ওপেনএআইয়ের কৃত্রিম বৃদ্ধিমত্তার চ্যাটবট চ্যাটজিপিটি হ্যাকিংয়ের শিকার হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। গতকাল বুধবার সন্ধ্যা ৮টার দিকে ৯০ মিনিটের জন্য প্ল্যাটফর্মটির সার্ভার পুরোপুরি ডাউন ছিল। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট অ্যান্ড্রয়েড অথোরিটির প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।
সার্ভার ট্র্যাকিং বিষয়ক ওয়েবসাইট ডাউনডিটেক্টর ও এক্স প্ল্যাটফর্মে অনেক গ্রাহক এ বিষয়ে পোস্ট করছে। অনেক গ্রাহক এখনো চ্যাটজিপিটির ওয়েবসাইটে প্রবেশ করতে পারছে না।
কোম্পানিটি পর্যায়ক্রমিক বিভ্রাটের সঙ্গে মোকাবিলা করছে বলে ওপেনএআইয়ের স্ট্যাটাস চেকারে জানানো হয়েছে। ডিডিওএস বা ডিস্ট্রিবিউটেড ডিনায়াল-অফ-সার্ভিস আক্রমণের ফলে এই ধরনের অস্বাভাবিক ট্রাফিক সৃষ্টি হতে পারে। ডিডিওএস আক্রমণ এক ধরনের সাইবার হামলা। সার্ভার বন্ধে বা কার্যক্রম বিঘ্ন করতে হ্যাকাররা নানা পদ্ধতিতে অস্বাভাবিকভাবে ট্রাফিক বাড়ায়।
এই সমস্যা সমাধানে কাজ শুরু করছে বলে চ্যাটজিপিটির মূল কোম্পানি ওপেনএআই। তবে চ্যাটজিপিটি ওয়েব ভার্সন ব্যবহারকারীরা এবং নতুন জিপিটি বিল্ডারের গ্রাহকেরা এখনো ওপেনএআইয়ের সার্ভারে প্রবেশ করতে পারছে না।
অনলাইনের স্বাভাবিক ট্রাফিককে বিঘ্নিত করে এই ডিডিওএস আক্রমণ। চ্যাটজিপিটির নতুন ফিচারের জন্য সার্ভারের ট্রাফিক বেড়েছে নাকি ওপেনএআই হামলার শিকার হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।
এই সপ্তাহের শুরুতে কোম্পানির প্রথম ডেভেলপার সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে চ্যাটজিপিটির আরও শক্তিশালী ভার্সন জিপিটি ৪ টার্বোর উন্মোচন করে ওপেনএআই। এটি ব্যবহারকারীদের পছন্দমতো জিপিটি তৈরিতে সহায়তা করবে।
গত বছর থেকে ডেভেলপারদের চাহিদা নিয়ে আলোচনা করছে কোম্পানিটি। এরই প্রেক্ষিতে নতুন মডেল নিয়ে আসা হয়। ৩০০ পৃষ্ঠা পর্যন্ত দৈর্ঘ্যের ইনপুট গ্রহণ করতে পারে জিপিটি–৪ টার্বো। অর্থাৎ ব্যবহারকারীরা চাইলে একটি বইয়ের সারসংক্ষেপও এটি জিজ্ঞাসা করতে পারবে।
ওপেনএআইয়ের কৃত্রিম বৃদ্ধিমত্তার চ্যাটবট চ্যাটজিপিটি হ্যাকিংয়ের শিকার হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। গতকাল বুধবার সন্ধ্যা ৮টার দিকে ৯০ মিনিটের জন্য প্ল্যাটফর্মটির সার্ভার পুরোপুরি ডাউন ছিল। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট অ্যান্ড্রয়েড অথোরিটির প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।
সার্ভার ট্র্যাকিং বিষয়ক ওয়েবসাইট ডাউনডিটেক্টর ও এক্স প্ল্যাটফর্মে অনেক গ্রাহক এ বিষয়ে পোস্ট করছে। অনেক গ্রাহক এখনো চ্যাটজিপিটির ওয়েবসাইটে প্রবেশ করতে পারছে না।
