ওপেনএআইয়ের কৃত্রিম বৃদ্ধিমত্তার চ্যাটবট চ্যাটজিপিটি হ্যাকিংয়ের শিকার হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। গতকাল বুধবার সন্ধ্যা ৮টার দিকে ৯০ মিনিটের জন্য প্ল্যাটফর্মটির সার্ভার পুরোপুরি ডাউন ছিল। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট অ্যান্ড্রয়েড অথোরিটির প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।
সার্ভার ট্র্যাকিং বিষয়ক ওয়েবসাইট ডাউনডিটেক্টর ও এক্স প্ল্যাটফর্মে অনেক গ্রাহক এ বিষয়ে পোস্ট করছে। অনেক গ্রাহক এখনো চ্যাটজিপিটির ওয়েবসাইটে প্রবেশ করতে পারছে না।
কোম্পানিটি পর্যায়ক্রমিক বিভ্রাটের সঙ্গে মোকাবিলা করছে বলে ওপেনএআইয়ের স্ট্যাটাস চেকারে জানানো হয়েছে। ডিডিওএস বা ডিস্ট্রিবিউটেড ডিনায়াল-অফ-সার্ভিস আক্রমণের ফলে এই ধরনের অস্বাভাবিক ট্রাফিক সৃষ্টি হতে পারে। ডিডিওএস আক্রমণ এক ধরনের সাইবার হামলা। সার্ভার বন্ধে বা কার্যক্রম বিঘ্ন করতে হ্যাকাররা নানা পদ্ধতিতে অস্বাভাবিকভাবে ট্রাফিক বাড়ায়।
এই সমস্যা সমাধানে কাজ শুরু করছে বলে চ্যাটজিপিটির মূল কোম্পানি ওপেনএআই। তবে চ্যাটজিপিটি ওয়েব ভার্সন ব্যবহারকারীরা এবং নতুন জিপিটি বিল্ডারের গ্রাহকেরা এখনো ওপেনএআইয়ের সার্ভারে প্রবেশ করতে পারছে না।
অনলাইনের স্বাভাবিক ট্রাফিককে বিঘ্নিত করে এই ডিডিওএস আক্রমণ। চ্যাটজিপিটির নতুন ফিচারের জন্য সার্ভারের ট্রাফিক বেড়েছে নাকি ওপেনএআই হামলার শিকার হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।
এই সপ্তাহের শুরুতে কোম্পানির প্রথম ডেভেলপার সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে চ্যাটজিপিটির আরও শক্তিশালী ভার্সন জিপিটি ৪ টার্বোর উন্মোচন করে ওপেনএআই। এটি ব্যবহারকারীদের পছন্দমতো জিপিটি তৈরিতে সহায়তা করবে।
গত বছর থেকে ডেভেলপারদের চাহিদা নিয়ে আলোচনা করছে কোম্পানিটি। এরই প্রেক্ষিতে নতুন মডেল নিয়ে আসা হয়। ৩০০ পৃষ্ঠা পর্যন্ত দৈর্ঘ্যের ইনপুট গ্রহণ করতে পারে জিপিটি–৪ টার্বো। অর্থাৎ ব্যবহারকারীরা চাইলে একটি বইয়ের সারসংক্ষেপও এটি জিজ্ঞাসা করতে পারবে।
ওপেনএআইয়ের কৃত্রিম বৃদ্ধিমত্তার চ্যাটবট চ্যাটজিপিটি হ্যাকিংয়ের শিকার হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। গতকাল বুধবার সন্ধ্যা ৮টার দিকে ৯০ মিনিটের জন্য প্ল্যাটফর্মটির সার্ভার পুরোপুরি ডাউন ছিল। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট অ্যান্ড্রয়েড অথোরিটির প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।
সার্ভার ট্র্যাকিং বিষয়ক ওয়েবসাইট ডাউনডিটেক্টর ও এক্স প্ল্যাটফর্মে অনেক গ্রাহক এ বিষয়ে পোস্ট করছে। অনেক গ্রাহক এখনো চ্যাটজিপিটির ওয়েবসাইটে প্রবেশ করতে পারছে না।
কোম্পানিটি পর্যায়ক্রমিক বিভ্রাটের সঙ্গে মোকাবিলা করছে বলে ওপেনএআইয়ের স্ট্যাটাস চেকারে জানানো হয়েছে। ডিডিওএস বা ডিস্ট্রিবিউটেড ডিনায়াল-অফ-সার্ভিস আক্রমণের ফলে এই ধরনের অস্বাভাবিক ট্রাফিক সৃষ্টি হতে পারে। ডিডিওএস আক্রমণ এক ধরনের সাইবার হামলা। সার্ভার বন্ধে বা কার্যক্রম বিঘ্ন করতে হ্যাকাররা নানা পদ্ধতিতে অস্বাভাবিকভাবে ট্রাফিক বাড়ায়।
এই সমস্যা সমাধানে কাজ শুরু করছে বলে চ্যাটজিপিটির মূল কোম্পানি ওপেনএআই। তবে চ্যাটজিপিটি ওয়েব ভার্সন ব্যবহারকারীরা এবং নতুন জিপিটি বিল্ডারের গ্রাহকেরা এখনো ওপেনএআইয়ের সার্ভারে প্রবেশ করতে পারছে না।
অনলাইনের স্বাভাবিক ট্রাফিককে বিঘ্নিত করে এই ডিডিওএস আক্রমণ। চ্যাটজিপিটির নতুন ফিচারের জন্য সার্ভারের ট্রাফিক বেড়েছে নাকি ওপেনএআই হামলার শিকার হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।
এই সপ্তাহের শুরুতে কোম্পানির প্রথম ডেভেলপার সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে চ্যাটজিপিটির আরও শক্তিশালী ভার্সন জিপিটি ৪ টার্বোর উন্মোচন করে ওপেনএআই। এটি ব্যবহারকারীদের পছন্দমতো জিপিটি তৈরিতে সহায়তা করবে।
গত বছর থেকে ডেভেলপারদের চাহিদা নিয়ে আলোচনা করছে কোম্পানিটি। এরই প্রেক্ষিতে নতুন মডেল নিয়ে আসা হয়। ৩০০ পৃষ্ঠা পর্যন্ত দৈর্ঘ্যের ইনপুট গ্রহণ করতে পারে জিপিটি–৪ টার্বো। অর্থাৎ ব্যবহারকারীরা চাইলে একটি বইয়ের সারসংক্ষেপও এটি জিজ্ঞাসা করতে পারবে।
প্রযুক্তি বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান অ্যাপল তাদের নতুন ও সবচেয়ে পাতলা স্মার্টফোন, আইফোন এয়ার, উন্মোচন করেছে। এই নতুন ডিভাইসটিকে ‘ভবিষ্যতের একটি টুকরো’ হিসেবে বর্ণনা করেছেন এর প্রধান শিল্প ডিজাইনার আবিদুর চৌধুরী। সম্পূর্ণ টাইটানিয়াম ধাতুতে মোড়া এই স্মার্টফোনের ২৫৬ জিবি মডেলের দাম নির্ধারণ
৩ ঘণ্টা আগেনতুন প্রজন্মের আইফোন সিরিজ উন্মোচনের পরপরই অ্যাপলকে নিয়ে ব্যঙ্গ করল প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান স্যামসাং। গতকাল মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) আয়োজিত অ্যাপলের পণ্য উন্মোচন অনুষ্ঠানে ‘আইফোন ১৭ এয়ার’ মডেল প্রকাশের পর স্যামসাং তাদের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে এসব ব্যঙ্গাত্মক পোস্ট করে।
৪ ঘণ্টা আগেআগামী কয়েক দিনের মধ্যেই আইফোন প্রেমীদের হাতে পৌঁছাবে অ্যাপলের নতুন ফোন আইফোন এয়ার। গতকাল রাতে আইফোন ১৭ এবং আইফোন ১৭ প্রো’র সঙ্গে একসঙ্গে উন্মোচিত হয়েছে ফোনটি। এটি অ্যাপলের তৈরি এখন পর্যন্ত সবচেয়ে পাতলা আইফোন। দেখতে অপূর্ব, এক কথায় মন কাড়া। তবে শুধুই সৌন্দর্য নয়, আইফোন এয়ার নিয়ে বিতর্কও চলবে জোরেশোরে
৫ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফট তাদের জনপ্রিয় অফিস ৩৬৫ অ্যাপগুলোতে (যেমন ওয়ার্ড, এক্সেল, আউটলুক ও পাওয়ার পয়েন্ট) এআই চালিত নতুন ফিচার আনতে ওপেনএআই-এর পাশাপাশি এবার প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান অ্যানথ্রপিক-এর এআই প্রযুক্তি ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে।
৭ ঘণ্টা আগে