কনটেন্ট নির্মাতাদের জন্য অটো-ডাবিং ফিচার চালু করেছে ইউটিউব। এর মধ্য দিয়ে ভিডিওগুলো সহজেই বিভিন্ন ভাষায় অনুবাদ করা যাবে। এর ফলে কনটেন্ট তৈরি করা আরও সহজ এবং ভিনদেশি দর্শকদের কাছে পৌঁছানো সম্ভব হবে।
হিন্দুস্তান টাইমস জানিয়েছে, ইউটিউবের নতুন এই ফিচারের মাধ্যমে ভিডিওগুলো ইংরেজি থেকে ফরাসি, জার্মান, হিন্দি, ইন্দোনেশিয়ান, ইতালিয়ান, জাপানি, পর্তুগিজ এবং স্প্যানিশ ভাষায় অনুবাদ করা যাবে। একইভাবে এই ভাষাগুলোর ভিডিও ইংরেজিতে রূপান্তর করা যাবে।
এই টুল বর্তমানে ইউটিউব পার্টনার প্রোগ্রামের সদস্যদের জন্য প্রযোজ্য। বিশেষ করে যারা শিক্ষামূলক বা তথ্যবহুল কনটেন্ট তৈরি করেন। তবে ইউটিউব শিগগিরই অন্যান্য ক্রিয়েটরদের জন্যও এই ফিচারটি উন্মুক্ত করবে।
ক্রিয়েটরেরা তাদের ভিডিও আপলোড করার পর, ইউটিউব স্বয়ংক্রিয়ভাবে ভিডিওটির ভাষা শনাক্ত করবে এবং ডাব করা সংস্করণ তৈরি করবে। ডাব করা ভিডিওগুলো ইউটিউব স্টুডিওর ‘ল্যাঙ্গুয়েজ সেকশন’-এ পাওয়া যাবে।
ক্রিয়েটরেরা ডাব করা ভিডিওগুলো প্রিভিউ করে তাদের মূল বার্তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কিনা তা যাচাই করতে পারবেন। যদি কোনো সংস্করণ অসন্তোষজনক হয়, তারা সেটি অপ্রকাশিত বা মুছে ফেলতে পারবেন।
ডাব করা ভিডিওগুলো ‘অটো-ডাবড’ হিসেবে চিহ্নিত থাকবে, যেন স্বচ্ছতা বজায় থাকে। দর্শকেরা ভিডিওর ভাষা পরিবর্তন করতে পারবেন, যা নেটফ্লিক্স বা প্রাইম ভিডিওর মতো প্ল্যাটফর্মে সহজেই করা যায়।
ভাষা পরিবর্তন করতে দর্শকেরা গিয়ার আইকনে ক্লিক করে ‘অডিও ট্র্যাক’ অপশন থেকে পছন্দের ভাষা নির্বাচন করতে পারবেন। ভিডিওতে একাধিক ভাষার ডাবড সংস্করণ থাকলে ‘অটো-ডাবড’ সেকশন ভিডিওর বিবরণে দেখা যাবে।
আগে এই টুলটি শুধু ইংরেজি থেকে স্প্যানিশ ও পর্তুগিজ ভাষায় সীমাবদ্ধ ছিল। নতুন আপডেটের ফলে এখন আরও বেশি ভাষায় ভিডিও ডাব করা সম্ভব হবে।
এই প্রক্রিয়াটি পুরোপুরি স্বয়ংক্রিয়, ফলে ক্রিয়েটরদের অতিরিক্ত কোনো কাজ করতে হয় না। ইউটিউবের এআই প্রযুক্তি ভিডিও ডাব করার সবকিছু পরিচালনা করে। যদিও ইউটিউব বলেছে, টোনালিটি সঠিকভাবে মেলে এমন উদাহরণ রয়েছে, তবে প্রযুক্তিটিকে এখনো উন্নত করা হচ্ছে। তাই সব সময় নিখুঁত নাও হতে পারে।
কনটেন্ট নির্মাতাদের জন্য অটো-ডাবিং ফিচার চালু করেছে ইউটিউব। এর মধ্য দিয়ে ভিডিওগুলো সহজেই বিভিন্ন ভাষায় অনুবাদ করা যাবে। এর ফলে কনটেন্ট তৈরি করা আরও সহজ এবং ভিনদেশি দর্শকদের কাছে পৌঁছানো সম্ভব হবে।
হিন্দুস্তান টাইমস জানিয়েছে, ইউটিউবের নতুন এই ফিচারের মাধ্যমে ভিডিওগুলো ইংরেজি থেকে ফরাসি, জার্মান, হিন্দি, ইন্দোনেশিয়ান, ইতালিয়ান, জাপানি, পর্তুগিজ এবং স্প্যানিশ ভাষায় অনুবাদ করা যাবে। একইভাবে এই ভাষাগুলোর ভিডিও ইংরেজিতে রূপান্তর করা যাবে।