কোম্পানিটি পর্যায়ক্রমিক বিভ্রাটের সঙ্গে মোকাবিলা করছে বলে ওপেনএআইয়ের স্ট্যাটাস চেকারে জানানো হয়েছে। ডিডিওএস বা ডিস্ট্রিবিউটেড ডিনায়াল-অফ-সার্ভিস আক্রমণের ফলে এই ধরনের অস্বাভাবিক ট্রাফিক সৃষ্টি হতে পারে। ডিডিওএস আক্রমণ এক ধরনের সাইবার হামলা। সার্ভার বন্ধে বা কার্যক্রম বিঘ্ন করতে হ্যাকাররা নানা পদ্ধতিতে অস্বাভাবিকভাবে ট্রাফিক বাড়ায়।
এই সমস্যা সমাধানে কাজ শুরু করছে বলে চ্যাটজিপিটির মূল কোম্পানি ওপেনএআই। তবে চ্যাটজিপিটি ওয়েব ভার্সন ব্যবহারকারীরা এবং নতুন জিপিটি বিল্ডারের গ্রাহকেরা এখনো ওপেনএআইয়ের সার্ভারে প্রবেশ করতে পারছে না।
অনলাইনের স্বাভাবিক ট্রাফিককে বিঘ্নিত করে এই ডিডিওএস আক্রমণ। চ্যাটজিপিটির নতুন ফিচারের জন্য সার্ভারের ট্রাফিক বেড়েছে নাকি ওপেনএআই হামলার শিকার হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।
এই সপ্তাহের শুরুতে কোম্পানির প্রথম ডেভেলপার সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে চ্যাটজিপিটির আরও শক্তিশালী ভার্সন জিপিটি ৪ টার্বোর উন্মোচন করে ওপেনএআই। এটি ব্যবহারকারীদের পছন্দমতো জিপিটি তৈরিতে সহায়তা করবে।
গত বছর থেকে ডেভেলপারদের চাহিদা নিয়ে আলোচনা করছে কোম্পানিটি। এরই প্রেক্ষিতে নতুন মডেল নিয়ে আসা হয়। ৩০০ পৃষ্ঠা পর্যন্ত দৈর্ঘ্যের ইনপুট গ্রহণ করতে পারে জিপিটি–৪ টার্বো। অর্থাৎ ব্যবহারকারীরা চাইলে একটি বইয়ের সারসংক্ষেপও এটি জিজ্ঞাসা করতে পারবে।
পুরোনো ও কাটডাউট ভার্সন দিয়েই ডিপসিকের মতো এআই অ্যাপ বানিয়েছে চীন। মূলত এরপরই যুক্তরাষ্ট্রের মনে হয়েছে, কমদামি ও কম সক্ষমতার এসব চিপও আর চীনকে দেওয়া যাবে না এবং যথারীতি চীনে দুর্বল চিপ রপ্তানিতেও নিষেধাজ্ঞা দিয়েছে ট্রাম্প প্রশাসন।
৩ দিন আগেঅন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর সম্প্রতি ‘টেলিকম খাতে নেটওয়ার্ক ও ব্যবসা পরিচালনার লাইসেন্স পুনর্বিন্যাসের’ জন্য বাংলাদেশ টেলিযোগাযোগ আইন সংশোধনের যে খসড়া তৈরি করা হয়েছে, তাতে আইসিএক্স বাদ দেওয়ার প্রস্তাব করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এর ফলে বাংলাদেশের ডিজিটাল...
৪ দিন আগেডিজিটাল যুগে যোগাযোগের অন্যতম সহজ ও দ্রুত মাধ্যম হয়ে উঠেছে মেসেঞ্জারের মতো বিভিন্ন মেসেজিং অ্যাপ্লিকেশন। এই অ্যাপের মাধ্যমে মানুষ খুব সহজেই বার্তা আদান-প্রদান করতে পারেন। অনেক সময় বার্তা পাঠানোর পর বানান ভুল, তথ্যগত ত্রুটি বা ভুল বোঝাবুঝির কারণে পাঠানো বার্তাটি সংশোধনের প্রয়োজন হয়। আগে মেসেঞ্জারে
৫ দিন আগেকাজাখস্তানের ২৩ বছর বয়সী তরুণ কেনজেবেক ইসমাইলভ তাঁর মাকে নিয়ে হাসপাতালে যাচ্ছিলেন। পথে একটি গাড়ি কোনো কারণ ছাড়াই থেমে গিয়ে এক লেনের রাস্তায় যানজট সৃষ্টি করে। কিন্তু কেনজেবেকের হাসপাতালে যাওয়ার তাড়া ছিল।
৫ দিন আগে