয়ংক্রিয়করণ’ এবং ‘সম্পূর্ণ অর্থনীতির...
১ ঘণ্টা আগেফোল্ডেবল ফোনের দৌড়ে যখন স্যামসাং, হুয়াওয়ে বা অপো একে অপরকে টপকে যাওয়ার প্রতিযোগিতায় ব্যস্ত, প্রযুক্তির বাজারে ঠিক তখন এক অপ্রত্যাশিত প্রতিদ্বন্দ্বী মাঠে নেমেছে। সেটি হলো—ভাঁজযোগ্য ইবুক রিডার। ই-ইংক প্রযুক্তির উন্নতির ফলে ই-রিডারে বই পড়ার অভিজ্ঞতা এখন অনেকটাই কাগজের বইয়ের মতো।
৪ ঘণ্টা আগেধর্ষণ ও অজাচার (নিকটাত্মীয়ের মধ্যে যৌন সম্পর্ক) উৎসাহিত করার অভিযোগের মুখে পড়েছে ভিডিও গেম ‘নো মার্সি’। সারা বিশ্বে গেমিং কমিউনিটির তীব্র সমালোচনার মুখে অবশেষে স্টিম প্ল্যাটফর্ম থেকে সেটি সরিয়ে নেওয়া হয়েছে।
৪ ঘণ্টা আগে