এই টুল বর্তমানে ইউটিউব পার্টনার প্রোগ্রামের সদস্যদের জন্য প্রযোজ্য। বিশেষ করে যারা শিক্ষামূলক বা তথ্যবহুল কনটেন্ট তৈরি করেন। তবে ইউটিউব শিগগিরই অন্যান্য ক্রিয়েটরদের জন্যও এই ফিচারটি উন্মুক্ত করবে।
ক্রিয়েটরেরা তাদের ভিডিও আপলোড করার পর, ইউটিউব স্বয়ংক্রিয়ভাবে ভিডিওটির ভাষা শনাক্ত করবে এবং ডাব করা সংস্করণ তৈরি করবে। ডাব করা ভিডিওগুলো ইউটিউব স্টুডিওর ‘ল্যাঙ্গুয়েজ সেকশন’-এ পাওয়া যাবে।
ক্রিয়েটরেরা ডাব করা ভিডিওগুলো প্রিভিউ করে তাদের মূল বার্তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কিনা তা যাচাই করতে পারবেন। যদি কোনো সংস্করণ অসন্তোষজনক হয়, তারা সেটি অপ্রকাশিত বা মুছে ফেলতে পারবেন।
ডাব করা ভিডিওগুলো ‘অটো-ডাবড’ হিসেবে চিহ্নিত থাকবে, যেন স্বচ্ছতা বজায় থাকে। দর্শকেরা ভিডিওর ভাষা পরিবর্তন করতে পারবেন, যা নেটফ্লিক্স বা প্রাইম ভিডিওর মতো প্ল্যাটফর্মে সহজেই করা যায়।
ভাষা পরিবর্তন করতে দর্শকেরা গিয়ার আইকনে ক্লিক করে ‘অডিও ট্র্যাক’ অপশন থেকে পছন্দের ভাষা নির্বাচন করতে পারবেন। ভিডিওতে একাধিক ভাষার ডাবড সংস্করণ থাকলে ‘অটো-ডাবড’ সেকশন ভিডিওর বিবরণে দেখা যাবে।
আগে এই টুলটি শুধু ইংরেজি থেকে স্প্যানিশ ও পর্তুগিজ ভাষায় সীমাবদ্ধ ছিল। নতুন আপডেটের ফলে এখন আরও বেশি ভাষায় ভিডিও ডাব করা সম্ভব হবে।
এই প্রক্রিয়াটি পুরোপুরি স্বয়ংক্রিয়, ফলে ক্রিয়েটরদের অতিরিক্ত কোনো কাজ করতে হয় না। ইউটিউবের এআই প্রযুক্তি ভিডিও ডাব করার সবকিছু পরিচালনা করে। যদিও ইউটিউব বলেছে, টোনালিটি সঠিকভাবে মেলে এমন উদাহরণ রয়েছে, তবে প্রযুক্তিটিকে এখনো উন্নত করা হচ্ছে। তাই সব সময় নিখুঁত নাও হতে পারে।
ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনের অংশ হিসেবে আজ শুক্রবার দেশের সব মোবাইল ফোন গ্রাহক বিনা মূল্যে ১ জিবি ইন্টারনেট ডেটা পাচ্ছেন। অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) গত বুধবার সব অপারেটরকে এই নির্দেশনা দেয়।
৭ ঘণ্টা আগেমহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠান স্পেসএক্সের সহযোগী প্রতিষ্ঠান স্টারলিংকের ব্যবসা পরিচালনা বিভাগের ভাইস প্রেসিডেন্ট লরেন ড্রেয়ারের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল শুক্রবার ঢাকায় আসছে।
২০ ঘণ্টা আগেতবে সমঝোতার নির্দিষ্ট শর্তাবলি আদালতে প্রকাশ করা হয়নি। বিচারকের সামনে বিবাদীপক্ষের আইনজীবীরাও কোনো বক্তব্য দেননি। বিচারক ম্যাককরমিক যখন মামলার দ্বিতীয় দিনের শুনানির প্রস্তুতি নিচ্ছিলেন, তখনই হঠাৎ তিনি মামলাটি মুলতবি ঘোষণা করেন এবং উভয় পক্ষকে অভিনন্দন জানান।
১ দিন আগেবিশ্বজুড়ে ভাষা ও সংস্কৃতির ওপর বড় ধরনের প্রভাব ফেলছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)। বিশেষ করে চ্যাটজিপিটির মতো বড় ভাষা মডেল (এলএলএম) মানুষের দৈনন্দিন কথাবার্তার ধরন বদলে দিচ্ছে এবং একঘেয়ে করে তুলছে বলে সতর্ক করেছে জার্মানির এক গবেষক দল।
২ দিন আগে