Ajker Patrika

মহাকাশে রেস্টুরেন্ট

কুহেলী রহমান
Thumbnail image

কয়েক বছর আগে কক্সবাজারে ২০ জন ধারণক্ষমতাসম্পন্ন ফ্লাই ডাইনিং রেস্টুরেন্টটি মাটি থেকে ১৬০ ফুট ওপরে ঘুরতে ঘুরতে ক্রেতাদের খাবার পরিবেশন করত। এ সময় আকাশ থেকে উপভোগ করা যেত সৈকত ও আশপাশের দৃশ্য। এই ফ্লাই ডাইনিংয়ের জনপ্রতি খরচ ছিল সর্বনিম্ন ৪ থেকে ৮ হাজার ৫০০ টাকা। এই রেস্টুরেন্টটি বাংলাদেশে বেশ ট্রেন্ডিং ছিল।

সম্প্রতি মহাকাশে এমন একটি রেস্টুরেন্ট খুলেছে স্পেস ভিআইপি নামের একটি মহাকাশ পর্যটন সংস্থা। মাটি থেকে ১ লাখ ফুট উচ্চতায় থাকা একটি বেলুনে একসঙ্গে সর্বোচ্চ ছয়জন অতিথিকে খাবার পরিবেশন করবেন ডেনমার্কে মিশেলিন স্টার সনদপ্রাপ্ত রেস্টুরেন্ট আলকেমিস্টের শেফ রাসমুস মুঙ্ক। সম্প্রতি ঘোষিত বিশ্বের সেরা ৫০টি রেস্টুরেন্টের তালিকার ৫ নম্বরে আছে আলকেমিস্ট। বেলুনটিতে খাবারের সঙ্গে থাকবে ওয়াই-ফাইয়ের সুবিধা।

মাটি থেকে প্রায় ৩০ কিলোমিটার ওপরে অতিথিদের কোনো রকেটে নয়; বরং নেওয়া হবে মার্কিন মহাকাশ সংস্থা নাসার উদ্ভাবিত একধরনের বিশেষ প্রেশারাইজড ক্যাপসুলে। এ-সংক্রান্ত টেস্ট ফ্লাইট শুরু হবে এ মাস থেকেই। বেলুন ক্যাপসুলের এই স্পেস ফ্লাইটে অতিথিদের জন্য কোনো বিশেষ প্রশিক্ষণ বা প্রোটেকশন গিয়ারের প্রয়োজন হবে না বলে জানিয়েছে মহাকাশ ভোজনের উদ্যোক্তা স্পেস ভিআইপি কর্তৃপক্ষ।

নিশ্চয় ভাবছেন, এই সুযোগে মহাকাশ ভ্রমণ ও খাওয়া দুটোই হয়ে যাবে। খরচ কত পড়বে? মহাকাশে বসে খাবার খেতে গুনতে হবে ৫ লাখ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে ৫ কোটি টাকা মাত্র।

সূত্র: ব্লুমবার্গ

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত